![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাকা পয়সা রেডি থাকলে ব্লকড সার্টিফিকেট দিতে ১দিন মাত্র সময় লাগে ব্যাঙ্কের। এই ব্লকড সার্টিফিকেট আর পিডিএফ ফাইলের কথামতো সব সার্টিফিকেট (ইনক্লুডিং Registration Card, Admit Card of S.S.C & H.S.C), ফটোকপি (২ কপি লেখা থাকলেও আসলে ৩ কপি নিতে হবে) এবং ফরম ২ কপি Click This Link ফিল আপ করে প্রিন্ট করে নিয়ে যেতে হবে ভিসা ইন্টারভিউয়ের দিন এম্বাসিতে। অনেকসময় নাকি এম্বাসি এগুলো আগেই জমা নেয়, তবে আমার সে সৌভাগ্য হয়নাই, ইন্টারভিউয়ের দিনই নিয়ে যেতে বলছিলো আমাকে।আর ভিসা ইন্টারভিউ খুব সহজ একটা ব্যাপার।
আমার একটা বদনাম আছে – আমি নাকি অতিমাত্রায় আশাবাদী মানুষ। আমি আশা করি – একসময় বাংলাদেশের স্টুডেন্টদের দখলে চলে যাবে হাইয়ার স্টাডি-র পুরা ফিল্ডটা, ইন্ডিয়ান আর চাইনিজদের হঠিয়ে। কিন্তু শুধুমাত্র হুযুগের বশে বা বিদেশের মাটিতে পা দিতে হবে – এই কারণে যাতে কেউ জার্মানিতে বা অন্য দেশে না আসে , সেই অনুরোধ করবো। দেশে থাকতে মনে করলাম – দেশে কোনো পড়ালেখাই হবেনা, তাই ২-৩ বছর দেশে যা পড়ছি তা জলাঞ্জলি দিয়ে, বিদেশে গিয়ে হেব্বি পড়ালেখা করে দেশোদ্ধার করে ফেলবো – এই চিন্তা করাটা একটু বাড়াবাড়ী রকম রিস্কি হয়ে যায়। এখানে যারা জার্মান ভাষায় পড়াশোনা করতে চায় – তাদেরকে মনে রাখতে হবে যে বিদেশি একটা ভাষায় পড়াটা আয়ত্ত করা, একই সময়ে নিজের খরচ যোগাড় করা, পরে সেই ভিন্নভাষায় নিজের লব্ধজ্ঞানটাকে সেদেশি পরীক্ষকদের কাছে গ্রহণযোগ্য করে আন্সার করে, এবং সেই ভাষী ও সেদেশি স্টুডেন্টদের সাথে টেক্কা দেয়া – অনেক অনেক কঠিন একটা ব্যাপার। আর চোখের সামনে এমন অনেক উদাহরণ অনেক আছে – যারা এখানে পড়ালেখা করতে এসে পাকাপাকিভাবে শ্রমিক বনে গেছে। এমন অনাকাংখিত ঘটনা কোনোমতেই দেশের জন্যে বা ভুক্তভোগী ও তার পরিবারের কাছে ভালো কিছু নয়। তাই যারাই এখানে আসতে চান তাদেরকে বলবো একটু ভালোভাবে খোঁজখবর নিয়ে আপনার ডিসিশন নিন, কয়ক মূহূর্তের আলস্য বা উচ্চাকাংখার কুফল যাতে সারাজীবন বয়ে বেড়াতে না হয়।
সর্বোপরি যে কোনো এজেন্সী থেকে সাবধাণ!!! এজেন্সীগুলা হইলো ফার্মগেট-গুলিস্তান মোড়ে পাওয়া সর্বরোগের ওষুধ মলমের মত- শুধু বড়বড় কথা দিয়ে এডভের্টাইজিং আছে, লাগাইলে কাজ হবে হচ্ছে মনে হবে কিন্তু আসলে টাকাটা শুধু পানিতে ফেলা ছাড়া কিছুইনা। উপরের স্টেপগুলা তারা ফলো করবে আপনার হয়ে, কোনো সিউরিটি পাবেন্না, না হইলে বলবে আপনার যোগ্যতার অভাবে হলোনা- মাঝখান দিয়ে ভালো একটা এমাউন্ট আপনার কাছ থেকে খসাবে। আমাকে একজন কিছুদিন আগে বললেন তাকে নাকি এজেন্সী থেকে বলছে ব্লকড একাউন্টের টাকাটা তারা ব্যবস্থা করে দিবে, এছাড়া বাকি খরচপাতি মিলে সব প্রসেসিং-এ ৫ লাখ টাকা লাগবে। সো বি কেয়ারফুল!
আরো ডিটেইলস জানতে নিচের সাইটগুলো বেশ হেল্পফুল-
http://www.GermanProbashe.com
http://www.dw-world.de/dw/0,,13795,00.html
--------------------------------------------------
Write-up by Jamal Uddin Adnan
Munich, Germany
--------------------------------------------------
আগামীকালের পোস্ট: এম্ব্যাসির নতুন নিয়ম এবং বাসস্থান খুঁজে পাওয়া
--------------------------------------------------
জার্মানিতে উচ্চশিক্ষা - পর্ব - #৬
ভিসা পাওয়া এবং কিছু উপদেশ
লিংক: http://goo.gl/u1INu9
জার্মানিতে উচ্চশিক্ষা - পর্ব - #৫
ভিসা, ব্লকড একাউন্ট ও অন্যান্য
লিংক : http://goo.gl/Y5VNz6
জার্মানিতে উচ্চশিক্ষা - পর্ব - #৪
এপ্লাই করা এবং তারপর
লিংক : http://goo.gl/GfCERG
জার্মানিতে উচ্চশিক্ষা - পর্ব - #৩
রিকোয়ারমেন্টস, প্রোফাইল, শহর
লিংক : http://goo.gl/BzWo8k
জার্মানিতে উচ্চশিক্ষা - পর্ব - #২
কোর্স, ভাষা, সেমিস্টার, খরচ, স্কলারশিপ
লিংক : http://goo.gl/kncGxY
জার্মানিতে উচ্চশিক্ষা - পর্ব - #১
মোটিভেশন / উৎসাহ
লিংক : http://goo.gl/ztZXL7
এমব্যাসির নতুন নিয়ম, বাসস্থান সমস্যা এবং আমাদের করণীয় -পর্ব - ১
লিংক: http://goo.gl/kXEqOY
এমব্যাসির নতুন নিয়ম, বাসস্থান সমস্যা এবং আমাদের করণীয় -পর্ব - ২
ভিসা অফিসার এর সাথে মোকাবিলা
লিংক: http://goo.gl/om98lG
----------------------------------------------------
ফেসবুকে বসেই জার্মান ভাষা শিখতে চাইলে, গ্রুপ : https://www.facebook.com/groups/657120964325851
-----------------------------------------------------
২| ০৯ ই জুন, ২০১৪ রাত ৮:২৫
ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ আপনার মন্ত্যবের জন্য । আপনি এই গ্রুপে দেখতে পারেন Click This Link । শুভ কামনা রইল আপনার জন্য।
৩| ০৯ ই জুন, ২০১৪ রাত ৮:৩৫
গোল্ডেন গ্লাইডার বলেছেন: ++++++++++
৪| ০৯ ই জুন, ২০১৪ রাত ৯:০৩
অবিবাহিত ছেলে বলেছেন: জার্মনীতে আমার পরিচিত দুই জুনিয়র রুমমেট গেছে । একজন ঢাবি থেকে, অন্যজন জগন্নাথ বিশ্ব: থেকে এমবিএ করা । এখন চলে আসতে চাচ্ছে । জামার্নীতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ খুবই কম, পার্ট টাইম জবে গাধার খাটনি, ভাষার জটিলতা, লেখাপড়া শেষে দেশে অবশ্যই ফেরত, টাকা খরচ ইত্যাদি । যারা যাবেন একটু চিন্তা ভাবনা করে যাবেন । অনেকেই ফেরত আসছে । পরে আমও যাবে, ছালাও যাবে ।
৫| ১০ ই জুন, ২০১৪ রাত ৩:২৩
ক্যপ্রিসিয়াস বলেছেন: আমি আপনার কথার সাথে একমত হতে পারলাম না। এতা সত্যযে ভাষা বড় একতা ব্যাপার , আর স্থায়ীভাবে বসবাসের নিয়ে এই লেখাতি পড়ুন Click This Link , আর জার্মানিতে আপনি যে কোন কোর্স করার পর জার্মান সরকার আপনাকে ১৮ মাস জব সিকার ভিসা দিবে। এখন কথা হল, এই ১৮ মাসে ইউরোপে একটা ডিগ্রি নেবার পরও জব ম্যানেজ করতে পারে না , তার আসলে দেশে ফিরে যেতে হয়, আর তাদের যাওয়াই উচিত, দুখিত কথাটা বলার জন্য, আর যেখানে ১৮ বছরের পর নিজের খরচ নিজেকে ম্যানেজ করতে হয়, কোটিপতিরা বাড়িতেও কাজের লোক নেই, যারা নিজেদের কাজ নিজেরাই করে তাদের সাথে মানিয়ে চলতে আমাদের গাধার খাটুনি খাটতেই হবে । আর হ্যা আসলেই চিন্তা করে আসা উচিত।ধন্যবাদ
৬| ১০ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৪
পুশকিন বলেছেন: আমার আপার মেইল আইডি অথবা ফেবু আইডিটা দরকার ছিলো।আমি জার্মানিতে মাস্টার্স+পিআরএর ব্যাপারে একটা ভালো দিকনির্দেশনা চাচ্ছিলাম।যদিও আপনি গ্রুপ এর লিংক দিয়েছেন এবং সেটা হে্প ফুল।তারপরও পার্সোনালি কানেক্ট থাকতে চাচ্ছিলাম।
ধনবাদ ।।।।
১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৮
ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ পুশকিন ভাই..আমার ফেসবুক আইডি লিন্ক আমার প্রোফাইলে দেয়া আছে, আর ব্যক্তিগত দিকনির্দেশনার চেয়ে আমি গ্রুপের ওয়ালের ডিস্কাশনকেই বেশি গুরুত্বপুর্ন মনে করি , কারন এতে করে আপনি শুধু আমার না আরও অনেকের কাছ থেকে হেল্পপাবার পাশাপাশি অনেকেই আপনি যে তথ্য পাচ্ছেন সেটা থেকে উপকার পেতে পারে। ধন্যবাদ
৭| ১০ ই জুন, ২০১৪ রাত ৯:১৪
সোজা কথা বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ। আমার না লাগলেও অনেকেরই কাজে লাগবে।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৪ রাত ৮:২২
জাফরিন বলেছেন: ধন্যবাদ। একজন বন্ধুর কাজে লাগতে পারে। তাকে লিঙ্কটা পাঠিয়ে দিলাম। আর আমি নেদারল্যান্ডস এ একটা স্কলারশীপ পেয়েছি। ডাচ ভিসা এবং অন্যান্য ব্যাপারে কিছু তথ্য জানা থাকলে প্লিজ শেয়ার করবেন।