![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগতম আজকের "এক লাইনের জার্মান "- ৮ম আয়োজনে
গত কাল আমরা শিখেছি কি করে নিজের মাতৃভাষা সম্পর্কে অন্যকে বলতে হয়। আমরা মাতৃভাষা ছাড়াও ইংরেজি, হিন্দি, ফ্রেঞ্চ সহ একের অধিক ভাষায় কথা বলতে পারি বা জানি অনেকেই। তাহলে আপনার মাতৃভাষা ছাড়াও আরো কোন ভাষা যে জানেন তা কি করে অন্যকে বলবেন? আজকে আমরা তা শিখব।
----------------------------------------------------
ফেসবুকে বসেই জার্মান ভাষা শিখতে চাইলে, গ্রুপ: http://goo.gl/Byzi6j
-----------------------------------------------------
তাহলে আমাদের "এক লাইনের জার্মান "-
Ich spreche auch Englisch und Französisch
আমি ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারি বা জানি ।
আপনি ইংরেজি ও ফ্রেঞ্চ এর জায়গায় আপনার জানা ভাষার নাম লিখে দিতে পারেন। আর auch বলার কারন আপনি যখন বাংলা আপনার মাতৃভাষা বলবেন তার পরে আরোও অন্য ভাষা জানেন এই আরোও বোঝেতে auch ব্যবহার করা হয়েছে।
বাক্যের কিছু শব্দের উচ্চারন- http://goo.gl/txGO4j, http://goo.gl/aCcmfG , http://goo.gl/xAe89w ,
এবার কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলা ছাড়াও আরোও কোন কোন ভাষায় কথা বলতে পারেন বা জানেন ।
----------------------------------------------------
ফেসবুকে বসেই জার্মান ভাষা শিখতে চাইলে, গ্রুপ: http://goo.gl/Byzi6j
-----------------------------------------------------
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৪ সকাল ৯:৪৭
সোহানী বলেছেন: ভালো উদ্যোগ.....