নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্যপ্রিসিয়াস

মানুষ তার স্বপ্নের সমান বড়। তাই স্বপ্ন দেখি বড় কিছু করার। অন্যের উপকার করতে ভাল লাগে তা যত নুন্যতমই হোক না কেন ।\n\nভাল লাগে বিধাতার গড়া অপরুপ সৌন্দর্যের মাঝে ঘুরে বেড়াতে।\n\nফেসবুকে এই আমি https://www.facebook.com/capricious.based

ক্যপ্রিসিয়াস › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের (পাব্লিক বিশ্ববিদ্যালয়ের)উচ্চশিক্ষার ভবিয্যত কি ? -কিছুই কি করার নেই?

০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৫:০০





প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি স্টুডেন্ট এইচ এস সি পাশ করার পরেও শুধু মাত্র সীমিত আসন বা সিট থাকার কারনে দেশ সেরা পাব্লিক বিশ্ববিদ্যালয়ে পড়ার চান্স পায় না। আর যারাও পায় তারা ও নোংরা রাজনীতি ও বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার জট নামক জটে আটকা পড়ে ৪ বছরের কোর্স ৮ বছরে , কেউ বা তার চেয়েও বেশি সময় ব্যায় করে ফেলে কাঙ্কিত একাডেমিক স্টাডি শেষ করতে। এতে করে যেমন মুল্যবান সময় জীবন থেকে হারিয়ে যাচ্চে তেমনি যে সকল ছাত্র ছাত্রীরা এই ৪ বছরের কোর্স ৮ বছরে করার সুযোগও পায়নি তাদের ক্যারিয়ার কোন দিকে চলে যায় তার উওর কেউ দিতে পারবে না। এতে করে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন মেধাবী তরুন তরুনীর ক্যারিয়ার ইতি ঘটছে এইচ এস সি এর পরই। কিন্তু এর কি কোন সমাধান নেই ? এই সমস্যার সমাধান নিয়ে আমরা e-school : Learning via Internet প্রজেক্টে সমাধান তুলে ধরেছি alumniportal-deutschland (এল্যুমিনি পোর্টাল জার্মানির) জন্য করা আমাদের করা প্রজেক্টে। আমাদের প্রজেক্ট মাইন্ড ম্যাপে এক নজরে দেখে নিন এই সমস্যার সমাধানের কিছু উপায়। যেহেতু এটি একটি কম্পিটিশন আর প্রতিটি পাব্লিক কমেন্ট ও লাইকের উপর রয়েছে পয়েন্ট । আপনার লাইক বা কমেন্ট পারে "future of educational system in Bangladesh, আর "solution for visually impaire students" নিয়ে করা এই প্রজেক্টকে সামনে নিয়ে যেতে।তাই কমেন্টের জন্য আপনার alumniportal-deutschland এর রেজিস্টার ইউজার হতে হবে। আপনার ইয়াহু বা জিমেল একাউন্ট ব্যবহার করে খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবে। এই লিঙ্কে গিয়ে Click This Link উপরে ডান দিকে ওপেন আইডিতে ক্লিক করে আপনার ইয়াহু বা জিমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে এই লিঙ্কে গিয়ে Click This Link বাম দিকের লাইক বাটনে ক্লিক করুন বা কমেন্ট করুন।



বি. দ্র.- লাইক ও কমেন্টের লাস্ট ডেট ৬ জুলাই মানে আর মাত্র ২ দিন। তাই আজ আর কালকের মধ্যেই লাইক বা কমেন্ট করতে হবে। ধন্যবাদ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

ঢাকাবাসী বলেছেন: শেষ লাইনদুটোর জন্য কিছুই বললুম না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.