নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্যপ্রিসিয়াস

মানুষ তার স্বপ্নের সমান বড়। তাই স্বপ্ন দেখি বড় কিছু করার। অন্যের উপকার করতে ভাল লাগে তা যত নুন্যতমই হোক না কেন ।\n\nভাল লাগে বিধাতার গড়া অপরুপ সৌন্দর্যের মাঝে ঘুরে বেড়াতে।\n\nফেসবুকে এই আমি https://www.facebook.com/capricious.based

ক্যপ্রিসিয়াস › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ-জার্মানদের সাথে পাব্লিক ভিউতে ফুটবল ম্যাচ দেখা

০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

চলছে বিশ্বকাপ ফুটবল ২০১৪। সারা বিশ্বে এ নিয়ে চলছে উন্মাদনা আর তার ব্যাতিক্রম ও নেই জার্মানিতে । পড়াশুনা আর কাজের ফাকে একটু আকটু খেলা দেখা হলেও জার্মানির খেলা দেখা মিস হয় না । আর কলিগদের একেক জনের ছুটির দিন একেক দিন হওয়াতে সবাই এক সাথে বসে খেলা দেখাও হয় না। কিন্তু হঠাত করে গত ২৬ জুন জার্মান - ইউএস এ এর খেলার দিন সৌভাগ্যক্রমে ২ একজন ছাড়া আমাদের সবারই ছুটি থাকায় খেলাটা সবাই একসাথে দেখার একটা প্ল্যান হয়ে গেল। আর তাই বাসায় বসে টিভিতে দেখার চেয়ে একসাথে বড় স্ক্রিনে অনেকের সাথে দেখার মজাই আলাদা তাইতো প্ল্যান হল ২০ কিলোমিটার দূরে খেলা বড় স্ক্রিনে খেলা দেখতে যাব। খেলা শুরু হবে বিকাল ৬টায় কিন্তু পরে গেলে জায়গা পাওয়া যাবে না তাই আমদের প্ল্যান আমরা বিকাল ৪.৩০ এর মধ্যেই সেখানে পৌছতে হবে। তাই আমাদের যাত্রা শুরু হবে বিকাল ৪ টায়। যেহেতু যেতে ১৫ মিনিটের বেশি লাগবে না আর রাস্তা থেকে আমাদের বসকে সাথে করে নিয়ে যেতে হবে কারন খেলার পর তার নাকি গাড়ি চালানোর মুড নাও থাকতে পারে। তাই ৪ টাই বেস্ট টাইম। সব মিলিয়ে আমরা যাত্রি ৭ জন ২ টা গাড়িতে আরামসে জায়গা হয়ে যাবে। পরিকল্পনা মতই হল সবকিছু। ৪.৩০ এর পৌছে গেলাম আমাদের নির্ধারিত গন্ত্যব্য স্থল Villa Junghans Schramberg , এটি একটা হোটেল এন্ড রেস্ট্রুরেন্ট , তারা বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজক। শুরুতেই কয়েকটি ধাপের সিড়ি পেডিয়ে পাহাড়ের উপর উঠেগেলাম ।





এখানে দেখি সবাই লাইনে দাঁড়িয়ে। বুঝতে পারলাম টিকেট কাটতে হবে।





২ ইউরো দিয়ে টিকেট কেটে সামনে এগুতেই সারি সারি চেয়ার সাজানো । প্রচন্ড রোদ থাকা স্বত্বেও সামনের দিকের চেয়ারগুলু ইতিমধ্যে ফিলাপ হয়ে গেছে।



টিকেট কেটে ঢুকার পরেই তার পাশে দেখতে পেলাম আর একটা কাউন্টার , যেখান থেকে অগ্রিম টাকা দিয়ে টোকেন কিনে নিতে হবে খেলা দেখার সময় কিছু খেতে চাইলে বা ড্রিঙ্কস কেনার জন্য এই ব্যবস্তা। ১০ বা ২০ ইউরো এর টোকেন। বুদ্ধিটা ভালই। আগ্রিম ১০/২০ ইউরো এর টোকেন কিনে নিয়ে তার পর যাই কেনের তার সম পরিমান টাকা তাঁরা এই টোকেন থেকে কেটে নেবে। আপনি যদি আপনার কেনা টোকেনের ১০/২০ ইউরো খরচ করতে না পারেন তা হলে প্রব্লেম নাই। যাবার সময় আপনার বাকি টাকা ফেরত দেবে।



ডিঙ্কস আর খাবারের জায়গা আলাদা, এটা হচ্ছে ড্রিঙ্কস স্টেশন। দাম একটু বেশি, মিনারেল ওয়াটার, কোলা থেকে শুরু করে বিয়ার, ওয়াইন সবই আছে



ফুটবল খেলা দেখা হবে কিন্তু সেখানে আড্ডা আর ড্রিঙ্কসের ব্যবস্তা থাকবে না তাতো হতে পারে না। তাইতো সারি সারি চেয়ারে পরে বড় বড় ছাতার নিচে গোল টেবিলের চারআসে চেয়ার সাজানো আছে আড্ডা আর খাবার দাবারের জন্য।



খেলার শুরু হতে এখনও ঘন্টা খানেকের মত সময় রয়েছে আর এরই মাঝে আড্ডা আর হাল্কা নাস্তা চলছে



খেলা শুরু হতে আর কিছুটা টাইম আছে তার আগে ফটোসেশন না হলে কি হয়। আর যাই হোক সবাই যার যার ফেসবুকে স্ট্যাটাস আর গুড উইশতো দিতে হবে জার্মান টিমকে।







অবশেষে খেলা শুরু হচ্ছে...জার্মান জাতীয় সংগীত শুরুর সাথে সাথেই সবাই দাঁড়িয়ে গেল আর সাথে সাথে গাইতে শুরু করল , অনেকে আবার কাধে কাধ রেখে গাইছে.।।



খেলা চলছে হাফ টাইমের কাছাকাছি কিন্তু কোন গোল হয় নি এখনো যখনি কোন গোলের চান্স মিস হয় তখনই চারপাস থেকে আফসোসের উচ্চারন আসতে থাকে,আর সাথে সাথে হাত তালিতো আছেই,কিছু কিছু পাব্লিক আবার উঠে দাঁড়িয়েও যাচ্চে।



হাফ টাইম পেরিয়ে ৫৪ মিনিটে শেষ এখনো কোন গোল হল না, ৫৪ মিনিটে মুলার যখন অবশেষে সেই প্রতাশিত গোলটি করল তার পরের কিছু মুহুর্ত



খেলার বাকি সময়টা কেটে গেল গোলের সম্ভবনা তৈরির মাধ্যমে ।আর দেখতে দেখতে ৯০ মিনিটও শেষ হয়ে গেল। আর জার্মানও জিতল ১-০ গোলে। এবার ফেরার পালা।।তাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে সবাই





জার্মানিতে রাস্তায় সাধারনত বিনা প্রয়োজনে কেউ হর্ন বাজায় না । আর এটা অভদ্রততা ও আইনত দন্ডনীয় অপরাধ । কিন্তু খেলা শেষে এই নিয়মটা সিথীল হয়ে যায় । সবাই হর্ন বাজিয়ে আর পতাকা উড়িয়ে আনন্দ করতে করতে বাসায় ফিরছে। সারা রাস্তা জুড়েই এমন চিত্র দেখা যায় । অনেকেই বলে যে জার্মানিতে এক সাথে হর্ন বাজানো আর আনন্দ করে ফেরার এই চিত্র নাকি চার বছর পর পর শুধু বিশ্বকাপের সময় দেখা যায়।





গতকাল আবহাওয়া খারাপ থাকায় আর এক্সাম থাকায় ব্রাজিলের সাথের খেলাটা হোস্টেলে বসেই দেখতে হয়েছে, কিন্তু ফাইনার দেখব আবার পাব্লিক ভিউতে গিয়ে আশা রাখছি। ধন্যবাদ ধৈর্য ধরে লেখাটা পড়ার জন্য।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.