নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভয়ংকর বোকা

ভাল লাগে খেলা, বই আর বন্ধু।

ভয়ংকর বোকা › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গ বৃষ্টি আর আতশবাজির উল্লাস।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫০

নিউইয়র্কের আবহাওয়াটাই এমন, কখন যে বৃষ্টি শুরু হবে বলা মুশকিল। গত পরশু দিন বিকেলে, ঠিক দেশের মতই হটাত করেই তুমুল বৃষ্টি। পছন্দের একজন বলেছিল নতুন কিছু ছবি দিতে ব্লগে। তুলে ফেললাম ঝটপট।

আর গতকাল ছিল আমেরিকার স্বাধীনতা দিবস। অনেক স্থানেই আতশবাজির আয়োজন ছিল, বাসায় ফিরতে রাত হয়ে যাবে তাই যাইনি। বাড়ির ছাদ থেকে কয়েকটা ছবি তুলেছি কোনোরকমে। পাঠকরাই বলবেন কেমন হল। সবাই ভালো থাকুন।



বৃষ্টি ও বালক



আতশবাজি





ক্যামেরা- নাইকন ডি৫০০০

লেন্স- ৫৫-৩০০ মিঃমি

ফ্লিকার লিংক

মন্তব্য ১৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৮

এবং ব্রুটাস বলেছেন: অসাধারণ সব ছবি তুলেছেন!

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৭

ভয়ংকর বোকা বলেছেন: ধন্যবাদ ব্রুটাস।

২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অসাধারণ হয়েছে ছবিগুলো!!!!!!!

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৬

ভয়ংকর বোকা বলেছেন: বর্ষণের ছবিতে বর্ষনের কমেন্ট! ধন্যবাদ।

৩| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০২

আরজু পনি বলেছেন:

বৃষ্টির ছবিগুলো অস্থির হয়েছে !

আর অন্ধকারে আতশ বাজি ভালো ক্যাপচার করেছেন।

ফটোগ্রাফীতে আপনার নাম দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে পড়ুক । দোয়া করে দিলাম । ফুঁওওও :D

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:২১

ভয়ংকর বোকা বলেছেন: ফুঁ যুক্ত আরজুপনির দোয়া, আমি তো জাতে উঠে যাব!

৪| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:২৬

বর্ণহীণ বলেছেন: ছবিগুলো সুন্দর তুলেছেন তবে পাবলিশ করার সময় আরেকটু যত্নবান হলে দেখতে আরো বেশি ভালো লাগবে। প্রতিটা ছবির মাঝখানে গ্যাপ বোঝা যাচ্ছে না।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৪১

ভয়ংকর বোকা বলেছেন: গ্যাপ দেয়ার চেষ্টা করেছিলাম, ছবি আসে না।

৫| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:১৪

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


বৃষ্টির ছবিগুলো সব অ-সা-ধা-র-ণ হয়েছে!!!!


:) +++++++ ++

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:২২

ভয়ংকর বোকা বলেছেন: ধন্যবাদ এতগুলি + এর জন্য।

৬| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: বৃষ্টির ছবিগুলো অসাধারণ এক কথায় !

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩৮

ভয়ংকর বোকা বলেছেন: সব সময় ভাল থাকুন অভি, মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩৮

ভয়ংকর বোকা বলেছেন: ফ্লিকার লিংক যোগ করে দিলাম।

৮| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪০

খেয়া ঘাট বলেছেন: গতকয়দিন থেকে তুমুল বৃষ্টি হচ্ছে।

ছবি সুন্দর হয়েছে, অনেক সুন্দর।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪৮

ভয়ংকর বোকা বলেছেন: আহা, দেশের বৃষ্টি মিস করছি খুব। একগুচ্ছ ধন্যবাদ খেয়া ঘাট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.