![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবগুলি ছবি আমি যে বাসায় থাকি তার সামনের ছোট বাগান থেকে তোলা। নতুন কিছু ম্যাক্রো ফিল্টার কিনেছি, গরীবের শখ মেটানো আরকি! ফুলের নাম জানি না। ছবিগুলি সব পরীক্ষামূলক, তাই সকলের উপদেশ প্রার্থী।
এক
দুই
তিন
চার
পাঁচ
ছয়
সাত
আট
নয়
দশ
এগার
বার
তের
চৌদ্দ
ভাল মত দেখতে চাইলে ফ্লিকার লিংক এ যান।View this link
২| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
আরজু পনি বলেছেন:
কি ক্যামেরা দিয়ে তুললেন তার একটু বর্ণনা দিলে ভালো হতো ।।
১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
ভয়ংকর বোকা বলেছেন: নিচে দিয়ে দিলাম আপু।
৩| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
ভয়ংকর বোকা বলেছেন: Nikon D5000, 18-55mm kit Lens. Vivitar VIV-CL-52 Close-up 52mm +1/+2/+4/+10 Lens Set.
৪| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওয়াউ। পোষ্ট দেয়ার সাথে সাথেই নির্বাচিত পাতায় :#> মডু আশে পাশে থাকলে এমনি হয়।
অনেক সুন্দর।
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৬
ভয়ংকর বোকা বলেছেন: হা হা হা, ভাল বলেছেন স্বর্ণা। কেমন আছেন আপনি?
৫| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৩
সায়েম মুন বলেছেন: নাইস। খুব ভাল লাগলো রঙগুলো।
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২০
ভয়ংকর বোকা বলেছেন: ধন্যবাদ সায়েম।
৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৪
ইমরাজ কবির মুন বলেছেন:
ওয়াউ।
অনেক সুন্দর।
৯ বেশ ভাল্লাগসে ||
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩২
ভয়ংকর বোকা বলেছেন: ৯ টা রিভার্স রিং ম্যাক্রো তে তোলা, কচু পাতার উপর পানির বিন্দু।
৭| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ১ নম্বরটা আরো একটু ডিটেইল হলে মন্দ হতো না।
৪ নম্বরটা ছায়া পরে কোয়ালিটি কমে গেছে। ফ্লাস ব্যবহার করা যেতে পারতো।
৬ আর ১০ প্রায় কাছাকাছি। তবে আরো একটু ডিটেইল পেলে ভালো লাগতো। আসলে আমরাতো পুরো ফুলটাকেই দেখতে চাই।
সবচেয়ে ভালো লাগলো ৯ নম্বরটা। আর অন্য গুলোও কিন্তু সুন্দর হয়েছে। আমার সাবজেক্ট হিসেবে আমি ফুল বেছে নিবো চিন্তা করেছিলাম। এখন বাদ দিয়েছি এমন নয়। ফুল আমার খুব খুব ভালো লাগে। (আসলে ক্যামেরাটাই কেনা হচ্ছে না। সময় পাচ্ছি না। আর ফ্লোরাতে পাওয়া যাচ্ছে না, ডি ৭১০০। অন্য কোথায়ও থেকে মন সায় দিচ্ছে না এমন না, তবে ফ্লোরা বেশি সুবিধা দিচ্ছে। বেশ কিছু জিনিস ফ্রী দিচ্ছে যদিও দামটা ৪-৬ হাজার টাকা বেশি নিচ্ছে। দেখি, সামনে সপ্তাহেই কিনে ফেলবো হয়তো।)
অনেক ভালো লাগা জানবেন।
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৯
ভয়ংকর বোকা বলেছেন: ছবিগুলি খুব অল্প সময়ে তোলা, তার উপর এত রোদ ছিল যে ঠিকমতো ফোকাস ও হয়নি। ট্রাইপড টা হাতে পেয়ে নেই, তখন আরও ভাল মত তুলব। কিনে ফেলুন তারাতারি। আপনার মুল্যবান উপদেশ পেয়ে ভাল লাগল সজীব।
৮| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৬
শাহীদুল বলেছেন: এক কথায় অসাধারন
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১০
ভয়ংকর বোকা বলেছেন: ধন্যবাদ।
৯| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
চমৎকার!!!!!!!
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১১
ভয়ংকর বোকা বলেছেন: :#> :#>
১০| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৩
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: বেশ ভাল্লাগলো।
তবে লাইট এর ব্যাপারটা দুয়েকটাতে একটু কম কম লাগল।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩১
ভয়ংকর বোকা বলেছেন: পুরোপুরি অটো তে তোলা, ম্যনুয়াল মুডে হাত পাকেনি এখনও।
১১| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬
সুপান্থ সুরাহী বলেছেন:
ভাল লাগলো...
ফটোগ্রাফিক বিষয়-আসয় বুঝিনা। ভাললাগাটাই বুঝি...
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩১
ভয়ংকর বোকা বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন।
১২| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩২
ভয়ংকর বোকা বলেছেন:
১৩| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৯
ভয়ংকর বোকা বলেছেন: আরও কিছু ছবি যোগ করে দিলাম।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
আরজু পনি বলেছেন:
এতো সুন্দর !