![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার হযরত ইব্রাহিম (আঃ)
এর নিকট এক ভিক্ষুক
আসল, তো তিনি ভিক্ষুককে
খাবার দিলেন এবং বললেন
যে, বিসমিল্লাহ বলে শুরু কর।
ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলব কেন, আমি তো আল্লাহকে
বিশ্বাস করি না।
ইব্রাহিম (আঃ) এ কথা শুনে
ভিক্ষুকের কাছে থেকে থালা
কেড়ে নিলেন এবং বললেন
যাও, তুমি আল্লাহকে বিশ্বাসকরনা তোমাকে খেতে দিব না।
ভিক্ষুক ঘরের দরজা থেকে
বেরিয়েছে মাত্র আল্লাহ
তায়ালা তৎক্ষণাৎ ইব্রাহিম(আঃ)
এর উপর
ওহী নাযিল করলেন,'হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাসকরে না
সেটা তার আর আমার
মধ্যকার ব্যাপার, কেন তুমি
রুটি ফিরিয়ে নিলে,
যাও তাকে ডেকে এনে আবার
খেতে দাও।'সুবাহানাল্লাহ!
©somewhere in net ltd.