![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রাজনীতি বুঝি না তাই রাজনীতি করি না। তবে দেশকে ভালবাসি।
প্রিয় পাঠক,
অনেকদিন ধরে শুধু ভাবছি আর ভাবছি, পড়ছি আর পড়ছি, সামওয়্যার ইন ব্লগ নিয়ে, আমার প্রথম প্রশ্ন ছিলো কেন এই নামকরণ? বাংলায় কিন্তু আরও ব্লগ আছে যেমন আমার ব্লগ, সবার ব্লগ, বেশ তো ইত্যাদি, কিন্তু এই যে সামওয়্যার ইন ব্লগ অর্থাৎ ব্লগের কোথাও আছি, বলা হয়নি সামওয়্যার ইন ব্লগের কোথাও আছি, তবে ধরে নিচ্ছি এই ব্লগেই আমি কোথাও আছি। যদি তাই ধরে নি, তবে কোথায় আছি, পরিস্কার বাংলা হলো আজ আমার জন্ম হলো এই ব্লগে অতএব আমি এই ব্লগের জন্মগ্রহণ করেছি অথএব আমার স্হান একের মাঝে। যাই হউক, এসেই যদি বেশী কথা বলে ফেলি তবে আপনারা আমাকে বলবেন আমি বাচাল শ্রেনীর। বরং কাজের কথা বলি, আমি এসেছি, প্রথমে নিয়মাবলী পড়ে নিয়েছি, কোথাও লেখা নেই ব্লগ লেখার জন্য আমাকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে। যদি থাকতো কি খুশী না হতাম। কিন্তু সহজ ভাষায় নেই। না থাক। কিছু সময় পারলে দেবো, না পারলে নিজের কাজ করবো।
শেষ কথা এই যে, মানুষের দেওয়ালে যখন পিঠ ঠেকে যাই, তখন কি পিঠ দেওয়ালে ঢুকিয়ে দেওয়া উচিত নাকি দেওয়াল ভেঙ্গে ফেলা উচিত এই প্রশ্ন রেখেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাইকে আমার আবারো শুভেচ্ছা ও শুভ হউক সবার ব্লগিং। ভালো থাকুন যেখানেই থাকুন না কেনো।
২| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ১১:০২
আমিবাংলায়গানগাই বলেছেন: খায়রুল সাহেব, ধন্নবাদ, আসলে লেখার নতুন অভ্যাস করছি। তা্ ই্ এলোমেলো হয়ে যাচ্ছে মনে হয়। ভাল থাকুন।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১:২৫
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: শুভেচ্ছা আমিবাংলায়গানগাই ! স্বাগতম আমিবাংলায়গানগাই! দেওয়াল,তাই পিঠ কি ঢুকাতে পারব? ভেঙ্গে ঢুকাতে পারব। পিঠ পিছনে রেখে পিচাচ্ছি। তাই পিঠ দেয়ালে লেগেছে। অন্যথায় চোখ-মুখ-নাক-বুক দেয়ালে ঠেকে যেত। আমি কি চাই ? কেন পিঠ দেয়ালে ঠেকল ?
সামনে যাব, সব ভাঙ্গব, গড়ব নতুন পৃথিবী
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:২০
আমিবাংলায়গানগাই বলেছেন: সৈয়দ আবুল ফারাহ্ ভাই, এই ব্লগে সাইন আপ করার পর একবার তিন মাস অপেক্ষা করেও টিকিট পাইনি, তখন আর এ নিয়ে এগোবার চেষ্টা করিনি, দেয়াল ভেঙ্গে তো আর পিঠ ঢুকানো যাই না, সামনে এগুবার কায়দা নেই কারণ তখন তিন মাস অপেক্ষা করেও টিকিট যখন পাইনি, এবারও মনে হয়েছে সপ্তাহকাল কেটে যাচ্ছে কি বিষয়, এবার ও তাহলে একই অবস্হা। পড়েছিলাম অনেক কিছু পরিবর্তন হয়েছে, যখন এপ্রুভাল পেয়েছি তখন বুঝতে পেরেছি যে সামনে যাব, সব ভাঙ্গব আবার গড়বো নতুন পৃথিবী, না: আগেকার মতো নেই সামওয়্যার, অনেক পরিবর্তন লক্ষ্য করছি, আপনি আমার ব্লগে এসেছেন, আপনাকে ধন্যবাদ। সাথে থাকবেন সে আশাজাগা মন নিয়ে বিদায় নিচ্ছি, ভাল থাকবেন নিজের জন্য। শুভ ব্লগিং।
৫| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৫
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: কথাগুলো খুব সুন্দর প্রকাশ।
৬| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫২
আমিবাংলায়গানগাই বলেছেন: সৈয়দ আবুল ফারাহ্ ভাইজান, আবারও ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।
৭| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৩:২৮
মহা সমন্বয় বলেছেন: আপনাকে ব্লগে স্বাগতম।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:০০
খায়রুল আহসান বলেছেন: আরেকটু বিস্তারিত বলতে পারতেন, আরেকটু গুছিয়ে।