নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলা বুঝি, ইংরেজী কম বুঝি, তবে একদম কম বুঝি তা নয়, গান ভালবাসি, বাংলাদেশের ছবি দেখি না, ইন্ডিয়ান চ্যানেল দেখি না, টিভি দেখি কম, খবর শুনি তবে বিশ্বাস করি না, রাজনীতি বুঝি না, করিও না। ভোট দিতে যাই না, ছোট খাটো চাকরী করি। আমার ব্লগে আপনাদের আমন্ত্রণ রই

আমিবাংলায়গানগাই

আমি রাজনীতি বুঝি না তাই রাজনীতি করি না। তবে দেশকে ভালবাসি।

আমিবাংলায়গানগাই › বিস্তারিত পোস্টঃ

আজ আমি এই ব্লগে প্রথম লেখছি, তাই ভুল হলে ক্ষমা করবেন।

৩১ শে জুলাই, ২০১৬ রাত ১১:১০


আমি শিলু, বিবিএ পড়ছি (সেকেন্ড সেমি.), পাশাপাশি ছোট একটা চাকরী করি পার্ট টাইম, গতকাল আমার ইনবক্সে যখন দেখলাম সামওয়্যার আমাকে পত্র মারফত জানিয়েছে যে আমার লেখা উক্ত ব্লগের প্রথম পাতায় ছাপা হতে এপ্রুভ করেছেন তখন আমার বেশ লজ্জা পেলো, এমা বলে কি? এত তাড়াতাড়ি কিভাবে এপ্রুভ হলো? আগে একবার তিন মাস অপেক্ষা করেও এপ্রুভাল পাই নি শেষে ক্ষান্ত দিয়েছি।

কিন্তু বেশ কিছুক্ষণ চিন্তা করে দেখলাম নিশ্চয় আমার প্রথম লেখায় কর্তৃপক্ষ সন্তোষ হয়েছে বা আমাকে উনাদের ভালো লেগেছে। অবশ্য আমার জানা নেই, আমাদের দেশে মেয়ে ব্লগার আছে কি না? যদি থাকে তবে তো কথায় নেই, আগে ইংরেজী কিছু সাইটে আমি লিখেছি, শুধুমাত্র ইংরেজী শেখার ক্ষমতা বাড়াবার জন্য, তেমন গুরুত্বপূর্ণ কিছু না। বলা দরকার ইংলিশে আমি বেশ কাচাঁ। তবে এই ব্লগের প্রথমেই যে কথাটি বলা হয়ে থাকে "বাংলায় সবচাইতে বড় ব্লগ হচ্ছে এই সামওয়্যার ব্লগ তখন শিহরিত হই, যাক শেষ পর্যন্ত ব্লগার হিসাবে টিকেট পেলাম।

এবার ব্লগ লেখার বাকী, রাজনীতি এবং ধর্ম এই দুই জিনিষ ছাড়া সব বিষয় নিয়ে মোটামুটি আমি লেখতে পারবো, জীবনে প্রথম বাংলা ব্লগ লিখছি, গায়ের পশম দাড়িঁয়ে যাওয়ার মতো অবস্হা হয়েছে, বান্ধবীরা টিপ্পনী কাটছে আমার ব্লগ বা লেখা নাকি ছাপবেনই না। আমি বলেছি যদি না ছাপে তবে আমাকে চিঠি দিয়ে নিশ্চয় জানাতো না। দেখা যাক না কি হয়, সেই যাই হউক না কেনো, জীবনের প্রথম ব্লগ লেখছি বলে অনেক ভুল থাকবে এটা অস্বাভাবিক নয়, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বাংলার দ্ক্ষতা কিন্তু তেমন ভালো না। আশা করছি আপনারা যারা পুরাতন লেখক ভাই/বোনরা (যদি থাকে) আমাকে শুধরিয়ে দিবেন।

আজ আর কি লিখবো বুঝতে পারছি না, বরং সবাইকে আমার সালাম জানিয়ে শেষ করছি, সবাই ভালো থাকুন। ও..আমার নাম শিলু কিন্তু ডাক নাম। সবার আন্তরিকতা আশা করছি, ধন্যবাদ।

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১:২১

গেম চেঞ্জার বলেছেন: দারুণ ও প্রাণবন্ত লাগলো আপনার এক্সপ্রেশন!! অনেক মেয়ে/নারীরা ব্লগিং করেন! আপনিও শামিল হলেন তাদের সাথে!! সামু ব্লগে আপনাকে স্বাগতম!!!!!!!!!!!!!!

আপনার লেখায় যথেষ্ট বিনয় প্রকাশ করেছেন! এটা ভাল। তবে অনেকেই হার্ট করে কমেন্ট করতে পারে সেজন্যও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন, কেমন?

আরেকটা কথা, অন্যের ব্লগে যাবেন, পুরো সামুতে ঘুরবেন। দেখবেন অনেক ভাল জানা হচ্ছে, নতুন অনেক কিছুই আবিস্কার করা সম্ভব হচ্ছে। গান/কবিতা/ছড়া/গল্প/সমকালীন/অর্থনীতি/বিজ্ঞান-মহাবিশ্ব...... কি নেই সামুতে.....। সব পাবেন সব!!

:) অনেক ভাল থাকুন। আর কখনোই নিরাশ হবেন না। ব্লগের সাথেই থাকুন। :)

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৯

আমিবাংলায়গানগাই বলেছেন: গেম চেন্জার ভাইয়া,
প্রথমে আমার সালাম, আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগছে, এই ভালো লাগা যেন গানে প্রকাশ করলে বলতে হয় "একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে"।
মেয়েদের বিনয় নিয়েই চলতে হয়। যে মেয়ে যত বিনয়ী তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তত বেশী বলেই মনে করি।

আরেকটা কথা, হার্ট কমেন্ট করুক, আমি হার্ট না হলেই তো হলো, তা ছাড়া কেউ তো আর নিয়মকানুনের উর্ধে নয় ভাইজান। আমি অবশ্যই সবার ব্লগে ঘুরবো, এখানে এসেছি তো ঘুরতে, হারাতে নয়।

আপনার সুন্দর পজিটিভ এন্ড ক্রিয়েটিভ মন্তব্যে আজ আমার বেশ ভালো যাবে দিন টি। ভালো থাকবেন, পাশে থাকবেন। সবশেষে প্রশ্ন থাকলো, কেনো আপনারা চেহারা প্রকাশ করেন না? অনেককেই দেখেছি যাদের ছবির জায়গায় ফুল/ফল বা সাইনবোর্ড দিয়ে সাজানো, কেন এমন হয়? চেহারা প্রকাশে অনীহা কেন সবার মাঝে? উত্তর দিতে না চাইলে জোর করবো না, সর্বদা কুশল কামনা করে শেষ করছি। ভাল থাকুন।

২| ০১ লা আগস্ট, ২০১৬ ভোর ৬:০৬

চাঁদগাজী বলেছেন:

আপনি লিখেছেন,
"অবশ্য আমার জানা নেই, আমাদের দেশে মেয়ে ব্লগার আছে কি না? "

-স্বাগতম।
আপনিই হয়তো বাংলাদেশের ১ম মেয়ে ব্লগার! ভেবে দেখেন, কয়েক লাখ ছেলে ব্লগারের মাঝে আপনি একজন; প্রায় সবাই আপনার লেখা পড়তে চাইবে!

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৭

আমিবাংলায়গানগাই বলেছেন: চাঁদগাজী ভাইজান, সালাম নিবেন, আপনার কাছে জানলাম আমিই প্রথম মেয়ে ব্লগার আবার অনেকে অন্যরকম বলছেন, শায়মা আপুর কথা ও শুনলাম, তাহলে আপনার তথ্য ঠিক নয়।

নতুনকে হাত ধরে পথ চেনাতে হয় ভাইজান, আমার লেখা সবাই পড়তে চাইলে নিশ্চয় আপনি খুশী হবেন, হবেন না? যদি কখনও কোনো তথ্য দেন তবে তা সিরিয়াসলি দিবেন গাজী ভাইজান। আমাকে বিভ্রান্ত করে আপনার কোনো লাভ আছে বলে আমি মনে করি না ভাইজান, আবারও আমার শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি, সেই সাথে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ভাল থাকবেন নিজের জন্য।

৩| ০১ লা আগস্ট, ২০১৬ ভোর ৬:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শিলুমনি এলো যেই
ব্লগ চমকালো;
নিজে হও আলোকিত
সামু কর আলো।

যা কয়েছে গেমু হেথা
সবি মিছে তথ্য;
গাজীদার কথা জেনো
শতভাগ সত্য।

লাখো ব্লগারের মাঝে
তুমি একা নারী;
তোমার দশাটি ভেবে
বুকে আহাজারি।

শায়মা নামে এ ব্লগে
আছে এক ডাইনি;
বহুদিন মানুষের
মাংস সে খায়নি।

গরু গাধা যা-ই পায়
খায় কাঁচা গোশত;
গোশতের খোঁজ পেতে
দুটো জ্বীন পোশত।

আরো আছে ভৃগুদা
এ যুগের রোমিও;
মাল বড় পিছলা সে
সাবধানে ঘুমিও।

প্রামানিক ছড়াকার
হৃদয়েতে আছে রোগ;
মেয়ে দেখে ছোঁক ছোঁক
রেকর্ড তার দেড়যুগ।

গিয়াস লিটন ভায়া
প্রেমরোগ বিশারদ;
মুখে সদা মিনমিন
আদতে সে মহাবদ।

এমনি হাজারতর পাবে
শত চিজ হেথা;
হ্যাগো দিয়া সাজানো
সামুর ব্লগীয় গাঁথা।

ভালো চাই তাই কই
থেকো বাপু সাবধানে;
একা তুমি,কি যে হয়
খোদা-ই তা ভালো জানে। B:-)

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৫

আমিবাংলায়গানগাই বলেছেন: কি করি আজ ভেবে না পাই ভাইজান নাকি বোন, যাই হবেন, আপনাকে আমার সালাম, চমকে দিলেন, সুন্দর ছড়া বানিয়ে ফেললেন, তবে অনেকের নিক জড়িয়ে গেছে বলে একটু বুঝতে দেরী হয়েছে, তবে আমার মনে হয় ইশারায় আপনি তাদের নিক বলে দিয়েছেন এই ব্লগে যারা সেরা, মোটামুটি উনাদের কাছে কিনারে থাকলে বেশ কিছু শিখতে পারবো তাড়াতাড়ি, আমার এমনটাই মনে হলো, সব শেষে ধন্যবাদ জানাচ্ছি ছড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য, কয়জনই বা এমনটা পারে?

ভাল থাকবেন নিরাপদে থাকবেন আর রাস্তা পার হবেন প্রথমে ডাইনে তারপর বামে আবার ডানে দেখে তারপর।

৪| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৭:১৭

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: সুন্দর প্রকাশ। তার মধ্যে " কি করি আজ ভেবে না পাই"-র ছড়া ! স্বাগতম!

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৮

আমিবাংলায়গানগাই বলেছেন: ফারাহ ভাই, আসলে সুন্দর প্রকাশ, তাইতো ভাল লাগা বেড়ে গেলো, কিন্তু আমার আগমণে আপনার কোনো কমেন্ট নেই যে বড়ো? কেবল ছড়া পড়তে চলে এলেন, এমনকি হয় গো ভাইজান। যাক, পরের বার পুষিয়ে দিবেন না হয়, ভাল থাকবেন সারাবেলা।

৫| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামু ব্লগে আপনাকে স্বাগতম। এখানে অনেক মেয়ে ব্লগার লিখে থাকেন। কেউ স্বনামে, কেউ ছদ্ম নিক নিয়ে। কাজেই এই ব্লগে নিজেকে নিঃসঙ্গ মনে করার কোন কারণ নেই।
আর একটা কথা। আপনার যে কোন পোস্টে কেউ মন্তব্য করলে উত্তর (প্রতিমন্তব্য) দেওয়ার চেষ্টা করবেন। এটা সাধারণ সৌজন্যতাবোধ থেকে করতে হয়।
ধন্যবাদ।

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৫

আমিবাংলায়গানগাই বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাইজান,
আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন কমেন্টের জন্য সেই সাথে মূল্যবান উপদেশের জন্য তো বটেই। ভালো লাগছে আপনার নামের পাশে আপনার সুন্দর পাসপোর্ট সাইজ ছবি, কি ভালো, বলতে ইচ্ছে হয়, "বল বীর বল উন্নত মম শির" আপনি ঠিক তেমনটাই, যাই হবে হউক, নিজের চেহারা নিয়ে নাম নিয়ে হঠকারীতা চলবে না আপনার কাছ থেকে এই বিষয়টা ইঙ্গিতে বুঝে নিলাম। মন্তব্য করতে আমার ভাল লাগে, আর আমার ব্লগে আমার লেখায় প্রতিমন্তব্য হানড্রেড পারসেন্ট হবে, তবে তা অবশ্য ব্লগীয় নিয়ম রক্ষা করে। আপনাকে সালাম জানিয়ে শেষ করছি আমার মন্তব্য।

৬| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাকে ধন্যবাদ। লিখতে থাকুন। সকলের সহযোগিতা পাবেন আশা করি।

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩২

আমিবাংলায়গানগাই বলেছেন: আশরাফুল ভাইজান, আমিও আপনার মতো আশাবাদী সকলের সহযোগীতা পাবো, আপনাকে ধন্যবাদ প্রতিমন্তব্যের জন্য, যেখানে থাকবেন ভালো থাকবেন।

৭| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৮

ঠ্যঠা মফিজ বলেছেন: সামওয়্যার ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম ।

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪২

আমিবাংলায়গানগাই বলেছেন: ঠ্যঠা মফিজ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। দোয়া করবেন যেনো আপনাদের মন জয় করতে পারি। এই বিশ্বাস নিয়ে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন যেখানেই যাবেন। নিরাপদে থাকবেন।

৮| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪০

আলভী রহমান শোভন বলেছেন: সামুতে স্বাগতম, আপুনি। :)

৯| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৬

আমিবাংলায়গানগাই বলেছেন: আলভী রহমান শোভন ভাইয়া, ভাল আছেন কামনা করি, বরণ করার জন্য ধন্যবাদ ভাইয়া, যেখানে থাকবেন নিরাপদে থাকবেন, আগে নিজে বাচঁবেন। দোয়া রইলো।

১০| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বাগতম শিপু আপি..... আমাদের সাথে লিখবেন থাকবেন আশা রাখছি । শুভেচ্ছা আর ভালবাসা অনেক অনেক ;)

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৫

আমিবাংলায়গানগাই বলেছেন: ছবি আপু, ফেইসবুকে আপনি আমার বেশ ভালো বন্ধু, দেরী করে ফেললাম উত্তর দিতে আসলে একটু ব্যস্ত ছিলাম বলে আর ব্লগের খোজ নিতে পারি নি, মোবাইল থেকে অনেক চেষ্টা করেছি কিন্তু বার বার বিফল হয়ে শেষে কাজ শেষ করে তারপর এসে দেখি ওরে বাপস, কতগুলো কমেন্ট, আমি আশায় করিনি, কি যে ভাল লাগছে, আপনাকে পেয়ে আরও ভালো লাগছে, মনে হচ্ছে অনেক পুরনো বন্ধুকে খুজে পেয়েছি, যাই হউক আপু, যোগাযোগ থাকবে, ভাল থাকবেন এই দোয়া রইলো আপনার জন্য, আপনার দুই আইনস্টাইনের জন্য। শুভ হউক আপনার ব্লগিং।

১১| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন:
@কি করি আজ ভেবে না পাই বলেছেন......।


ছড়া পড়ে কষ্ট পেলাম
নামটি আমার নাইকো
কি করি আজ ও ভাইয়াটা
মনে দু:খ পাই-কো।

শায়মা আপি ভাল আপি
ডাইনি তো আপি নয়
আপির নামে এমন বলে
দেখাইলা যে ভয়!

ভাইয়া তোমার হাড্ডি দিয়া
ঘুড্ডি উড়াইমো আজ
শায়মা আপি আসেন দেখি
ফেলে রেখে সব কাজ।

দড়ি দিয়া বান্ধুম মিয়া
পাইছেন টা বলেন কি
ভৃগু দারে প্রেমিক বলে
পাতে-তে ঢাললেন ঘি।

নিজের কথা কিছুই নাইকো
অন্যের পিছে লাগেন
ছন্দে ছন্দে উচিত বলে
দূরে দূরে ভাগেন!

গেমু ভাইয়া দড়ি আনেন
বাইন্ধা রাখুম টাইট
কি করি আজ ভাইয়ার সাথে
হয়ে যাবে ফাইট।

বুইজ্যা যাবা ভাইয়া তুমি
ছবির নামটি ভুলার
তোমার উপর চালামো আজ
ছড়ার শক্ত রোলার।

১২| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সরি শিলু আপু নামটি ভুল লিখে ফেলেছি :)

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৪

আমিবাংলায়গানগাই বলেছেন: আপু বাজীমাত করে দিলেন, যাকে বলে কুপোকাত, "কি করি আজ ভাইজান" যদি শক্ত থাকে তো খুবই ভালো, ব্লগে এমন মধুর সম্পর্ক না থাকলে ব্লগ লেখে কোনো আনন্দ নেই, সম্পর্ক আরও মধুরতর হউক, আপনাদের ছড়ায় ছড়ায় কাটাকাটি বেশ মজা পেলাম, মনে হলো "কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান" বেশ। এভাবেই যদি আগামী দিনগুলো কোনো তিক্ততা ছাড়া কাটাতে পারি তবে অন্য কোনো ব্লগে আর যাওয়ার দরকার হবে বলে মনে হয় না। যাক, আপু, আপনার লেখায় আগের চাইতে অনেক পোক্ত হচ্ছে দিনকে দিন। দারুন। এইভাবে আমার দিনগুলো যেনো সোনার খাচায় থাকে..। এই বিশ্বাস নিয়ে শেষ করছি, নাম ঠিক করে দিয়েছেন আরও ভাল লাগছে, সবদিকে আপুর খেয়াল দেখছি, শুভ হউক আপনাদের সবার সাথে আমার পথ চলা। সালাম দিয়ে বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন।

১৩| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫২

শায়মা বলেছেন: @ কি করি আজ ভেবে না পাই ভাইয়া!~

ও আমাকে ডাইনী বলা!
দেখাচ্ছি তোর মজা! X((
হাড়মাস চিবিয়ে খাবো
ডাকবো এবার ওঝা! X(
ওঝা কেনো!
ভাবিস নাকি!
ছাল ছাড়াতে কার? :-B
কি যে করি ভাইয়া ছাড়া
সেটা কার আবার!!!!!!! !:#P
পিটিয়ে তোমার ভুত ছুটাবে
তোমার নেই আর বাঁচা B-))
তখন তোমায় পুড়িয়ে খাবো
আর খাবোনা কাঁচা!!!!!!!!! :D


:) :) :)


০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০১

আমিবাংলায়গানগাই বলেছেন: শায়মা আপু, আহা কি আনন্দ আকাশে বাতাসে, মন ভরিয়ে দিলেন, তাইতো বলি, শায়মা আপুকে "কি করি আজ ভাইজান দেখে নিয়ে পার পেয়ে যাচ্ছে, কিন্তু বেশী দেরী করতে হয় নি, শায়মা আপু আপন মুর্তিতে হাজির, বেশ মধুর আপনাদের সম্পর্ক বুঝতে পারছি, আমার ব্লগে পা রাখার জন্য আপুকে স্পেশাল থ্যাঙ্কস। সত্যি ভাষাহীন এক আনন্দ হচ্ছে, মেয়ে ব্লগার নেই এটা ভুল প্রমাণিত হলো, লিখেছেনও দারুন। যোগাযোগ রাখবো আপু, ভাল থাকবেন চিরন্তন, আর সময় পেলে এই বোনটার একটু খবর নিয়ে যাবেন। শেষ করছি আজ, ভাল থাকবেন।

১৪| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:০১

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........ !:#P

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৩

আমিবাংলায়গানগাই বলেছেন: সুমন কর ভাইজান, আপনাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। ভালো থাকবেন নিরাপদে থাকবেন।

১৫| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৩:২৪

গেম চেঞ্জার বলেছেন: @ছবি আপু, আমি দড়ি আনছি........ বাঁদরটা বেশি লাই পেয়েছে!!!!!!!!!!!!!
@শায়মাপু,
আমিও আছি তোমার সাথে!!!!!!!!!!
:P

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৮

আমিবাংলায়গানগাই বলেছেন: গেম চেঞ্জার ভাইজান কি চাল দিতে যাচ্ছেন আবার, দড়ি আনছেন মানে কি? কাকে আবার শায়েস্তা করতে চান? মনে হয় "কি করি আজ ভাইজানকে পাইছেন" আমার মনে হয় উনি নিশ্চয় আরেকটা ছড়া দিয়ে উনার কমেন্টে যে ভুল ছিলো তা স্বীকার করে নিবেন.। বেশ ভালো ও লাগছে আপনাদের কান্ডকারখানা দেখতে। এইভাবে যদি হয় গো সম্পর্ক তবে কে আর আসবে আমার সাথে ফাউল করতে. সেই বিশ্বাস নিয়ে, এতক্ষনে নিশ্চয় 'কি করি ভাইজান নিশ্চয় কিছু করার উদ্দ্যোগ নিয়ে ফেলেছেন, দেখি না কি হয়, গেম চেঞ্জার ভাইজান, আপনি কিন্তু বেশ চালাক আছেন দেখছি, নামের সাথে বেশ মানিয়ে যাই.....।

১৬| ০২ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @কাজী ফাতেমাঃ

না না আপু প্লিজ প্লিজ
মোরে ভুল বুঝনা;
কমেন্টখানিতে ভুলে
ভীন কিছু খুঁজনা।

নামটি তোমার সেথা
ছিলো প্রথমেতে;
তাই দেখে শায়মাপু
রাগে উঠে তেতে।

মোর ঘাড়ে চোখা চোখা
দাঁত দিলো ফুটিয়ে;
শুষে নিলো খুন সবি
ডরে গেনু লুটিয়ে।

জ্ঞান ফিরে দেখি আছি
ক্লিনিকের বেডে;
কোমায় ছিনু তিনদিন
হাই রিস্ক গ্রেডে।

সেই ফাঁকে শায়মাপু
নাম দিলো কেটে;
বিশ্বাস করো দেখে
বুক যায় ফেটে। :-<

১৭| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @শায়মাপুঃ

কথাতো কইনি সব
ছিনু রয়ে সয়ে;
ভেবেছিনু দেবে প্রাইজ
তাতে খুশী হয়ে।

অমা!দেখি উল্টো
আমারেই দেয় বাঁশ;
কেউ দেখি দরি এনে
ঝুলিয়ে নাকি দেবে ফাঁস।

আহারে কলির কাল
ক'তি নেই সত্য;
কেউতো জানেনা তুমি
কত বড় দৈত্য।

মানুষেরি বেশ ধরি
মানুষেরি সমাজে;
দিনে করে টার্গেট
গিলে খাও ধরে সাঁঝে।

প্রায় প্রায় নিউজেতে
যত দেখি খুনগুম;
জানি সে তোমারি কাজ
দাঁড়ায় গায়ের লোম।

হাতে নিয়ে ঘুরো সদা
কালা জাদু দন্ড;
কথা না শুনলে,ব্যাস
করো শত খন্ড।

হিংস্র নখেতে মাখা
কোবরার বিষ;
খামচে আঁচড়ে খাও
করে পিস পিস।

চোখে করো ভস্ম
ছুড়ে আগ হলকা;
জ্বলজ্বল চাহনীতে
বজ্রের ঝলকা।

এইসব দেখে দেখে
বুকে উঠে কাঁপুনি;
কাউরে কবনা আর
মাফ কর আপুনি। B:-) |-)

১৮| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরে গেমু লিলিপুট
কচি কাঁচা পিচ্চি;
কথা ক'বি সাবধানে
এই কয়ে দিচ্ছি।

আপুদের পিছে যদি
ফের দেখি ঘুরঘুর;
ইমুন গাট্টা খাবি
মাথা হবে ঘুরঘুর।

১৯| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:১৩

শায়মা বলেছেন: হা হা ভাইয়া হেসে মরি দেখে তব কবিতা
গেমুভায়া লিলিপুট, গেমুভাবী ববিতা।
কচিকাঁচা কোলে উঠে কাঁদবে যে ভেউ ভেউ
তাই দেখে হাসবে বাদরেরা কেউ কেউ!!!!!!!!

গাট্টা মারবে কেনো ? কিসের এত হিংসা
আপুরা কিলিয়ে তবে পাকাবে যে মাংসা!!!!!!!!:)
গেমুবাবু থাক থাক করে দেই আদরই
কিযে করি ভাইয়াটা সারাজীবন বাদরই!!!!!!!!! :) :) :)

২০| ০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আদরে আদরে তারে
বানালে যে হনুমান;
প্যান্টে সে ফুটো করে
ঝুলিয়েছে লেজখান।

কথা বুঝি পাওনে
গেমুরে করি হিংসে;
কথার ঐ ছিরি দেখে
পুরো গেনু চিমসে।

নাক ধরে দিলে টিপ
আজো তার ঝরে দুধ;
তার লগে মোর জঙ?
কেমন হে তোমা বোধ !!

আগে ছিলে ডাইনি
এখন হলে বেক্কল;
হাসুবু'র কাছে গিয়ে
নাও ধার আক্কল।

আবার পোছনা যেন
হাসুবুটা কে?
ফেবুয় কয়েছি আগে
ভেবে দ্যাখ ঐ যে।

২১| ০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শিলুমনি হলোটা কি?
রিপ্লাইয়ে কত দেরি?
নাকি বাপু বেড়ে গেছে
দেমাগটা ভেরি ভেরি?...............হুহহ্‌

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২১

আমিবাংলায়গানগাই বলেছেন: @কি করি আজ ভাইজান, @ছবি আপু ও @ শায়মা আপু, আপনাদের মধুর ছড়ায় ছড়ায় - ঝগড়া বেশ বিনোদন দিলো গো, এ ভাবে যদি দিন গুলো পার হয় তবে তো কথাই নেই, সবাই যেনো সমান, কিন্তু আমি আসলে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ব্যাক্তিগত কাজে, এসে দেকি এই অবস্হা, মোবাইল দিয়ে ট্রাই করে ফেল খেয়েছিলাম ঢুকতে,

সে যাই হউক, যার শুরু ভালো তার নাকি শেষ ও ভালো, একটু দেরীতে হলেও অনেক মজা নিয়েই আজ দিনটি শেষ হবে। আশা করছি বজায় থাকবে আপনাদের এই ভালবাসা, সুন্দর সম্পর্ক আর আগামী দিনের সোনালী স্বপ্ন।

সবাই আমার সন্মান জানিয়ে বিদায় নিচ্ছি, আছি কিছুক্ষণ, কিছু ভালো ব্লগ পড়বো, তারপর আবার কাজে বেড়িয়ে পড়বো, ততক্ষণ নি্শ্চয় ভালো কাটবে দিনটা। মনটা আজ বেজায় ফুরফুরে যা ভাষাহীন। আবারও সবাইকে আমার ভালবাসা জানিয়ে ইতি টানছি। শুভ হউক সবার ব্লগিং।

২২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি ফেইসবুকে আপনার আইডি কি? :( আমি চিনলাম না ক্যারে

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০২

আমিবাংলায়গানগাই বলেছেন: ছবি আপু, এইটা সিক্রেট থাকুক, অন্তত এইখানে, আমি যখন লেখা শুরু করবো, আমার লেখা পড়ে যদি আপনি আমাকে চিনতে পারেন সেটা হবে আসল পরিচয়, আসলে আমি বলতে চাচ্চিলাম "আমাদের লেখা দিয়েই আমরা একজন অপরজনকে চিনতে পারবো" এমনটাই হউক। যদিও আপনার লেখার ষ্টাইল এখানে পুরোটা সামওহোয়ার ষ্টাইল, ফেইসবুকে আপনি কত নরম মনের, আমি লেখা শুরু করি, তারপর না হয় একদিন নিজেই প্রকাশ করবো আপনার ফেইসবুক ইনবক্সে..কথা দিলাম। এখানে অনেকেই ছদ্মনামে লিখছে ছবির জায়গায় অবতার ইউজ করছে, মনে করুন আমিও তেমন কিছু, আজ এখানে শেষ করছি। ভাল থাকুন সবসময় আর নিরাপদে থাকুন।

২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @কাজী ফাতেমাঃ
প্রপিখানা দেখে তার
মনে দেয় দোলা;
কথাওতো ভারি মিঠে
যায়নাকো ভোলা।

খুঁজে ফিরে যদি পাও
তার ফেবু আইডি;
দিয়ো এই অধমেরে
যে তোমার ভাইডি।;) :P

২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৭

শেয়াল বলেছেন: খিকজ :-P :-P :-P

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৬

আমিবাংলায়গানগাই বলেছেন: কি করি ভাইজান, আমার ফেবু আইডি দিয়ে কি করবেন বলুন, আমাকে খুজুন আমার লেখার মাঝে। তবেই না আমরা ব্লগার, নই কি? যদি কিছু ভুল বলে থাকি ছোট বোন ভেবে না হয় মাপ করে দেবেন। ভাল থাকবেন। এই দোয়া রইলো।

২৫| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৮

খায়রুল আহসান বলেছেন: সামু'র দুয়ার আপনার জন্য উন্মুক্ত হলো বলে খুশী হ'লাম। আশাকরি আপনার লেখায় সামু সমৃদ্ধ হবে। শুভকামনা রইলো, শুভ ব্লগিং!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.