![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবছি একটি কবিতা লিখব
কতদিন লিখিনা
লেখার হাতও ভালোনা
সেই বুকভরা কপোতাক্ষের তীরে
কতনা পৃষ্ঠা লিখেছি ছিঁড়েছি
সাদা বক মাছরাঙা ঘাসফড়িং আর সবুজ ক্ষেত
নদীর বাঁকে জেলের মাছফাঁস আর ডিঙি নৌকায় ঘোরাঘুরি
পাশের কাশবনে ভোমরার অবিরাম সাইরেন
শীষ দিয়ে চলে অনিরব দোয়েল
দুপুর গড়ায় বিকেলের নিকেল রোদে
খালের ওপারটা মরিচীকায় রুপ নেয়
একটানে দাঁড় বেয়ে মাঝি
হাঁসের ডানায় ভরে গৃহিণীর স্বপ্ন
কাঁধে জাল-মাছ ফেলে মেঠোপথ ধরে
ফিরে ফিরে যায় এদেশের স্বপ্নসারথি
হঠাৎ ঢলে পড়ে রক্তিম সূর্য
ফিকে আলোয় জ্বলতে থাকে ধানের ছড়া
ইউকালিপ্টাসের মাথায় হুতোমপেঁচার রুদ্র চাহনি
মাথার উপরে একঝাঁক শালিকের ঘরে ফেরার সে কি আকুতি
দুপুর যায় বিকেল আসে সন্ধ্যা আসে অত:পর রাত
কালো কালো কালোরা চারিদিক কিলবিল করেে
আওয়াজ তোলে আাঁধারের কীট পতঙ্গরা
চৈতন্যের মগডালে ভর করে এক মুঠো অজানা আকুতি
কি নাম কোথায় গন্তব্য ইত্যাদি আজগুবি ভ্রান্তির জালে
হঠাৎ জারুল গাছটায় মিছিল ওঠে কিচির মিচির
বাড়ি ফিরি আসি সকালে সন্ধ্যায় প্রতিনিয়ত
সঙ্গী মোটা চাকার প্রিয় বাইসাইকেলটা
সব হারিয়ে আজ কাঠঠোকরার মত
ঠুকরিয়ে যায় আমার স্বপ্ন-বিশ্বাস আমার ধূসর পান্ডুলিপি
বিন্যাস আর সমাবেশের খেলায়
এগিয়ে যায় ছেলেবেলা, এগিয়ে যায় বুকভরা-কপোতাক্ষ
মাথাকুটে মরি ইট পাথরের এই শহরে
মেকি নকল মানুষের ভিড়ে খুঁজে ফিরি
ছেঁড়া লুঙ্গি-গেঞ্জি পেঁচানো
সদাসুখী হাসিমাখা আবুল মিয়াকে
নন্দিত নরকে হাতড়ে বেড়ায় চিড়া ‘নন্দ’
©somewhere in net ltd.