নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাঁদের ক্রূর হাসি .....

আমি নগণ্য এক মানুষ

চাঁদপুরের চাঁদ

আমি রাঘব বোয়াল নই, চুনোপুটি।

চাঁদপুরের চাঁদ › বিস্তারিত পোস্টঃ

ஜএই হলাম আপাত দৃষ্টিতে আমিஜ

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৭

ভাই আমি কোন সেলিব্রেটি না যে আমার চিন্তাভাবনা আপনাদের ভাবাবে বা অন্য কিছু তে যায় আসবে। নিজের মনের কথা আপন মনে লিখে যাই, যেটা সঠিক মনে হয় সেটা লিখি। ভুল হলে শুধরানোর ক্ষমতা আপনাদের আছে কিন্তু আমাকে গালি দেওয়ার , আমার শরীর বা পোষাক তুলে কথা বলার রাইট কারো নাই। মাইন্ড ইট।

অনেকে কনফিউজড আমার এই আন্দোলন এর ব্যাপারে বিভিন্ন মতবাদ সম্পর্কে। তাদের দুইটা জিনিস ক্লিয়ার করি।

১- আমি শাহবাগ আন্দোলনে যোগ দিয়েছিলাম সব রাজাকারের ফাসীর দাবিতে। সব শব্দ টার উপর জোর দিলাম। কিন্তু কোন পলিটিক্যাল চামচাদের আন্ডারে আন্দোলন করতে আমি ইচ্ছুক নই। তবু স্টিল আমি আছি কারন ওখানকার কিছু মানুষের উপর আমার আস্থা আছে। নিজের বিশ্বাসের উপর আমার আস্থা আছে।

২ - ব্লগ আমার লাইফের একটা চরম উইক পয়েন্ট। আজ আমি যা তার শুরুটাই হয়ে ছিল ব্লগ থেকে। তাই কোন ব্লগের উপর আঘাত আসলে আমি চুপ থাকব না কিন্তু চরম কিছু নাস্তিক ব্লগার দের সাপোর্টে আমি নেই।

৩- হ্যা আমি ব্লগার দের পক্ষে লিখি কিন্তু নাস্তিকতার পক্ষে নয়। এ কারনে আমাকে নাস্তিক মনে করার যেমন কোন কারন নেই। তেমনি কিছু পার্সোনাল কারনে জামাত-শিবির কে পছন্দ করাও আমার পক্ষে স্বম্ভব না।



⋰⋱★⋰⋱★⋰⋱★⋰⋱★⋰⋱★⋰⋱★⋰⋱★⋰⋱★⋰⋱★⋰⋱★

⋱★⋰------⋱ এই হলাম আপাত দৃষ্টিতে আমি------------- ⋱★⋰



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.