নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাঁদের ক্রূর হাসি .....

আমি নগণ্য এক মানুষ

চাঁদপুরের চাঁদ

আমি রাঘব বোয়াল নই, চুনোপুটি।

চাঁদপুরের চাঁদ › বিস্তারিত পোস্টঃ

তবুও তুমি আমার বাংলাদেশ

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬



ইমরান এইচ সরকারদের আওয়ামী সরকার নিরাপত্তা দিবে,

মাহমুদুর রহমানদের বিএনপি ক্ষমতায় আসলে নিরাপত্তা দিবে,

আর তোমাকে?



তুমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবার থেকে লাথি খেতে থাকবে!

যে যখন যেভাবে পারে তোমাকে নিজস্বার্থে ব্যবহার করতে থাকবে,

তুমি আঙ্গুল চুষতে থাকবে আর দেখে যাবে

আমিও তোমার মতো মার খাওয়াদের দলে!

তবুও তুমি আমার বাংলাদেশ।



একদিন আমি আর তুমি সাহসী হবো,

মাথা তুলে দাঁড়াবো,

দলবাজ-ধর্মব্যবসায়ীদের মনে আলো জ্বালিয়ে দিবো,

দেশপ্রেম জাগিয়ে দিবো।



আল্লাহ সত্যের পক্ষে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

চাঁদপুরের চাঁদ বলেছেন: দেশের এই পরিস্থিতিতে আপনার করনীয়ঃ
১.রাস্তায় ঢিলেঢালা পোশাক পরে চলাফেরা করুন , মারামারি লাগলে দৌড় দিতে সুবিধা হবে...
(টাইট কাপড় পরা থেকে নিজেকে বিরত রাখুন , লুঙ্গি পরা থাকলে সাবধানেদৌড় দিবেন অন্যথায় লুঙ্গি খুলে গেলে চারদিকে বিশৃঙ্খলা আরও বেড়েযেতে পারে )
২.ড্রেইনের পাশ দিয়ে চলাফেরা করবেন না ... যেকোনো জরুরী অবস্থায় দৌড় মারতে গিয়ে ড্রেইনে পরে যেতে পারেন।
৩.মারামারি'র একদম মধ্যে পড়ে গেলেতখন দৌড় দিবেন না , এতে দুই পক্ষেরমাইর খাইতে পারেন আপনি ...
এই অবস্থায় ধপাস করে মাটিতে পড়ে যাবেন ... আপনি আহত ভেবে আপনাকে কেউআর মারবে না।
৪.প্রেমিকার বাসার সামনে অযথা ঘোরাঘুরি করবেন না ... প্রেমিকার বাবা আপনাকে নাশকতাকারী সন্দেহে পুলিশ এরহাতে তুলে দিতে পারে।
৫.বাসায় টিভি দেখতে বসলে ঠাণ্ডা পানির বোতল নিয়ে বসুন। যে কোনও উত্তেজনাকর খবর শোনা মাত্র সামান্য ঠাণ্ডা পানি পান করুন।
আপনার শরীর এর তাপমাত্রা স্বাভাবিক থাকবে।
সর্বশেষে,
নিজের বউ এর সাথে রাজনৈতিক ব্যাপারে তর্ক করবেন না ... অন্যথায় সারা দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসলেও আপনার সংসারে আর কোনোদিন শান্তি আসবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.