নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা বিরোধী দের ঘৃণা করি।

https://www.facebook.cm/chairmanzerozero7

চেয়ারম্যান০০৭

যদি ও চেয়ারম্যান আমি ,টিন চুরি করিনা সো কারো ধার ধারি না :)

চেয়ারম্যান০০৭ › বিস্তারিত পোস্টঃ

চেয়ারম্যানের ডাব চুরি এডভেন্চার B-) B-) B-)

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৬





এই ব্লগে আছেন কুনু মমিন বান্দা যে অন্যের গাছের ডাব নিজের মনে কৈরা চালান করেন নাই ?;) নিজের গাছে ১০০ ডাব থাকলেও মাইনসের গাছের ৪ টা ডাব দেখলে চুরি করনের লাইগ্যা হাত কুরকুর করেনা ? ;)

থাকলে পিলাচ বাটন বোগলে লৈয়া আউগায়া বন।দিস ইজ ইস্টোরী টেলিং টাইম !:#P



তখন আমি কিলাস টেনে পড়ি।ঈদের ছুটিতে বাপেরে ভুজুংভাজুং দিয়া গেরামে যাওনের জন্য রাজি করাইলাম।বিকজ মি আই লাভ গেরাম B-)

বাড়ি আইসাই চউক্ষে গগলস লাগায়া পর্যবেক্ষনে নামলাম কার গাছের ডাব বড় হৈছে :) চানরাইতে সেই মোতাবেক চাচতো ভাই আসিফ আর ২ পিচ্চিরে লৈয়া মোল্লা বাড়ির দিকে হাটা ধরলাম।কোমরে দাও আর ছোট টর্চলাইট।সামনে আমি লিড দিতাছি :-0



১০ হাত যাইতে না যাইতেই নরম কিসের মইদ্যে জানি দিলাম পাড়া।টর্চ মাইরা দেখি গো বর্জ্য :|| লগের এক পিচ্চি আছিলো নাম কৃষ্ন ।ব্যাটায় দাত ৩২ টা মেলায়া কয়" দাদা গো আজ দিন শুভ,বড় পবিত্র জিনিস মাড়িয়েছেন গো ":D

মাথায় একটা ঠুয়া দিয়া ভোদাই টারে ইয়াদ দিলাম যে ইহা দিন নয় বরং ঘুটঘুইট্টা আন্ধাইর রাইত।X( এর উফ্রে গোবর পাড়াইছি,সো শুভ হৈবার সাওয়াল ই আসেনা।তবে কথায় আছে গোবরে ডরেনা বীর ।তাই বীর বিক্রমে লেফ্ট রাইট লেফ্ট পিটি করতে করতে মোল্লা বাড়ির ডাব গাছের তলে উপস্থিত হৈলাম।



পিলান অনুযায়ী পিচ্চিরে দিলাম গাছে তুইল্যা।কৈলাম তুই খালি ডাব ফালা আমরা ক্যাচ লমু।পরথমটা ফালাইতেই আসিফ ভাই ক্যাচ ধরার ইস্টাইল দেউখা মনে হৈলো ডাব না সে টাকি মাছ ধরতাছে আর নাইলে বেডার শিউর মিরকি বেরাম আছে /:)

কৈলাম আচিপ ভাই সাইডের যাও ,আমি হৈলাম চিটাগাং এর বিখ্যাত উইকেট কিপার ( হুদা মিছা কতা,শইল লৈয়া দোউড়াইতে পারি না দেইক্কা আমারে কিপিং খাড়া করাইতো ;) আর মাঝে মইদ্যে তো খেলায় ই নিতো না :( )



যাউক পরের ডাব ফালাইতে হেইডাও সামলাইতে না পাইরা দিলাম ফালায়া :( সবাইরে কৈলাম দেখলি কেমন ক্যচটা দরছিলাম ;) খালি হাতে ব্যাথা দেইখা ছাইড়া দিলাম :-0 কিন্তু যতোই ভুগিচুগি দেই কাম হয় না ব্যাটারা চোখ বড় বড় রসগোল্লার মতো কৈরা যেমতে চাইলো মনে হৈলো ডাব না পাইলে আমারেই আজকে চুইষা ছিবড়া বানাইবো :-&

হঠাৎ আসিফ ভাইয়ে কয় ,বেরাদর নু ফুলুভলেম,এক্কান জব্বর আইডিয়া পাইছি :) কৈয়াই লুংগি খুইলা মাটিতে বিছাইলো :P আমিতো ডরে ভয়ে জলদি নিজের দুই হাত সামনে ক্রস কৈরা ইজ্জত আব্রু বাচাঁনোর লাইগ্যা চিক্কুর দিমু এমুন সময় দেহি না ভাইয়ে কয় আরে বেক্কল এইটার বাকি কোনা গুলো ধইরা এইটারে উচাঁ কর আর পিচ্চি তুই এইটার উফরে ডাব ফালা :-B



বড়ই চমেৎকার চিস্টেম।ডাব লুংগির উফরে পড়ে আর ফাটেও না ;) কিন্তু খোদা এত সুখ সইলো না ,হঠাৎ কৈরা দেখি কেডায় জানি পিছন থাইকা আইসা আমার তুলার মতোন তুলতুলা ২ টা কানের উফ্রে আট্যাক দিছে :( চেহারা দেইক্যা তো আমি যায়গায় হ্যাং খায়া গেলাম। :-*

তিনি আর কেউ নন,মোল্লা বাড়ির নয়া বউ :(( অবশেষে এই সুন্দরীর কাছে কট খাইলাম :( ভাবী কয় আইজকাই তোমাগো সবার বাপেরে ডাইকা ডাব খাওনের টেস টের পাওয়ামু X(



উফ্রের পিচ্চি তো ডরে গাছে থাইক্যাই ঝর্না ধারা বওয়াইয়া দিলো :-& আর আসিফ ভাইয়ের দিকে চাইতেই ভাবি ইয়াল্লাগো কৈয়া চিক্কুর মারলো :|| কারন ভাইয়ের মূল্যবান লুংগি খানা তখনো ডাবের তলে চাপা পড়ছে আর ভাই সেইটা বাইরে করনের টেরাই দিতাছে।শইল্যে খালি একটা আন্ডু ;) আর একটা স্যান্ডু :P



ভাবী কয় তোগোরে সবাইরে চিনছি ,এখন বাড়িত যা আমি কাইল বিচার বওয়ামু :((



আসিফ ভাইয়ে ভাবীর কানে কানে কি কৈতাই দেখি ভাবী কয় না না ভাইনা ভালা এমন কতা কয়না।যাও যাও সব ডাব লৈয়া যাও।আরো লাগলে লও,নু ফুলুভলেম। :#)

বাংলা সিনেমার লাহান হঠাৎ এই সিন সিনারির পরিবর্তন কেমতে হৈলো আন্ডারস্ট্যান্ড খাইতে ব্যার্থ হৈলাম।:-*

তয় কাহিনি আবার যদি ঘুরান্তি দেয় সেই ডরে মাথায় আর বোগলের তলে ডাব লৈয়া ঠ্যাং ২ টা কান্ধে তুইল্যা দিলাম খিচ্চা দৌড়।এক দৌড়ে এক্কেরে জায়গামতোন গিয়া বৈলাম।:)



ডাব আর ডাবের শাঁস খায়া কৈলজা ফিরিজের পানির লাহান ঠান্ডা কৈরা ভাইরে জিগাইলাম এই বার কও দেহি ভাবীরে হঠাৎ কৈরা কেমতে খাড়ার উফ্রে পল্টি খাওয়াইলা ?;)



ভাইয়ে বাংলা ছবির রাজীবের লাহান একটা পুংটা হাসি দিয়া কৈলো বেশী কিছু কই নাই ,খালি কৈছি



" ভাবী আফনে হুনলাম বিড়ি খান ? ;) গোমস্তা গো রাইখ্যা যাওয়া বিড়ির টুকরা আর হুক্কা পাইলেই সমানে টানা শুরু করেন :P ? কমুনি সবাইত্তে ?:P




বুঝস না মোল্লা বাড়ির নয়া বউ বৈলা কথা ,নগদে সাইজ হৈয়া গেলো ;)



কাহিনি শুইনা খাড়ার উফ্রে ভাইরে একটা কদমবুছি করলাম :) ভাইয়ে খুশিতে গদগদ আর বিগলিত হৈয়া কৈলো বাইচাঁ থাক।আর আমি দাতঁ ৩৩ খান কেলায়া দিয়া কৈলাম হে ভ্রাতা তুমার বুদ্দির লাইগ্যা সেলাম করি নাই।রাইত ১ টা বাইজা গেছে,মানে আইজকা ঈদ ,সেলামি দেও ;) ভাইয়ে ভাবীরে বেক্কল বানাইতে পারলেও আমার কাছে ঠিক ই কট খায়া গেলো B-)

মন্তব্য ৪৪৫ টি রেটিং +১২৭/-০

মন্তব্য (৪৪৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কুপ দিলাম,,,,,,,,,,,,:)

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: বেজায়গায় কুপ দিয়েন না কৈলাম ;) পরে ভবিষ্যতে ঝামেলা আছে :(

২| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪১

মেহেদী হাসান মানিক বলেছেন: পেলাচ

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: থানকু :) মাইনকা চোরা ;)

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এই পরথম মনে লয় আফনার পুষ্টে ফাস্টু অইবার পারছি.........:)

পুষ্টে কি লিখছেন এইবার আমারে কন........;)

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: এই লন ফুরস্কার
কলা খান :)

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৩

তামিম ইবনে আমান বলেছেন:
ডাবের ছবিটা তো সেইরকম কিলিয়ার। ডি এস এল আর এ তোলা নাকি?

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০০

চেয়ারম্যান০০৭ বলেছেন: গরীব মাইনসেরে গালি দিলেন মনে লয় ? :( ডি এস এল আর চইক্ষেও দেহি নাই :( এইটা গুগল কাক্কুর হাতে পায়ে ধইরা ধার আনছি।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৪

জাহিদুল হাসান বলেছেন: B-)) B-)) B-))

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: জাহিদ ভাই ডাবের ছবিটা শিউর আফ্নে তুলছেন ;) আছেন কেমন ব্রো ? খুলনা থেকে চলে আসছেন ?

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৫

মাক্স বলেছেন: পিলাচ।:):):)

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: থানকু কাইয়ুম ভাই :) গুড নাইট ইসলিপ টাইট

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৬

মেহেদী হাসান মানিক বলেছেন: রিপিট অইছে মুনয়

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: থানকু মানিক ভাই এই লন আফনের ফি :)


৮| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৬

চারু৩২ বলেছেন:
=p~ =p~ =p~ =p~

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: চারু ভাই কৈত্তে আইলেন এদ্দিন পরে :) দেইখ্যা ভালো লাগলো ।মেলা থানকু :)

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৬

রাতুল_শাহ বলেছেন: ভাই আমি তো স্কুলে ডাব চুরি করতে গিয়া হেডস্যারের হাতে আন্ডার অ্যারেস্ট।

আমার সাইকেলটা হেডস্যারের রুমে ৪ দিন রিমান্ডে ছিল।

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: ধূর মিয়া আফনের দিয়া কিছু হৈত না ,সুমন ভাইত্তে চুরির ট্রেনিং লন ;) আছেন কেমন ? সিটিজি নাকি রাজশাহী ? :)

ভালো থাইকেন।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৬

অণুজীব বলেছেন: ইমোর মাঝখনের লেখাগুলো ভালো লাগলো। :-B

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: হে হে থানকু ;) ইমু দিতে গেলে হুশ থাকেনা :) হে হে

থানকু ব্রো।গুড টু সি ইউ ব্যাক।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৮

মাক্স বলেছেন: আমাগো গেরামের দিকে ডাব গাছ তেমন নাই:(
তয় খেজুর গাছের অভাব নাই:P:P:P

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: আবার জিগস ;) ডাব আর খেজুর বৈলা কথা নাই ,রসময় হৈলেই হৈলো ;)

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৮

আবু মান্নাফ খান বলেছেন: +++++
চরম লাগছে ভাই।
ডাব চুরি করে খাইতে যা মজা তা কিইন্যা খাইতে নাই।
;) ;) ;) ;) ;) ;) ;) ;)

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: ১০০ ভাগ হাছা কথারে ভাই।এই জিনিস চুরি কৈরা না খাইলে জীবনের ১০ আণাই মিছা :)

থানকু।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৮

মো: আবু জাফর বলেছেন: জীবনে বহুত ফল,মুল, মুরগী, মাছ চুরী কইরা খাইছি বাট ডাব খাইনি কোন দিন খাব না একটা বাজে জিনিস X(( X(( X(( X((

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: কসকি মমিন ? B:-) :-B বাট হুয়াই ?

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৯

মেহেদী হাসান মানিক বলেছেন: মিল্লা গেছে অনেক ডাব চুরি করছি জীবনে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: হে হে ময়মনসিংগা পুলা বুঝতে হৈবো :-0 :-0 B-))

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫১

নিরপেক্ষ মানুষ বলেছেন: বদ্দা আঁর ভাগত এঁই কাম কোনদিন ন জুড়ে। অঁনের বাঁড়ি চিঁটাগং এর কন্ডে??

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: আঁর বাড়ি নেত্রকোনাত বদ্দা,চিটাং পড়ালিয়া হৈরগি ১০ বছর।অনেঁর কন্ডে ? শহরৎ না ? B-))

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫১

ইয়াংিক বলেছেন: সে এক লম্বা ইতি...............শেষ করতে পারলাম না।

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: কন কি হাস চুরি করছিলেন ? ;) কেমনে কি কৈয়ালান :)

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫২

কন্সট্যান্ট শেখ বলেছেন: হাসতে হাসতে আমি কাইত
:) :D
:) :D
:) :D
:) :D

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩০

চেয়ারম্যান০০৭ বলেছেন: শেখ সাব একটা বিড়ি দেন দেহি ;) আছেন কেমন ? বন গপসপ করি

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৪

একজন বাউন্ডুলে বলেছেন: ইয়ু ইয় ,আজকে তারাতারি আইসা পরলাম. B-) B-) B-) B-)

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩২

চেয়ারম্যান০০৭ বলেছেন: বেন্চে জায়গা খালি আছে বৈয়া পুস্টখানা পাঠ কৈরা ফালান :)
থানকু ভচ :)

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৪

মামুন রশিদ বলেছেন: ৮ নাম্বার পিলাচ বাটনটা টিইপা তারপর গ্যালারিতে বইলাম । আগে অন্যের কথাবার্তা শুনি, হেরপর নিজেরটা কমু । ;) ;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: উখে উখে মামুন ভাই :) আছেন কেমন ? ব্লগ ডের আয়োজন কেমন চলতেছে ?

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৫

গ্রাম্যবালিকা বলেছেন: =p~ =p~ =p~ =p~

তাইতো বলি, আমাদের পুকুর পাড়ের গাছের ডাব যায় কই!!! ;) ;):P

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: আফনেই তাইলে মোল্লা বাড়ির বউ ? ;) আফনে বিড়ি খান ? :-P :-P কৈয়া দিমু,কৈয়া দিমু ;)

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৬

একজন বাউন্ডুলে বলেছেন: ++++++++++++ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: বেফুক দেশি ধইন্যা :) শুভরাইত

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৬

একজন আরমান বলেছেন:
হি হি হি

কুবায়া লাইক দিচি। B-)) B-))

অচাম হইচে। অনেক দিন অপেক্কায় আছিলাম।

এই ইস্টোরিতে পোয়াতি বেডিরে মিচাইছি। :( :( ;) ;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: এই লেখাটা আগে আরেকবার লিখছিলাম ২ দিন আগে।পোস্ট দিতে গিয়ে দেখি হাওয়া :( পরের বার আবার লিখতে গিয়ে কিছু জিনিস মিস হয়ে গেছে ,সেই সাথে পোয়াতি বেডিও গায়েব :((

থানকু ব্রো :)

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৭

ফলাফল বলেছেন: কথায় আছে গোবরে ডরেনা বীর :P :P :P :P ;) ;) ;) ;) ;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: কথা সইত্য :) গোবরে ডরাইলে কি ফলাফল ভালো হৈত ? ;)

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৮

নোবিতা রিফু বলেছেন: বাড়ি আইসাই চউক্ষে গগলস লাগায়া পর্যবেক্ষনে নামলাম কার গাছের ডাব বড় হৈছে
সন্দেহজনক লাইন... ;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: আসলে মিয়া আফনের নজর ই খারাপ ;) প্রো পিক দেইখাই বুঝা যায় কেডা কি দেখে :P :P :P

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৯

রিদুয়ান বলেছেন: ফ্রের পিচ্চি তো ডরে গাছে থাইক্যাই ঝর্না ধারা বওয়াইয়া দিলো :-& আর আসিফ ভাইয়ের দিকে চাইতেই ভাবি ইয়াল্লাগো কৈয়া চিক্কুর মারলো :|| কারন ভাইয়ের মূল্যবান লুংগি খানা তখনো ডাবের তলে চাপা পড়ছে আর ভাই সেইটা বাইরে করনের টেরাই দিতাছে।শইল্যে খালি একটা আন্ডু ;) আর একটা স্যান্ডু :P

এই লাইন গুলো পড়ে বুক ব্যাথা করতেছে =p~

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১:১৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: এইডা লেখা পইড়া না ,আফনের গেস্ট্রিকের ব্যাথা ;) জলদি এক গেলাস পানি খায়া কাইত হৈয়া শুইয়া পড়েন :)

২৬| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০১

মামুন হতভাগা বলেছেন: কাহিনী যেমন হোকনা কেন ডাবের ছবিটা মারাত্নক হইছে B-)) B-)) B-))

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:০১

চেয়ারম্যান০০৭ বলেছেন: খালি ডাবটাই দেখলেন মিয়া :( :( দুক্কু

২৭| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০২

লিঙ্কনহুসাইন বলেছেন: কত ডাব চুরি করছি হিসাব কিতাব নাই , দাঁড়ান একটু ব্যস্ত আছি , একটু পরই আসতেছি আর হাজার হাজার কাহিনী শেয়ার করুম ;) ;) ;) ;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:১৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: উখে আইসেন কিন্তু ;) ,ওয়েটাইলাম :)

২৮| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০২

নীল-দর্পণ বলেছেন: তাই বীর বিক্রমে লেফ্ট রাইট লেফ্ট পিটি করতে করতে মোল্লা বাড়ির ডাব গাছের তলে উপস্থিত হৈলাম।

ডরে মাথায় আর বোগলের তলে ডাব লৈয়া ঠ্যাং ২ টা কান্ধে তুইল্যা দিলাম খিচ্চা দৌড়।এক দৌড়ে এক্কেরে জায়গামতোন গিয়া বৈলাম


=p~ =p~ =p~ আপ্নে যে কেমনে পারেন এইসব

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: আফ্নেগো দোয়া গো মুক্তাফা সব আফনেগো দোয়া ।ভালা থাইকেন আর নয়া রেসিপি পুস্ট দিয়েন B-)) B-))

২৯| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৩

অনির্বাণ তন্ময় বলেছেন: "আসিফ ভাইয়ের দিকে চাইতেই ভাবি ইয়াল্লাগো কৈয়া চিক্কুর মারলো :|| কারন ভাইয়ের মূল্যবান লুংগি খানা তখনো ডাবের তলে চাপা পড়ছে আর ভাই সেইটা বাইরে করনের টেরাই দিতাছে"

হা হা প গে!!!

পিলাস বাটনে এক খান টিপ দিয়া গেলাম।

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:৪৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: পিলাস বাটনে টিপি দেওয়ায় আফনারে থানকু বাটনে টিপি দিলাম :)
অনেক অনেক ধইন্যা এবং শুভকামনা।

৩০| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৫

বুঝিনাই বলেছেন: মি আই লাব ইউর ইস্টোরি =p~ =p~ =p বেরি ফানটাস্টিক =p~ =p~, পিলাচ লন

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৩:০৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: মি আই অলচু লাইক ইউর প্রোপিক।থানকু মাছ মাছ বিখজ ইউ গিভ মি ফিলাচ।ফিলিজ অলছু টেক মাই থানকু।শুভকামনা :)

৩১| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৬

রিমন রনবীর বলেছেন: আপনের ডাবের ফটুক দেইখা দিলের ভেতর বেদনা উঠল :(
তা ভাবিজান কি সত্য সত্যি বিড়ি ফুকত নাকি? :-B :-B
++++++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৩:৪৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: আহারে সেইসব কথা মনে পড়লে আমার বুকের ভিত্রেও চক্রি বক্রি বেদান উঠে :(

ভাবিজানের নামে ইসক্যান্ডাল ছড়াইতে চাওবদ পুলা /:) X((

৩২| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৬

চর্যাচর্য বলেছেন: পিলাচ +

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৩:৪৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: থানকু বেরাদার :) আফনেরে ডাবীয় শুভেচ্ছা :)

৩৩| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৭

সেলিব্রেটি ব্লগার বলেছেন: আমি কিন্তু প্লাস ২ টা দিছি আমি ডাবের ভাগ বেশি পাব বলে দিলাম :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ ভোর ৪:০৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: ঠিকাছে তুমারে ডাবের পানির লগে টিউবওয়েলের মিঠা পানি মিশায়া ২ গেলাস দিমুনে ;)

৩৪| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৮

গেমার বয় বলেছেন: নোবিতা রিফু বলেছেন: বাড়ি আইসাই চউক্ষে গগলস লাগায়া পর্যবেক্ষনে নামলাম কার গাছের ডাব বড় হৈছে

সন্দেহজনক লাইন...

ডাব তো বড় হইছে, মাগার পোস্টের সাইজ ছোট হইতেসে কেন ?!? B-)) B-)) B-)) B-)) B-))

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ ভোর ৪:২৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: রিফু মিয়ার প্রো পিক দেখছেন ;) এরপরে কন ..

আর কৈয়েন নারে ভাই,এর আগেো একবার লেইখা পাবলিশ করতে গিয়া দেখি আমারে সামু অটো লগ আউট করে দিছে :( মনের দুক্কে তাই সাইজ কমায়া দিছি.ইদানিং লেখার চাইতে পড়তেই ভালো লাগে :)
ভালো থাকবেন,থানকু :)

ভালা কথা মুবাইলের পাট্টি দিতেন না ? B-))

৩৫| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৮

শামিলের কন্ঠ বলেছেন: সব ঠিকাছে। মাগার আচীপ বাঈ ভাবীর কানে বিডি খাওনের আলাপ করছে, এইডা মাইনা লওন বেসম্ভব। :P :P =p~ =p~

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: কও কি? ;) কি কৈতাম চাও ? ইসকেন্ডাল ছড়াইতে চাও /:) /:)

৩৬| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা!!!! সে কি দৃশ্য! লুঙ্গী খুলে ডাব ক্যাচ।! ভাই হইত না, হাসা কতা কন! লুঙ্গি আসলে খুলসিল কেডা!! :P :P :#> ;) ;) ;)

লাইক তো দিসিই, পারলে আরো কিছু দিই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০২

চেয়ারম্যান০০৭ বলেছেন: লুংগি আসিফ ভাই ই খুলছিলো ;) আমি তো হাপ্পেন পড়ছিলাম :)

প্লাসের জন্য থানকু টু দি পাওয়ার ইনফিনিটি ।

৩৭| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৩

গাধা মানব বলেছেন: :P :P :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভেংচান কেন ? /:) /:) আফনের আব্বাত্তে বিচার দিমু

৩৮| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৪

অচিন.... বলেছেন: আমি যা কইতে চাইছিলাম তা নোবিতা রিফু ভাই আগেই কইয়া দিছে :| রিফু ভাইরে মাইনাস X(
-
পোস্টে কিন্তু পেলাস :P ;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: হ হ রিফু বদ পুলা /:) হের কতা কৈয়েন না ;)

থানকু ফর দা পিলাচ :)

৩৯| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৪

মাইকেল কলিয়নি বলেছেন: ইশহ পিচিকালের কথা মনে করাই দিলেন। ডাব চুরির যে কত বিচার খাইসি ...... মাগার স্পট এ আজ পর্যন্ত কেও ধরতে পারে নাই। এমন ও হইসে গাছে বসে ছিলাম মাগার ধরতে পারে নাই। এখনো গ্রামে গেলে ডাব চুরি করে খাওয়া হয়। গ্রামে ডাব, কাঁঠাল,পেপে,মুরগি চুরি করে যে খায়নি সে শৈশব এর এই অমৃত সুখ থেকে বঞ্চিত
পোস্ট এ অবধারিত প্লাস।
আমার ভাই তুমার ভাই চেমান ভাই চেমান ভাই

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: আসলেই ভাই।ডাব,আম,মরগী এইসব চুরির মজাই আলাদা :) তবে কুনুটাই ১ বারের বেশি করি নাই ;) ভালা পুলা তো :#> :!>

স্লোগান চালায়া যান,আমি রং চা আর টোস্ট বিস্কুটের অর্ডার দিতাছি ;)

থানকু ভিরি মাস :)

৪০| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৪

রাইয়ান মনসুর বলেছেন: বোগলের তল থেইকা পিলাচ বাইর কইরা দিলাম লন... :) :D :D এইবার ডাবের ভাগ দেন... নাইলে আপনের গুপন কথা কিন্তুক বোলগবাসীর কাছে কইয়া দিমু কইলাম... :#) :#) B-)) B-))

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: ডাবের ভাগ চাইয়া তো বিফদে ফালায়া দিলা ছুডু ভাই :( আমি কি জনমদিনের খাওন চাইছি ? ;)

থানকু

৪১| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৭

আশাবাদী ডলার বলেছেন: মজা পাইলাম। নেন কচি ডাবের পানি খান :)

[img|http://ciu.somewherein.net/ciu/image/65893/small/?token_id=a8af6315b5dadb319f55511ad2ad6b42

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: ছবি কৈ ? বেফার না,মনে মনে বুইজ্জা পাইলাম আর আশাবাদী হৈলাম আগামি বার পানির বদলে কিছু ডলার দিবেন :)

৪২| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৮

ফারজুল আরেফিন বলেছেন: পোস্টে ২৬ তম হইলাম। :D

ভালো থাকুন ভাই, আর এভাবেই লিখে যান নিয়মিত। :) :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১১

চেয়ারম্যান০০৭ বলেছেন: সিরিয়ালে আরো উন্নতি করিতে হৈবেক ;)

আপনিও অনেক অনেক ভালো থাকুন আর শুভকাজ উপলক্ষে খাওন দাওন রেডি রাখুন ;)

৪৩| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৮

আশাবাদী ডলার বলেছেন: মজা পাইলাম। নেন কচি ডাবের পানি খান :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১২

চেয়ারম্যান০০৭ বলেছেন: আবার প্যারাসুট নাইরকেল তেল দিলেন না তো ? ;)

৪৪| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:২১

অদ্বিতীয়া আমি বলেছেন: =p~ =p~ =p~
+++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১২

চেয়ারম্যান০০৭ বলেছেন: থানকু ভচ :) শুভকামনা ।

৪৫| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:২২

আজব কবি বলেছেন: চেরম্যান সাব পেলাস লন, আমাগো বাড়ির সব ডাব তো চলুই ( কাঠবিড়ালি ) খাইয়া ফেলায়, :( :(

খুব ভাল্লাগসে :) +++++++++++++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: চলুই বেডারে মাইনাচ।দেশে আয়া লই,ডাব খামুনে আফনের বাড়িতে গিয়া :)

অনেক অনেক ধইন্যা।ভালো থাকবেন ভাই।

৪৬| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৪

শায়মা বলেছেন: এই ব্লগে আছেন কুনু মমিন বান্দা যে অন্যের গাছের ডাব নিজের মনে কৈরা চালান করেন নাই ?


আমি আমি আমি আছি মুমিন বান্দা!:) :) :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: পরীর দেশের মানুষ আবার ডাব খায় নাকি ? ;) জানতাম নাতো মায়শাপু :-B

৪৭| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৪

শামীম 776 বলেছেন: ডাবের কথা বলে ছোট বেলার কাহিনী মনে করে দিলেন। ডাব নিয়ে কত কাহিনী তা পরে একবার শেয়ার করবো। লন + + + + +

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: অবশ্যই ব্রো।অপেক্ষায় রইলাম।লিখে ফেলুন শিঘ্রী :)
ভালো থাকা হোক সর্বক্ষন।

৪৮| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৮

রাতুল_শাহ বলেছেন: সিটিজিতে।

তয় ভাই আন্ডার অ্যারেস্ট, ডাবের ফরেস্ট যেটাই হোক না কেন ডাব চুরি করে খাইতে মজা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: হক কথা :) তয় আফনে এরেস্ট হৈয়া আমাগো মান ইজ্জত ডুবাইছেন :( পরেরবার দেশে আইলে এক লগে গিয়া চুরি কৈরা সেই হারানো মান ইজ্জ্ত পুনুরুদ্ধার করন লাগবো :) আমি আফনে আর সুমন ভাই ;)

৪৯| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৯

সাকিল আল মামুন বলেছেন: B-) B-) B-) B-) B-) B-) :P :P :P :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: ধইন্যা ধইন্যা ধইন্যা ধইন্যা :)

৫০| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩০

সমুদ্রচারী বলেছেন: কোপা .........

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: দোয়া রাইখেন ওস্তাদ যাতে কোপায়া ফাতাফাতা কৈরা ফালাইতারি ;) আছেন কেমন ? এখন কই ? বাড়ি নাকি সমুদ্রে ? :) যেখানেই থাকুন,ভালো থাকুন এই কামনা।

৫১| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩১

ঘুড্ডির পাইলট বলেছেন:
কুপায়া পেলাচ দিলাম,

ভাবীরে বেলাক মেইল কইরা কয়ডা হাস মরুগিও কইলাম লওন যাইতো। হাস মুরগি চুরি কইরা খাইতে হেভি টেস। B-))

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: আবার জিগস ;) হাস মুরগী খাইছিলাম অইন্য বাড়ির সেই ইস্টোরিও একদিন কমুনে ;)

শইল কেমন এখন ? ভালা ?

৫২| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩১

মুশাসি বলেছেন: মোল্লা বাড়ির নিউ বউ বিড়ি খায় শুইনা হতাশ হৈলাম

আমিতো অশ্লীল কিচু ভাবছিলাম :P:P:P

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: কয়কি বদ পোলায় ? ;) মোল্লা বাড়ির বউয়ের নামে ইসকেন্ডাল ছড়াইলে হুজুরের বদ্দোয়া লাগবো কৈলাম /:)

৫৩| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩১

রুদ্র মানব বলেছেন: বিরাট কারবার দেখা যায়

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: আবার জিগায় ? :) থানকু ভচ

৫৪| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: উফ ! ভাইয়া ! তুমি এত্ত মজার সব কাহিনী কিভাবে লেখ !!!!!!! পুরাই হিট !

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: শরমিন্দা দিয়েন নাগো আফা :) ভাইটা কার দেখতে হবেনা ? ;)

শুভকামনা রইলো।

৫৫| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫০

বিডি আমিনুর বলেছেন: আগে + + + + + তার পর কথা B-) B-)
আমার যা কি হবে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে শুধু ডাবের হিসাবই দিতে পারতাম না :( :( :( :( অন্যের গাছের ডাব নিজের মনে কৈরা হিসাব ছাড়া চালান করছি :( :( :(( ইয়ং কোকনাট নিয় কাহিনী শেয়ার করার ইচ্ছে আছে।

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: ইনশাআল্লাহ খোদা তায়ালা তার এই নাদান মাছুম বান্দাদের পিপাসার কষ্ট বুইঝা আমাগোরে মাফ কৈরা দিবেন :) জোরে কন আমিন।আর কোকোনাটের কাহিনি লেইখ্যা আমারে জানান দিয়েন কৈলাম আমিন ভাই ;)

৫৬| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৪

মাহমুদুল হাসান অনিক বলেছেন: কাহিনী তো মজাই হইছে তয় কানে কানে যে এই কথাই হইল এইটা বিশ্বাস যাইতাছে না ;) ;) ;) সত্য ঘটনা জানতে জাতি ব্যাকুল

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: পুলাপাইন বড়ই ত্যান্দড় হৈয়া গেছে,মোল্লা বাড়ির বউরে সন্দেহ করে :( আপচুচ ,অতি আপচুচ :(( :((

৫৭| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৭

তারছেড়া লিমন বলেছেন: ছব বুইজব্যর পাইরল্যম ................ তয় কতা অইলো আমার ডাব কান কতি রাকছুইন ..............চ্যারম্যান ছাব..........

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: ইয়ে মানে আকতার ভাই কি লেখছেন বুঝা যায়না,আফনের হাতের লেখা কিলিয়ার না ;)

৫৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০০

দ্যা ডার্ক নাইট বলেছেন: বরাবরের মতই ফাডাফাডি :D :D :D

হাউস্তে হাউস্তে পল্টি খাইলাম। =p~ =p~

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২১

চেয়ারম্যান০০৭ বলেছেন: : সংবিধিবদ্ধ সতর্কীকরন: লুংগি পড়া অবস্থায় আমার পোস্ট পড়া নিষেধ।পল্টি খাওনের সময় সাইডে মেয়েছেলে থাকলে ইজ্জতের হানি হৈতাম পারে :)

৫৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৬

আশফাক সফল বলেছেন: ইয়ং কালে ইয়ং কোকোনাট নিয়ে ইয়ং ভাবি এর লগে মশকরা করলা!!

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩০

চেয়ারম্যান০০৭ বলেছেন: কি কর্তাম কন ? ;) সব বয়সের দুষ :-P

৬০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৬

সুদীপ্ত কর বলেছেন: ডাবের শাস ভালু পাই :)

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩০

চেয়ারম্যান০০৭ বলেছেন: আর ডাব ? ;)

৬১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৩

বিডি আমিনুর বলেছেন: চেয়ারম্যান সাবের দেখা পাইতেছি না :( :( পোস্ট দিয়া কি বারুমে গেলেন B-) B-) B-) নাকি আবার ডাব চুরিতে গেলেন :-P :-P :-P

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩১

চেয়ারম্যান০০৭ বলেছেন: এইদেশে ডাব নাইরে ভাই :'(সেইসব দিনের কথা মনে কৈরা বুকটা ভারী হৈয়া গেছিলো,তাই ভাসায়া দিয়া আইলাম :)

৬২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:২০

এম হাবিব আহসান বলেছেন: ডাব খাইতে মুঞ্ছায়!!!

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩২

চেয়ারম্যান০০৭ বলেছেন: তাইলে ডাবওয়ালার মাইয়ারে বিয়া কৈরা ফালান ;)
চামে চিকনে আমরা ভাই বেরাদার রাও খাইতে পারমু আফনের উছিলায় :)

৬৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
বছর তিনেক আগে আমিও এই কাজ করছিলাম !! তবে আফসোস ডাব খাইতে পারি নাই কিন্তু কট খাইসি B-)) B-)) :P

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: ধূর মিয়া আফনে তো ডাবচুর জাতির কলংক :(
দেশে আয়া লই আফনের ইসপেশাল টেরনিং দিমুনে ;)

দোয়া রইলো যাতে নামকরা ডাব চুরা হৈতাম পারেন :)

৬৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৭

মিজানুর রহমান মিলন বলেছেন: আমার তো ভাবনায় অন্যকিছু আচিল । তো মোল্লা বাড়ির বউ বিড়ি খায় শুইনা তো মনডায় খারাপ অইলো !

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: আর কৈয়েন নাগো ভাই,বদ কিছিমের মেয়েছেলে।আদাব লেহাজ নাই :( বইলা দিছি বিড়ি ছাইড়া সীসা ধরতে :)

৬৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১:০১

সালমাহ্যাপী বলেছেন: চিয়ারম‍্যান যে কত টা বান্দর সেইটা কিন্তু ঝাতি জানে ;)


বান্দর কে বন্দর কইছি তাই মাইন্ড খাইয়েন না আবার /:) /:)

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪১

চেয়ারম্যান০০৭ বলেছেন: ঠিক ই কৈছেন আন্টি /:) X((

তা খালাম্মার শইলডা ভালা তো ? :)

৬৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা । চেয়ারম্যান সাব গ্রেইট জব । তয় আপনারে মাইনাসই দিমু B-)) নস্টালজিক বানায়া দিছেন :( কত্তদিন হইল ডাব চুরি করি না B-) আবার শীতও আয়া গেল খেজুরের রস চুরি করা কথাও মনে পড়ে গেল ;)

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: আহারে :( দেন দেন আরেকটা মাইনাচ দেন :( এই পর্যন্ত খেজুরের রস চুরি করার মতোন সৌভাগ্য হইলো না :((

এই জীবন রাইখ্যা কি লাভ :( মাইনাচ ই আমার প্রাপ্য

৬৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১:১৭

আমি তুমি আমরা বলেছেন: শইল্যে খালি একটা আন্ডু আর একটা স্যান্ডু

=p~ =p~ =p~

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: কথা সইত্য :) বিশ্বাস না গেলে ভাবীরে মিসকল দিয়া জিগান B-))

৬৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১:২০

আমি মুখতার বলেছেন: হুর মিয়া, লুলদানি কই? পোয়াতি বেডির তেতুল কই??? কই? কই??
তয় বাই, মুই ১২০% সিউর যে আইদার অনন্ত বাইয়ের ইস্ক্রিপ্ট কিন্তু আফনেই লেখেন, অর অনন্ত আফনের জমজ বাই!! B-))

আর লন, মোর লুঙ্গির পকেট থিকা পিলাস। /:)

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: হে হে পান্তাভাতে কি আর ঘি দিলে চলেরে পাগলা ? ;) ঐসব আরেকদইন দিমুনে ;)

মি আই লাইক ঝলিল ভচ বিরি মাচ :)

লুংগির ভিত্রে থাইকা যখন দিছেন ,একটু মুইছা দেন ভালা কৈরা :P

৬৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১:২৯

আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: বৃক্ষ তোর নাম কিতা...?

ফলে পরিচয়.......

এখন বুঝছি আপ্ন পুংটাকাল থেকে চিয়ারম্যান হওয়ার জন্য কতই না পরিশ্রম করছেন :-B :-B

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: আর কৈয়েন নারে ভাই :( মায়ের লাঠিগুতা,ভইনের খামচি,বন্ধু বান্ধবের গালি:(
মেলা বাধা ডিংগাইয়া আইজকা আফনেগো দোয়ায় চেয়ারম্যান হৈছি :)

লাইগা থাকেন আফ্নেও হৈতার্বেন :)

৭০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চুরি করার বদ অভ্যাস টা তাইলে আপনার জন্মের থ্যাইক্যাই /:) /:) /:) /:) /:) /:)

আমি ভাবছিলাম চেয়ারম্যান হইবার পর থাইক্যা চুরি করা শুরু করছেন ;) ;) ;) ;) ;) ;) ;)

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: হে হে আমারে এত ভালা মনে করায় আফ্নের কৈষা মাইনাচ :)
জন্মের পরেই নাকি নার্সের হাতের থার্মোমিটার চুরি করছিলাম ;)

৭১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১:৪২

মোঃমোজাম হক বলেছেন: বিকজ মি আই লাভ গেরাম :P :P :P

মজাতো পাইলামই সঙ্গে বোনাস হচ্ছে ছোট্ট বেলাকার কথা মনে পড়ে গেল।ধন্যবাদ

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ মোজাম সাহেব :) কষ্ট করে পড়েছেন বলে।
ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে :)

শুভকামনা

৭২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৪

রাইসুল সাগর বলেছেন: হা হা ..। । চাচা ডাব ভালা পাই। তবে আমার কারো গাছের ডাব চুরি করা লাগতো না। ছোড বেলায় একটু সন্ত্রাসী টাইপ ছিলামতো মনে করেন গিয়া .। আমার যত চাচা জেডা দাদা দাদি আছিলো একেক দিন একেক জনের কাছে যাইয়া মাস্তানি স্টাইলে কইতাম তোমাগো গাছের ডাব খামু । তোমাগো কাজের লোকরে দিয়া ডাব পাড়াইয়া দাও । কেউ আর মানা করতো না। কারন জানতো মানা করলে খবর কইরা ফালামো । এখনো গ্রামের বাড়ি গেলে সবাই আগেই কয়, ডাব কয়ডা পাড়মু । কারন কিতা জানেন আমি পাড়ার কথা কইলে গাছ খালি কইরা ফালামু হেই ভয়ে । তবে এহন ভালা হইয়া গেছি কাউরে কিছু মিছু কই না ।

আপনের লিখায় ++++

চাচা আমার একটা রম্য গল্প আগামি বৃহস্পতিবার আইতাছে । আইয়েন কইলাম । কমেন্ট এর গরম গরম খেলা খেলা খেলমু নে । =p~ =p~ =p~ =p~ =p~


শুভকামনা জানিবেন নিরন্তর । ভালো থাকুন বেলা অবেলার রম্যে ।

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: হে হে আমিও সেই বাড়িতে গেলে এখনো ভাবীই ডাব পাড়ানোর ব্যাবস্থা করে আর আমাকে খেপায় :) তবে এবার দেশে গিয়ে দেখলাম গাছটা কেটে ফেলেছে :(

অবশ্যই পড়বো ইনশাআল্লাহ :)

৭৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:২৭

কলাতলীর বড় ভাই বলেছেন: টিন চুর না করলেও ডাব চুরির কথা দেশবাসী জানতে পারছে।

চেয়ারম্যানের মাতব্বরি চুইট্যা যাইবো।

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: দেশবাসীরে চুরির ডাবের ভাগ দিমুনে তাইলেই দেখবেন সব ঠান্ডা ;)

৭৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:৪২

ভিয়েনাস বলেছেন: যে কোন জিনিস চুরি করে খাওয়ার মজাই আলাদা B-) :)

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: কথা সইত্য ভাইজান :) তবে ধরা পড়লে কৈলাম মজা ছুইট্যা যায় ;)

ভালো থাকবেন,শুভকামনা।

৭৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৪

টুং টাং বলেছেন: শইল্যে খালি একটা আন্ডু আর একটা স্যান্ডু =p~ =p~ =p~ =p~ =p~ =p~




কখনও ডাব চুরি করার বা গ্রামের এরকম পরিবেশ পাইনাই। :( :( :((
খুব আফসোস হয় যখন এরকম ঘটনা শুনি, বা টিভি তে দেখি। :( :((
খুবই ভালো লাগলো ।



সেন্ট মারটিন এ ডাব খুবই ভালো লেগেছিল।
আর প্রতি বছর ঢাকা থেকে ঘুরতে কক্স বাজার যাই তখন পানি খওয়া বন্ধ কারন বোতলে ডাবের পানি নিয়া রাখি আর খাই। :) :)

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: মজার একটা ব্যাপার মিস করেছেন ভাই।আমি গ্রামে গেলেই এসব ব্যাপার মাথাচাড়া দিয়ে উঠতো ভেতরে ভেতরে :)
আর ডাব আসলেই মজার জিনিস।আমার এক মামা আছেন উনার বাসায় গেলে গরমের দিনে ডাব না খাইলে পারলে পিটায় এমন অবস্থা ;)

৭৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৩:০১

টুং টাং বলেছেন: ইউ
ম্যান চেয়ার তোঁ জীণীয়াশ :-B :-B :-B :P

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: থানকু ভচ :) মি আই বেরি গিরেট ফূল বিকজ ইউ ইসপিক আই এম জিনিয়াশ :) মি আই লাইক ইউ ভেরাদার।

৭৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৩:০৪

মুক্তিকামী বলেছেন: সেইরাম হয়েচে দাদা, হাসতে হাসিতে বিচনা থেইকে পড়ে গেলুম

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:০৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাইগ্য ভালা ছাদের উফ্রে বইসা পোস্টখান পড়েন নাই :) এইবার পোস্ট খানা উল্টা করে পড়া শুরু করেন দেখবেন অটোমেটিক খাটে উঠে গেছেন ;)

থানকু :)

৭৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৩:১৬

একজন আরমান বলেছেন:
ওহ দুই দিন আগে তো বরিশাল আছেলাম।
তাই মিচাইহালাইছেলাম। যাউকগা পরের গল্পে যেন পোয়াতি বেডি মিস না হয়। :P

ওয়েল খাম ভ্রাতা। B-) B-)

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:১৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: উখে উখে নু ফুলুভলেম :) মি আই নু ফরগেট

৭৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৩:২৩

চন্দ্রা৯২ বলেছেন: গল্প ভালো লাগলো , তবে চুরি খাওয়ার দরকার কি আপনি হলেন চেয়ারম্যান, আপনাকে তো চাইলেই লোকে দেয়।

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:২৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: আফনেই সেই মেয়ে না যে আমারে আনকেল বানানোর নীল নকশা আর্ট করছিলেন ? :(

খাদক চেয়ারম্যান কারো কাছে কিছু চায়না ,ছিনিয়ে নেয় B-) B-)

থানকু :)

৮০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩০

েছাট িশশু বলেছেন: ডাব খামু :( :( :( :( :( B:-) B:-) B:-) B:-)

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:২৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: ছোট শিশুর জন্য ডাব উফকারী পানীয় তয় অনলি পেট খারাপ হৈলে ;)

৮১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ ভোর ৪:০০

আহসান হাবিব হীমূ বলেছেন: মগবাজার বাটার গলির কোনও গাছ এর মাফ আসিল না।মনে পইরা গেল লুঙ্গির বদলে আমরা ব্যাবহার করতাম ছালার বস্তা। পোস্ট এ পেলাস খালি আমার চুরিবেলা মনে করানের লাইগা।

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:২৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: আফনেরা দেহি পুরাই বস মার্কা গ্যাং আছিলেন ;) ঐটাই আমার জীবনের ফার্স্ট এন্ড লাস্ট :)
আফনেরেও ধইন্যা ভাই :)

৮২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ ভোর ৪:২৮

সাদা-কালো বলেছেন:
ধুর মিয়া। লুলদানি নিয়া বইছিলাম বহু দিন পর। পুরাই হুতাশ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ টেকা ফেরত দেন X(( X(( X((

০৫ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:২২

চেয়ারম্যান০০৭ বলেছেন: পঠিত গপ্পের মূল্য ফেরত দেয়া হয়না :) থানকু ফর রিডিং ।পরেরবার নিরাশ হৈবেন আশা করি ;)

৮৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৪১

সাক্ষিগোপাল বলেছেন: এই কাম জিবনে একবারই করছি আর সেইবারই ধরা খাইছি।

০৫ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:২৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: আহারে আপচুস :( অতি বেশি আপচুস :( ভাবতাছি ছহীহ তরীকার ধরা না খাইয়া ডাব চুরির উপায় নামের একটা বৈ লেইখা ফালামু ;) কি কন ভাই ?

৮৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ ভোর ৫:০৯

সীমানা ছাড়িয়ে বলেছেন: ডাব খাইতে মুঞ্চায় :D

০৫ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:২৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: টেকা দিয়া খাইতে চাইলে রাস্তায় বাইর হৈলেই পাইবেন :) আর ফিরিতে খাইতে চাইলে ডাবওয়ালার মাইয়ারে বিয়া করা ছাড়া কুনু পথ দেখি না ;)

৮৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ ভোর ৫:২২

প্রকৌশলী আতিক বলেছেন: =p~ =p~ =p~ =p~ মজাই মজা

০৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: থানকু ব্রো :) আছেন কেমন ? বেশ কিছুদিন পর দেখলাম।

৮৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ ভোর ৬:৩৩

অন্ধকারের রাজপুত্র বলেছেন: হেব্বী কাহিনী ! =p~ =p~ =p~
চেয়ারম্যান রকজ ! চেয়ারম্যান রুলজ !! B-) B-) B-) B-) B-)

+++++++

০৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: শরমিন্দা দিয়া দিলেন দেখি বস :!> ধইন্যা :)

৮৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৫৪

মাইকেল কলিয়নি বলেছেন: ইশ ছুদু বেলার কথা মনে করাইদিলেন। ডাব চুরির যে কত বিচার খাইসি তার হিসাব নাই। মাগার স্পট এ আমাকে আজ পর্যন্ত ধরতে পারে নাই। এমন ও হইসে যে গাছে আমি বসে আছি আর নিচে আমার চেলারা ধরা পরসে।
ছোটবেলার ডাব, কাঁঠাল, পেঁপে, মুরগি ইত্যাদি সুমিষ্ট খাদ্য যে চুরি করে খায়নি সে শৈশব এর অনাবিল এক আনন্দ, উত্তেজনা আর অ্যাডভেঞ্চার থেকে বঞ্চিত।
পোস্ট এ অবধারিত ভাবে প্লাস। ;) ;) ;) ;) ;) ;)
আমার ভাই তুমার ভাই চেমান ভাই চেমান ভাই :D :D :D :D :D :D

০৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: ঠিক ই কৈছেন ব্রো ;) এই কাম যে করে নাই সে যে কি জিনিস মিস করছে :(
ধরা যেহেতু খান নাই বুঝাই যায় এই কামে আফনে ঝুনা মাল B-)) B-))

৮৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৩০

ডট কম ০০৯ বলেছেন:
" ভাবী আফনে হুনলাম বিড়ি খান ? ;) গোমস্তা গো রাইখ্যা যাওয়া বিড়ির টুকরা আর হুক্কা পাইলেই সমানে টানা শুরু করেন :P ? কমুনি সবাইত্তে ?


এইডা মিথ্যা কতা চেয়ারম্যান সাব

মানতে পারলাম না

হাচা কতা কন।

পুষ্টে পিলাস।

০৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: হাছা কথা কৈলে সামু সেন্সর কৈরা দিবো ;) তাই আর কৈলাম না আরকি :) থানকু

৮৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
এই ব্লগে আছেন কুনু মমিন বান্দা যে অন্যের গাছের ডাব নিজের মনে কৈরা চালান করেন নাই ? - আমি আসি, আমগো ডাব গাছাসে, চুরি করার দরকার পড়েনা ;) উল্টা চুরাইয়া আইসা নিয়া যায় /:)

পিচ্চির ঝর্নার ছিটা কি আপনাগো গায়ে পড়সিলো? :P

০৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: আফনে দেহি পুরাই খোদার বান্দা :) শুনেন গাছের মইদ্যে তারকাটা প্যাচাইয়া রাখবেন দেখবেন আর কেউ উঠতে পারবো না ;)

আবার জিগায়,হালায় শীতের রাইতে পুরাই গোসল করায়া দিছিলো /:)

৯০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আমাগোও একটা ডাব মানে নারিকেল :P গাছ আছে, তাই চুরি করা লাগেনা। আর চুরাইয়া নিয়াও যায় না। কিন্তু আম গাছে অনেক চুর আসত B:-)

কাহিনী তো মুবির মত লাগে, চাঁপা ডাঙ্গার বউ না কি জানি :-0

০৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: আমি কৈলাম আপানাদের আম চুরি করি নাই :( আমারে দোষ দিয়েন না :)

আম,ডাব এইসব জাতীয় সম্পদ :) এইসব না কৈয়া নিলে চুরি বলে না B-)) B-))

৯১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:২৪

আবূ তালহা সানি০০৭ বলেছেন: মি আই লাব উ দাবের পানি।
লন পিলাচ+++

০৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: মি ঠু গো ভাইজান মি ঠু :)

৯২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫৩

ঠকচাচা বলেছেন: ভাতিজা দেহি বেপুক পুঙটা। =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: দেখন লাগবো না চাচা ডা কেডা ? ;) সব তুমার দোয়াগো চাচা :)

৯৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:২৯

এসএসনাসরীন বলেছেন: মজা পেলাম

০৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ নাসরীন।ভালো থাকবেন।

৯৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩৮

চিরতার রস বলেছেন: মোর একখান কাহিনী আছে কাডাল চুরি নিয়া। পোস্টামু কয়দিন পরে।

০৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: আবার কয় ? জলদি লিখে ফেলেন :) পড়ার লাইগা খুটি গাইড়া বৈলাম ;)

৯৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৬

মেহেরুন বলেছেন: হাহাহাহা!!! বড়ই মজা পাইলাম :)

কিন্তু আমার তো ছবির ডাব দেখে ডাব খাইতে ইচ্ছা করতেসে :(

পোস্ট এ +++++++

কেমন আছেন ভাইয়া???

০৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: আমি নিজেই খাইনা কতোদিন :(

অনেক ধন্যবাদ আপু।আমি আছি মোটামুটি :)

ভালো থাকবেন,অনেক অনেক শুভকামনা।

৯৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫৩

আমি বন্য বলেছেন: ইতা কিতা চেয়ারম্যান সাব। চুরি করা কি ভালা নাহি?? তয় মজার কাজ বার বার করিবার মনচায়।
লটস অফ মজা থিফ হইবার।
এইবার ওয়েস্ট ইন্ডিস এর লগে কিসু করেন, মেহমানরা দেশে আইসা এইরকম নাস্তানাবুদ হইয়া যাইতেচে আর চেয়ারম্যান সাব কিসুই করতেছে না, কেমন দেখাই কন দেহি

+++











০৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: টেরাই দিমুনে ;)
ভালো থাকবেন ব্রো।শুভকামনা।

৯৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০৩

মহামহোপাধ্যায় বলেছেন: আমরা একবার চুরি করছিলাম, কিন্তু যেই বাড়ির গাছ সেই বাড়ির নাতিও আমাগো লগে আছিল। তাই এইডা চুরি কিনা সেইডা নিয়া ব্যাপক টেনসনে আছি :(

০৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: আফনে ডিসকোয়ালিফাইড :)
চুরির শর্ত হৈলে এই কর্মকান্ডের সাথে গাছের মালিক পক্ষ এমনকি দূরাত্নীয় পর্যন্ত জড়িত থাকিতে পারিবেনা। :-0

শর্ত মানিয়া পিঠে ছালা বাইন্ধা আবার টেরাই দেন ;)

৯৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০৯

স্পাইসিস্পাই001 বলেছেন: moja pelum ........kintu dab er pani koi........

valo thakben.....

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:০৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: ডাবের পানি খাইয়া আবার পানি বানাইয়া ছাইড়া দিছি :#> থানকু আফ্নেরেও

৯৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন: চোরাই ডাব খাইতে খুব মজা

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: ধরা খান নাই তো ;) নাইলে আসল মজাক বুঝতেন গো ভাইডি ;)

থানকু :)

১০০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫৮

হিরকখন্ড বলেছেন: সেইম হিস্ট্রি আমারও =p~

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: ডাব চুর ডাব চুর মাসতুতো ভাই ;)

১০১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০০

হিরকখন্ড বলেছেন: সেইম হিস্ট্রি আমারও =p~

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: লেইখা ফালান :)

১০২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১১

সোহেল শান্‌ত বলেছেন: ei lon

++++++++

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: দেন গো ভাই দেন জলদি দেন ;)

ধইন্যা লন

১০৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪২

হেডস্যার বলেছেন:
=p~ =p~
ভাব চুরি খুব ভালা কাম...জীবনে একবারই চুরি করছি আর নগদে কট ও খাইছি.....পরে বিচার সালিশ....ছিঃ ছিঃ ইজ্জত শেষ :-& :-&

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫০

চেয়ারম্যান০০৭ বলেছেন: কয়কি ? স্যারে ধরা খাইছেন ? B:-) তাইলে আমরা শিষ্যরা কৈ যামু ? :(
ডলা কি বেশী দিছিলো নাকি স্যার ? ;)

১০৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহাহাহা

আপনার লেখার ধরন টাই এমন , গম্ভীর মুখে পড়তে বসলেও মুখে হাসি চলে আসবে।

হাসাতে পারার এই কৃতিত্ব, আসলেই অসাধারন।

+++++++++++

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০০

চেয়ারম্যান০০৭ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যটির জন্য ভাই।
শুভকামনা রইলো।

১০৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: পাঁচ পঞ্চাশ লাম্বার পিলাচ ভ্রাতা :)


অচাম হৈসে ! =p~ =p~ =p~ =p~ =p~


ভালা থাকপেন ! :)

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০১

চেয়ারম্যান০০৭ বলেছেন: পাচঁ পন্চাশ তম পিলাচ বুঝিয়া পাইলাম :)
আফ্নেও ধইন্যা লৈবেন :)

১০৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৫

ওই চোরা বলেছেন: কত ডাব যে খাইছি হিচাব নাই B-)) ;)


=p~ =p~

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০২

চেয়ারম্যান০০৭ বলেছেন: কমেন্টার তুমার নাম কি ? কামে পরিচয় ;)

১০৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৭

পোকেমোন০০৭ বলেছেন: :( ষ্টোরী ছোট হয়া গ্যাছে ।আকাম তো লাইফে কম করছত না।ইয়াদ কইরা আরেকটু বাড়ায়া লেখলেই হইত B-) B-)) B-)

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:২২

চেয়ারম্যান০০৭ বলেছেন: পার্তাম না ,তুই লেখ /:) /:)

১০৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২০

নােয়ফ চৌধুরী বলেছেন: মজা পাইছি +

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:২২

চেয়ারম্যান০০৭ বলেছেন: তাইলে ২ টেকা দেন বুট খামু ;)

থানকু বিরি মাচ

১০৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২২

চাণক্য হিম বলেছেন: ছুডুকালে চেয়ারম্যানের গাছ থেকে নারকেল চুরি করছিলাম। ;) পাশের বাড়ির ভাবিরে ভুংভাং দিয়া নাড়ু বানিয়ে খাইছিলাম। :#)
কিন্তুক হের পরদিন থেকেই কঠ্ঠিন ডায়রিয়া শুরু হইছিল। /:) :((

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: চেয়ারম্যানের জিনিস হৈলো পবিত্র জিনিস,এইসবে হাত দিলেই আল্লাহ ই বিচার করে /:) /:)

আর খাইয়েন না ;)মাইনসের গাছের টা খান নু ফুলুভলেম ;)

১১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪২

অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: ভাইজন খুবই একখান মজার লেহা লেইখচেন। ভালা লাগিল। তয় আমিও কিন্তু হাইসকুলে থাকতে ইসকুলের গাছে ডাব চুরি করছিলাম হেই কথা মনে পইড়া গেল।

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:২৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভালা কথা মনে করাইছি :) আমারে কি খাওয়াইবেন কন ? ;)

১১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৩

মাসুদ হাসান_২৯ বলেছেন: হা হা হা...আপনি তো চেয়ারম্যান০০৭ না ,৪২০ চেয়ারম্যান !!!! =p~ =p~ =p~


খুব শজা পাইলাম সাথে কিছু পুরান স্মৃতি মনে পইরা গেল। :) :)

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:২৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: পুরানা স্মৃতি শেয়ার করেন ভাই,আমরাও কিছু মজা লই :)

ভালো থাকবেন,শুভকামনা।

১১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৪

নক্ষত্রচারী বলেছেন: নিজে গাছে উইঠা ডাব পাইড়া খাওয়ার মজাটাই আলাদা; চুরি করাটা সার্থক মনে হয় :P । তয় নিজে কুনুদিন উঠি নাইক্কা ।

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩১

চেয়ারম্যান০০৭ বলেছেন: নিজে উঠমু কেমনে রে ভাই :( বেগুন গাছ বাইতে দিলেও পারতাম না :(

ধইন্যা নিয়েন বরাবরের মতোন সাথে থাকার জন্য।

১১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

যুবায়ের বলেছেন: চ্রম ওইছে =p~ =p~ =p~ =p~
পিলাছ++++

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: প্লাসের জন্য ক্ষেতভরা ধইন্যা :)

১১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

যুবায়ের বলেছেন: মাইনষের গাছের ডাব চুরি করি নাই কুনু দিন। নিজেগো গাছের ডাব খাইয়া
শেষ করবার পারিনা....

তয় আমগো গাছের ডাব বহুত চুরি করছে ভূত মুকুল ও সাইদুল

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৪২

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভূত মুকুলের লগে দোস্তি পাতামু ,কারন আমিও গাব ভালা পাই ;) আর আফ্নের গাছের ডাব চুরি করনের লাইগ্যা সাইদুলের লগে :)
ধরা পড়লে কৈলাম মাইরেন না :)

১১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৮

নিওফাইটের রাজ্যে বলেছেন: অস্থির!! আরেকটু হইলে চেয়ার থিকা পইড়া যাইতাম হাস্তে হাস্তে। শিঘ্রই গ্রামের বাড়ি যামু। দোয়া কইরেন 8-|

০৬ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৪০

চেয়ারম্যান০০৭ বলেছেন: জলীল ভচের পিলাচ পায়া আমার জীবন যৈবন ধইন্যা :) আমি নিজেই চেয়ার থাইকা পইড়া গড়াগড়ি খাইতাছি:)

কামের বুয়া ঘর ঝাড়ু দিতে আসার আগেই উইঠা চেয়ারে বৈসা পড়েন ;)

১১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৩

পাগলমন২০১১ বলেছেন: ভাইরে একবার ডাব চুরি করতে যাইয়া যে অবসথা হৈচে কইতে শরম :> লাগে।
পরে কমুনে

০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২২

চেয়ারম্যান০০৭ বলেছেন: ল্যাংগট খুইলা রাইখা দিছিলো নাকি ? ;) কৈয়ালাও

১১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৪

পাগলমন২০১১ বলেছেন: আমার ব্লগে যাইয়া নিরবে চইলা আইলা কামডা বালা করলা না কইলাম। X(







:P

০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: নিরবে কেন আইছি বুঝো নাই ? ;) মাঝে মইদ্যে এরুম নিরব থাকলে ভেজালে পড়তে হয়না :)

১১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩২

নিয়েল ( হিমু ) বলেছেন: চেয়ারম্যান জিন্দাবাদ B-) .

০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: আহারে স্লোগান দিতে দিতে পুলাডার গলা শুকায়া গেছে :( লও রে ভাই অর্ধেক টোস্ট বিস্কুট পানি দিয়া চুবাইয়া খায়া যাও :)

১১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৩

কামরুল আহসান খান বলেছেন: চিয়ারম্যান সাব অইতন্ত কামেল আদমি ;) ;) ;)
টিন চুরি না করলে কি অইব নারকেল ঠিকই ছাপ করে :P :P
এই দিক থিকা আমিঅ আবার উনার মতই মুমিন ব্যাক্তি :P :P :P

পুস্টে পিলাচ +

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১০

চেয়ারম্যান০০৭ বলেছেন: খেক খেক আমরা মুমিন মুমিন ভাই ভাই :) এক জাম্পে বুকে আহেন :)

১২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৬

কামরুল আহসান খান বলেছেন: পুস্টে ত দেহি মুমিন বান্দাগ কমেন্টের ভিড় পইরা গেসে ;) ;) :P =p~

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: হে হে তলে তলে সবাই টেম্পু চালায় ;) খালি আমরাই সার্জেন্টের হাতে ধরা খাই :(

১২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৬

মাইকেল কলিয়নি বলেছেন: স্লোগান তো ননস্টপ চলতে থাকব নো টেনশন ;) ;) ;) ;) ;)
সামুর যে বেতা/বেতি চেমান সাব এর লিগা স্লোগান দিব না উনাকে ২৪ ঘণ্টা ইভা রহমানের গান শুনামু । হাত পা বাইন্দা খালি কান খোলা থাকব :D :D :D :D
আর পর চেমান এর লিগা স্লোগান না দিয়া যাইব কই

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩০

চেয়ারম্যান০০৭ বলেছেন: খালি ইভা রহমান না মাহফুজ ভাইয়ের গান ও শুনাইতে হৈবেক ;)

ধইন্যা ভচ :)

১২২| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৯

টিনটিন` বলেছেন: লেটস গো, চেয়ারম্যান। B-))

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: উখে উখে :) গু টুগেদার ;)

১২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৫

অনিমেষ রহমান বলেছেন: পছন্দ হইছে।
:)

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: খুশি হৈলাম :) থানকু

১২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:২৩

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: আর কইয়েন না,মনে পইড়া গেলো কাহিনী! মধ্যরাতে ডাব চুরি করতে গিয়ে তাড়ানি খাওয়া! :| :| :| :|

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: বুয়েটের পুলাপাইন ডাবও চুরি করে নাকি ? ;) আছেন কেমন ?ব্লগে কম দেখা যায় :(

১২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:২৪

তারছেড়া লিমন বলেছেন: চুরে চুরে মাসতুতো ভাই...........আর আমি এই কাম করছি আমার মামতো ভাইদের সাথে ....... তাই আপনাকে আমার মামতো ভাই মনে হয়চে আর কি..... আমার ভাগ কতি রাকছেন????

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: আফনের ভাগ আফনেগো বাড়ির পিছনে রাইখা আইছিলাম :) খান নাই ? :( অদ্দিনে ঐটা থাইকা আবার গাছ হৈয়া গেছে :) এইবার গিয়া পাইড়া খান ;)

১২৬| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৮

মারুফ মুকতাদীর বলেছেন: আমার ডাবখান কই চুরম্যন সাব ?
ভালয় ভালয় দিবেন নাকি হরতাল দিমু…………… ;)

পোসট বরাবরের মতই জশিলা !

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাইরে হরতালের নাম মুখেও আইনেন না,পুলিশের লাঠির ডলা খাইলে ডাবের নাম জীবনে মুখেও আনবেন না ;)

বরাবরের মতোন সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ,শুভকামনা :)

১২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৩

ঘুমকাতুর বলেছেন: মজা পইছি :) :)

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: ঘুমের ঘোরে পড়েন নাই তো আবার ? ;)

১২৮| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:২৯

অন্তরন্তর বলেছেন: গতকাল পরেছিলাম কিন্তু কমেন্ট করতে পারি নাই।
আপনাকে মাইনাস। মাইনাসের কারন ছোট বেলার কথা
মনে করাইয়া দেওয়ার জন্য। আহা সেই দিনগুলি--- কোথায় যে হারিয়ে গেল?
শুভ কামনা সবসময়। ++++++

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: এরাম মাইনাস পাইয়া ও শান্তি :) দেন দেন আরেকটা মাইনাচ দেন ;)

ভালো থাকবেন,শুভকামনা নিরন্তর।

১২৯| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:২৯

নিশাচর ভবঘুরে বলেছেন: মজার অভিজ্ঞতা! আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি? অনুমতির দরকার নাই, কইরা ফেলতেছি- ;)

আমাদের গ্রামের বাড়িতে অনেকদিন পরপর যাওয়া হয়। এই যেমন শেষ গিয়েছিলাম বছর দুয়েক হবে। তাই আমাদের সম্পত্তিগুলো ঠিকভাবে চেনা হয়ে উঠেনি। তখন মফস্বল শহরে থাকি। বন্ধুদের সাথে ডাবচুরির কয়েকটা এ্যাডভেঞ্জার হয়ে গেছে। সেই উত্তেজনা বুকে চেপে সেবার গ্রামে গিয়েও ডাব চুরির ভূত মাথায় চাপলো। গ্রামে গেলেই কিছু সাঙ্গপাঙ্গ জুটে যায়। একরাতে তাদের বললাম, চল ডাব চুরি করি। তারাও সানন্দে রাজি হয়ে গেলো। করলাম। আমাদের বাড়ি থেকে দূরের পুরো গাছ খালি করে ফেললাম। পরেরদিন আব্বাসহ হাঁটতে বের হয়েছিলাম। গাছটার পাশ দিয়ে যাওয়ার সময় আব্বাকে বললাম, গতকাল এই গাছ থেকে ডাব চুরি করে খাইছি।(আব্বার সাথে আমি আমার সবকিছুই শেয়ার করি)
আব্বা দেখি মুচকি মুচকি হাসে, আমার কথা শুনে। জিজ্ঞেস করলাম কি হইছে, হাসেন কেনো? আব্বা বলে, এটা আমাদেরই গাছ। :(

যেই বান্দরগুলারে নিয়া গেছিলাম, সবগুলাই আমাদের গাছ জেনেই আমাকে এই বাঁশ দিছে। :P :P :P :P :P :(( :(( :(( X( X( X( X(

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:২২

চেয়ারম্যান০০৭ বলেছেন: বেক্কল পুলাপাইনে দেশ ভৈরা গেলো ! আপচুস :|| :||

তয় আমিও একটা ধরা খাইছিলাম এমুন ,কমুনে পরে ;)

১৩০| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১৩

সাদেকুর বলেছেন: আগে জানলে মোল্লা বাড়িতেই হানা দিতাম।

ইস, সব বাড়ির বউ যদি মোল্লা বাড়ির বউদের মত তামুক খাইত !:#P

তাহলে আমার সেইই দিনের পরিনাম এত ভয়াবহ হত না। X( X((

+++++++++

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:২৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: সকল মোল্লা বাড়ির বৌদের ফিরিতে তামুক সরবরাহ করা হউক ;) ধইন্যা

১৩১| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫৬

পলক শাহরিয়ার বলেছেন: ইস! আপনার মত করে যদি লিখতে পারতাম। আর ভীষন মজার মানুষ আপনি। ও হ্যাঁ, আমারও ডাব চুরির একটা ভীষন মজার গল্প আছে। আমার পোস্টের একাংশ তুলে দিলাম।

"ফেরার পথে সোহেল ডাব গাছে নিজস্ব মেশিনের পানিবর্ষন করে আসল। প্রতিদান নগদে নিতে ডাব খাবার ইচ্ছাও পোষন করল।
"বন্ধু, ডাব পেড়ে দে না"
অভিজ্ঞ গেছো মাহমুদকে ধরল সে।মাহমুদ বিনয়ের সাথে তাকে সিটিএন জানাল।
তখন আমরা সোহেলকে কথার জালে পেঁচিয়ে গাছে উঠিয়ে দিলাম।
গাড়ির চাকায় পাম্প দিলে চাকা ফুলে যায়। আমাদের সম্মিলিত পাম্পে সোহেল শুধু ফুলল ই না উপরে ওঠা শুরু করল। আর আমাদের অবাক করে দিয়ে অনভিজ্ঞ গেছো সোহেল গাছের অর্ধেকটা উঠে গেল। পরে আবিষ্কার করলাম সোহেল গাছের মাঝখানে স্থির হয়ে আছে। ইব্রাহিম বলল,কি হয়েছে, সোহেল । লজ্জাবনত মুখে জানাল সে,আর তো পারিনা,বন্ধু।
তাহলে নেমে আয় . . . . বিয়ের পরই ডাব খাস। আমি বললাম।
কিভাবে নামব . . .হতাশাগ্রস্ত দেখাল তাকে।
লাফ দে . . . .
সাচ্চু ভুতের গল্প শুরু করল . . . ."সামনের তেতুল গাছে একবার এক . . . . . ."
হঠাৎ ধুপ করে শব্দ হলো ।
না ভুত না, সোহেল লাফ দিয়েছে।ভুতথেরাপিই কাজে দিল . . "


০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:২৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: আপনার লেখাটাও চ্রম মজার হয়েছে।এক কাজ করেন আপনার লেখাটা কোনো পত্রিকার সাপ্তাহিক আয়োজনে পাঠিয়ে দিন।আশা করি ছাপা হবে।

ভালো থাকুন আর লিখতে থাকুন :)

শুভকামনা

১৩২| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫৫

ছন্নছাড়া সিফাত বলেছেন: ব্যাটায় দাত ৩২ টা মেলায়া কয়" দাদা গো আজ দিন শুভ,বড় পবিত্র জিনিস মাড়িয়েছেন গোভাই।।
এক কোথায় অসাধারন হইচে আমি তো হাসতে হাসতে পুলটি খাইলাম।।++++
এক সাথে যদি দুইটা পিলাচ দেয়া যাইত তাইলে দুইটাই দিতাম।।

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:২৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: আফনে দিতে চাইছেন জাইনাই মনে মনে ২ টা পিলাচ পাইয়া গেছি :) মেলা মেলা থানকু ভাই :)

১৩৩| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫৯

রংটাণর্ বলেছেন: প্রতি বার বাড়িতে গেলে ডাব চুরি কইরা খাই , না খাইলে কেমন কেমন জানি লাগে

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:২৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: একবার ধরা খাইলে কৈলাম আফনের পেইজটা এতিম হৈয়া যাইবো ;)

১৩৪| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৫

পাগলমন২০১১ বলেছেন: হে হে উত্তর দিতে দিতে চেয়ারম্যানের হাতের অবস্থা কেরোসিন :P

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:২৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: উত্তর দিতে দিতে বডি বিল্ডার গো মতোন হাতের মাসল হৈয়া গেছে :) ভালোই হৈছে জিমের টাকা বাচঁতাছে ;)

১৩৫| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৫

ভারসাম্য বলেছেন: অনেক তাড়াহুড়া করে লেখা মনে হয়েছে। চুরির কাহিনী সবইতো প্রায় একই রকম হয়। মূল কাহিনীর চেয়েও লেখকের গুণে ছোট ছোট কিছু ঘটনা/উপাদান এ ধরণের একটা লেখাকে বেশি সমৃদ্ধ করে। চেয়ারম্যান০০৭ ( ভূয়া০০৭, আসলে ৪২০ :P ) এর মধ্যে সেই গুণের প্রমাণ এর আগে ভাল ভাবেই পেয়েছি। তবে ইদানীং বিশেষ করে এই লেখায় "গোবর পাড়া দেওয়া"/"গাছ থেকে ঝর্ণাধারা বইয়ে দেয়া" এরকম খুবই অল্পকিছু উপাদান খুবই দায়সারাভাবে দেয়া হয়েছে মনে হল। লেখায় এরকম উপাদান সংখ্যায় আরো বাড়াতে হবে সেই সাথে প্রতিটা উপাদানকেই আরো বেশি সমৃদ্ধ করতে হবে। নোবিতা রিফু'র কমেন্টের কথাটার ইংগিত এই লেখার মধ্যেই থাকতে পারত।

তবে পুরা কাহিনীতে ভাবীর স্ক্যান্ডালটা অসাধারণ হয়েছে। স্ক্যান্ডালটা যদি বিড়ি খাওয়া বা এই ধরণের সাদামাটা কিছু না হয়ে গুরুতর কিছু হয়ে যেত তাহলে এই লেখায় চমৎকৃত হবার মত তেমন কিছুই আর থাকতনা। শুধু এই অংশটুকুর জন্যই আমার পক্ষ থেকে অনেক অনেক ভাল লাগা রইল।
-----------------------------------------------------------

নেও, আমিও মেলা গেজাইলাম। এইবার কও এত এত কমেন্টের রিপ্লাই দিতে কেমুন লাগে! ঠেলা সামলাও এখন।

আসলে তোমার পায়েই শুধু গোবর পড়ে নাই, মাথায়ও গো-বর পড়িয়াছে। তাইতো আবজাব লেইখাও কমেন্ট/লাইক পাও বস্তা বস্তা। আর আমরা কিছু না লেইখ্যাও গাইল খাই, লিখলেও তাই। /:)


তোমার উপর আরও গোবর এবং গো-বর পড়ুক এই শুভকামনা রইল। তোমার ব্যাপারে একটা পরামর্শও ছিল আমার ওইখানে। দেইখ্যা আইসো। আর ভাল থাক সব সময়।

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: লেখাটা আসলেই মনের অনিচ্ছায় লেখা।কারন ১ম বার আরো ডিটেইলস এ লেখার পর পাবলিশ করতে গিয়ে দেখি সামু আমাকে অটোমেটিক লগড আউট করেছে :( যার ফলে বাধ্য হয়ে ২ দিন পর আবার এই পোস্ট টি লিখেছি।

আর ছোট উপাদান গুলোর কথা মাথায় আসে কিন্তু লেখার সময় ভুলে যাই,কখনো কখনো পাবলিশ করার পর মনে হয় :( রিফুর পয়েন্ট টা আসতে পারতো,কিন্তু আমার মাথায় ধরেনি ব্যাপারটা।


ভাবীর অংশটা কে পুজিঁ করেই লেখাটি লিখেছিলাম ;)

হা হা :) কমেন্টস এর রিপ্লাই দেওয়াতেও একটা আনন্দ আছে।তবে এটা সত্য যে রিপ্লাই দিতে একটু দেরী করি,সেজন্য সবার কাছে ক্ষমা চাইছি।
আর লাইক আর কমেন্টস এর চাইতে বড় কথা হলো ভালোবাসা।এজন্য সকল ব্লগারের কাছে আমি কৃতজ্ঞ।

আপনার পরামর্শ খুব মনে ধরলেও আমার মতোন কুড়েঁর বাদশা কে দিয়ে ঐ লেখা গুলো নতুন করে একটা মিশ্র ভাষায় লেখা হবেনা রে ভাই :( আর বই ..হাসালেন ভাই।এমনে শরম দিয়েন না :#>

আপনার এই মন্তব্যটা আমার পোস্টের জন্য বড় একটা পাওয়া।খোলামেলা মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

ভালো থাকবেন,শুভকামনা।

১৩৬| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৪

পে পোঁ কইরেন না, যান। বলেছেন: বহাত মজা পাইলাম :) অনেক বালা হয়ছে :D লেখতে থাহেন :P :P :P

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:২৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: উখে :) দোয়া রাইখেন :) থানকু

১৩৭| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৮

গ্রাম্যবালিকা বলেছেন: লেখক বলেছেন: আফনেই তাইলে মোল্লা বাড়ির বউ ? ;) আফনে বিড়ি খান ? :-P :-P কৈয়া দিমু,কৈয়া দিমু ;)

আই নো মেরি! X( ইউ টক মি বিরি বেড! X((

ইউ বেড, মোল্লা বেড, মোল্লা সান বেড। X(

ইউ টেক মোল্লা ডাব নো টকিং, ইট বেড ওয়ার্ক ! X( :P


অঃটঃ কমেন্টের উত্তর করতে করতে আপনার তো অবস্থা কাহিল। :P

যদি বলেন তো উত্তর দিয়ে দিব। আহারে ! সত্যি মায়া লাগে। :) :) :P

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৪০

চেয়ারম্যান০০৭ বলেছেন: মি আই নু বেড :( ইফঐউ টক মি বেড ,মি আই ক্রাই :(( বেরি বেরি ক্রাই;

অন টপ অফ দ্যাট ক্রাই তো ক্রাই এমন ক্রাই অক্করে মেক ফ্লাড :-0

পিলিছ পিলিছ গিব রিপ্লাই,মি বেরি টায়ার্ড :(
মাই পাচওয়ার্ট : "আব্বা বিয়া করুম"
ইউ বিরি গুড।
টাটা ।

১৩৮| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৩

কলম.বিডি বলেছেন: কমেন্ট করতে মায়াই লাগে। আমাকে রিপ্লাই দিতে হবে না। জব্বর লিখসেন...

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৪১

চেয়ারম্যান০০৭ বলেছেন: হা হা :) এটা কোনো কষ্ট হৈলো ? এটাও এক ধরনের মজা :)

অনেক অনেক শুভকামনা ।ভাইগ্না ব্যাটা আর মামনির জন্য আদর :)

১৩৯| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৫

আমি অবাক মানুষ বলেছেন: :) :) চুরিতে দেখা যায় আগেই হাত পাকাইছেন

০৭ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:১১

চেয়ারম্যান০০৭ বলেছেন: নারে ভাই মাত্র ১ বার ই ডাব চুরি করছি :) আমা ভালা পুলা ,বিশ্বাস যান B-))

১৪০| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৬

ৈহমনতী বলেছেন: পিলাচ বাটন টা লোড হইতেছে না। :-* :( :((

০৭ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:১১

চেয়ারম্যান০০৭ বলেছেন: কাইন্দা দিমু কৈলাম :|| :| :(

১৪১| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১২

ফারহান চৌধুরী আসিফ বলেছেন: "চানরাইতে সেই মোতাবেক চাচতো ভাই আসিফ আর ২ পিচ্চিরে লৈয়া মোল্লা বাড়ির দিকে হাটা ধরলাম"

আরে ভাই কতোদিন আগের কথা মনে করাইয়া দিলা। :D :D :D
আমি আফনের চাচাতো ভাই :P

০৭ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:১২

চেয়ারম্যান০০৭ বলেছেন: আহারে ভাইগো বুকে আহো :) কদ্দিন তুমার চাঁন মুখটা দেখিনা :(( :((

১৪২| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৬

হাসান মাহবুব বলেছেন: ব্যাপক এ্যাডভেঞ্চার +কমেডি! আফসোস আবারও, জীবনে এইসব অভিযানে অংশগ্রহণ করা হয়নাই :(

০৭ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:১৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: হয় নাই তাতে কি ? ভাবী রে লৈয়া এডভেন্চারে বাইর হৈয়া পড়েন :) আফনে লুংগি পৈড়া কাছা দিয়া গাছে উঠবেন আর ভাবী গাছের নিচে আচল পাইতা রাখবো ডাব ফালানোর লাইগ্যা :)

বিসমিল্লাহ কৈয়া ইস্টার্ট দেন B-))

১৪৩| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৮

জেমস বন্ড বলেছেন: ডাব চুরির মজাই আলাদা B-) B-) । আমার ও এরকম কাহিনী আছে তয় মুই ধরা খাই নাই । মোরা সব্বাই মিলে প্রথমে স্কুলের বড় বড় ডাবের ওজন মাইপা হেসে বেয়াইন রাইতে গেটের স্কুল বন্ধ কইরা সিকিউরিটির ঘরে তালা দিয়া ডাব চুরি করেছিলাম । ডাব খাইতে খাইতে শেষে অস্তির হইয়া ডাব দিয়া হাত পা ও ধুইছিলাম ।


আহারে সেই সব সৃতি :( :( :(

০৭ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:১৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: মাইনসের পায়না আর হেরা পা ধোয় ,এরুম বেহিসাবি চুরি আল্লাহ মাফ কর্তো না /:) /:)

১৪৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০

জেমস বন্ড বলেছেন: ওহ হো পোস্টে পেলাচ সেই সাথে আরেকটা কাহিনী কই -


গ্রামের বাড়ির একবার এক মাইয়ার বহুত শখের ফুলের গাছ খাইয়া ফেলছিলাম মানে ফুল (গোলাপ ) আইন্না চিনি দিয়া টিউবলের পানি মিক্স কইরা খাইয়া ফেলছি । কুন হালায় জানি কইছিলো গোলাপ খাইলে নাকি চরিত্র ফুটিবে /:) /:) /:)

০৭ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:১৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: কুন হালায় জানি কইছিলো গোলাপ খাইলে নাকি চরিত্র ফুটিবে =p~ =p~ =p~ =p~

১৪৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০২

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল+++++

০৭ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:১৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: ধইন্যা :)

১৪৬| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:২৬

পিন মানি বলেছেন: আফনের বর্তমান বয়স কিতনা? পোস্ট বিয়াপক হয়ছে ++

০৭ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৩২

চেয়ারম্যান০০৭ বলেছেন: বাপে বিয়া দেয়না দেইখা বয়স হিসাব করা বাদ্দিছি :( ১৯৮৮ এর ১লা আগস্ট।এইবার ক্যালকুলেটর লৈয়া আফনে হিসাব কৈরা লন ।

পড়ার জন্য ধইন্যা :)

১৪৭| ০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৩২

সুখ নাইরে পাগল বলেছেন: আমি জীবনে ডাব চুরি করি নাই :|

০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: কয় কি পুলায় ? :-B আফনে দেহি পুরাই কামেল বান্দা ,ঠ্যাং ২ টা বাড়ান একটু কদমবুছি করি :)

১৪৮| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:২১

ইলেভেন্থ আওয়ার বলেছেন: :-B :-B

০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: কাঠবিড়ালিরাও আজকাল আমার পুস্ট পড়ে নাকি ? :)

১৪৯| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:০০

তানিয়া হাসান খান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :-B :P
এত্ত হাসাতে যে পারো,,,,,,,,,,,,,,,,খুব মজা লাগল ভাইয়া।++++++++++++++++++++++++ প্রিয়তে.......

০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪২

চেয়ারম্যান০০৭ বলেছেন: তোমার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম আপু।প্রিয়তে নেওয়ার জন্য কৃতজ্ঞতা।ভালো থেকো।
শুভকামনা সবসময়ের জন্য।

১৫০| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৪

মৃত্যুঞ্জয় বলেছেন: রাইত তো তাইলে ভালাই কাটল =p~ =p~ =p~

০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: আবার জিগায় ;) আছেন কেমন ? শুভকামনা সবসময়ের জন্য।

১৫১| ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৯

মামদোভুত বলেছেন: :#) :#) :#) B-) B-) B-) B-) B-) B-) B-)

০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:১৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: আফনের চান গেলাস টা দেহি বেফুক সুন্দর ;) কতো দিয়া কিনছেন ? :)

থানকু লৈয়েন

১৫২| ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: একবার জাম্বুরা চুরি করছিলাম। তয় সিস্টেমে মালিকরেও খাওয়াইয়া দিছিলাম। ভোদাইটা তখন টের পায় নাই। পরেরদিন হের উর্বর মস্তিষ্কে ধরা দিছে তার জাম্বুরা গাছ যে সাহারা মরুভূমি হইয়া গেছিল। =p~ =p~ =p~

০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৪৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: জাম্বুরা আমার সেরাম প্রিয় :) সমস্যা হলো এখানে পাওয়া যায়না :(

ভালো ধরা খাওয়াইছেন ব্যাটারে ;)

ভালো থাকবেন।

১৫৩| ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪০

সেচ্ছাসেবক বলেছেন: গুরু তোমায় সেলাম ... ইউ আর দা ওয়ান পিচ 007 ... নারভাস নাইনটিনের লাইগা 99নং পিলাচ লন ...

০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:১১

চেয়ারম্যান০০৭ বলেছেন: আফনেরেও সালাম ভচ :)

৯৯ তম পিলাচের লাইগ্যা ৯৯ তম ধইন্যা :)

১৫৪| ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৩

পিদিম বলেছেন: সেলামি নয় ।ভাল আছেন কিনা জানতে চাই।

০৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: ধূর মিয়া,আফনে কৈ থাকেন? একটা পোস্ট ও নাই যে খবর নিমু :(
আমি আছি ভালোই আলহামদুলিল্লাহ।

ভালো থাকবেন,শুভকামনা রাশি রাশি।

১৫৫| ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৫

নিশ্চুপ শরিফ বলেছেন: ক্রিকেট মাঠে সেঞ্চুরি না মারবার পারলেও ১০০ তম প্লাস মারবার পারছি। B-) B-) ব্লগিয় জীবন সার্থক হইয়া গেল :D

০৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: আমার কোনো রম্যে এটাই বোধ হয় ১ম ১০০ তম প্লাস :) আমারো ব্লগিং জীবন সার্থক মনে লয় ;)

থানকু ভচ

১৫৬| ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৮

ফালতু বালক বলেছেন: " ভাবী আফনে হুনলাম বিড়ি খান ? গোমস্তা গো রাইখ্যা যাওয়া বিড়ির টুকরা আর হুক্কা পাইলেই সমানে টানা শুরু করেন ? কমুনি সবাইত্তে ? B-) B-) B-) B-)

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: :) :) ধইন্যা

১৫৭| ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৫

সেচ্ছাসেবক বলেছেন: নিশ্চুপ শরিফ @ মি আই আম জেলাস ...

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: হে হে নু ফুলুভলেম ;) বেটার লাক নেক্সট টাইম :)

১৫৮| ০৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১৮

ফয়সাল তূর্য বলেছেন: :D :D :D :D :D

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: থানকু দোস্ত :) বাইক কিন্যা দিছে বাপে ?

১৫৯| ০৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৯

সিলেটি জামান বলেছেন: চেয়ারম্যান তো মান সম্মান ডুবাইলোরে, মাইয়া লোকের হাতে ধরা খাইয়া :!> :!>

পাশের বাড়ীর কিপটুশ চাচার গাছের ডাব খাইয়া বাকল ঘরের দরজায় লটকাইয়া রাখছিলাম। পরের দিন যাইয়া দেখি চাচা সব ডাব পাড়তেছে। বল্লাম কি হইছে চাচা। চাচা কইলো দেখছনি জামান হুমন্তির পুত কেমুন বানচোত ডাব খাইয়া বাকল লটকাইয়া রাখছে। কইলাম চাচা পোলাপান সব নষ্ট হইয়া গেছে। চাচা আমার খুশি হইয়া কইলো আসো জামান দুইটা ডাব নিয়া যাও :) :)

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: হা হা এইকাম আমি একবার করছিলাম।কাঠাল খাইয়া বিচি সব দরজার রাইখা আসছিলাম ;)

১৬০| ০৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩৫

চাঁদ ~ মামা বলেছেন: জনগন দেকি একানেই বেসি, একানেই মারকাটা মাইরা যাই



এই মারকায় বুট দিলে আরো অনেক কিছু চুরির সুযুগ দিম ;)

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:০১

চেয়ারম্যান০০৭ বলেছেন: এক প্রতিদ্বন্দীর প্রচারনা অফিসে আরেকজনের পোস্টার লাগানো আইনত দন্ডনীয় অপরাধ /:) /:) ইসির কাছে আবেদন এই বেডা চান্দা মামুর নমিনেশন বাতিল করা হউক B-))

১৬১| ০৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩৫

চাঁদ ~ মামা বলেছেন: জনগন দেকি একানেই বেসি, একানেই মারকাটা মাইরা যাই



এই মারকায় বুট দিলে আরো অনেক কিছু চুরির সুযুগ দিমু ;)

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:০১

চেয়ারম্যান০০৭ বলেছেন: এক প্রতিদ্বন্দীর প্রচারনা অফিসে আরেকজনের পোস্টার লাগানো আইনত দন্ডনীয় অপরাধ /:) /:) ইসির কাছে আবেদন এই বেডা চান্দা মামুর নমিনেশন বাতিল করা হউক B-))

১৬২| ০৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৭

বাংলাদেশি বাংগালী। বলেছেন: বাংলাদেশে এই চান্স না পাইলে ও মালেশিয়া তে এসে ইউনিভার্সিটির গাছ রেহাই পায় নাই।


সাথে ছিল নর্দান ইউনিভার্সিটির এক টিচার।

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:০১

চেয়ারম্যান০০৭ বলেছেন: হে হে আফনে দেহি বৈদেশ গিয়া দেশের নাম রৌশন করছেন বস ;)

১৬৩| ০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৪৫

নুর ফ্য়জুর রেজা বলেছেন: হা হা হা।++++++

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: হি হি হি :)++

ধইন্যা

১৬৪| ১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৫

রুন বলেছেন: :) :D B-) ;) :P =p~... ১০৩ তম +

১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: কৈত্তে আইলেন আফা ? দেখিনা কেন ? আছেন কেমন ? বাবু কেমন আছে ?

শুভকামনা রইলো।

১৬৫| ১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৫

ভদ্র পোলা বলেছেন: ভচ , আগের কাহিনী গুলার মতন জমলো না , :( :(

ভাবিজান এর কান পড়া শুনে মনে করলাম - অন্য কুনো কাহিনী !! :P :P :P , পড়ে দেখি বিড়ি কাহিনী !!

ভালো থাকবেন । B-) B-)

১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: কি কর্তাম কন আজকাইল লিখতেও আলসি লাগে,এর উফ্রে এই পোস্ট ১ম বার লিখার পর দেখি সামু আমাকে অটোমেটিক লগড আউট করে দিছে :( পরে পুরো পোস্ট আবার লিখতে গিয়ে আলসেমি করে অনেক কিছুই বাদ দিছি।

যাইহোক পরেরবার ভালো কিছুর জন্য চেষ্টা থাকবে,পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।ভালো থাকবেন ।অনেক অনেক শুভকামন.

১৬৬| ১২ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩১

ভদ্র পোলা বলেছেন: নাহ , সামু আর মানুষ হইল না !! :P :P :P

আফনের ট্যাগ লাইন " পোয়াতি বেটি " কিন্তু মিচ কইরা গেছেন !!! ;) ;) =p~ =p~ =p~

১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: সমস্যা নাই,শত হৈলেও নিজেগো ব্লগ :)

হরে ভাই এইবার ইচ্ছা কৈরাই দেই নাই ;) নেক্সট টাইম :)

ভালো থাইকেন

১৬৭| ১২ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কৈলাম আচিপ ভাই সাইডের যাও ,আমি হৈলাম চিটাগাং এর বিখ্যাত উইকেট কিপার ( হুদা মিছা কতা,শইল লৈয়া দোউড়াইতে পারি না দেইক্কা আমারে কিপিং খাড়া করাইতো ;) আর মাঝে মইদ্যে তো খেলায় ই নিতো না :( )
হাহাহাহাহাহাহাহা আগে হাইসা নেই পরে মন্তব্য হাহাহাহাহাহাহাহাহা
=p~ =p~ =p~ =p~ =p~
গুরু! গুরু !! সাধে কি আর আপনারে ''আমার লিঙ্কস'' এ এড করছি ?

১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: কি আর কমু ভাই ,ধইন্যা নিয়েন প্রানভইরা।:)

ভালো থাকবেন,খুব ভালো।

১৬৮| ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩২

শীতের সকাল বলেছেন: ভাহে লেখা ভালা পাই।
আপনার মতুন চ্রম অভিজ্ঞতা আমারও আছে।
পেলাস লন।

১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: আপনার অভিজ্ঞতা নিয়ে লিখে ফেলুন।ভালোই হবে :)
পড়ার জন্য ধন্যবাদ
শুভাকামনা

১৬৯| ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৬

দুঃখ বিলাসি বলেছেন: আহারে ভাই, সেই পুরাতন কথা মনে পড়ে গেল। :(
কতকিছু যে চুরি করতাম।ডাব, আম, কাঠাল, জাম, লিচ.....।আরও কতকিছু চুরি করিতাম।
এখন মনে মনে ভাবি আর হেসে উঠি, B-)
মুই একখনা বড় চুর আসিলামরে ভাই।

আপনার লেখায় প্লাস দিয়ে গেলাম যদিও দেরীতে। ;)

১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: দেরীতে হইলেও আসামী নিজে আইসা আত্নসমর্পন করছে বৈলা সাধারন ক্ষমা ঘোষনা করা হৈল :)

থানকু বিরি মাছ :) লগের ভাইবেরাদার রা আফনের সেই চুরির ইতিহাস জানতাম চায় :)

১৭০| ১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৭

মিজভী বাপ্পা বলেছেন: হাধেই কি আন্নারে কই চুরম্যান ছাব B-)) B-)) B-)) ++++++++++
ওচাম ছাব,ওচাম ছাব, চুরম্যান ছাব B-)) B-)) B-)) B-))

১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০০

চেয়ারম্যান০০৭ বলেছেন: থানকু ভচ :) অদ্দিন পর কৈত্তে ?
কেমুন আছেন ? ধইন্যা

১৭১| ১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৮

শামীম আরা সনি বলেছেন: :)

১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:০৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: এত খুশি কেন ? :)

১৭২| ১৩ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৫:১১

অতনু কুমার সেন বলেছেন: হাসতে হাসতে মইরা জামু নাহি এই রাইতে :D :D :D :D :D :#) :#) :#) B-)) B-)) B-)) =p~ =p~ =p~ :P :P ;)

১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: বিয়া করছেন ? :) না করলে মরনের নাম মুখেও আইনেন না।একটা ফিরি দাওয়াত খাইতে মুন্চায় ;)

১৭৩| ১৩ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫২

হাসি .. বলেছেন: অসাম চেভা =p~



:)

১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: কৈত্তে যে আফনে এই নাম আবিস্কার করলেন :( পুরা কলম্বাস ফেইল :)

তয় নামডা সেরাম B-))

১৭৪| ১৩ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২৫

গিট্টুমিয়া বলেছেন: গিট্টুডা জায়গামত পড়ল না।

১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: ;) ;)

১৭৫| ১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৫

আরফিন নিয়াজ বলেছেন: অনেক দিন পর আপনার লিখা পড়লাম....যথারিতী অনেক দিন পর ভাল লাগল......সারাদিনের ঝামেলা আর ক্লান্তি নিবারনের জন্য আমরা যে বিনোদনের খোঁজ করি তার কিছুটা হলেও আপনার লিখায় পাওয়া যায়।

ধন্যবাদ।

২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার কমেন্টস টির জন্য ভাই।ভালো থাকা হোক সর্বক্ষন।

১৭৬| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৭

উকিল সাহেব বলেছেন: সেরা ব্লগার ২০১২ পুরুস্কার বিতরণ
আপনার পুরুস্কার বুঝে নিন।
Click This Link

ধন্যবাদ।

২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: ধৈন্যা :)

১৭৭| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৬

মিজানুর রহমান মিলন বলেছেন: অসাম একখান রম্য ! পোস্টে ++++

২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: আপনারেও থানকু টু দি পাওয়ার ইনফিনিটি :)

১৭৮| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০১

কালীদাস বলেছেন: হা হা হা হা :D :D

২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: আরে স্যার যে :) কেমন আছেন ? আরেকটু নিয়মিত হলে এই অধমরা ভালো ২-১ টা লেখা পড়তে পারি।
ভালো থাকবেন,খুব ভালো।

১৭৯| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪০

যাযাবর৮১ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~বেফোখ হইছে =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ মুজারে মুজা =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

*+*+*+*+*+*+


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: ধন্যবাদ যাযাবর ভাই,নতুন কবিতা লিখেন নি ?
ভালো থাকবেন।

১৮০| ১৮ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:১০

একজন নিশাচর বলেছেন: চেয়ারম্যান এর বিরুদ্ধে মোল্লা বাড়ির ডাব চুরি করার অপরাধের জন্য অভিযোগ গঠন করা হোক।

না হলে দেখা যাবে কাল, টিন পরশু গম চুরি করবে। সেই গম বেচে কাঠ কিনবে। টিন দিয়ে ঘর দেবে...এর পর একদিন মোল্লা বাড়ির বউকেও চুরি করবে :P

তাই চেয়ারম্যান কে থামাতে হবে এখনি।

(১০৮ তম ভালোলাগা)

২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: হা হা হা ভালো বুদ্ধি দিছেন তো বস :) এইভাবে আগে না ভাবলেও এখন ভাবতে হবে দেখতাছি :)

ধইন্যা ধইন্যা ধইন্যা :)

১৮১| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৪৭

নূরূল ইমরান বলেছেন: একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন। আপনি কি সাইপ্রাসে থাকেন ?

২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:০০

চেয়ারম্যান০০৭ বলেছেন: জ্বী ভাই আমি সাইপ্রাসের লার্নাকায় থাকি।:)
ভালো থাকবেন,ধন্যবাদ

১৮২| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:০০

স্বপনবাজ বলেছেন: :( :( :( :(

২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:০৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: কিগো ভাই মন খারাপ কেন ? :( রাতে ভাত দেয় নাই আন্টি ?;)

১৮৩| ২১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৯

নূরূল ইমরান বলেছেন: লারনাকায় থাকেন ? :D

আমি আইয়া নাপা থাকি। ৯৬৪৯৩৯৪৯, আপনি একটা এসএমএস করে দিয়েন প্লিজ। আমি লারনাকায় গেলে আপনার সাথে অবশ্যই দেখা করবো। আর আপনি যদি কখনো আইয়া নাপা আসেন, তবে আমার বাসায় দাওয়াত রইল। দেখা হলে ভালো লাগবে।

২২ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: দাকসি,এফখারিস্তো।

১৮৪| ২২ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০২

ঊজ্জল বলেছেন: চেয়ারম্যান ছাব আগের সেই ডাব চুরি করার ব্য়স টা কিন্তু অভ্যাস টা ছারতে ফারিনাই । তাই এই ঈদে বাড়ি গিয়া গরুর গোশত হাস ফাস শুরু হৈয়া গেছিল কি আর করুম আগের রোগডা মাথা ঝারা দিয়া ওঠল । তগ নগদ গিয়া দুই গাছের থেকে তিন টাহি নামায়া হালাইলাম । তয় অপারেশনে পাডাইছিলাম ছুডু ভাইগো আমরা কন্ট্রল রুম থেকে সব কিছু কন্ট্রল করছি ।

২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: হে হে সাবাশ এই কামেও মজাক আছে।ছুডুবেলার স্মৃতি ইয়াদে আসলে মনটাই ফেরেশ হৈয়া যায় :)

১৮৫| ২২ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৬

গারো হিল বলেছেন: একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন । আপনার তিন নাম্বার বউ মানে আমাদের ভাবীর সাথেও কি আপনার দফারফা হয়ে গিয়েছে :|

২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাইরে ৩ লমবর তো দূরের কথা ১ লমবর টাও যদি বাইর কৈরা দিতে পারেন তাইলে রেডিসনে খাওয়ামু প্রমিজ :(

১৮৬| ২২ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৭

ঊজ্জল বলেছেন: চেয়ারম্যান ছাব আগের সেই ডাব চুরি করার ব্য়স টা কিন্তু অভ্যাস টা ছারতে ফারিনাই । তাই এই ঈদে বাড়ি গিয়া গরুর গোশত হাস ফাস শুরু হৈয়া গেছিল কি আর করুম আগের রোগডা মাথা ঝারা দিয়া ওঠল । তগ নগদ গিয়া দুই গাছের থেকে তিন টাহি নামায়া হালাইলাম । তয় অপারেশনে পাডাইছিলাম ছুডু ভাইগো আমরা কন্ট্রল রুম থেকে সব কিছু কন্ট্রল করছি ।

২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫০

চেয়ারম্যান০০৭ বলেছেন: ;) ;) ;)

১৮৭| ২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: চেয়ারম্যান সাব ভালো হয়ে যান..ডাব চুরি আর টিন চুরি একই রকম খারাপ।


শুভকামনা থাকলো।ভালো থাকবেন সবসময়। :)

২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫০

চেয়ারম্যান০০৭ বলেছেন: কি কর্তাম মন যে মানেনা ;)
ধইন্যা :)

১৮৮| ২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৭

গ্রাম্যবালিকা বলেছেন: দেখতে আসলাম আপনাকে।:!> কেমন আছেন? :)

জুটলো কিছু?;)

এক জীবনে কতবার যে বিয়ের কথা বলেছেন, রেকর্ড হয়ে যাবার কথা! :-* :-*

২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: হায়রে কথায় আছে না " হাতি কাদাঁয় পড়লে ব্যাং লাথি মারে আর চেয়ারম্যান প্রেমিকা না পাইলে গ্রাম্যবালিকা ও কাটা ঘায়ে নুন দিতে আসে" :( :(
হে খোদা এই কমেন্টস দেখনের আগে আমার কম্পু রে অটো শাট ডাউন খাওয়াইলা না কেন খোদা :(

১৮৯| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৫

আদৃতা হাসান বলেছেন: জীবনেও কিছু চুরি করা হলোনা, আমার জীবন তো ষোল আনাই মিছে :(

২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: ১৬ আনা না,১৫ আনাই মিছে,১ আনা আমার পোস্টে কমেন্টস কৈরা মিছ হয় নাই :)

১৯০| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৭

পাতি মাস্তান বলেছেন: আমি এখনো ডাব চুরি করি নাই তই আমাদের এলাকার মেমবারের ৫টা তালগাছ থেকে সব তাল নামাই ছিলাম ছেলেপেলেরা মিলে এবং সেখান থেকে ১বাদা তাল ভাগ পাইছিলাম

২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: হে হে নিকের লগে দেখি কামের ও মিল আছে ;)

১৯১| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৭

পাতি মাস্তান বলেছেন: আমি এখনো ডাব চুরি করি নাই তই আমাদের এলাকার মেমবারের ৫টা তালগাছ থেকে সব তাল নামাই ছিলাম ছেলেপেলেরা মিলে এবং সেখান থেকে ১বাদা তাল ভাগ পাইছিলাম

২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: এলাকার সম্পদে হক আছে :)

১৯২| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৮

আবু সালেহ বলেছেন: :P :P :P :P :P :P

২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: ;) ;) ভাবী কেমন আছে? ভাবীরে লাল সেলাম :)

১৯৩| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৬

গ্রাম্যবালিকা বলেছেন:
ইস! আবু সালেহ ভাইয়ের পো-পিক দেইখ্যা চেয়ারম্যানের বুকের মধ্যে ফাল দিয়া উঠে, আমি এইখান থেইক্যা ইসপস্ট বুঝবার পারতাছি। ;) :P

২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: :!> :( :( :( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

১৯৪| ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: চেয়ারম্রান সাব....কেমন আছেন........যা শিত পড়ছে......শৈত্যপ্রবাহের কারণে ছুটি নেওয়ার ইচ্ছা হচ্ছে।ছুটি নিয়ে লেপ কম্বলের ভিতরে জানুয়ারীর শেষ পর্যন্ত থাকতে পারলে ভালো হত।হাড় কাঁপানো শীত...আমার ব্্লগে া্পনার দাওয়াত থাকলো..আপনার লেখাগুলো দারুণ মজার। :)

৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: আছি ভাই দৌড়ের উপ্রে,এক্সাম আর পার্ট টাইম জব নিয়ে।আপনি আছেন কেমন ?দিনকাল কেমন চলে ? আসবো আপনার ব্লগে ভাই ।ভালো থাকুন।শুভকামনা

১৯৫| ৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৭

টেকনো(মুভি এডিশন) বলেছেন: হাহাহাহা লুল ফালাইতে বাদ্দ হইলাম :P

৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: থানকু :)

১৯৬| ৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১০

দিগন্ত নীল বলেছেন: ফে ফে ফে ফে ।ডাব আত্মসাত্‍কারী (চোর কইতে ছরম লাগে)চ্যারমান :-P

৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: :!> :#> :!> :#>ধইন্যা

১৯৭| ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:০৭

ফান্টা বলেছেন: ভাইয়া কেমন আছেন ?

অনেকদিন ছিলাম না......

ভুলে গেছেন মনে হয় :)

৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: নারে ভাই ভুলি নাই,আমিও ভাবতেছিলাম অন চিপায় ঢুকছেন ? ;)

আছেন কেমন ?

১৯৮| ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৩০

ফান্টা বলেছেন: অনেক ভাল:)
অনেক ঘুরাঘুরি করলাম বাবা, মার সাথে।
খাবেন নাকি একটা ফান্টা ;)

লগইন হয়েই আপনাকে খুজতেছিলাম.....সময় করে আপনার লেখগুলো পড়বো।

শুভরাত্রি ।

৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:২২

চেয়ারম্যান০০৭ বলেছেন: গুড :)
ভালো থাকবেন,শুভকামনা

১৯৯| ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: চেয়ারম্যান সাব..আপনার নতুন লেখা কই?ভালো আছেন তো..একটা শ্লোগান দিছেন..যতদিন জামাত শিবিন মুক্ত না হবে ততদিন কি আর নতুন কিছু লেখবেন না?খুব টেনশনে ফেললেন.....আর ১০ বছর পর যদি সামু জামাত শিবির মুক্ত হয়..তাহলে কি আপনার নতুন লেখা ১০ বছর পর পড়বো?ওগুলারে এত পাত্তা দিয়েন নাতো?নববর্ষের শুভেচ্ছা থাকলো।...নতুন কবিতা প্রকাশ করবো..নববর্ষ উপলক্ষ্যে।

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

চেয়ারম্যান০০৭ বলেছেন: আজকেই পোস্ট দিবো ইনশাআল্লাহ :) ভালো থাকবেন,শুব নববর্ষ

২০০| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: নববর্ষের শুভেচ্ছা.......

আছ কিরাম কাক্কা.......??

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

চেয়ারম্যান০০৭ বলেছেন: আরে ভাইস্তা কেমতে কেমতে ? আমি তো মনে করছিলাম ভুইল্যাই গেছো :( তোমার মিতার কোনো খবর আছে ?

২০১| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

সজল_হাসান বলেছেন: আমি এতো কমেন্ট পাইনা :(
যাইহোক নববর্ষের শুভেচ্ছা। :)

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: হা হা :) বেপার না ব্রো।নিয়মিত ব্লগিং করেন আরো বেশি কমেন্টস পাইবেন।আপনি শুধু আপনার চ্রম চ্রম পোস্ট গুলো করতে থাকেন :)
ভালো থাকবেন।

২০২| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: লেখক বলেছেন: আরে ভাইস্তা কেমতে কেমতে ? আমি তো মনে করছিলাম ভুইল্যাই গেছো তোমার মিতার কোনো খবর আছে ?


কাকা এইটা একটা ভালা পয়েন্ট দিছ........মিতা হালায় গেল কই? B:-)

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: আমিও খুজতাছি বেটারে:( পুলডারে বেফুক মিছাই ,তোমাগো ২ জন একসাথে আইলে মজাক পাইতাম,দেখো তো পাও কিনা।

২০৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

শেরজা তপন বলেছেন: দারুন মজা পাইলাম :)

০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

চেয়ারম্যান০০৭ বলেছেন: ধইন্যা লন শেরজা সাব :)
আর নববর্ষের শুভেচ্ছা :)

২০৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

অভ্রনীল লুছিফার বলেছেন: :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

চেয়ারম্যান০০৭ বলেছেন: :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B

২০৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

হায়দার আলী সোহেল বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
আমি আর কিছু কমুনা। চোক্ষে পানি আইসা গেছেগা, , , , , , , , কি কাহিনি হুনাইলেন গো চেয়ারম্যান সাব, , , , , ,

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

চেয়ারম্যান০০৭ বলেছেন: কাইন্দেন না ,পরের বার অপারেশনে গেলে আফনেরে লৈয়া যামুনে :) তয় লুংগি কৈলাম আফনের টা এস্তেমাল করুম ;)

২০৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

অনির্বান বলেছেন: বাইরে, মাল এক্্খান তুই! (এই তুই সম্মানের। রাগ লইয়েন না)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১

চেয়ারম্যান০০৭ বলেছেন: রাগ লৈলাম না :)

২০৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

আশিক মাসুম বলেছেন: চোর চোর চোর। :-P :-P :-P

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০১

চেয়ারম্যান০০৭ বলেছেন: কৈ ? কেডা ? কোনহানে ? :P খালি দেখায়া দেন,টেংরি ভাইংগা দিমু ;)

২০৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

আশিক মাসুম বলেছেন: কয়কি???? B:-) B:-) B:-) চোরের মোখে সাধুর বানি শুইনা আমি _ _ _ হইয়া গেলাম।

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: :#> :!> :#> :>

২০৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১২

শিপন মোল্লা বলেছেন: হা হা হা চমৎকার মজার পোস্ট এই শীতে পারফেক্ট ধন্যবাদ চেয়ারম্যান সাহেব।

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: আফনেরেও ধইন্যা শিথির বাপ :)

২১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৮

শিশেন সাগর বলেছেন: ভাবী নু বিড়ী খান !!! হাহাহাহাহাহাহাহ

২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২

চেয়ারম্যান০০৭ বলেছেন: :P :P :Pধইন্যা

২১১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

অস্থির ভদ্রলোক বলেছেন: ভাই ভাবিরে বিড়ি দিয়েন না সিগারেট দেন। :P :P :P

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাবি আবার আকিজ বিড়ি ভালা পায় ;) আফনে ১ প্যাকেট কিইন্যা ট্যানারিরে দিয়া পাঠায়া দিয়েন ;)

২১২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

বোকামন বলেছেন: হাছা কইলেন না ভুজুংভাজুং মারলেন ............... :-&

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

চেয়ারম্যান০০৭ বলেছেন: সাধে কি আর আফনের নামের লগে বোকা লাগাইছেন :-0

২১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

বোকামন বলেছেন: #:-S #:-S #:-S

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: জাস্ট কিডিং :)

২১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৩

অস্থির ভদ্রলোক বলেছেন: চেয়ারম্যান ভাই ক্যামতে ধরলেন ট্যানারিও তো আকিজ বিড়ি ভালা পায়। ভাবী আর ট্যানারি একসাথে টানবোনে। =p~ =p~ =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: খেক খেক খেক :) কন্কি ? হে হে তাইলে তো সোনায় সোহাগা :)

নতুন কিছু লেখছেন নাকি ? ব্লগে আসা হয়না,খালি মুভি দেখি।
ভালো থাকবেন :)

২১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

ChayapuruSH বলেছেন: আফসুস :-< :-<
আমি জীবনেও কারো গাছের কোন ফল চুরি করতে পারলাম না ।। :-& :-& :(( :(( :(( :(( :(( :((

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

চেয়ারম্যান০০৭ বলেছেন: আর কিছু না পারলেও ডাব চুরি করার মজা বেফুক :) ঐডা মিস কর্লেন

ধইন্যা :)

২১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

rasel246 বলেছেন: ++++++++++++্

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

চেয়ারম্যান০০৭ বলেছেন: ধইন্যা বস :)

২১৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৮

শাকিল ১৭০৫ বলেছেন: শেষমেশ চেয়ারম্যান সাব ডাব খাইতে গিয়া ধরা খাইল আফসোস
ব্যাপক দুখু পাইলাম

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: তবুও ডাব খায়া ছাড়ছি মিয়া ;) ধইন্যা

২১৮| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

বাদশা নামদার বলেছেন: নাদিম ভাই সেইরম অভিজ্ঞতার জুলি আপনার।
ভালা লাগছে ;)

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম :) শুভকামনা আপনার জন্য :)

২১৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৫

এরিস বলেছেন: খুব ছোট ছোট ঘটনা লিখেও হাসি পাইয়ে দেন।
আপনার লেখার প্রেমে পড়লাম। মানুষকে হাসানো খুব কঠিন কাজ। আপনার কাছ থেকে এই আর্টটা শিখে নেবো। শেখাবেন চেয়ারম্যান ভাই?

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:০৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: হে হে ;) শরমিন্দা দেন কেন ভাই ?
যা মনে আসে লিখে ফেলি :) কোন ট্রিক্স নাই :)

২২০| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫

এরিস বলেছেন: ভাই না, বোন।
শর্মিন্দা হবার কিছু নাই। চেয়ারম্যান মানুষ এতো লজ্জাবতী ( লজ্জাবান !!!! ) হলে চলে ??

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: ঊউ আইচ্চা :#> মিস্টেক ইটেন
নু ফুলুভলেম চিস্টার :) নেক্সট টাইম নু লইজ্যা :)

২২১| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:২৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :D :D :D :D :D :D :D

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: :)

২২২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৪

ডিউরডান্ট ডি শিমুল বলেছেন:
চেয়ারম্যান, পাবলিক কিন্তু আপ্নেরে নজরে নজরে রাখছে। ;)

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: ডর দেখান কেন মিয়া ? :(

২২৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

যুবাইরআজাদ বলেছেন: আমি চুরি করে ডাব পেড়েছি তবে তা নিজেদের গাছ থেকে।
দারুনস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.