![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাবরিনা জাহান এখন একটি নাম! তার সব চেয়ে বেশি পছন্দের ছিল গোলাপ ফুল। সেই গোলাপ পিয়াসী মেয়েটিকে নিয়ে এখন বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশসসহ ফেসবুকের পাতায় চলছে আলোচনার ঝড়। বইছে শোকের বাণী। সেই সাবরিনার স্বপ্ন ছিল বড় হয়ে ১১১বিসিএস পেয়ে সরকারি কলেজের শিক্ষিকা হবেন বলছিলেন তার মামা শহিদুল ইসলাম। কিন্তু তার বহুদিনের সেই লালিত স্বপ্ন যেন এক নিমিষেই কেড়ে নিলো একটি ব্যাটারিচালিত অটোরিকশা।
শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে হল থেকে বান্ধবীকে নিয়ে যাচ্ছিলো বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে। রান্নার বাজার করার উদ্দেশ্যে বান্ধবী শিমুসহ হলের সামনে থেকে রিকশা নিয়ে কাজলাগেট দিয়ে বিনোদপুর যাচ্ছিলেন তারা। কিন্তু বিশ্ববিদ্যালয়েল প্রধান ফটকের সামনে আসার সাথে সাথেই স্পিড ব্রেকারের সাথে থাক্কা লেগে ও রিকশার হুক ভেঙ্গে রাস্তার ওপর পরে যায় সাবরিনা। পরে গিয়ে মাথার পিছনে ভয়াবহ আঘাত পান তিনি। রাস্তায় পরে যাওয়ার সাথে সাথে পিছন দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশা তার ওপর দিয়ে চলে যায়। সেই সাথে সাবরিনাও চির দিনের জন্য এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান না ফেরার দেশে। তবুও বুকে আশা নিয়ে তাকে সাথে সাথে নিয়ে যাওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে। কিন্তু অনেক আগেই যিনি চলে গেছেন বহু দূরে তাকে আর কে ফেরায়? তাকে দেখে কর্তব্যরত চিকিৎসকও জানিয়ে দিলেন তার মৃত্যু অনেক আগেই হয়েছে।
View this link
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪২
খেয়া ঘাট বলেছেন: ওফফফ.কী মর্মান্তিক।