নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিশির

ব্যতিক্রমি কিছু লেখাই আমার উদ্দেশ্য

শিশির চক্রবর্তী

শিশির চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

চুয়াডাঙ্গায় চায়ের দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

আলমডাঙ্গার হাপানিয়া গ্রামে একটি চায়ের দোকানে দৃর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এ ঘটনায় আহত হয়েছে ছয় জন। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।



চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন আহত রোগিদের উদ্ধৃতি দিয়ে বলেন, ১০-১২ জন ব্যক্তি রাত সাড়ে ৯টার দিকে বেল্টুর চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছিল। এসময় কে বা কারা একটি পেট্রোল বোমা ছুড়ে মারে। বোমাটি বিস্ফোরিত হলে আহত হয় ছয়জন। এরা হলো হাপানিয়া গ্রামের মহব্বত আলীর ছেলে ইমদাদুল ইসলাম (২৫), মোহাম্মদ আব্দুল্লাহ (১৮), ইদ্রিস আলীর ছেলে আব্দুল গফুর (৩০), ইয়াসিন মন্ডলের ছেলে হাসিবুল ইসলাম (২২), ইসমাইল মন্ডলের ছেলে খোকন আলী (১৮) ও খোয়াজ আলীর ছেলে মিনারুল ইসলাম (২৬)।আহতদের মধ্যে মিনারুল ইসলামের অবস্থা আশংকাজনক। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।

আলমডাঙ্গার চিতলা ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ জিল্লুর রহমান জানান, ১০-১২ জন বিএনপি ব্যক্তি পেট্রোল মোবা মেরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে পুড়িয়ে মারার অপচেষ্টা চালিয়েছে। তিনি এর তিব্র প্রতিবাদ করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় যুবদল নেতা জানান, আওয়ামী লীগ সমর্থক ও নেতারা বিএনপির উপর হামলা চালাতে গিয়ে নিজেরাই আহত হয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.