![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ওরা (স্ত্রী ও পুত্রদ্বয়) ছাড়া ভীষণ একা।
আমি দিনে দিনে অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছি। যেহেতু আমার জীবনে কোন সাফল্য কিংবা নিরাপত্তা নেই, তাই কেউ কেউ হয়ত আমার পাশে থাকলে নিরাপত্তাহীনতায় ভোগে। একজন এ ব্যাপারে সাফ জানিয়ে দিয়েছে! কেমন বেখাপ্পা লাগছে না- সাফল্যের সাথে নিরাপত্তা শব্দটি! সেই একজন আপনাদের মাঝে বর্তমান। আমার অপারগতা বার বার বুঝিয়ে দেয়া এক অর্থে আমাকে ভেঙ্গে দেয়ার একটি পরিকল্পনা।ভাল থাকুক সবাই। ভালবাসা থাকলে অধিকারও থাকে, এ কথাটি কি সত্যি? আমার লেখাগুলো একটু ছন্নছাড়া এর জন্য দায়ী আমার অগোছালো জীবন, যা বার বার তাসের ঘরের মত ভেঙ্গে যায় কিংবা ভেঙ্গে দেয়া হয়। কেউ একজন খেলছে আমার সাথে, আমার ভালবাসার সাথে। তার কাছে আমার চাওয়া পাওয়া, পছন্দ অপছন্দ মূল্যহীন। সে মনে করে আমি বারবার তার স্বাধীনতাকে হত্যাকরি। স্বাধীনতা মানে কি! আর ত্যাগ মানি কি তা বুঝতে কি করতে হবে।
©somewhere in net ltd.