![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাত্তরের ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের বুদ্ধি বেশি ছিল না বলে কটাক্ষ করেছেন বিশিস্ট মুক্তিযোদ্ধা ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত ‘দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কটাক্ষ করেন।
বঙ্গবীর সিদ্দিকী বলেন, শহীদ বুদ্ধিজীবীদের সবাই পাকিস্তানপন্থী সুবিধাভোগী ছিলেন। শুধু বেতন-ভাতার জন্য তারা পালিয়ে যাননি, বরং ঢাকায় অবস্থান করেছেন এবং এ কারণেই তারা মৃত্যুবরণ করেছেন।
শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বেশি বাড়াবাড়ি করা হয় বলে উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশ স্বাধীন হবে এইটুকু বোঝার ক্ষমতা ওই বুদ্ধিজীবীদের ছিল না।
গোলটেবিল বৈঠকের অন্য আলোচকরা চলমান রাজনীতির অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করলেও কাদের সিদ্দিকী হঠাত করেই শহীদ বুদ্ধিজীবীদের আক্রমণ করেন।
তিনি বলেন, “ডিসেম্বর মাসে দেশ স্বাধীন হবে- বাংলাদেশের ওই বুদ্ধিজীবীরা যদি এটা বুঝতে পারতেন, এটি যদি তাদের বুদ্ধিতে কুলাতো, অতো বুদ্ধি যদি তাদের থাকতো, তাহলে তারা নভেম্বরের শেষদিকে ঢাকা থেকে পালাতেন। তারা মনে করেছেন, এই দেশ স্বাধীন-টাধিন হবে না, আর হলেও কতদিনে হবে (তার ঠিক নেই)। আমরা আরো দু’চার বছর বেতন-টেতন ঠিকমতো নিয়ে ঢাকা শহরে ঠিকই থাকতে পারবো।”
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, “যে মানুষগুলো পাকিস্তান রক্ষার জন্য (ডিসেম্বরের) ১৩/১৪ তারিখ পর্যন্ত নিজেদের সমস্ত মেধা পাকিস্তানকে দান করেছেন, তাদেরকে আমরা কি-যে সম্মান দিলাম!”
জেএসডি সভাপতি আসম আবদুর রবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমূখ।
মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে কাদের সিদ্দিকীর বক্তব্যের নিন্দা ও ধিক্কার জানিয়েছেন প্রজন্ম একাত্তরের সভাপতি শাহীন রেজা নুর।
২| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৪
একিউমেন০৮ বলেছেন: বলার কিছু নাই। বসের ব্যাপারে কমেন্ট করতে ভয় লাগে
৩| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৪
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
শহিদ বুদ্ধিজীবিদের নিয়েও কটাক্ষ!
উনি ভালকরেই জানেন ৫ই ডিসেম্বরের পর কাউকে ঢাকা ছেড়ে যেতে দেয়া হয় নি।
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬
চঞ্চল বালী বলেছেন: কাদের সিদ্দিকি বলেছেন, "তাদের বুদ্ধি থাকলে নভেম্বরের শেষদিকেই তারা ঢাকা ছাড়তেন।" ডিসেম্বরের ৫ তারিখের আগেই হয় সেটা
৪| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৬
অেসন বলেছেন: একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা জামাতী টাকার লোভে নিজেকে বিক্রি করতে পারে তার প্রমান কাদের সিদ্দীকি।
পাকিস্তানের টাকায় লালিত পালিত বুদ্ধিজীবিদের নিশ্চিত ভাবেই পাকিস্তানপন্থী রাজাকাররা হত্যা করতে পারে না। তাহলে কে হত্যা করল?
হতে পারে কাদের সিদ্দীকির মতো মুক্তিযোদ্ধারা। এবার কাদের সিদ্দীকির
মিশন হওয়া উচিত নিজের কাঁধে হত্যাকান্ডের দায় নিয়ে জামাতী যুদ্ধাপরাধীদের রক্ষা করা।
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫
চঞ্চল বালী বলেছেন: রাজাকারের গন্ধ পাচ্ছি
৫| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫২
প্যাপিলন বলেছেন: একজন মুক্তিযোদ্ধার এহেন আচরণ জাতির জন্য লজ্জাকর।
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৭
চঞ্চল বালী বলেছেন: এহেন মুক্তিযোদ্ধা এর পরে আর কী কী বলে তাই ভেবে আমার গায়ে কাঁটা দিচ্ছে
৬| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৫
এই আমি সেই আমি বলেছেন: যে বাঘায় নিয়াজির সাথে হাত মিলায় নাই সে আজ রাজাকারের সাথে গলা মিলায় ।
৭| ০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:৩০
এই আমি সেই আমি বলেছেন: আফসোস একজন মুক্তিযোদ্বা না পাওয়ার যন্ত্রণায় এভাবে বদলে যেতে পারে তার বদলে যাবার ইতিবৃত্ত একটু কষ্ট করে পরুন । যে বাঘায় নিয়াজির সাথে হাত মিলায় নাই সে আজ রাজাকারের সাথে গলা মিলায় ।
৮| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮
অেসন বলেছেন: কাদের সিদ্দীকি মুক্তিযুদ্ধকে এমনভাবে বিতর্কিত করে তুলছেন যা
একজন রাজাকারও করতে পারে নাই। অদ্ভুত এক দেশ বাংলাদেশ, কাদের সিদ্দীকি যাকে খুশি তাকে রাজাকার বানাচ্ছে, বুদ্ধিজীবিদের বুদ্ধিহীন বলছে অথচ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কেউ নেই। আমি নব্য রাজাকার কাদের সিদ্দীকির বিচার চাই। তাতে আমি রাজাকার হলেও ক্ষতি নেই।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১
ল্যাটিচুড বলেছেন: কথা তিতা, তয় হাচা কথা ........