নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

কাকতালীয় ক্লান্তি এবং বেদনা আমার

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১০



কাকতালীয় ক্লান্তির ভেতর ভাসতে থাকে পরাবাস্তব মেঘের বেদনা বেশ বুঝতে পারি আমার প্রত্যাশাগুলো পূর্বজন্মে সন্ধ্যামালতীর মতো এক সন্ধ্যার পরমায়ু নিয়ে পার হতো বিষন্নতার নদী

সময় স্তব্ধ করার কৌশল জানা ছিলো না আমার আমি শুধু অপলক দেখতাম ঘড়ির কাটার অগণন ঘূর্ণন কতো অবলীলায় আমাকে টেনে নিচ্ছে মৃত্যু সীমান্তে এবং উপলব্ধি করতাম জীব ও জড় জগতের সমস্ত বিভাজন নির্বিবাদে মিলিয়ে যাচ্ছে পঞ্চভূতে

আমার জীর্ণ জামার একটি বোতাম যখন খসে পড়লো কক্ষচ্যুত নক্ষত্রের মতো তোমরা আঙ্গুল তুলে দেখিয়ে দিলে কতো ভুল কতো ভ্রান্তির দেয়াল আমার চারপাশে এবং বিহ্বলতা এবং ঘোর এবং আধিভৌতিক বিচিত্র কিছু শব্দ ছাড়া কিছুই আর অবশিষ্ট নেই আমার

অথচ কতো এগিয়ে গেছো তোমরা এবং তোমাদের পৃথিবী

ছবি: সংগৃহীত

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৫

মামুন রশিদ বলেছেন: চমৎকার মুক্তগদ্য ।

২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনার কয়েকটি লেখা পড়লাম।
অনেক ভালো লাগলো।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

২| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৮

হামিদ আহসান বলেছেন: অসাধারণ সুন্দর কথামালায় ভাল লাগা রইল।


আমার শুভকামনা নিরন্তর জানবেন........

২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা জানবেন হামিদ ভাই।

আপনাদের ভালোবাসা কৃতজ্ঞ করে বারবার।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৫

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

লাইন শেষে দাঁড়ি কি অাপনি ইচ্ছে করে দেন নি?

শুভকামনা রইলো।

২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

শুরু শেষ বুঝতে পারিনা ঠিক!
কেবল সংশয়!

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৫

তুষার কাব্য বলেছেন: ভালো লিখেছেন...

২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন ভাই।

নামেই কাব্য আপনার।

অনেক অনেক শুভকামনা। সবসময়।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২২

জাফরুল মবীন বলেছেন: মুগ্ধ হলাম শব্দ যাদুতে!

অভিনন্দন শব্দ কারিগরকে :)

২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনার জন্য আমার শুভকামনা রইলো। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৩

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার সব শব্দের মেলা :)

মুক্তগদ্য +

৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। অনেক। অনেক।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ভালো লাগছে ভাই ++++++++্ শুভেচ্ছা

৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২০

দীপংকর চন্দ বলেছেন: অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন ভাই। অনেক। অনেক

৮| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪২

খোরশেদ খোকন বলেছেন: কি দুর্দান্ত লেখা, শুভেছা...

৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনার বেশ কিছু লেখার সাথে পরিচয় আছে আমার।
অনেক ভালো লাগা জড়িয়ে রয়েছে লেখাগুলোর সাথে।

শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

৯| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:

বাহ! চমৎকার!!

পাঠে মুগ্ধ হলাম।

৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩০

দীপংকর চন্দ বলেছেন: অনিঃশেষ শুভকামনা ভাই।

ধন্যবাদ অনেক অনেক।

ভালো থাকবেন। সবসময়।

১০| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১২

অপূর্ণ রায়হান বলেছেন: ক্লাসিক । ৩য় ভালোলাগা +

শুভ রাত্রি :)

৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৩

দীপংকর চন্দ বলেছেন: আপনাদের ভালোবাসা প্রতিমুহূর্তে আমাকে কৃতজ্ঞ করছে ভাই।

অনেক অনেক ধন্যবাদ জানবেন।

এবং শুভকামনা। অনিঃশেষ। সবসময়।

১১| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর অনুগদ্য।

৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৭

দীপংকর চন্দ বলেছেন: অনিঃশেষ শুভকামনা জানবেন।

বেশ কিছু সময়ের বিরতিতে লেখেন আপনি।
অনেক সমৃদ্ধ হয় লেখাগুলো।
ভালো লাগে স্বাভাবিকভাবেই।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১২| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৪

কলমের কালি শেষ বলেছেন: ভাবনাগুলো ভাল লাগলো ।

৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

এবং কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন। সবসময়।

১৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫০

এহসান সাবির বলেছেন: কবিতা, মুক্তগদ্য, অথবা কিছুই নয়.............



এক গুচ্ছ ভালো লাগা....!!

৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৩

দীপংকর চন্দ বলেছেন: এহসান ভাই,

আমার শুভকামনা সবসময় থাকছেই আপনার জন্য।

এক গুচ্ছ ভালো লাগা আপনার উপস্থিতিতে।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪০

ডি মুন বলেছেন: কাব্যিক লেখায় ভালোলাগা, কিন্তু কোনো বিরামচিহ্ন নেই কেন?????

+++++

৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনার বেশ কিছু ভালো লেখার সাথে পরিচয় হয়েছে আমার ইতিমধ্যে।

আর বিরামচিহ্ন নিয়ে কিছু সংশয়ে ভুগছি আপাতত!

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১৫| ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৯

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর + + + + + ,খুব ভাল লাগল ।ধন্যবাদ ।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৩

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।

কৃতজ্ঞতা এতো পেছনে ফিরে আসার কষ্ট স্বীকার করার জন্য।

শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.