![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
প্রবেশক: এটি কোন গল্প নয়
কী করো? সানা নূরের হাস্যোজ্জ্বল মুখ।
এই যে, কথা বলছি তোমার সাথে! একটু অন্যমনস্কভাবে উত্তর দিলাম আমি।
তোমাকে আমার অনেক কাছের মানুষ মনে হয়।
কারণ, তুমি যে অনেক ভালো সানা। ভালো মানুষের কাছে পৃথিবীর সব মানুষকে কাছের মানুষ মনে হয়।
না না, তুমি ভিন্ন। সানার মৃদ্যু আপত্তি। তুমি আমার বন্ধু।
অন্তর্জাল ভীষণ জটিল জায়গা সানা! উপরিতলের পৃথিবীর চাইতে জটিল! এখানে কে কার বন্ধু বোঝা মুশকিল!
এই শোনো, তুমি কী মুসলিম?
প্রশ্নের উত্তর তো তুমি জানো সানা!
বিশ্বাস করি না!
মানুষ মিথ্যেকে বিশ্বাস করতে পছন্দ করে।
তাহলে তুমি দাড়ি রেখেছো কেন?
দাড়িতে কী আমাকে ভালো দেখাচ্ছে না?
ভালো দেখাচ্ছে না মানে! ভীষণ সুইট লাগছে। এই তুমি কিন্তু কখনও দাড়ি কাটবে না!
আমি দুঃখিত সানা, হাসান ইকবালের খবর আমি নিতে পারিনি এখনও।
তুমি কী ব্যস্ত খুব?
আমি চেষ্টা করছি সানা।
তোমার ওপর আমার বিশ্বাস আছে।
প্রার্থণা করো তোমার বিশ্বাসের মূল্য যেনো দিতে পারি আমি!
আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম। সানার দেয়া তথ্য অনুসারে কথা বললাম মালয়েশিয়ান কনস্ট্রাকশন কোম্পানির সাথে। তারা পরিষ্কারভাবে জানালো সানা নূরের ভালোবাসার মানুষ হাসান ইকবাল এখন আর চাকরি করেন না সেখানে।
আমি হাসান ইকবালের ঠিকানা চাইলাম।
কোম্পানি অথারিটি অনুসন্ধানের যৌক্তিক কারণ জানতে চাইলো। জানতে চাইলো আমার পরিচয়।
আমি মূল কারণটি যথাসম্ভব অন্তরালে রেখে আমার পরিচয় জানালাম সবিনয়ে।
কনস্ট্রাকশন কোম্পানি নিজেদের সুবিধা অসুবিধা বিবেচনা করার জন্য কয়েকদিন সময় চাইলো।
অন্তরঙ্গ এক আড্ডায় কথা প্রসঙ্গে জানলাম কামাল ভাইয়ের ছোট শ্যালক দীর্ঘদিন ব্যবসাসূত্রে বসবাস করেন মালয়েশিয়ায়।
কাকতালীয়ভাবে মালয়েশিয়ার ওই বিশেষ অঞ্চলেরই তিনি একজন প্রভাবশালী বাসিন্দা। কোম্পানি প্রদত্ত তথ্য যাচাইয়ের সুযোগ নিলাম আমি। কথা বললাম তার সাথে।
আমার অনুরোধে শরাফত ভাই বাংলা কমিউনিটির অনেকের সাথে কথা বলে আমাকে নিশ্চিত করলেন হাসান ইকবাল মালয়েশিয়ার অন্য কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হননি। দেশে ফিরেছেন।
হাসান ইকবালের ঠিকানা মুঠোয় নিয়ে যমুনা পাড়ি দিলাম।
যান্ত্রিক জলযান থেকে তন্ন তন্ন করে খুঁজলাম যমুনার বিশাল স্রোতপ্রবাহের কোন অবোধ্য অংশে সংগোপনে ভেসে আছে কিনা সানা নূরের স্বপ্নের শাপলারা!
একটা ভুবনচিল উড়ে গেলো দূরে!
আমি ঘোরগ্রস্তের মতো ছুটে চললাম চিলের পেছনে!
আর কতদূর কবীর?
সামনের বাজারটার পর।
আমি তো জমির আল ছাড়া আর কিছুই দেখছি না!
ঐ গ্রামটার পেছনেই বাজার।
বাজারে বাইক থামালো কবীর।
হাটের দিন। বাজার বেশ জমজমাট।
একটা বড়ো তেলের দোকান। সুপ্রতিষ্ঠিত একটি তেল বিক্রয় কোম্পানির সাব ডিলারশীপ নিয়েছেন দোকানের স্বত্ত্বাধিকারী।
আরে কবীর ভাই যে! কেমন আছেন? দোকানের স্বত্ত্বাধিকারী আমাদের দেখে সাদর আগ্রহে এগিয়ে এলেন সামনে।
আপনাদের এলাকায় বিশেষ একটা কাজ আছে চেয়ারম্যান সাহেব। বাইক থেকে নামতে নামতে কবীর বললেন।
কাজ পরে হইবো। আগে বসেন তো মিয়াভাই। আসেন ভেতরে।
পরিচয় করিয়ে দেই, উনি ঢাকা থেকে এসেছেন।
শুনে ব্যস্ত হলেন চেয়ারম্যান সাহেব, ঢাকার মেহমান নিয়া আসছেন আপনে আমারে ফোন না দিয়া! না না কবীর ভাই কামডা আপনে ঠিক করেন নাই!
তিনি চেচিয়ে মাথায় তুললেন দোকান।
কালাম নামের একজন দোকান কর্মচারীকে দ্রুত বাড়িতে যাবার তাড়া দিয়ে বললেন, তাড়াতাড়ি বাড়িত যা। খাওনের এন্তেজাম কর। কইবি, বড়ো মেহমান আইছে ঢাকা থেইকা।
আমি অস্বস্তি বোধ করি চেয়ারম্যানের ভাবনার ভ্রান্তি লক্ষ্য করে।
ভ্রান্তির পরিসর বিস্তৃত হতে না দেবার অভিপ্রায়ে আমি মরিয়া হয়ে উঠলাম, বললাম ভাই, আপনি ভুল বুঝছেন বড়ো মেহমান আমি কোনভাবেই নই। আমি হাসান ইকবাল নামে এক ভদ্রলোকের খোঁজে এখানে এসেছি। এই যে তার ঠিকানা।
চেয়ারম্যান ঠিকানা দেখলেন, ভ্রু-কুঁচকে বললেন, হাসাইন্যা! মালয়েশিয়া ফেরত! কোন আকাম করছেনি মিয়াভাই!
হাসান ইকবালের সাথে আমি একটু কথা বলতে চাই। আমি শান্তস্বরে বললাম।
আপনে বড়ো মেহমান বইলা কথা! ঐ যা-তো! হাসাইন্যারে ধইরা লইয়া আয় আমার দোকানে!
না না, ভাই। আমাকে শুধু ওনার বাড়িটা একটু চিনিয়ে দেবার ব্যবস্থা করেন। আমি ওনার সাথে সামান্য সময় কথা বলবো।
সাদা লুঙ্গি, সাদা স্যান্ডো গেঞ্জি পরিহিত, গলায় তোয়ালে ঝোলানো একজন সুদর্শন তরুণ আমার সামনে এসে দাঁড়ালেন। চোখে মুখে ভীষণ কৌতূহলের চিহ্ন তার!
আপনি হাসান ইকবাল? আমি জানতে চাইলাম।
জ্বি!
সানা নূর আমার বিশেষ পরিচিত-
আমার কথা শেষ হতে না হতেই রক্তশূণ্য ফ্যাকাশে হয়ে গেলো হাসান ইকবালের মুখাবয়ব!
তিনি আমার হাত চেপে ধরলেন দ্রুত। আমার সাথে এলাকার চেয়ারম্যান, প্রভাবশালী পত্রিকার স্থানীয় প্রতিনিধির উপস্থিতি কী অস্বস্তিতে ফেললো হাসান ইকবালকে?
তিনি ভীষণ নিচুস্বরে বললেন, ভাই, আপনার সাথে আমি একটু জরুরী কথা বলতে চাই আলাদাভাবে। যদি একটু দয়া হয় আপনার!
দয়া! দয়ার প্রশ্ন আসছে কেন এখানে? আমি ঠিক বুঝলাম না বিষয়টা!
হাসান ইকবাল আমাকে নিয়ে গেলেন বাড়ির পেছনে।
হাতে চাপ আরও বৃদ্ধি করে করুণ কণ্ঠে বললেন, ভাই, বড়ো ভুল হয়ে গেছে!
কিসের ভুল? জানতে চাইলাম আমি।
বাড়িতে এসে সবার পীড়াপিড়িতে বাধ্য হয়েছি বিয়ে করতে! খোদার কসম ভাই, আমার কোন দোষ নেই!
হাসান ইকবাল আমাকে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে গেলেন।
উচ্চস্বরে তিনি ডাকলেন, আয়েশা! ও আয়েশা! এদিকে আসো!
মাথায় নতুন কাপড়ের ঘোমটা তোলা একজন অতি সহজ সরল গ্রাম্য অষ্টাদশী সামনে এসে দাঁড়াল আমার!
হাসান ইকবাল আর্তস্বরে বললেন, সালাম কর! সালাম কর ভাইজানকে!
না না, সালাম লাগবে না! আমি দ্রুত সরে এলাম পেছনে।
দীর্ঘশ্বাস ফেলে তাকালাম আয়েশার চোখের দিকে। কেন জানি জলে ভরা তার কাজল দুচোখ!
সানা নূরের কথা কী জানে আয়েশা? মেয়েদের অতীন্দ্রিয় বোধ কী আয়েশাকে প্রেরণ করেছে কোন বেদনার বার্তা?
আয়েশার চোখের জল দেখতে দেখতে আমার মনের পর্দায় ভেসে উঠলো সানা নূরের চোখের জল!
কিংকর্তব্যবিমূঢ় আমি নিচু করলাম মাথা।
অতি নগন্য অতি তুচ্ছ একজন মানুষ হিসেবে ভীষণ বিপন্ন বোধ করলাম!
মানুষের চোখের জল মোছাবার অতিলৌকিক ক্ষমতা যে পরমশক্তি আমাকে দেননি!
ছবি: সংগৃহীত
১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৪
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এহসান ভাই।
এটি কোন গল্প নয়।
বেশ কিছু সময়ব্যাপী সংঘটিত ঘটনা অথবা গল্পের মতো কিছু একটা।
আমার জানা মতে যেভাবে ঘটনাটা ঘটেছে, শুধুমাত্র সময়ের ব্যবধানটুকু কমিয়ে এনে সেটাই আপনাদের সামনে উপস্থাপনের সামান্য চেষ্টা মাত্র।
ঘটনায় বর্ণিত 'আমি' সর্বনাম মনে করলেই ভালো হয়।
হা হা হা হা
অনেক ভালো থাকবেন।
শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ ইন্টারেস্টিং!!! আমার ভালই লাগছে।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৮
দীপংকর চন্দ বলেছেন: এবং এটি কোন গল্প নয় ভাই।
আমার মনে হয় জীবনের কিছু গতানুগতিক প্রবাহের ক্ষুদ্র অংশ এটি।
ভালো লাগা মন্দ লাগা সুখ দুঃখ নিয়েই তো জীবন!
শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ লাগলো ভ্রাতা, ২য় ভালোলাগা +++++++
অনেক শুভকামনা।
আরও পর্ব কি আসছে এটার ?
১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১১
দীপংকর চন্দ বলেছেন: অপূর্ণ ভাই, এটি কোন গল্প নয় কিন্তু।
খুব চেনা একজন মানুষের জীবন প্রবাহের এক সামান্য অংশ।
গল্পের মতো মনে হয় অথবা গল্পই তো!
কি জানি!
শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ। সবসময়।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৮
জাহিদ জুয়েল বলেছেন: ভালই লাগল
১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৪
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
এমন ঘটনা খুব একটা বিরল নয় বলেই বিশ্বাস আমার।
এটি কোন গল্প নয়, জীবনের খণ্ডচিত্র।
শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯
আলম দীপ্র বলেছেন: বাহ !
আরও পর্ব আসছে নাকি ?
ভালো লাগছে ।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন ভাই।
'এটি কোন গল্প নয়' আসলে শেষ।
সেই ঘটনার রেশ ধরে যে ঘটনা ঘটেছে বেশ কিছু সময়ের ব্যবধানে, সেটি হচ্ছে 'না গল্প অথবা অন্য কিছু'।
লেখা উপস্থাপনের পরবর্তী পর্যায়ে পাঠকের যে কোন অভিমত আমার বিবেচনায় চুড়ান্ত বিষয় ।
পাঠক 'পর্ব' হিসেবে ভাবলে লেখকের কোন সমস্যা নেই সঙ্গত কারণেই ভাই।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৬
সুমন কর বলেছেন: অামার কাছে চমৎকার লেগেছে। ৩য় ভাল লাগা।
অাপনার বলার ধরনটা আমার ভাল লাগছে।
মানুষের চোখের জল মোছাবার অতিলৌকিক ক্ষমতা যে পরমশক্তি আমাকে দেননি!
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। অনেক।
এটি কোন গল্প নয় কিন্তু।
খুব চেনা একজন মানুষের জীবনের অভিজ্ঞতার ক্ষুদ্র অংশ।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৭
মামুন রশিদ বলেছেন: দ্বিতীয় পর্বের অংশটা প্রত্যাশিত ছিল ।
আচ্ছা, এটা কি গল্প? নাকি বাস্তবের কোন সানা নূরের ভারী নিঃশ্বাসের প্ররোচনায় লেখা জীবনের গল্প?
১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১০
দীপংকর চন্দ বলেছেন: এটি কোন গল্প নয় মামুন ভাই।
কথাগুলো লিখবো বলে ভাবিনি প্রথমত।
ভালো কী মন্দ, সেই বিবেচনা না হয় যারা পড়বেন তাঁদের ওপর ন্যস্ত থাক।
পরিস্থিতি কখনও কখনও কিছু কাজ করিয়ে নেয় মানুষকে দিয়ে। লাভ ক্ষতির বিচার মূখ্য হয়ে দাঁঁড়ায় না হয়তো সব কাজে।
যাই হোক, লেখার 'আমি' কিন্তু 'সর্বনাম'।
তিনি হতে পারেন আপনি, অথবা অন্য যে কোন মানুষ।
হা হা হা হা
ভালো থাকবেন ভাই।
শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০২
জাফরুল মবীন বলেছেন: ভাল লাগল জীবন কথন।
ধন্যবাদ আপনাকে।
শুভকামনা জানবেন।
০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০৭
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জাফরুল মবীন ভাই।
অত্যন্ত দুঃখপ্রকাশ করছি মন্তব্যের উত্তর দেবার বিলম্বের জন্য।
সাময়িক সময় স্বল্পতা কিছুটা সমস্যায় রেখেছে আমাকে।
বিষয়টি ক্ষমাসুন্দর দৃ্ষ্টিতে দেখবেন ভাই।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
৯| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৯
কলমের কালি শেষ বলেছেন: কোথায় দিয়ে যেন এই পর্বটা মিস করে পেলেছি । এখন পরের পর্বটা বুঝবো ।
প্রথমটার মত এই পর্বটাও অনেক জোশ ।
এতদিন কোথায় ছিলেন ? কেমন আছেন ?
শুভ কামনা রইলো অশেষ ।
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪২
দীপংকর চন্দ বলেছেন: 'এতদিন কোথায় ছিলেন ? কেমন আছেন ?'
অনেক অনেক ধন্যবাদ ভাই। এ ধরনের জিজ্ঞাসাগুলো মনটাকে ভীষণ আপ্লুত করে ভাই।
সময় নিয়ে সাময়িক সমস্যা যাচ্ছে খানিকটা।
অবশ্য 'অনিয়মিত' বিষয়টা সবসময়ই আমার সাথে সাথে ঘোরে।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টিকে আশাকরি।
অনেক ভালো ভালো লেখা অপঠিত থাকার অপরাধবোধ কাজ করে মনে।
সুতরাং ক্ষমাপ্রার্থণা পুনরায়, সকলের কাছে।
আমার শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২৫
এহসান সাবির বলেছেন: বাহ্, ২য় পর্ব ভালো লাগল।
আয়েশার চোখের জল দেখতে দেখতে আমার মনের পর্দায় ভেসে উঠলো সানা নূরের চোখের জল!
কিংকর্তব্যবিমূঢ় আমি নিচু করলাম মাথা।