![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
“তালগাছ এক পায়ে দাঁড়িয়ে-”
আচ্ছা!
কোথায় গেলো গাছের আরেক পা?
গোলমেলে বেশ লাগছে ব্যাপারটা!
তাই কি শুধু! হাত দুটো নেই সাথে!
পালালো হাত গোপন ঠিকানাতে?
লম্বা দেহ সমান পিঠ আর বুকও!
ঝাঁকড়া মাথা! নেই দেখি চোখ মুখও!
মাথায় কী সব! বাবুই পাখির বাসা?
এই নিয়ে সেই গাছের কী উচ্চাশা?
প্রশ্ন এতো কে তার জবাব দেবে?
নষ্ট সময় হচ্ছে ভেবে ভেবে?
ভাবলো খোকন, এমন বিকেলবেলা!
দুত্তুরি ছাই! যাই করিগে খেলা!
ছবি: সংগৃহীত
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:২৪
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
একেবারে মনের কথাটা বলেছেন!!
আমরা বড়োর দল, কি করে ছোটদের মতো ভাবি বলুন তো!!
হা হা হা হা
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৭
তুষার কাব্য বলেছেন: বাহ ! তাইতো ...
শুভকামনা নিরন্তর ।
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:২৭
দীপংকর চন্দ বলেছেন: তাইতো!!
এসব কি!!
তালগাছের পা!!
ছোটদের ভাবনা!! কি আর করা বলুন!!
হা হা হা হা
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:১২
মনিরা সুলতানা বলেছেন: ২য় লাইক আমার
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৪০
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মনিরা।
কৃতজ্ঞতা খোকনের ভাবনার সাথে থাকার জন্য!!!
অনিঃশেষ শুভকামনা থাকছেই।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: তালগাছ। এক পায়ে দাঁড়িয়ে। ব্যালেন্স আছে।
ভালো লাগা।
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৮
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
জবর কথারে ভাই!!!
ভারসাম্য রক্ষার এই কঠিন কাজটার জন্য ধন্যবাদ পাওনা কিন্তু তালগাছের অবশ্যই!!!
হা হা হা হা
শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪২
হাসান মাহবুব বলেছেন: ভিন্ন ধরনের লেখাতেও আপনার সাবলীলতা মুগ্ধ করলো।
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৪২
দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কথাসাহিত্যিক।
আমার মুগ্ধতা আপনার লেখার প্রতি।
অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৮
পার্থ তালুকদার বলেছেন: দুত্তুরি ছাই! যাই করিগে খেলা! -----
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৫
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
অনেক অনেক ধন্যবাদ পার্থ ভাই।
খেলা করাই ভালো বরং!!
আপনে না বলছেন চিন্তা বড়ো ঝামেলার জিনিস!!
হা হা হা হা
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৯
অন্ধবিন্দু বলেছেন:
দীপংকর চন্দ সাহেব, তালগাছের হাত-পা-চোখ-মুখ থাকুক বা না; তালগাছটা কিন্তু আমার। এই বলে গেলুম। (ছড়া ভাল লেগেছে)
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৫২
দীপংকর চন্দ বলেছেন: জ্বি ভাই,
তালগাছটা আপনারই থাকলো!! কিন্তু তাল?
সেগুলো যদি অন্যেরা নিয়ে যায়, তাহলে কিন্তু আমার কিছু করার নেই- এই বলে গেলুম!!!
হা হা হা হা
অনিঃশেষ শুভকামনা জানবেন শ্রদ্ধেয়।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অন্ধবিন্দুর সাথে সুর মিলিয়ে বলতে চাই, তালগাছটা কিন্তু আমারই ছিল!
দীপংকর চন্দ ছন্দ নিয়ে দু’টি মন্দ কথা শুনিয়ে দিলেন একদা...
“কে বলে ছন্দ নেই! আমার ছন্দ আমার কাছে আমার ভাবনায়...
পাঠক তুমি ছন্দ পাওনা... এ তোমার ব্যর্থতা।”
ভাবি আমি, “তাই তো! ছন্দ নেই বলা কি সাধের কথা!
ছন্দ আছে ভাবনায়, উপলব্ধিতে, কবির স্বকীয় ধারায়
ছন্দ আছে বলেইতো কবিতাকে কবিতা বলা যায়।”
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:০৫
দীপংকর চন্দ বলেছেন: জ্বি ভাই,
তালগাছের মীমাংসা নিজেরাই করে নিয়েন!!
কিন্তু তালগাছের দ্বন্দ্বের ভেতর ছন্দ মিলিয়ে যে অম্ল-মধুর কথা আপনি শোনালেন আজ, আমার তো ধন্ধ লাইগা গেলো!!
আমরা পাইলাম, অবশেষে আমরা আজ এক কবিকে পাইলাম, যিনি লুকাইয়া রাখেন সযতনে আপন প্রতিভা!
হা হা হা হা
শুভকামনা কবি মইনুল ভাই। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৯
সুমন কর বলেছেন: চমৎকার ছড়া। ভালো লাগল।
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:০৭
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক সুমন ভাই।
কৃতজ্ঞতা।
এবং অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৩
অশ্রুত প্রহর বলেছেন: ভাল লাগল অনেক ।
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:০৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অশ্রুত প্রহর।
কৃতজ্ঞতা। অনেক।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার লাগল।
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:১১
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
অনিঃশেষ শুভকামনা থাকছেই।
কৃতজ্ঞতা থাকছে উপস্থিতিতে।
ভালো থাকবেন। অনেক। অনেক ভালো। সবসময়।
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
মিশু মিলন বলেছেন: ছবি এবং ছড়া দুই-ই চমৎকার!
ভাল থাকুন দীপংকরদা। শুভকামনা নিরন্তর.........
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:১৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা।
ছবি কিন্তু সংগৃহীত!
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৮:১৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ দারুন একটি ভিন্নধর্মী কবিতা --- মন জুড়িয়ে গেল ----
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।
এবং কৃতজ্ঞতা উপস্থিতিতে।
এবং শুভকামনা। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৩
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ++++
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:২৩
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫
এনামুল রেজা বলেছেন: ভাবলো খোকন, এমন বিকেলবেলা!
দুত্তুরি ছাই! যাই করিগে খেলা!
সেইটেই তো মুখ্য। এত ভেবে লাভ নাই।
শুভকামনা দীপংকর ভাই।
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:২৫
দীপংকর চন্দ বলেছেন: //সেইটেই তো মুখ্য। এত ভেবে লাভ নাই।//
হা হা হা হা
জ্বি ভাই, খেলাটাই মুখ্য!!
অনেক অনেক ধন্যবাদ জানবেন।
জানবেন শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:২৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:২৭
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৩
প্রামানিক বলেছেন: ভেবে দেখার মত ছড়া। ধন্যবাদ দীপংকর দা।
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:২৯
দীপংকর চন্দ বলেছেন: // ভেবে দেখার মত ছড়া।//
হা হা হা হা
অনেক অনেক ধন্যবাদ শহীদ ভাই।
কৃতজ্ঞতা। অনেক।
এবং শুভকামনা। অনিঃশেষ।
সবসময় ভালো থাকবেন ভাই। অনেক।
১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৩
এম এম করিম বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।
+++
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:৩১
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ করিম ভাই। অনেক। অনেক।
কৃতজ্ঞতার কথা বলি।
বলি শুভকামনার কথা।
অনেক ভালো থাকবেন ভাই। অনেক। সবসময়।
১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মজার ছড়া , ভালো লাগলো।
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৩
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুলেখক।
কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৭
নাঈম মাহমূদ বলেছেন: একেবারে মনের কথাগুলো বলেছেন।
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৫
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক ভাই।
কৃতজ্ঞতা জানবেন।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২১| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৩
আরণ্যক রাখাল বলেছেন: বাহ! এতো হালকা ছোটদের জন্য লেখাতেও আপনি অনেক পারদর্শী দেখছি। অনেক অনেক লিখতে থাকুন আপনি
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৫
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক অনেক।
আপনাদের ভালোবাসায় কৃতজ্ঞ আমি। অনেক।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
২২| ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৯
ব্লগার মাসুদ বলেছেন: ভাল লাগা ।
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৩
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
২৩| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
মাটিরময়না বলেছেন: আমি আর কি বলবো-- সবকিছু তো মাইনুল ভাই বলে দিলেন-
তয় তাল গাছ যার তার হোক তাল কিন্তু আমার।
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০১
দীপংকর চন্দ বলেছেন: অবশ্যই অবশ্যই
আপনার তালে তাল মিলালাম ভাই
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২৪| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৪
কলমের কালি শেষ বলেছেন:
খোকন তো দেখি ভালোই চিন্তা করেছে ।
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৪
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
জ্বি, আজকালকার খোকনগুলা সোজা জিনিস সোজাভাবে ভাবে না!!
কী মুশকিল বলেন তো!!
আমার শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২৫| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৩
জেন রসি বলেছেন: চমৎকার।
মজা পেলাম
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা জানবেন।
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।
২৬| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১০
আহমেদ চঞ্চল বলেছেন: দারুণ ভাবনা তো.....ভাল লাগা রইলো
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১১
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
কৃতজ্ঞতা।
এবং অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
২৭| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৫
নাঈম মাহমূদ বলেছেন: ভাই যা বলেছেন মনের কথাই বলেছেন।
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃ্ষ্টিতে দেখবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
২৮| ০৩ রা মে, ২০১৫ রাত ৯:৪৫
ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: সত্যিই তো
০৪ ঠা মে, ২০১৫ রাত ১০:০৩
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।
কৃতজ্ঞতা।
এবং শুভকামনা। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩০
অর্বাচীন পথিক বলেছেন: সত্যিয় তো ব্যাপার টা দীপংকর দা
এই ভাবে তো কখন ও ভাবা হয়নি
খুব ভাল লাগলো