নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

চক্ষুজোড়ায় আমারও আষাঢ়

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৩৯



কি কষ্ট সে লালন করে? কিসের অভিমান?
কার বিরহে ঝর-ঝরে কাঁন্দে রে আসমান?
আমিও আসমানের মত
লালন করি কষ্ট কত
পারি না ভুলিতে হায়রে মুখটা বন্ধুয়ার
চক্ষুজোড়ায় আমারও আষাঢ়

কোন কারণে লুকায় সে তার অচল ভাবাবেগ?
জল কাজলের সরল ভাঁজে সাজায় মনের মেঘ!
আমিও আসমানের মত
আবেগ অনুভূতি যত
লুকায় রাখি সর্বনাশা অচিন্ত্য আঁন্ধার
চক্ষুজোড়ায় আমারও আষাঢ়

কি প্রয়োজনে জলাঞ্জলি দেয় সে সকল সাধ?
গোপন রাখে তার বুকেও বাস করে এক চাঁদ!
আমিও আসমানের মত
গোপন রাখি ভাবনা শত
কি যায় আসে সেইসবে তার, যে-জন নির্বিকার!
চক্ষুজোড়ায় আমারও আষাঢ়

ছবি: সংগৃহীত

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৪৮

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । ভাল লেগেছে অনেক ।

ভাল থাকুন সবসময় ।

২২ শে জুন, ২০১৫ রাত ৮:৫৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

উত্তরের বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থী।

শুভকামনা অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২| ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:০৭

নিয়েল হিমু বলেছেন: চক্ষু জোড়ায় আমারো আষাঢ় ।

২২ শে জুন, ২০১৫ রাত ৯:০৩

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ক্ষমাপ্রার্থণা উত্তরের বিলম্বের জন্য।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৩| ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:২৩

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

২২ শে জুন, ২০১৫ রাত ৯:০৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা। অনেক।

অনেক ভালো থাকবেন। সবসময়।

শুভকামনা অনিঃশেষ।

বিলম্বিত উত্তরের জন্য ক্ষমাপ্রার্থণা।

৪| ১৮ ই জুন, ২০১৫ সকাল ১১:৪৮

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,




এই সুন্দর কবিতাটি একটি গান ও হতে পারতো ।

কি কষ্ট সে লালন করে? কিসের অভিমান? ......

কোন কারণে লুকায় সে তার অচল ভাবাবেগ.........

কি প্রয়োজনে জলাঞ্জলি দেয় সে সকল সাধ?......।


জবাবটা এরকম হতে পারে ------

জানে, ধরা দিলেই পাতকিনী হবে শবরী শরীর
লজ্জা যাবে ক্ষয়ে; সঘন উরুতে লেগে যাবে
স্খলনের দাগ, ধুঁয়ে যাবে সিঁথির সিঁদুর নগ্ন নির্ঝরে
অজগরী পাঁকে যাবে ভেঁঙেচুরে
সতীর লেবাস করুন হরিনীর মতো.....


২২ শে জুন, ২০১৫ রাত ৯:১২

দীপংকর চন্দ বলেছেন: অসম্ভব সুন্দর মন্তব্যে শ্রদ্ধা অনেক।

কবিতাই এটি শ্রদ্ধেয়, গীতিকবিতা।

এতো সুন্দর মন্তব্যের যথার্থ উত্তর দেবার সাধ্য আমার নেই।

সুতরাং শুভকামনার কথা বলি বারবার।

উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।

৫| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ১:১১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার। ছুঁয়ে গেলো।

২২ শে জুন, ২০১৫ রাত ৯:১৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কথাসাহিত্যিক।

শ্রদ্ধা জানবেন।

উত্তরের বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থণা।

শুভকামনা অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৬| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ২:৩৬

জেন রসি বলেছেন: কি যায় আসে সেইসবে তার, যে-জন নির্বিকার!
চক্ষুজোড়ায় আমারও আষাঢ়

নামুক বৃষ্টি অবিরাম!

চমৎকার কবিতা।

অনেক অনেক ভালো থাকবেন সবসময়।

২২ শে জুন, ২০১৫ রাত ৯:১৯

দীপংকর চন্দ বলেছেন: "নামুক বৃষ্টি অবিরাম!"

অনেক অনেক ধন্যবাদ ভাই।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ক্ষমাপ্রার্থণা উত্তরের বিলম্বের জন্য।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।

৭| ১৮ ই জুন, ২০১৫ রাত ১১:১৬

সুমন কর বলেছেন: চমৎকার কবিতায় ৩য় লাইক।

২২ শে জুন, ২০১৫ রাত ৯:২১

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।

উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৮| ১৯ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৩

জুন বলেছেন: দীপংকর চন্দ
এখন থেকে আপনিই কবিতাই লিখবেন , অন্য কিছু নয় ।
অপুর্ব ।
+

২২ শে জুন, ২০১৫ রাত ৯:২৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুলেখক।

কি যে বলি আপনাদের ভালোবাসাপূর্ণ মন্তব্যের প্রত্যুত্তরে!!

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

অনিঃশেষ শুভকামনা অবশ্যই।

উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবসময় ভালো থাকবেন। অনেক।

৯| ১৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৬

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা। ++

২২ শে জুন, ২০১৫ রাত ৯:৩৫

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

এবং উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

১০| ১৯ শে জুন, ২০১৫ রাত ৯:১৪

অপ্রকাশিত কাব্য বলেছেন: অপূর্ব! শুভ কামনা জানবেন

২২ শে জুন, ২০১৫ রাত ৯:৩৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।

কৃতজ্ঞতা।

এবং শুভকামনা। অনিঃশেষ।

উত্তরের বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থণা।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।

১১| ২২ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৯

দীপান্বিতা বলেছেন: ভাল লাগা ...

২২ শে জুন, ২০১৫ রাত ৯:৪০

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা আপনার উপস্থিতিতেও।

এবং কৃতজ্ঞতা।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ক্ষমাপ্রার্থণা বিলম্বিত উত্তরের জন্য।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১২| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:৫৩

উর্বি বলেছেন: ভালো লাগল

২৬ শে জুন, ২০১৫ রাত ৯:২৭

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৩| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:৩৯

কয়েস সামী বলেছেন: চমৎকার।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৩

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুলেখক।

কৃতজ্ঞতা থাকছে।

এবং শুভকামনা। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন ভাই। অনেক ভালো। সবসময়।

১৪| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:০৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর। অজস্র শুভকামনা।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:১৬

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ তনিমা। অনেক। অনেক।

কৃতজ্ঞতা জানবেন।

জানবেন শুভকামনা। অনিঃশেষ।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.