নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

আপনার অনলাইন একাউন্ট নিরাপদ আছে তো?

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪



প্রযুক্তির উৎকর্ষে আজ আমরা সবাই অনলাইন নির্ভর। অনলাইনের নানা সুবিধা ভোগ করতে আমাদেরকে বিভিন্ন সাইটে একাউন্ট করতে হয়। যেমনঃ ফেসবুক, টুইটটার, ব্লগ,ইমেইল ইত্যাদি। কিন্তু বেশিরভাগ মানুষই কোনমত একাউন্ট খুলেই চালানো শুরু করেন। তারা দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেন। যার ফলাফল হলো একাউন্ট হ্যাক।

বর্তমান সময়ে হ্যাকিং শব্দটা মানুষের মুখেমুখে। এই তো কয়েক মাস আগে ফেসবুক এর কেম্ব্রিজ এনালিটিকা স্ক্যান্ডাল সম্পর্কে সবাই জেনেছে। ফেসবুক এর নিরাপত্তা ব্যবস্থা বি্শ্বের সবচেয়ে নিকৃষ্ট ধরা হয়। হ্যাক, তথ্য ফাঁস লেগেই থাকে। তাই আমার এ পোস্টের উদ্দেশ্য হলো আপনাদের একাউন্ট এর নিরাপত্তা আছে কিনা তা দেখার কৌশল বর্ননা করা।

Let's start.

1.প্রথমে আপনার ডিভাইস এর ব্রাউজার ওপেন করুন।
তারপর, এড্রেসবারে লিখুন https://haveibeenpwned.com অথবা উক্ত লিংকটাতে ক্লিক করুন।
এরকম আসবে:


এরকম না এসে I am not a robot ক্যাপচা আসতে পারে। ক্যাপচা ইনপুট দিন। এরপর উপরের মতো এসে যাবে :)

2.এরপর email address বক্সে যে ইমেইল চেক করবেন তা লিখে pwned? এ ক্লিক করুন।

ইমেইল লেখা :


3.এরপর এমন আসবে :



4.তারপর হ্যাক বা আপনার তথ্য কোথাও ফাঁস হয়েছে কিনা তা দেখাবে:




যদি oh no - pwned! দেখায় তার অর্থ আপনার তথ্য কোথাও ফাঁস হয়েছে।

5.নিচে স্ক্রল করুন :



কোন কোন ওয়েবসাইট এর ডেটাবেস হ্যাক এর কারনে আপনার তথ্য ফাঁস হয়েছে তা দেখাবে।

যদি ইমেইল দিয়ে oh no - pwned আসে তাহলে আপনার পাসওয়ার্ড, নাম, মোবাইল নাম্বার সহ বিভিন্ন তথ্য ডার্কওয়েবে পাওয়া যাচ্ছে এবং যে কেউ উক্ত ওয়েবসাইট এর হ্যাক হওয়া ডেটাবেইস ব্যবহার করে আপনার অন্য ওয়েবসাইটগুলোর একাউন্টের দখল নিতে পারে।

6.যদি এমন আসে তাহলে আপনার একাউন্ট বর্তমানে সেফ আছে ধরে নেওয়া যায়।



কিন্তু তার অর্থ আপনার একাউন্ট সেফ থাকবে তা বলা যায় না। এমনও হতে পারে Haveibeenpwned এ আপনার তথ্য সংবলিত ডেটাবেইস পায় নি কিংবা এখনও কেউ উক্ত ওয়েবসাইট এর ডেটাবেইস হ্যাক করেনি।

7.Q.A:

১.আমার ইমেইল দেয়ার পর oh no -pwned দেখায়। তাহলে আপনার উচিত উক্ত ইমেইল এর মাধ্যমে খোলা একাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করা।
অন্য কেউ উক্ত ওয়েবসাইট এ আপনার ঐ একাউন্ট চালাচ্ছে কিনা লক্ষ্য করা।

২.সাইটা কি ট্রাস্টেড??
হ্যা। আপনি গুগল এ দেখুন। আর আপনিতো এখানে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করছেন না। জাস্ট ইমেইল দিয়ে খুজছেন।

৩.কিভাবে আমার একাউন্ট এর নিরাপত্তা শক্তিশালী করবো?

ক.পাসওয়ার্ড এ শব্দ ও সংখ্যা এবং @#%&*-+ ইত্যাদি ব্যবহার করা।
খ.বড় পাসওয়ার্ড ব্যবহার করা এবং একই পাসওয়ার্ড অন্য কোনো সাইটে ব্যবহার না করা।
গ.Two factor authentication ব্যবহার করা।
ঘ.ট্রাস্টেড সাইট এ একাউন্ট খোলা।

মন্তব্য ৬১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:



দরকারী বিষয়; চেষ্টা করে দেখবো।

আমার ইমেইল হ্যাক হয়েছিলো; কিন্তু হ্যাকার আমার পাস-ওয়ার্ড বদলানোর আগে, আমি পাস-ওয়ার্ড বদলাতে পেরেছিলোম, বেচারা অলস লোক ছিলো।

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

আপনার ইমেইল সুরক্ষিত রাখবেন।

২| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

সাত সাগরের মাঝি ২ বলেছেন: ভালো পোস্ট , কাজে লাগবে...............

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

রাকু হাসান বলেছেন:

সাইবার সৈনিকের কাছ থেকে এমন পোস্টই তো চাই। :) ভালো জিনিস জানালেন।একটু হাত-পা নাড়ানোর অনুরোধ ;)

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

একটু হাত-পা নাড়ানোর অনুরোধ B:-)

৪| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

রাকু হাসান বলেছেন:

একটু হাত-পা নাড়ানোর অনুরোধ B:-)..বেশি বেশি রেখার অনুরোধ করছি :( ।Cyber security,Programming নিয়ে তো অনেক লিখতে পারেন B:-) ।সেটাই বলছি। :-B

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: লেখা আসবে :)

গবেষণা চলছে B-))

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সাহিত্য ও আসিবে ;)

৫| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬

নজসু বলেছেন:



খুবই দরকারী পোষ্ট।
আমি এখনই পর্যায়ক্রমে কাজগুলো করবো।
সকলের উপকার হবে নিষ্চয়ই।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৬| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আমাদের সাবধান থাকতে হবে।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ কমেন্ট এর জন্য :)

৭| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০২

আরোগ্য বলেছেন: খুব ভাল পোস্ট। আমারটাও চেক করতে হবে।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৮| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমার সব পাস আমি তিন মাস পর পর চেঞ্জ করি । আর সব পাস হইয় ইউনিক ।

তবে আপনার এটা চেক করে দেখতে হবে । হ্যাক হতেও পারে ।

ধন্যবাদ । খুব দরকারী জিনিশ ।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার সব পাস আমি তিন মাস পর পর চেঞ্জ করি । আর সব পাস হইয় ইউনিক ।
Dictionary attack এ টিকবে না এসব পাসওয়ার্ড B-))

Check করুন।
পেলেও পেতে পারেন ;)

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

৯| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩

অপু দ্যা গ্রেট বলেছেন:


হায় হায় কয় কি ।

হ্যাকিং তাইলে শিখতেই হবে । B-) ;) B-) ;)

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: শিখে ফেলুন B-))

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন:

=p~ =p~ =p~

ওই অভিজ্ঞতা এখনো হয় নি ;)

আপনিই না হয় জিজি হাদিদ বা কাইলি জেনার কে খুঁজে দিন B-))

১০| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১১

সুমন কর বলেছেন: হুম, এটার সম্পর্কে আগেই জানা ছিল। যারা জানে না, তাদের কাজে আসবে।

১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: জানলে তো ভালোই :)

তবে অনেকেই জানে না।
তাই এ প্রচেষ্টা :)

১১| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: দরকারী পোস্ট। ধন্যবাদ ভাই।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকুশ টুউউ ;)

১২| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৯

অন্তরন্তর বলেছেন: টেঁকি পোস্টে অনেক ভাললাগা। কাজের পোস্ট তাই এটা প্রিয়তে রাখলাম। ভাইজান আমি শুধু পাঠক কিছু লিখতে পারিনা। আমায় অনুসরন করেছেন সেজন্য আসলেই কি বলব বুঝতে পারছি না। ধন্যবাদ জানবেন। শুভ কামনা।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য :)

লিখার চেষ্টা করুন।

আমি প্রায় সব ব্লগারকেই অনুসরণ করি :)
তাই কিছু মনে করবেন না।

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এত কিছু মাথায় ঢুকে না। :( আমি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো সাইটেই প্রবেশ করিনা কোনোদিন, সারাদিন ইউটিউবে থেকে সময় পার করি।

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

সারাদিন ইন্টারনেট ব্যবহার ভালো নয়।

সময় পেলেই বই পড়বেন :)

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আপনি কে আমার সন্দেহ হইতাছে,
আপনি কে?
সরীসৃত পাখি জাতীয় হ্যাকারম্যান? B-)
ভাই আপনার ডেক্সটপে এত ফাইল কেন?
সামু ব্লগের কোনায় লাল ত্রিভুজ: নট সিকিউর আসে কেন?
ভাই, আমিতো আপনার কথাবার্তায় ইমপ্রেস হয়ে প্রোগ্রামিং শিখবো ভাবতাছি....
আমার একটা হ্যাকার ফ্রেন্ড আছে, আমাকে দুনিয়ার উইয়ার্ড সব নাম্বার থেকে কল দিয়া জ্বালায়।
আচ্চা ভাই, গুগল হ্যাক করতে গেলে দুইটা ছবি আসে, একজন মহিলা খুলি হাতে মাঠের মধ্যে দাড়ায় আছে, আরেকটা স্পেসের ছবি, ব্যাকগ্রাউন্ডে আজিব সাউন্ড বাজে আর শব্দটা বাড়তে থাকে, খুবই ক্রিপি.... আপনি এই ব্যাপারে কি জানেন ??
আপনি খুব মজার লোক, আপনার রিয়েল নেম জানতে খুব ইচ্ছে হয়....।
সিকাডা৩৩০১ এ আপনি পার্টিসিপেট করছিলেন, আমি শিউর B-)

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: ভাই, আপনি কে আমার সন্দেহ হইতাছে,
আপনি কে?
কারো কেউ নইকো আমি.... B-)

সরীসৃত পাখি জাতীয় হ্যাকারম্যান?
Anybody can consider anything. B-))

ভাই আপনার ডেক্সটপে এত ফাইল কেন?
উহা তো কেবল একটা পিসির। ম্যাকটার ডেস্কটপ দেখলে ;)

আমাকে দুনিয়ার উইয়ার্ড সব নাম্বার থেকে কল দিয়া জ্বালায়।
যতসব এপের কারসাজি। SS7 হলো আসল B-))

প্রোগ্রামিং শিখবো ভাবতাছি....
Go for it boy.Girls love programmers ;)

সিকাডা৩৩০১
ওটাতো সিআইএ'র গোপন ক্রিপটোগ্রাফিক প্রজেক্ট :D

আপনার রিয়েল নেম জানতে খুব ইচ্ছে হয়....।
তাই নাকি?? Hack my account :P

গুগল হ্যাক করতে গেলে দুইটা ছবি আসে, একজন মহিলা খুলি হাতে মাঠের মধ্যে দাড়ায় আছে, আরেকটা স্পেসের ছবি, ব্যাকগ্রাউন্ডে আজিব সাউন্ড বাজে আর শব্দটা বাড়তে থাকে, খুবই ক্রিপি...
সার্ভার সাইড নাকি ডোমেইন হ্যাক এর সময় B-))

সামু ব্লগের কোনায় লাল ত্রিভুজ: নট সিকিউর আসে কেন?
SSL Certificate নাই তাই। সেম নেটওয়ার্ক এ থাকা যে কেউ এই সাইট এর একাউন্ট হ্যাক করতে পারবে।
Same means wifi or hotspot network.

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আপনের চশমার পাওয়ার কত, সারাদিন তো পিছির সামনেই থাকেন B-)
পিডিএফ সাপোর্ট করেন?

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: চশমা নাই।
সারাদিন পিসির সামনে থাকি না B-))

পিডিএফ সাপোর্ট করেন?
Sorrry.Can't compile it.Explain man

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার ডিভাইসের কোন শেষ নেই B-))
এই বিষয়ে একটা পোস্ট দিবো যেকোনো দিন ;)

১৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

ব্লগার_প্রান্ত বলেছেন: Girls love programmers
Wow, what a reason boss =p~

না, মানে আমি পিডিএফ পড়তে পারি না, আপনি পিডিএফ পড়েন?
সিকাডা৩৩০১ এ সি আই এর কি লাভ হইলো?

ভাই, আগের নিকে কি আপনি গল্প কবিতা লিখতেন?

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: Girls love programmers
Wow, what a reason boss.
Yep baby ;)

আমার পিসি ভর্তি পিডিএফ।
হ্যা পড়ি :) তবে হার্ডবুক বেশি পড়া হয়।

সিকাডা৩৩০১ এ সি আই এর কি লাভ হইলো?
They traced all the cryptographers.


ভাই, আগের নিকে কি আপনি গল্প কবিতা লিখতেন?
আগের নিক মানে :-B

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: PDF দিয়া code এক্সিকিউশন,হ্যাকিং B-))

১৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

ব্লগার_প্রান্ত বলেছেন: They traced all the cryptographers
ভালো হইসে =p~

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: খুবই ভালো তাই না :D

১৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

ফোয়ারা বলেছেন:
X(( X(

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: Is something wrong??

১৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

সোহানী বলেছেন: সাইবার দুইনাম্বারী কাকে বলে কত প্রকার তা আম্রিকা কানাডা আসলে টের পাবেন............. । প্রতিবারে ক্রেডিট কার্ড পাঞ্চ করার পর ভাবি এটা সেইফ তো!!! অলরেডি আমার ক্রেডিট এ্যাকাউন্ট দুইবার হ্যাকড, বড় অংকের টাকা তোলার আগেই টের পেয়ে গেছিলাম..........

খুব প্রয়োজনীয় বিষয়। এ বিষয়ে লিখার ইচ্ছে আছে, দেখি কি করি.............।

আর এত্তোগুলা কই টুষ্ট দিলা...... সবেতো পাঁচখান!!!!!!!!! পাঁচশ হইলে কথা ছিল... ;) ;) ;)

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার পোস্ট এ সোহানী আপি :-B
জানি Skimming, Freezing ও জানি B-))

দুইবার তো কমই। দেখো আবার ডার্কওয়েবেে তোমার কার্ডের..... :D

এ বিষয়ে লিখার ইচ্ছে আছে, দেখি কি করি.............।
লিখে ফেলো।
I like girl security researchers ;)

সবেতো পাঁচখান!!!!!!!!! পাঁচশ হইলে কথা ছিল
ওইইই X(( প্রথমেই সব নিবা নাকি... দেবো না :P

যথাযথ সময়ে পোস্ট আসিবেক B-)

২০| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫০

হাসান মাহবুব বলেছেন: সাইটে গেলাম, কিন্তু ই-মেইল এ্যাড্রেস দিতে মন টানতেছে না।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: কেন???
মন খারাপ নাকি???

২১| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১১

ব্লগার_প্রান্ত বলেছেন: শুভ সকাল ভাই, কি করেন?

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্রাউজারে 20 টা ট্যাব খুইলা বইসা আচি
সাতে 5 টা টার্মিনাল খুলা

২২| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: -_-

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: And you?

২৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: অর্থহীনের গান শুনি , আর ব্লগের জন্য রিসার্চ করি...। B-)

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: Orthoin.... B-))

কি রিসার্চ :-B

২৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১২

নজসু বলেছেন:



কথানুযায়ী একটা চমক পোষ্টের অপেক্ষা করছি।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগের ভূত নিয়া একটা পোস্ট দিবো।
রিসার্চ চলিতেছে :)

২৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

অলিভিয়া আভা বলেছেন: এই থার্ড পার্টি সাইটের উপরে আস্থা রাখা যায়?

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার ইচ্ছা।

পোস্টটিতে বলা আছে এ বিষয়ে :)

২৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৭

নজসু বলেছেন:



অপেক্ষায় রইলাম।
অবশ্যই অধীর আগ্রহে।
এই বিষয়গুলো প্রতি সবার মতো আমারও আগ্রহ বেশি।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: চমক তো আর ফাঁস করা যায় না B-))

তবে এমন কিছু যা কোনদিন কেউ পোস্ট করেনি :)

আগ্রহ আছে শুনে খুবই খুশি হলাম।

সাথে থাকবেন :)

২৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

ব্লগার_সামুরা বলেছেন:

লিংকে ঢুকতে ভয় হচ্ছে।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার ইচ্ছা :)

২৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

টারজান০০০০৭ বলেছেন: সামুর একাউন্ট ডিলিট করার কোন ব্যবস্থা আছে নাকি ? মাঝে মাঝে নিজেরে ভার্চুয়াল লাইফ হইতে ভ্যানিশ কইরা দিতে ইচ্ছে করে। আগে একখানা সাইট আছিল, delete.com এখন আর কাম করে না।

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ফিডব্যাক এ মেইল করুন :)

ওই সাইট আর কাজ করে না :D

ধন্যবাদ পোস্ট এ মন্তব্য করার জন্য

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: অহন এইডা পাইলামঃ একাউন্ট কিলার
জেন আফা দেহার আগেই ডিলিট কইরা ফ্যালান ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.