নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

সামু ভাবনা - ১

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯



কবে থেকে সামুতে আসা শুরু করি তা আজ বিস্তৃতির অন্তরালে । এত বছর এর ঘোরাঘুরিতে সামুর কিছু বিষয় নিয়ে আমার ভাবনা শেয়ার করবো আজ।

ভাবনা ১
সামুতে কোনো SSL দেওয়া নেই। কিন্তু বর্তমান সময়ের বেশিরভাগ ওয়েবসাইটেই SSL Certificate আছে । SSL থাকলে ব্রাউজার সাধারণত সেফ সাইট ধরে নেয় । SSL থাকলে ব্রাউজার ও সাইটের যোগাযোগ সিকিউর হয় । তাই আমার মতামত হলো সামুতে SSL ব্যবহার করা। এজন্য Let's Encrypt এর বিনামূল্যের Certificate ব্যবহার করা যায় । সবচেয়ে বহুল প্রচলিত সার্টিফিকেট হলো Comodo এর SSL Certificate। এটাও ব্যবহার করা যায়। তাছাড়াও cPanel,DDOS mitigation Firm,Hosting হতে Certificate নেওয়া যায় । বর্তমান সাইবার এটাকের যুগে SSL একটি অত্যাবশ্যক জিনিস।

ভাবনা ২
সামুর নোটিফিকেশন সেই প্রাচীন কাল থেকেই নড়বড়ে। বর্তমানে নতুন মন্তব্যের নোটিফিকেশন সঠিকভাবে আসে। কিন্তু কেউ অনুসরণ করলে সেই নোটিফিকেশন এর কাউন্ট দেখায় কিন্তু প্রেস করলে ০ নোটিফিকেশন দেখায় । এটা মন্তব্যের ক্ষেত্রেও দেখা যায় । তাই আমার মতামত হলো মন্তব্যের নোটিফিকেশন আলাদা এবং বাকী নোটিফিকেশন আলাদা ভাবে দেখানো। ঠিক যেমনটা ফেসবুকে দেখা যায়।

ভাবনা ৩
সামুতে কোনো DDOS প্রোটেকশান আছে কিনা জানতে চাই । না থাকলে আমার মতামত হলো Google এর Project Shield ব্যবহার করা। এটি বাদেও Akamai,CloudFlare ব্যবহার করা যায় ।

ভাবনা ৪
সামুতে কোনো ব্লগার অনলাইনে আছেন কিনা তা কেবল হোমপেজে দেখা যায় । ব্লগারের নিজের পেজে এমনটা দেখা যায় না। তাই আমার মতামত হলো ব্লগার এর ব্লগ পেজে অনলাইন স্ট্যাটাস দেখানো।

ভাবনা ৫
সামুতে কোনো ট্রান্সলেশান অপশান নেই। এটা থাকলে আমার মতে ভালোই হতো। কিন্তু কপি পেস্টের ব্যাপারটাও মাথায় রাখতে হবে।

ভাবনা ৬
সামুতে টপ ব্লগার সিস্টেম করা যেতে পারে। এটা হতে পারে মাসিক পোস্ট এবং কমেন্ট বেসড।

ভাবনা ৭
সামুতে অনলাইনে থাকা ব্লগারের লিস্ট এ নাম ও ছবি একসাথে দেওয়া যেতে পারে ।

ভাবনা ৮
সামুর ইমেইল এডরেস অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। এটা সাইটে অনেক খুঁজতে হয়। তাই এটা কোনো চোখে পড়ার মতো জায়গায় রাখলে ভালো হয়।
ফিডব্যাক এ সহযোগীতা চাইলে দুঃখিত একটি ভুল পাওয়া গেছে বা আপনার অনুরোধ এই মুহুর্তে করা সম্ভব হচ্ছে না এমন মেসেজ অনেকেই দেখছেন। তারপরে আছে ইমেইল খোঁজার ঝামেলা।

ভাবনা ৯
নতুন ব্লগ খুললেই দেখা যায় আপনাকে তিনদিন পর্যবেক্ষণে রাখা হবে । যা বর্তমান সময়ে দেখা যায় না । কেউ সেফ হয় দিনে কেউ হয় মাস বা বছরে। তাই এই মেসেজ এর বদলে অন্য মেসেজ দিলে ভালো হয়।


বি.দ্রঃ এগুলো আমার নিজের মতামত মাত্র। আপনিও কমেন্ট এ আপনার মতামত বলুন। আশাকরি ব্লগ কতৃপক্ষের নজরে পড়বে :)

মন্তব্য ৬১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি

২| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Great

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকুশ :)

৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

ফণীমনসা বলেছেন: কারো পোস্টে মন্তব্য করর পর সেটা আর এডিট কিংবা ডিলিট করা যায় না। এটি খুবই বিরক্তিকর। কারণ অনেক সময় বানানে ভুল হয়। সেটা সংশোধনের সুযোগ আর থাকেনা।

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: একমত।

এ বিষয়ে ব্লগ কতৃপক্ষের কিছু করা দরকার।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

শাকিল মাহমুদ সুমন বলেছেন: ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম।

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ :)

৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

আখেনাটেন বলেছেন: বিশেষ করে সামুর এসএসএল সার্টিফিকেটটা জরুরী।

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: একমত।
কেন যে সামু ঔটা নেয় না :(

৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! প্রত্যেকটা ভাবনাই অত্যন্ত যুক্তিযুক্ত মনে হয়েছে।।++

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ফণীমনসাবলেছেন: কারো পোস্টে মন্তব্য করর পর সেটা আর এডিট কিংবা ডিলিট করা যায় না। এটি খুবই বিরক্তিকর। কারণ অনেক সময় বানানে ভুল হয়। সেটা সংশোধনের সুযোগ আর থাকেনা।

আমার মাথায় একটা আইডিয়া এসেছে। সবাই কয়েক ডলার করে দিয়ে সামুকে মেরামত করা হোক।

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ম্যাঁওপ্যাও ভায়া কেমুন আচো :-B

তা আইডিয়াখানা বইলা ফেলো B-))

ডলার নয় বিটকয়েন ব্যবহার হউক B-)

৮| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: আশা করি সমস্ত ব্লগারগন আপনার ভাবনার সাথে একমত হবেন।

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আমারও তাই আশা :)

৯| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রাখ ব্যাটা তোদের কয়েন ময়েন। কিচ্ছু দিতে পারমুনা আমি।

আইডিয়া দিয়ে লাভ নাই। কাভা শুনবে না। সময় নষ্ট।:(

২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: কাভা শুনবো না ক্যা??

এরপরে একখান সুলেমানী পোস্ট দিমুনে।
তকন দেকবো না সুনে যাইবো কুতায় B-))

বিটকয়েন এর দাম এখন কম ;)

১০| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এদের কার কী অবস্থা চেকাপ করেন...:P
১। বিডি নিউজ24- pioneer blog for citizen journalism in bangladesh
২। টুডে ব্লগ- "বাধাহীন লেখার অঙ্গীকার"
৩। শব্দনীড় - বাংলা ব্লগ
৪। সাহিত্য ব্লগ
৫। সচলায়তন ব্লগ- "চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির"
৬। চতুর্মাত্রিক ব্লগ- "অদ্ভুত সব জোনাকপোকা সাজায় ঘাসফুল"
৭। ইস্টিশন ব্লগ- "প্রাণে প্রাণ মেলাবই….."



[টেকটিউনস কি বন্ধ?)

২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: এই বিষয়েও একটা পোস্ট দিবো ভাবছি।

টিটি আপাতত ডাউন মনে হয়

ইস্টিশন ডাউন

আমারব্লগ ডাউন

১১| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

কিরমানী লিটন বলেছেন: আপনার ভাবনাগুলির সাথে- সহমত জানাচ্ছি- শুভকামনা জানবেন...

২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

১২| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: 6 নম্বর তার সাথে দ্বিমত পোষণ করছি। প্রাইস ঐ দেখা যায় ভালো মান সম্মত পোষ্টে খুব বেশি কমেন্ট পাওয়া যায় না।দীর্ঘ কিন্তু মানসম্মত লেখাগুলো অনেকে এখন আর পড়তে চায় না। আর এই সিস্টেম চালু করলে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হবে। যা সামু ব্লগের ক্ষেত্রে কাম্য নয়।

২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ :)

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

ব্লগার_সামুরা বলেছেন:
পুরানো কাসুন্দি নিয়া আসলেন। কয়েকটা ছাড়া। =p~

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও জানি ;)

তা আপনিও কি পুরানা পাপী B-))

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

সুমন কর বলেছেন: ২ কবে যে ঠিক হবে, ৪: হোমপেজই যথেষ্ট, ৫: দরকার নেই, ৬: নোংরামী শুরু হবে, ৭ : বিশ্রী দেখাবে.... (শুধু আমার মত)

বাকিগুলো কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে...

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১

সমালোচক মন্তব্যকারী বলেছেন:

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

সোহানী বলেছেন: হাঁ, আপনি যা বলেছেন সেটা খুব সহজ এবং সাধারন এবং অনেকদিনের দাবী। যা একজন পাঠক বা ব্লগারের এক্সপেক্টেশান থাকতেই পারে। কিন্তু ঠিক মূদ্রার উল্টো দিকে যদি তাকাই তাহলে বলবো সেটা সামুর মতো কম বাজেটের ব্লগ সাইটের যদি একটু কষ্টসাধ্য।

যতটুকু জানি এক জানা আপা আর তার অল্প কিছু মেধাবী তরুন সামুকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তাই এক্সপেক্টেশানগুলো ফুলফিল করার জন্য দরকার মাঝারি বা বড় সাইজের বাজেট। আমি জানি না এ নিয়ে উনদের ভাবনা কি। তবে সবসময়ই বলি সামুতে অনেক রিসোর্স আছে, একটু আওয়াজ দিলেই সবাই হাত বাড়াবে নিশ্চিত।

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: সামুর বাজেটের সাথে ১ম ও তৃতীয় ভাবনার কোনো সম্পর্ক নেই । ওগুলো ফ্রিতেই পাওয়া যেতে পারে :)

আমিও সামুর বিষয়ে আপনার মতোই জানি।

আমার পোস্ট এর বেশিরভাগ অংশই প্রোগ্রামিং দ্বারা করা সম্ভব।

নিতান্তই দরকার হলে ফান্ড রেইজিং করা যেতে পারে :)

মন্তব্যর জন্য ধন্যবাদ।

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৩৬

আরোগ্য বলেছেন: নোটিফিকেশন তো কখনো কখনো এক সপ্তাহ পর আসে। বিরক্তিকর সেই সাথে বিব্রতকর।
আবার এক মন্তব্য তিন চার বার লিখে পোস্ট করতে হয়। পোস্ট করতে করতেই হুটহাট অফলাইন হয়ে যায়।
ড্রাফটের লেখা পোস্ট করলে সেই টাইম না এসে ড্রাফট শুরুর টাইম উঠে।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা আমারও চোখে পড়েছে।

আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ :)

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

নজসু বলেছেন:


ভাবনা ৬ এর সাথে অর্ধেক দ্বিমত।
টপ ব্লগার অপশন থাকলে পোষ্ট দেয়ার হিড়িক পরে যাবে।
ভালো মন্দ বিবেচিত হবে না সেসব পোষ্টের।
এতে অনেক ভালো ভালো পোষ্ট থেকে বঞ্চিত হবো আমরা।

কমেন্টের ভিত্তিতে টপ কমেন্টার নির্বাচিত করা যেতে পারে।
তাহলে অনেক শুকনো পোষ্ট কমেন্টের ছোঁয়া পাবে।
অনেক ভালো পোষ্ট কমেন্ট পায়না।
কমেন্ট পড়লে ব্লগার ব্লগ লেখার সার্থকতা খুঁজে পাবেন।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার কমেন্টের প্রথম অংশর বক্তব্য ভালো লাগলো।

দ্বিতীয় অংশের সাথে ঐকমত্যে পোষণ করছি।

এতে অনেক পোস্টই ভালো কমেন্ট পাবে এবং লেখক ও উৎসাহিত হবেন।

সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ :)

১৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত ভাই।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকুশ B-)

২০| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

নীল আকাশ বলেছেন: ভাবনা ১, ভাবনা ২ এর সাথে একমত। আমি ১০০% সাপোর্ট করি।
ভাবনা ৬ সাথে একমত নই, ফালতু পোষ্টে ব্লগ ভরে যাবে....
নতুন যোগ করুন - আমি মনে করি নিজের মন্তব্য বানান ভূল ঠিক করা অপশন থাকা উচিৎ। অনেক সময় বানান ভূল হয়ে যায়। প্রকাশ করার পর নিজের কাছেই লজ্জা লাগে।
ভালো লিখেছেন। আরো এই সব বিষয় নিয়ে লিখুন। সচেতনতা সৃস্টি করুন।
শুভ কামনা রইল!

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সামু ভাবনা ২ এ অবশ্যই যোগ করবো :)

আপনার সুচিন্তিত মতামতে প্রীত হলাম।

ভালো থাকবেন...

২১| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ৬ ও ৭ নাম্বার ছাড়া বাকি সবগুলোর সাথে একমত। আর সামুর ফান্ডের সমস্যায় আমরা ব্লগাররা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। ফান্ডিং এর ব্যাপারটা চিন্তাভাবনা করা যেতে পারে।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামত এর জন্য ধন্যবাদ :)

২২| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১২

নতুন নকিব বলেছেন:



প্রস্তাবনাগুলো যুক্তিযুক্ত। ৬ নং বাদে বাকিগুলোতে সহমত। ধন্যবাদ।

শুধু আলোচনা নয়, বরং বাংলা ভাষার বিশাল মহীরূহ এই ওয়েবসাইটটির সঠিক মেইনটেনেন্স এর জন্য প্রয়োজনীয় ফান্ডিং নিয়ে বাস্তবধর্মী চিন্তা ও উদ্যোগ গ্রহন করা সময়ের দাবি।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ।

আসলে আমাদের সবারই উচিত সামুর জন্য কিছু করা।

২৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার লেগেছে..... B-)

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

২৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১১

অপু দ্যা গ্রেট বলেছেন:



তবে ইমেল চেঞ্জ করার একটা অপশন রাখা দরকার ।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: এটাও সামু ভাবনা ২ তে যোগ করবো...

তবে ফিডব্যাক অপশানে এ সম্পর্কিত মেইল করলে সাহায্য পাওয়া যায় :)

২৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২১

অপু দ্যা গ্রেট বলেছেন:




করে ছিলাম । কোন জবাব আসেনি ।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: They get a lot lot of mails....
Thats why your mail may be unseen.

২৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

মোস্তফা সোহেল বলেছেন: আশা করি সামু কতৃপক্ষ বিষয় গুলি ভেবে দেখবেন।

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

২৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

ডুবুরি বলেছেন: উপযোগী পোস্ট।
ডেবিয়েন ৯ এর জন্য Let's Encript প্রয়োগে অভিজ্ঞতা থাকলে পোস্ট চাই আর্কিও। দুএকটা ভাল লিঙ্ক দিলে কৃতজ্ঞ থাকব।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা সাইটে ব্যবহার করার জন্য SSL Certificate. আপনি কি Debian এর সার্ভার এর কথা বলছেন?
লিংক দিলাম না। গুগল করুন। পেয়ে যাবেন :)

২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১২

ডুবুরি বলেছেন: OS: Debian 9, যেখানে একটি সার্ভারে Apache Server ও Tomcat Server আছে। দুটো service এর জন্য ssl প্রয়োজন আর্কিও।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি Let's Encrypt এর সাইটে দেখুন। ইউটিউবে পেয়ে যাবেন :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: Apache:Click here

২৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২২

ডুবুরি বলেছেন: কৃতজ্ঞতা, আর্কিও।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

কেউ আমার নাম এতো সহজে ইন্টারপ্রিট করতে পারে নাই আপনি পেরেছেন।

৩০| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

আমি তুমি আমরা বলেছেন: অনেকেই দেখছি ৬নং এর সাথে দ্বিমত পোষণ করছে। আমি কোন সমস্যা দেখছি না। সপ্তাহে কিংবা মাসে কে সর্বোচ্চ মন্তব্য করলেন, কোন পোস্টগুলো সবোর্চ্চ মন্তব্য বা লাইকপ্রাপ্ত হল বা কোন পোস্টকে বেশি সং্খ্যক ব্লগার প্রিয়তে নিলেন-তার ভিত্তিতে তালিকা করা যেতেই পারে। এই তালিকার ভিত্তি হবে পরিসংখ্যান, কোয়ালিটি নয়।সুতরাং তালিকায় না এলে পোস্ট খারাপ-ব্যাপারটা এমন নয়।

ভাল প্রস্তাবনা।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)

সামহোয়্যারইন টিম আমার এই পোস্টগুলো আমলে নিয়েছে....

সামু ভাবনা ২ এ কাভা ভাইয়ের কমেন্ট দেখুন....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.