নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

কবিতা !

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১



কবিতা !
সে তো শব্দের খেলা,
শব্দের জাল...
তার সাথে মায়া...

কবিতা !
সে তো খাতায় লেখা,
কালো কালির ছোঁয়া...
তাতেই জীবন পার...

কবিতা !
সে তো কলমের হুংকার
ভাষার প্রতিবাদ...
জীবনের ছায়া...

কবিতা !
সে তো ভালোবাসা..
জীবনের সাথে শব্দের,
আলোর সাথে অন্ধকারের...

কবিতা !
সে তো কথামালা..
জীবনের গাঁথা
জীবনের ভাষা..

কবিতা !
সে তো বৃষ্টির ধারা,
শব্দের বয়ে চলা..
কাগজের আকাশে..

কবিতা !
সে তো অনন্ত অসীম,
নক্ষত্রের মতোই তার চলা..


মন্তব্য ৬৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

রানার ব্লগ বলেছেন: বাহ বেশ সুন্দর করে কবিতার ব্যাখ্যা দিলেন।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা
হৃদয়ে গড়ে বাসা
পূর্ণিমার চাদের মেতো সুন্দর
ভালোবাসো তারে........

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি :)

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

যোখার সারনায়েভ বলেছেন: কবিতার মানে বোঝাতে পেরেছেন আমায়। অভিনন্দন!

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও অভিনন্দন বোঝার জন্য :)

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

বিজন অধিকারী বলেছেন: কবিতাটি অনেক অনেক সুন্দর হয়েছে ।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

হাবিব বলেছেন: সুজন ভাইয়ের জন্য সমবেদনা

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: কেন??

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

হাবিব বলেছেন: সব সময় ১ম হয় সুজন ভাই.... আর আজ খবর নাই

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্যস্ত মনে হয়....
তা কবিতা কেমন লাগলো???

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

হাবিব বলেছেন: কবিতা তো ভালো লেগেছে....
তার জন্যই তো মোবাইল থেকেই কমেন্টসে বসলাম...

লাইক দিলাম.. সাথে 3+++

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ওকে :)

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

হাবিব বলেছেন: আপনার সামু ভাবনা কবে পাবো??

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: সময় লাগবে....

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

স্রাঞ্জি সে বলেছেন:

কোবতে তুমি মোর অধরা

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই :)

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

অগ্নি সারথি বলেছেন:
কবিতা
আমার নির্ঘুম রাত
কাটাকুটিতে ভরপুর শুভ্র-সফেদ একটা খাতা
এবং প্রস্থান!

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতারা জাগিয়ে রাখে.... :)

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

জুন বলেছেন: কি কষ্ট করে যে পালকের কলম দিয়ে কবিতাটি লিখেছেন আর্কিপটেরিক্স তা ভাবতেই বিস্মিত হই । কবিতায় ভালোলাগা রইলো ।
+

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার নামের বানান আবারো ভুল... ও টা বাদ গিয়েছে :(( :((

পালক নয় কিবোর্ডের ছোঁয়া....

পড়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা :)

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার নাম শর্টে লিখতে Copy link text করে পেস্ট করো B-))

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩০

সোহানী বলেছেন: সত্যিই তাই….. কবিতা সেতো নিজের মনের ভাষার ছন্দময় উপস্থাপন।++++++

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতাকে নানা উপমায় ফেলা যায়.....
কবিতার শেষ নেই.... ঝরণার ধারার মতোই সে পথচলা অনন্তের দিকে....

তোমার কাছে কবিতার মানে তো খুবই সুন্দর !
সহজ, সরল, সাবলীল সে অনুভব....
মন্তব্যটা পড়ে সকালটা যেন মুক্তোর মতো ঝকমকে হয়ে উঠলো...

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো....

শুভকামনা সর্বদা আপুনি :)

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:২৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

কবিতা সেতো
নির্মল স্নেহের পরশে শৈল্পিক শব্দের মিলন মেলা
মনের কথাগুলো মনের মত করে বলা।


কবিতায় ভাল লাগা।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার একখানা মন্তব্য....
সকালটায় যেন পাখির কলকাকলি....

কবিতা সেতো
জীবনের প্রতি ভালোবাসা.....

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ....


শুভকামনা জানবেন :)

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা তো বেশ লাগলো!! নির্মল হৃদয় এর বহিঃপ্রকাশ ঘটেছে ।

আপনার সকালে টোস্ট বিস্কুটটাও দেখলাম !! সাইবার বিজ্ঞানীর নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা আরকি।

পোস্টে লাইক ।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর মন্তব্যে একরাশ ভালোলাগা....

টোস্ট বিস্কুটটাও চোখ এড়ায়নি দেখছি :D
চলছে পরীক্ষার গাড়ী সামুর পথ জুড়ে....

আপনাকেও শুভকামনা... :)

ভালো থাকবেন....

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

জাহিদ অনিক বলেছেন:

বাপ রে ! কবিতার এ-মাথা ওমাথা ধরে টান দিয়েছেন দেখছি

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: তা বলতে পারেন প্রিয় কবি...

কবিতার উপর গবেষণা আরকি :``>> :`>

আশাকরি ভালো লেগেছে....

শুভকামনা সারাজীবন... :)

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন:






গেছে গেছে

প্রোগ্রামারের মাথা গেছে । সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটাই ক্রাশ করছে । কার উপরে করছে কে জানে ।

এত মায়া কিসের । ;) ;)

মায়া টাকে ;) ;)

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

জিজি হাদিদ ;)

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: ভাল বলেছেন :)

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য কৃতজ্ঞতা অশেষ :)

২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৮

অপু দ্যা গ্রেট বলেছেন:





জিজি হাদিদ টা আবার কে? বাড়ি কি মিশর নাকি ?

মনে হতো হচ্ছে মেল চাল চালি করে ডিকোডিং চলছে । অবস্থা ভালো না । ঝড়ের পূর্বাভাস ;) ;) ;) B-)

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

গুগলু করুন B-))
মনিটরে ঝড় উঠবে ;) ;) ;)

২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




তো আজকাল এই সব চলছে । শেষ ভাই শেষ । সব শেষ হয়ে গেল ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: সবে তো শুরু ;)

২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !
প্রতিটি স্তবক আলাদা আলাদা ভাবে কবিতা কে কবিতা করে তুলেছে।
ভালোলাগা।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি :)

শুভকামনা সতত....

২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

ডার্ক ম্যান বলেছেন: প্রোগ্রামিং এর ভাষায় চমৎকারকে কি বলে

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: 4W350M3 -Awesome....
Kool - cool

1337 aka LEET ভাষায়.....

২৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২

যোখার সারনায়েভ বলেছেন: নতুন পোস্টে কমেন্ট করতে পারিনি। অফফ করেছেন নাকি?

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: হ্যাঁ কমেন্ট অফ করা...
পোস্টটা মূলত টেস্টিং এর জন্য করা.....

আগের টেস্ট পোস্ট আলোচিত পাতায় চলে গিয়েছিল...
আমার এবং ব্লগারদের বেশি বেশি কমেন্ট এর কারনে....
পরে পোস্টটা ড্রাফটে নিই.....

তাই এবার কমেন্ট অফ করে টেস্ট করছি.....



তা কি কমেন্ট করতেন????
এখানে বলুন তো....

২৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৬

যোখার সারনায়েভ বলেছেন: বলতে চেয়েছিলাম যে, ছবির শানে নযুল কি?

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ নববর্ষ !

এমনিই দেওয়া....
কোনো শানে নযুল নাই....
আবারো আসার জন্য অনেক অনেক ধন্যবাদ....

২৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৪

বলেছেন: কবিতা!!!

আমি কেন তোমায় খুঁজি দূর আকাশলীনায়
কেন আসো তুমি বেলা-অবেলায়,অনাদর-অবহেলায়

কেন রাত জাগা পাখি হয়ে দেই তোমার চোখে ঘুম
কেন বারে বারে মাথা রাখি তোমার কোলে ব্যকুল নির্ঘুৃম।

তুমি শত সহস্র ভাবনার সমুজ্জ্বল প্রদীপের শিখা,
তোমার নগ্ন বুকের কালো চিহ্নটা আজো হয়নি লেখা!!

যদি কখনো শব্দের রক্তনালীর মিলনক্ষেএ হয়েযায় নিঃশেষ
জেনে রেখো আমিত্ব হারিয়ে আমি নিশ্চিত হবো নিরুদ্দেশ।



আমার প্রিয় ভাইয়ের কবিতায় কটি লাইন লিখে গেলাম।



দারুণ কবিতার বুননে বলা আছে লক্ষ কবিতার তারকাদের ছবি ও কথা।
মুগ্ধ!! হে সব্যসাচী লেখক।

হ্যাপি নিউ ইয়ার।




০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রথমেই জানাই নতুন বছরের শুভেচ্ছা.... :) :)

চমৎকার কবিতায় সকালটা যেন আরো উজ্জ্বলতর হয়ে উঠলো.....

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ল ভাই.....

শুভকামনা সতত.....

২৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৯

নজসু বলেছেন:

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ঠু ইউ অলচো B-))

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৮

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর কবিতা। ভাল লাগল।

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪

শিখা রহমান বলেছেন: আপনার কবিতার বিশেষত্ব হচ্ছে স্বতস্ফূর্ততা। আপনার কবিতায় শব্দেরা ঝর্নার মতো আবেগী আর প্রবাহমান। কবিতা পড়লেই জলের বয়ে চলার শব্দ পাওয়া যায়।

খুব সুন্দর লাগলো কবিতা নিয়ে কবিতা।

শুভকামনা প্রাচীন পক্ষী। ভালো থাকুন কবিতায় ও ভালোবাসায়।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ :)

শব্দ নিয়ে একটুআধটু গবেষণা চালাই আরকি.....
চেষ্টা করি কাগজের আকাশে কবিতার সূর্যোদয়ের...
আপনার কথাগুলো আমাকে প্রেরণা যোগাবে.....
অভয় দেবে নতুন শব্দের জাল বুনতে.....

অবশেষে শত ব্যস্ততার মধ্যেও আমার কবিতাগুলো পাঠের জন্য অশেষ কৃতজ্ঞতা......



৩০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩০

লিখন ০৩ বলেছেন: চমৎকার

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৩১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৭

ইসিয়াক বলেছেন: এতো সুন্দর করে লিখেছেন !
আমি মুগ্ধ।
খুব ভালো লাগলো ।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: কৃতজ্ঞতা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.