নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

সামু ভাবনা - ৩

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১০



সামু ভাবনার ৩য় অংশ এটা। প্রথমেই সামহোয়্যারইন কর্তৃপক্ষকে জানাই অশেষ কৃতজ্ঞতা। তারা আমার পূর্ববর্তী সামু ভাবনার পোস্টগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছেন। একই সাথে বাগ রিপোর্ট এবং সাজেশনগুলোকেও বিবেচনায় এনেছেন। এ পোস্টে আগের মতোই আমার এবং অন্যান্য সহ ব্লগারদের ভাবনার প্রকাশ ঘটেছে।

ভাবনা ২০
সামুতে প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন ইউজার রেজিস্ট্রেশন করছেন। কিন্তু নতুনদের জন্য কোনো নির্দেশিকা সামুর নেই। আমি নিজে প্রায় ১০ থেকে ১৫ জনকে কমেন্টের উত্তর দেওয়া শিখিয়েছি। পুরনো ব্লগাররাও এক্ষেত্রে সহায়তা করেন। কিন্তু সহযোগিতা নামক পেজে এ বিষয়ক যেসব তথ্যাবলী আছে তা অনেক পুরাতন। তাই সহযোগিতা নামক পেজের উন্নয়ন প্রয়োজন। সাথে নতুন ইউজার রেজিস্ট্রেশন করলেই যেন সামুর সাধারণ ব্যবহার সম্পর্কে ধারণা পায় এমন ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন ইমেইল কনফার্ম মেইলেই বাড়তি একটা সহযোগিতা বা সাধারণ তথ্যবলীর লিংক সংযুক্ত করা যেতে পারে। অথবা নতুন ইউজার প্রথম লগইনেই যেন বেসিকস নিয়ে লিংক পান এমন ব্যবস্থা করতে হবে।

ভাবনা ২১
সামুর কমেন্ট এর বানান ভুল নিয়ে সমস্যা রয়েই গেছে। এক্ষেত্রে ফেসবুকের মতো কমেন্ট হিস্ট্রি এর ব্যবস্থা করা যেতে পারে। তবে ব্লগারদের সচেতনভাবে কমেন্ট করাই উত্তম বলে আমার মনে হয়।

ভাবনা ২২
ব্লগে একটা পোস্ট কিছু নির্দিষ্ট সংখ্যক কমেন্ট পেলেই আলোচিত ব্লগের সর্বাধিক কমেন্টপ্রাপ্ত অংশে চলে যায়। এক্ষেত্রে লেখক কমেন্ট এর উত্তর দিলেই অনেক সময় এমনটা হয়। তাই প্রতিউত্তর যেনো কাউন্ট না হয় সে ব্যবস্থা করতে হবে।

ভাবনা ২৩
আলোচিত ব্লগে পোস্ট থাকার টাইম তিন ঘন্টা থেকে কমিয়ে কোনো কনসিডারেবল সময়ে আনলে ভালো হয়।

ভাবনা ২৪
আলোচিত ব্লগে আরও ফিল্ড যেমনঃ সর্বাধিক প্রিয়তে নেওয়া যোগ করা যেতে পারে।

ভাবনা ২৫
সামুর ব্লগারদের সাজেশন নিয়ে একটা পোস্ট থাকা উচিত। সেখানে ব্লগারদের ব্লগ নিয়ে নানা চিন্তার প্রকাশ ঘটবে। এক্ষেত্রে একজন মডারেটর পোস্টটা মেইনটেইন করলে ভালো হয়।

ভাবনা ২৬
সামুতে মোস্ট ভিউড বা মোস্ট লাইকড পোস্ট দেখার কোনো সিস্টেম নেই। এ বিষয়টা নিয়ে ভাবা যেতে পারে।

ভাবনা ২৭
ব্লগে নিজেকে অনুসরণ করা ব্লগারদের লিস্ট দেখা যায়না। শুধু সংখ্যা দেখা যায়। এক্ষেত্রে লিস্ট আকারে দেখার ব্যবস্থা করা যেতে পারে।

ভাবনা ২৮
সামুর নির্বাচিত পোস্ট অনেক সময় সময়মতো আপডেট হয় না। এক্ষেত্রে প্রিয়তে নেওয়া ও লাইকের ভিত্তিতে পোস্ট নির্বাচিত পাতায় নেওয়া যেতে পারে।

ভাবনা ২৯
বিষয়ভিত্তিক ব্লগে এমন এমন টপিক আছে যার দরকার নেই। তাই প্রয়োজনীয় টপিকস যোগ করতে হবে।

ভাবনা ৩০
ব্লগের বাংলা লেখা ভুল দেখাচ্ছে পেজেরও উন্নয়ন প্রয়োজন।

ভাবনা ৩১
সামুর ফরগেট পাসওয়ার্ড এর লিংক অনেক সময় স্প্যাম ফোল্ডারে যায়। তাই এক্ষেত্রে "আপনার ইমেইল এর স্প্যাম ফোল্ডারেও দেখুন" কথাটা যোগ করতে হবে।

ভাবনা ৩২
ব্লগে স্পেসিং রিলেটেড কোনো লেখা নেই। কয়টা স্পেস দিলে কতটুকু জায়গা দখল করবে সে বিষয়ে লেখা থাকা দরকার। না হলে কারো পোস্ট পুরোটা আবার কারো পোস্টের শুধু কিছু অংশই প্রথম পাতায় চোখে পড়ে।




আপনাদের কোনো ভাবনা থাকলে জানাতে ভুলবেন না :)

মন্তব্য ১০৫ টি রেটিং +২১/-০

মন্তব্য (১০৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জয় হোক ভাবনার

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই যেন হয় :)

২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪

ডার্ক ম্যান বলেছেন: সামুর মডারেটর সংখ্যা বাড়ানো উচিত ।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সেটা কর্তৃপক্ষের বিষয়.....
দেখি কি হয় :)

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

মোস্তফা সোহেল বলেছেন: সামুকে নিয়ে ভাববার জন্য ধন্যবাদ আপনাকে।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯

স্রাঞ্জি সে বলেছেন:
আপনার ভাবনাগুলো পড়লাম। এ তো সবারই ভাবনা। কিন্তু সবার মুখে জড়তা। ____ 8-|

আর আলোচিত ব্লগ তো পুরাই ঝামেলার মুন্ডু। মাঝে মাঝে দেখা যায় একদিনও পরিবর্তন হয়না। মানে তিনঘন্টার কোনো কার্যকরীতা নাই।

আপনার ভাবনাগুলো কর্তৃপক্ষ নজরে এনে সংশোধন করুক তারাতারি। এই কামনা।


অনিঃশেষ শুভকামনা_________♥

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ :)

তিন ঘন্টার ব্যাপারটা হলো যদি একদিনেও বেশী সংখ্যক লাইক, কমেন্টওয়ালা পোস্ট না হয় তবে পুরোনোগুলোই থাকে.....

দেখি কি হয় :)

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০

হাবিব বলেছেন:





সুন্দর ভাবনা....
এসন করে গুছিয়ে বলার জন্য ধন্যবাদ আরকু ভাইয়ূ.....

এমন ভাবনার জয় হবেই হবে, হতেই হবে

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখা যাক কি হয় :)

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১

বলেছেন: ভাবুন বেশি করে।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ভাবতে ভাবতে জীবন পার ;)

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭

আরাফআহনাফ বলেছেন: ভালো ভাবনা।
ভাবনার বিষয়, এক এক করে এতোগুলো ভাবনা - আমার ভাবনার সাথে মিলে গেল কিভাবে?!

ভাবনাগুলো সামুর ভেবে দেখা উচিৎ।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

মিলবেই.... কারন আছে ;)

দেখি কি হয়....

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

স্রাঞ্জি সে বলেছেন:

সামুতে যে বেশি লাইক কমেন্ট হয়না এমন দিন নাই। অন্ততপক্ষে ১৫+ হয়।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: হতে পারে...

আমি সাধারণত সব পোস্টই পড়ি...
তাই আলোচিত ব্লগ তেমন দেখা হয় না....

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: আসলে এই ভাবনা গুলো শুধু আপনার না, সমস্ত ব্লগারদের ভাবনাই আপনি সুন্দর করে লিখেছেন।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রাজীব ভাই :)

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১

রাকু হাসান বলেছেন:



২২
আলোচিত ব্লগে যেতে প্রতি উত্তর কি কাউন্ট করা হয় ,সেটা আমি জানি না ।
২৪ --হ্যাঁ ,সর্বাধিক প্রিয় তালিকাটা যোগ হতে পারে ,কিন্তু সেটা খুব কম আলোচিত ব্লগে দেখতে পাব ,প্রিয়তে নেওয়ার মত পোস্ট দৈনিক কম আসে । এটা করলে নতুন সমস্যা সৃষ্টিও হবে ,সামনে আরও কাজ চলে আসবে । সেগুলো করে সব কিছু ঠিক রাখাটা কঠিন ।
২৫-এ রকম পোস্ট ব্লগে অনেক আছে । নতুনরা সেসবের খোঁজ পাইনা অনেক সময় ,কেউ যদি আন্তরিকতা দেখিয়ে লিংক দেয় তাহলে পড়তে পারে ।


২৬-মোস্ট ভিউ ,মোস্ট লাইক বলতে কি বুঝাতে চাচ্ছেন ? কে ভিউ করলো সেটা ! এমনতি লাইক কে করলা,সেটা দেখতে পেরে ভালো লাগে ।
২৭
চমৎকার বলেছন এটা ।
২৮--নির্বাচিত পাতা প্রতি দিন আপডেট করা হোক সেটা চাই । মডু সংখ্যা বাড়ালে সমস্যা সমাধান হওয়ার কথা । কাভা ভাই অনেক ব্যস্ত থাকার মনে হয় আপডেট করা হয় না । কিন্তু লাইক ও প্রিয়তে নেওয়ার ভিত্তিতে নির্বাচিত পাতায় নেওয়ার পক্ষে নয় ,অংশে আপনার সাথে দ্বিমত পোষণ করছি আমি ।
কারণ
ধরুন এটা করা হলো ,সাধারণত লাইক ও প্রিয়তে নেওয়াটা অনেকাংশে নির্ভর করে ব্লগে উক্ত ব্লগারের উপস্থিতির উপর। দেখা যাচ্ছে যারা ব্লগে নিয়মিত তারা সহজেই লাইক পেয়ে যাই ,অথচ ভালো লিখেও অনেক সময় আশানুরুপ লাইক পাচ্ছে না ,প্রিয়তে পরের কথা । এছাড়া পাঠক লাইক করে তার ভালো লাগার জন্য । দেখা গেল আজ ব্লগে তিনি ৫ কবিতা পড়লেন ,লাইক ও দিলেন ,এক কথায় একদিনের বেশ কয়েকটা লেখা লাইক পেয়েছে প্রায় একই টপিকের ,তখন কি ভিন্নতা না এনে নির্বাচিত নিয়ে যাবেন ! আরও সমস্যা হবে বলে মনে করি । কেননা ভালো লেখাও লাইক বা পাঠক পাই না ,তখন তারাও হতাশ হবে । সাতিত্যের মান দণ্ডেরও একটা হিসাব থাকা উচিত। ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচিত পাতার সিস্টেমটা ঠিক আছে ,তবে নিয়মিত আপডেট হয় যেন সেই দাবি রাখছি ।
২৯,৩০,৩১ চমৎকার বলেছেন । সহমত ।
৩২- এ বিষয়ে আপনি লিখতে পারেন না ? অথবা মডুরাও একটা পোস্ট দিলে দিতেও পারে ইচ্ছা করলে ।
অভিনন্দন আপনাকে ।

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ....

২২- কাউন্ট হয়
২৬ - কে ভিউ করলো সেটা না। কোন কোন পোস্ট বেশি সংখ্যক মানুষ পড়েছে এ পর্যন্ত সেটা বুঝিয়েছি... লাইকও সেম...
যেমন আমি তুমি আমরা আগে পোস্ট করতেন....

২৮ - এর কথাটা ভালো বলেছেন। পরিচিতও লাইক, কমেন্ট এর একটা কারন...
তাই আপডেটটাই মূখ্য...

৩২ - নিয়ে মডুর পোস্টই শ্রেয়....

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭

তারেক ফাহিম বলেছেন: সবগুলো ভাবনাই ভালোলাগছে।

ভাবনার সফলতা কামনা করি।

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: লেটস সি :)

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো চিন্তাভাবনা করেছেন । কয়েকটি ভীষণ ভালো লাগলো।

নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন রইল।


০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও শুভ নববর্ষ :)

মতামতের জন্য কৃতজ্ঞতা...

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৫

কাবিল বলেছেন: ভাবনা গুলো ভালো, সামু ভেবে দেখতে পারে।
তারপরেও বলব, অন্যান্য ব্লগের চেয়ে সামু অনেক ভালো।




ধন্যবাদ আপনাকে।

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখি কি হয় :)

আমার কাছে সামুই বেস্ট...

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪১

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
সামুর ভাবনা কোন কাজে লাগে না বিধায় এইসবে আগ্রহ নাই। আমিও এইরকম খুঁত ধরে ধরে বাই পয়েন্ট দিছি, কিন্তু আশ্বাসের বেশি কিছু বাস্তবে পাওয়া হয়ে ওঠেনি। অনেকটা বাংলাদেশি পলিটিসিয়ানের মত আরকি! ;)

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: B-)) B-)) B-))

দেখি কি হয় :)

তবে কয়টা CVE বা Zero Day দিছিলা গেমু ;)

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩

গেম চেঞ্জার বলেছেন: // তবে কয়টা CVE বা Zero Day দিছিলা গেমু ;)
আগা মাথা বুঝতে পারতেসি না। ঝেড়ে কাশ্তে হইবেক ;)

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

একটু হেসে নিই B-)) B-))

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০

গেম চেঞ্জার বলেছেন: হাসা না কাশার কথা কৈসিলাম। :|

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ওকে কাশলাম :-P :-P :-P
সব বেরিয়ে গেল :-&

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮

ব্লগার_প্রান্ত বলেছেন: এগুলা বাস্তবায়ন করতে কি পরিমান টাকা পয়সা লাগবে ভাইয়া? :||

০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কুটি কুটি টাকা B-))

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

শায়মা বলেছেন: সামু নিয়ে ভাবনা
আর না আর না
যেমন আছে থাক না
যাচ্ছেই যাক না!

( আমি সামুর পক্ষ থেকে গানা গাইলাম) :)

০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আত্তা তাই হবে শামা ;)

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন: ভা‌লো থাকুন সব সময়।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আচ্ছা :)

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

ইয়োডা বলেছেন: কাজী ফাতেমা ছবি,মোস্তফা সোহেল,ল,স্বপ্নীল ফিরোজ আপনারা পড়ে মন্তব্য করেছেন কি ?

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: সবই চোখে পড়ে দেখছি ;)

কে জানে B-))

২১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪

শরীফ আতরাফ বলেছেন: সেফ হতে চাই।সাহায্য করুন। :((

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: কয়েকটা মানসম্মত লেখা লিখে [email protected] এ মেইল করুন।

২২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫০

অপু দ্যা গ্রেট বলেছেন:



প্রোগ্রামার আবার ফিরে আসতেছে দেখে ভাল লাগল

ফিডব্যাক মেল টা একটূ দ্রুত পাঠালে ভালো হতো । তাছাড়া ড্রাফট থেকে পাবলিশ করার পর ওই তারিখে পাবলিশ না হয়ে আজকের তারিখে যেন দেখানো হয় সেটা একটা গুরুত্বপূর্ন বিষয় ।

আর আপাতত মাস্টার্স এর এক্সামের প্রস্তুতি নেই । সকালে এক্সাম আছে । B-)) B-)) B-)



০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ফিরে আসবে ক্যানো.... আমিতো আমিই B-))

সবই মায়া ;)

ফিডব্যাক মেইলটা পাঠানো মানে... বুঝলাম না :||
ড্রাফটের ব্যাপারটা ঠিকই আছে। সেই ডেট না থাকলে বুঝবেন ক্যামনে কবে ড্রাফট করা????
আর ড্রাফট আপডেট করলেই কেল্লা ফতে B-)

ভালো করে Xমটা দিন.... আপনার তো আর কেউ নেই....
সবই এক্স B-))

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩

মাহের ইসলাম বলেছেন: আপনার ভাবনাগুলো পছন্দ হয়েছে, সমর্থন জানাচ্ছি।

আমি নিজেই জানতাম না, কিভাবে কমেন্টের উত্তর দিতে হয়।

শুভ কামনা রইল, ভালো থাকবেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ :)

দেখি কি হয় !

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৫

পুলক ঢালী বলেছেন: সুন্দর গঠনমূলক ভাবনা। তবে কোন ভাবনা বাস্তবায়ন করতে সামুর খরচ বাড়বে কিনা সেটা মাথায় রাখতে হবে, কারন' সামু চলে জানা ম্যাডাম এবং অখিল ভাইয়ের খরচে। :D
পরিশ্রমলব্ধ পোস্টের জন্য ধন্যবাদ। ভাল থাকুন। :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: ঢালী ভাই অখিল নয় আরিল ভাই হবে....

দেখা যাক কি হয় :)

২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১:০৪

পুলক ঢালী বলেছেন: আমি যে সমস্যায় পড়ি তা হল কমেন্ট করলে সেটা হাতছাড়া হয়ে যায় ভুলভ্রান্তি আর এডিট করা যায়না ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: সমস্যা তো জানেনই। তাহলে দেখেশুনে কমেন্ট করুন :)

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ ভোর ৬:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: প্রথমেই ধন্যবাদ এমন পোস্ট লেখার জন্যে। সামুর উন্নতির জন্যে এধরণের পোস্ট ভীষন দরকারী। আপনি খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু খেয়াল করে তবেই পোস্টটি লিখেছেন। আপনার আন্তরিকতা ও শ্রম মুগ্ধ করেছে।

পোস্টে ডেফিনিটলি প্লাস। কর্তৃপক্ষ নজর দেবেন আশা করছি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

আশাকরি বিষয়টা কর্তৃপক্ষের নজরে আছে....

২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৭

সোহানী বলেছেন: হাঁ, সামুর ভাবনায় সমর্থন থাকলো। হয়তো একসময় এসবের দিকে নজর দিবে কর্তৃপক্ষ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: নজর আছে আপু....
এই পোস্টটায় কাভা ভাই লাইক করেছেন.....
আবার পোস্টটা নির্বাচিত পাতায় আছে...

২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ওককে, আগামী বছর কুড়ির মধ্যে সামুকে কয়েকশ কোটি দেয়া হবে, আমার রয়েল ফান্ড থেকে ;)

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: কয়েকশ কেন কয়েক হাজার কোটি চাই B-))

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: কোথায় গেলে হারিয়ে.... :||

২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬

শিখা রহমান বলেছেন: আপনি খুব সুন্দর করে সামু ব্লগের বিভিন্ন ইস্যু তুলে ধরছেন সামু ভাবনা সিরিজে। :)

অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো প্রাচীন পক্ষী<

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ :)

সময় পেলে আমার এই দুটো কবিতা পড়ার আমন্ত্রণ রইলোঃ
১.মায়া
২.কবিতা !

৩০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২০

কথার ফুলঝুরি! বলেছেন: 22' 24' 27 এই তিনটি আইডিয়া খুব ভালো। বাকীগুলোও খারাপ না। তবে সবার আগে নোটিফিকেশন সমস্যার সমাধান করা হোক |-)

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: নোটিফিকেশন বড়ই নটি ;)
কবে ঠিক হবে কে জানে X( X(

মতামতের জন্য ধন্যবাদ :)

৩১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪২

কিরমানী লিটন বলেছেন: সব ব্লগারের ভাবনার অনুবাদ আপনার এই ধারাবাহিক পোস্ট। তাই আপনার ভাবনার সাথে সহমত প্রকাশ ও এমন পোস্ট দেয়ার জন্য আপনাকে অভিবাদন জানাচ্ছি। আশকরি কর্তৃপক্ষ ভাবনাগুলো বিবেচনায় নিয়ে- কার্যকর পদক্ষেপ নিবে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

দেখা যাক....

৩২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

ভুয়া মফিজ বলেছেন: আপনার ভাবনাগুলো আসলেই চমৎকার।
সামু কতোটুকু কাজে লাগাবে, সেটা সামুর ব্যাপার। কারন, আমাদের দেশে সবাই বেশী বুঝে, তাই কেউ কারো কথা শুনতে চায় না। :(

তবে এই দারুন ভাবনাগুলোর জন্য আপনাকে সামুর ''ভাবুক শ্রেষ্ঠ'' উপাধি দেয়া হলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: তবে এই দারুন ভাবনাগুলোর জন্য আপনাকে সামুর ''ভাবুক শ্রেষ্ঠ'' উপাধি দেয়া হলো।
=p~ =p~ =p~
লজ্জা পেলাম :``>> /:)

দেখি কি হয়....
তবে পোস্টটা নির্বাচিত পাতায় আছে কিন্তু :)

৩৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৬

ফয়সাল রকি বলেছেন: মডুরা কি আসলে কিছু ভাবছেন?

০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: ধরে নেওয়া যায় যে ভাবছেন :)

৩৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৭

নজসু বলেছেন:




সহমত পোষণ করছি প্রিয় ভ্রাতা।

০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ :)

৩৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬

ফয়সাল রকি বলেছেন: হুম, ধরে নিলাম।
তবে, আমার মতো দুয়েকজন অলস ব্লগারদের জন্য একটা কাজের এপস যদি বানাতো তাহলে খুবই ভালো হতো। কাজের কেন বলেছি বুঝেছেন তো! খুব কি ঝামেলার বিষয়টা?

০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: অ্যাপের কাজ চলছে....

আর এই পোস্টটা নিশ্চয় এমনিতেই নির্বাচিত পাতায় নেই....

৩৬| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪

ফয়সাল রকি বলেছেন: আহা, আমি কি আপনার পোষ্ট নিয়ে নেগেটিভ কিছু ধারণা পোষণ করেছি? মোটেও না। এটা খুবই গুরুত্বপূর্ণ পোষ্ট। আমি গুরুত্ব সহকারেই মন্তব্য করার চেষ্টা করছি। আর তাছাড়া, নির্বাচিত পাতায় লেখা আসাটা যে খুব সহজ না তা আমি মোটামুটি বুঝি। সাধারণত আমার কোনো লেখাই নির্বাচিত পাতায় আসে না, হয়তো ভাল কিছু লিখি না তাই। যাই হোক, আমার ব্লগে আমন্ত্রণ রইলো, শুধু ঘুরে না এসে দু'একটা মন্তব্য করার আমন্ত্রণ। ধন্যবাদ।

০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও পোস্টটা নিয়া কিছু বলিনাই....

সময় পেলে ঘুরে আসবো :)

৩৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০০

অপু দ্যা গ্রেট বলেছেন:




কি করাম এক্স আমার পিছন ছাড়েই না ।

আবার আগামী সপ্তাহে এক্স এর সাথে দেখা হইবে ।

ধন্যবাদ ড্রাফট আপডেট এর বিষয়টা মাথায় আসেনি ।

আর ফিড ব্যাকের মেইল হচ্ছে যারা ফিড ব্যাক এ মেইল করে তাদের মেইলের জবাবা গুলো দ্রুতো দেয়া । আমার এক ফ্রেন্ড আইডি খুলে বসে আছে । কিন্তু লগ ইন হচ্ছে না । কারন কনফার্ম মেইলটা তার কাছে যায়নি ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: এতো মায়া ;)

তারে জাংক বা স্প্যাম ফোল্ডারে খুঁজতে বলুন :)

৩৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আপনার ভাবনাগুলো পড়লাম। এ তো আমার ভাবনা গুলিই তুলে দিয়েছেন।
সবগুলি বাষ্তবায়ন হলে সামু অবশ্যই আরও দারুন হবে সেই শুভ কামনা রইল।
আপনি ঠিক আসল কাজটা করে যাচ্ছেন যেটা আমাদের কারো আগেই করা উচিৎ ছিল।
অসংখ্য ধন্যবাদ আর শুভ কামনা রইল আপনার জন্য।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ দুপুর B-))

দেখি কি হয় :)

মতামতের জন্য ধন্যবাদ..

৩৯| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

জনতার আদালত বলেছেন: ভালো ভাবনা আপনার ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

৪০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭

আরোহী আশা বলেছেন: আপনার ভাবনার জয় হোক.........

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখা যাক...

৪১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সহমত।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৪২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নিজের পোস্টের নিজের লেখা নিজেই কপি করতে পারি না। এটা একটা বিরাট ভাবনা।

এর জন্য দায়ী হলেন- আবু হেনা আশরাফুল ভাই!

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: জানি ভাই।
এর পরের সামু ভাবনায় যোগ করবো :)

৪৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

সুমন কর বলেছেন: আমরা হচ্ছি, জনগণ (মানে ব্লগার)। আমরা দেশ নিয়ে (ব্লগ) ভাবছি, এখন দেখি আমাদের নেতারা কি করে !!!.............হাহাহা।

কিছু ভাবনা ভালো। উল্লেখ করলাম না (তিন দিন ব্লগে ছিলাম না), যাই অন্যদের পোস্টে ঘুরে আসি। পোস্টে +।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: আচ্ছা B-))

৪৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবনার জয় হোক! :)

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই যেন হয় :)

৪৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাবনাগুলো কাজে লাগুক।
+++++++++++++++

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই যেন হয় :)

৪৬| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

আরোগ্য বলেছেন: ভাই সবার আগে নোটিফিকেশন সিস্টেম ঠিক করা উচিত।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: ওটা নিয়ে সামুর কতৃপক্ষের চিন্তা আছে ভাই....
দেখি কি হয়......

৪৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: খুব ভালো কিছু ভাবনা। আপনি এগিয়ে যান এই কামনা করি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ :)

৪৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১

নাহিদ০৯ বলেছেন: ছোট ছোট ভাবনাগুলো সামু এর ব্যালান্স এ ঝাঁকি দিয়ে ফেলবে, এই অযুহাতে আপনার সকল ভাবনা খারিজ করে দেয়া হলো।

আসলে ভাবনা বিষয় টা শুধু সমস্যা বা সমাধান কেন্দ্রিক না। সামু ভাবনা এবং সামু ভাবনায় মন্তব্যকারী সকল ব্লগার এর ভালোবাসা ব্লগ কমিউনিটির অন্যতম সুন্দর বিষয়। এরকম ব্লগ ভাবনা চলতে থাকুক, অটুট থাকুক ব্লগের প্রতি ভালোবাসা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: ছোট ছোট ভাবনাগুলো সামু এর ব্যালান্স এ ঝাঁকি দিয়ে ফেলবে, এই অযুহাতে আপনার সকল ভাবনা খারিজ করে দেয়া হলো
=p~ =p~ =p~

আসলে ভাবনা বিষয় টা শুধু সমস্যা বা সমাধান কেন্দ্রিক না। সামু ভাবনা এবং সামু ভাবনায় মন্তব্যকারী সকল ব্লগার এর ভালোবাসা ব্লগ কমিউনিটির অন্যতম সুন্দর বিষয়। এরকম ব্লগ ভাবনা চলতে থাকুক, অটুট থাকুক ব্লগের প্রতি ভালোবাসা

চমৎকার কথা বলেছেন :)

ব্লগ হলো শত ভাবনার মিলন মেলা। ব্লগারদের কলতানে মুখর এক প্ল্যাটফর্ম।

৪৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামু নিয়ে চমৎকার ভাবনার উপস্থাপন।
বিষয় ভিত্তিক ব্লগে রম্য,কৌতুক এড করা দরকার।
প্রতি মন্তব্য কাউন্ট হওয়ার দরকার আছে, এতে লিখক রিপ্লাই দানে উৎসাহী হবেন।
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সময়ের হিসাবে বিভিন্ন দেশে অবস্থান করা ব্লগারদের ভিতর থেকে কয়েকজন সহকারী মোডারেটর নিয়োগ দেয়া যেতে পারে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ লিটন ভাই :)

বিষয় ভিত্তিক ব্লগে আসলেই উন্নয়ন সাধন করা প্রয়োজন....

মন্তব্যের ব্যাপারটি দারুণ বলেছেন। তাই তো, মন্তব্যর সংখ্যা লেখককে প্রেরণা জোগাবে......

মডারেশনের ব্যাপারটাও সুন্দর বলেছেন।


দেখি কি হয়.....

৫০| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৭

আমি তুমি আমরা বলেছেন: আলোচিত ব্লগে পোস্ট থাকার সময় এখন ঠিক আছে বলেই মনে করি, তিন ঘন্টাই পারফেক্ট। অন্য ভাবনাগুলোর সাথে একমত।
সাথে আমিও একটু যোগ করি- সামুর মোবাইল সাইটের ভয়াবহ উন্নয়ন প্রয়োজন। সাথে আদিকালে পড়ে থাকা এন্ড্রয়েড এপটাকেও ২০১৯ সালে আনা প্রয়োজন।

২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ :)

সামুর মোবাইল সাইট উন্নত হলে এন্ড্রয়েড অ্যাপেরও উন্নয়ন হবে।

তবে সবার আগে দেশের ব্লক ওঠাতে হবে। বাংলাদেশের অনেক ব্লগার ব্লগে ঢুকতে পারছেন না।

৫১| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৭

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল আপনার ভাবনাগুলো।

২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৫২| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:১০

ঠ্যঠা মফিজ বলেছেন: আমি সব সময় সাথে আছি। ;)

২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকুশ এগেইন B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.