নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

বেশি নয় শুধু একটি গাছ চাই

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১



শত ব্যস্ততার মাঝে জানালার পাশে দাঁড়িয়ে থাকা বৃক্ষরাজির পানে কারই বা চোখ যায়।
কিংবা বহুতল ভবনের উচ্চতার সাথে বৃক্ষের পত্রপল্লব পেরে ওঠে না।
এমনটাই কি হওয়ার কথা ছিলো? কালের আবর্তে হারিয়ে যাবে সবুজের সমারোহ?

সভ্যতার যতই উন্নয়ন হয়েছে ততই কমেছে গাছের সংখ্যা। প্রতিনিয়ত বেড়ে চলা জনস্রোতের সাথে তাল মিলিয়ে লাগানো হচ্ছে না গাছ। ফলাফল ! সে তো অনুমেয় … চরম পরিবেশ বিপর্যয়।

আজকাল মানুষের লেখার মাধ্যমের শেষ নেই। প্রায় সবকিছু নিয়েই লেখালেখি চলে। কিন্তু সাহিত্যের অযাচিত চর্চাই বেশি। আগেকার দিনে প্রকৃতির নানান বিষয় নিয়েই লেখা হতো কথামালা। আর এখন? বিষয়ের শেষ নেই। তবুও সবুজের প্রতীক গাছপালা নিয়ে বর্তমানে খুব কমই লেখা হয়।

আমার এই পোস্ট গাছের গুরুত্ব নিয়ে নয়। নয় জনসংখ্যা সমস্যা নিয়ে। গাছের উপকারিতার কথা আজ কারো অজানা নয়। কিন্তু শুধু অভাব গাছ লাগানোর। যান্ত্রিকতার সাথে মানুষও যন্ত্র হয়ে উঠছে।

তাই সকল ব্লগারদের প্রতি একটাই আহবান, একটি হলেও গাছ লাগান । আপনার পরিপার্শ্বের সবাইকে উৎসাহিত করুন গাছ রোপণে।

মন্তব্য ৮৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: গাছ আমাদের পরম বন্ধু।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: অবশ্যই একটা হলেও গাছ লাগান :)

২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪

কথার ফুলঝুরি! বলেছেন: কিন্তু ঢাকা শহরের মানুষ গাছ লাগাবে কোথায় ? সেখানেই তো সমস্যা । গ্রামে থাকতে ছোটবেলায় অনেক গাছ লাগানো হতো কিন্তু এখন আর হয়না, চাইলেও হয়না ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ছাদে লাগান...
সবাইকে জানান গাছের গুরুত্ব....

ইচ্ছা থাকলে উপায় হয় :)

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬

হাবিব বলেছেন: ইশরে, ১ম ২য় কিছুই হতে পারলাম না...... :|

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকে শূন্য রোলটা বরাদ্দ করা হলো ;)

গাছ লাগান...

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০

হাবিব বলেছেন:





আপনার পোস্টে নিমবৃক্ষ রোপন করিলাম......

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: সত্যিকারে লাগান :)

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: বৃক্ষরূপন পরিবেশ উন্নয়নে সহায়ক। সুন্দর পোস্ট।+

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রিয় কবি একটা হলেও গাছ লাগান :)

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


যাদের জমি নেই, তারা কি বসুন্ধরার জমিতে গাছে লাগাবেন, নাকি বস্তির জমিতে?

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি কোথায় লাগাবেন???

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: পোষ্ট টা আমার মনের মতো হইছে।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: শুকরিয়া :)

একটা হলেও গাছ লাগান রাজীব ভাই....

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

আরোহী আশা বলেছেন: সুন্দর পােস্ট

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: গাছ লাগান, পরিবেশ বাঁচান :)

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আমি আমার বাসায় ফুলগাছ লাগিয়েছি ভাই ;)
দেখুন কত সুন্দর হাসে :) :) =p~





০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: তাহলে তো আরো গাছ লাগাতে পারবেন B-))

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

নীল আকাশ বলেছেন: শুভ সন্ধ্যা,
দেশে গাছ লাগানোর জায়গা আসলেও অনেক কমে যাচ্ছে। ফ্লাট বাড়ি সিস্টেম হবার পর তো আরও খারাপ অবস্থা।
আপনার অনুরোধের প্রক্ষিতে টবে অন্তত সবার গাছ লাগান উচিৎ।
জন সচেতনতা মুলক পোষ্ট দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ সন্ধ্যা ঠু :)

বাসাবাড়িতে ছাদে লাগানো যায়....

আপনিও কমপক্ষে একটা বৃক্ষ রোপণ করুন....

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

মাহমুদুর রহমান বলেছেন: মন ছুঁয়ে গেল

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: একটা গাছ লাগালে আকাশ ছুঁয়ে যাবে :)

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি ভীষন গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে এনেছেন। ধন্যবাদ সেজন্যে।

আমি বলব এমন পোস্টকে সিরিজ আকারেও করতে পারেন যেহেতু টপিকটি বর্তমান দমবন্ধ যান্ত্রিক জীবন থেকে বাঁচার জন্যে জরুরি। গাছ লাগানোর নানা সুফল, মানসিক ও পরিবেশগত উন্নতির স্ট্যাটস, ছাদ কৃষি বা বারান্দা কৃষির জন্যে কেমন গাছ বেশি উপোযোগী, তা কোথা থেকে কত দামে পাওয়া যায়, কিভাবে যত্ন নিতে হয় ইত্যাদি দিক নির্দেশনা। আপনিই যেমন লিখেছেন প্রকৃতি চর্চা লেখালেখিতে কমে গিয়েছে, আপনি নিজেই সেটা বাড়াতে পারেন একটু হলেও।

অনেক শহুরে মানুষই সবুজকে আকড়ে ধরতে চান, কিন্তু জানেন না কিভাবে তা সম্ভব। আপনি যদি এই বিষয়টি নিয়ে প্যাশনেট থাকেন, তবে লেখালেখির মাধম্যে তাদেরকে সাহায্য করতে পারেন।

ধন্যবাদ।
ভালো থাকুন, ভালো রাখুন।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: এ বিষয়ে আমার থেকে আপনি ভালো পারবেন :)
বিশেষ করে সামু ভাবনা সিরিজ এবং চাঁদগাজী সিরিজ মেইনটেইন করতেই আমার অনেক সময় যায়....

তাও চেষ্টা করবো.....
আপনিও লিখুন না....

পাঠে কৃতজ্ঞতা :)

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮

স্রাঞ্জি সে বলেছেন:

প্রকৃতিবান্ধব পরিবেশ আজ আমরা উত্তরাধুনিকের যাতাকলে ডুবিয়ে দিচ্ছি। ফলাফল আজ প্রাকৃতিক বিপর্যস্ত।

হ্যাঁ____ আমাদের সবার দরকার যেভাবেই পারা একটি গাছ হলেও লাগানো।

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আমাদের সবার উচিত গাছ লাগানো এবং পরিচর্যা করা :)

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৩১

বলেছেন: বৃক্ষ প্রেমী!!!


গাছ লাগান, ভারসাম্য বিধান করুন।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: গাছই জীবনের বাহন.....

আপনিও গাছ লাগান :)

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বৃক্ষ নিয়ে এক কোবতে!

আপনার জন্য

প্লিজ মেরোনা! বাঁচতে দাও! (ট্রিবিউট টু যশোর রোড রেইন ট্রি)

আমাদের একটা বন ও পরিবেশ মন্ত্রনালয় আছে! বোধকরি শুধু মন্ত্রীত্ব আর পায়া ভারী প্রশাসনিক নিয়োগর জন্য!
জন-গণ সম্পৃকত্তা নেই বললেই চলে!
ব্রিটিশ আমেরিকান টোবাকো যে পরিমান গাছ বিতরন করছে জেনুইন ভাবে- কোন বছরই তার সিকি ভাগও দেখিনি মন্ত্রনালয় বা অধিদফতরগুলোকে!

গ্রামে একশত চারা রুয়ে ছিলাম! গ্রামে না থাকার কারণে যা হয়! তবু প্রায় ১৫ টি এখন বিশাল যেন আকাশ ছুঁয়েছে!
কি যে ভাল লাগে নীচে দাড়ালে । বলার মতো নয়।

সামনের বর্ষায় নিয়ত রইল।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতার জন্য ধন্যবাদ প্রিয় কবি...

মন্ত্রণালয় তো শুধু নামে.... বৃক্ষ নিধন চলছেই :(
পুনরায় গাছের চারা বিতরণ প্রয়োজন....

আপনার সম্পৃত্ততা দেখে ভালো লাগলো :)

আমার আশা বৃক্ষ রোপণ নিয়ে ব্লগারদের কিছু করা উচিত......


অবশেষে বৃক্ষের সবুজাভ শুভেচ্ছা :)

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৪

ইসিয়াক বলেছেন: অনেক ভালো লাগলো।ধন্যবাদ

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লাগলো বললেই হবে না....

বেশি বেশি গাছ লাগান, গাছের পরিচর্যা করুন :)

তাহলেই এক মুঠো সবুজ বাতাস আপনাকে ছুঁয়ে যাবে আজীবন.....

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭

অগ্নি সারথি বলেছেন: গাছ লাগান! মানব সভ্যতা বাঁচান।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগাররাও কিছু করতে পারে সবুজের এ বাহনকে বাঁচাতে.......
হোক না আরেকটা বৃক্ষ রোপণ আন্দোলন......
তবুও ধরণী পাবে কিছু গাছের ছায়া....

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪

ইসিয়াক বলেছেন: অবশ্যই।আমি খুব গাছ ভালোবাসি।আমার হাতে লাগানো গাছ সহজে মরেনা।মা বলতেন অবশ্য!ছোট েবলাতে সংসদ ভবন চত্তর থেকে কত গাছ চুরি করে এনে লাগিয়েছি।মা অবশ্য এর জন্য কত মেরেছে।হা হা হা

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ বেশ....

সবুজে ভরে উঠুক পৃথিবী......
পাখির কলকাকলিতে মুখর হোক চারপাশ :)

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০০

তারেক ফাহিম বলেছেন: অবশ্যই, অবশ্যই।

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: গাছ চাই গাছ.....

নিজে লাগান, অন্যকে উদ্বুদ্ধ করুন :)

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮

জাহিদ অনিক বলেছেন:




x = input()
print("Input your current statement";)
if x== low_Population:
print("Nature is fine";)
elif:
x == tolerable_Populaton:
print("Take preparation for tree plantation";)
else:
print ("Tree plantation is urgent";)

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: printf( "Tree plantation is urgent" ) ;

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গ্রামে গেলে গাছ লাগাই। শহরে কোথায় গাছ লাগাবো ?
সবুজ দরণী চাই।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ছাদে, টবে, রাস্তার ধারে, ড্রামে, বনসাই করে....

২২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১

শিখা রহমান বলেছেন: যান্ত্রিকতার যুগে মানুষ আসলেই যন্ত্র হয়ে উঠেছে। পোস্টের মেসেজ ভালো লেগেছে।

শুভকামনা প্রাচীন পক্ষী। ভালো থাকুন সবুজের স্বপ্নে!!

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

ছড়িয়ে পড়ুক বৃক্ষের রোপণ চারিদিকে......

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

মিথী_মারজান বলেছেন: সুন্দর পোস্ট।
প্রয়োজনীয় পোস্ট।
গাছকে ভালোবাসতে হবে, নিজেদের ভালো থাকার তাগিদে।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: গাছকে ভালোবাসতে হবে, নিজেদের ভালো থাকার তাগিদে...
সুন্দর বলেছেন :)

আসুন সবাই মিলে সবুজের গান গাই.....

২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুকরিয়া :)

একটা হলেও গাছ লাগান রাজীব ভাই....

লাগিয়েছি।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই :)

২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন: সুযোগ থাকলে সবারই গাছ লাগানো উচিৎ

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: অবশ্যই তাই :)

২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

জুন বলেছেন: একটি গাছ মানুষকে কি অনাবিল প্রশান্তি এনে দেয় একজন গাছ প্রেমিক তা নিজেই অনুধাবন করতে পারে ।
আমি নিস্পলক চেয়ে থাকি আমার জানালা দিয়ে এই সবুজ গাছগুলোর দিকে আর্কিপটেরিক্স ।
সচেতন করা লেখায় অনেক ভালোলাগা
+

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: এইরে এবার ওটা বাদ গেছে :(

যাই হোক, একটা হলেও গাছ লাগাও মেহজাবিন জুন আপু :)

২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪১

শাহারিয়ার ইমন বলেছেন: আমাদের দেশে কত% বৃক্ষ আছে এখন? জানেন ?

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: 17.5%

২৮| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: আমি পারলে তো আপনাকে বলতাম না রে ভাই। এ বিষয়টি নিয়ে আমার তেমন জ্ঞান নেই। স্বাভাবিকভাবেই দেশে কোথা থেকে, কত খরচে, কিভাবে ছাদ অথবা বারন্দা কৃষি করা যায় সেটা আমার ধারণার বাইরে। আর আমি অনেকগুলো সিরিজ কয়েকটি পর্ব লিখে আর শেষ করিনি ব্যস্ততায় অথবা অস্থির মনের দোষে। যেসব বিষয়ে জানি ও ইন্টারেস্টেড সেগুলোই শেষ করতে পারিনা, আবার এটা! আপনিই ভাবুন, এ বিষয়টিকে আরো গুরুত্ব দিয়ে লিখে যেতে পারেন কিনা। তাহলে সবার জন্যেই উপকার হবে।

ধন্যবাদ প্রতিমন্তব্যে।
শুভকামনা।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: এইবার মাথায় এলো B:-/
ঠিকই তো বিদেশ আর বাংলাদেশ......

দেখি কি করতে পারি :)

পুনরায় আসার জন্য কৃতজ্ঞতা......

২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১

নজসু বলেছেন:



প্রিয় ভ্রাতা, সত্যিকার অর্থেই সুন্দর একটি পোষ্ট এটি।
আপনার হৃদয়ের এই ব্যকুলতা নিশ্চয়ই সবাইকে উৎসাহিত করবে।

আমার গ্রামটা এখনও সবুজে ছাওয়া যেন।
গাছ গাছালিতে ভরপুর। ভালো লাগে।
শহরের ইট পাথরের ফাঁকে গাছ লাগানোর স্থান কোথায়?

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

টব, ড্রাম, ছাদ, ফাঁকা জায়গা, বনসাই +.........

ইচ্ছা থাকলেই ;)

৩০| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সিকিউরিটি এক্সপার্ট,
web.archive.org তে আমার যাবার কথা নয়। বুঝতে পারছি না, কি হচ্ছে। আমি সামুর বাইরে কোথাও লিখি না!!! (এর পরে দেখলে একটা স্কিনশট নিয়ে রাখবেন।)

https://dungulie.com/document/550165?type=BLOG
লিংকে আমার লেখা দেখছি। কীভাবে কী??

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ওই সাইটটা সকল ব্লগের কনটেন্ট ডেইলি কালেক্ট করে...
তাই ওখানে সামুর লিংকও থাকে B-))

এতে কোনো সমস্যা নেই :)

৩১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এই আইডিটা কিছুদিন বন্ধ থাকবে।

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ওক্কে B-))

৩২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮

নজসু বলেছেন:




তা ঠিক বলেছেন।
আজকের পেপারে দেখলাম, রাজধানীতে ঘনবসতি, প্রয়োজনের তুলনায় কম গাছগাছালি
এবং যান্ত্রিক যানবাহনের কার্বন ডাই অক্সাইড পরিবেশকে উষ্ণ করছে। এ কারণে দেশের
অন্যান্য স্থানের চেয়ে ঢাকায় উষ্ণতা সব সময় বেশি থাকে।

ঠান্ডার যন্ত্রণা নাই।
কি বুঝলেন? :-B

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ঢাকার লোক বেশি হট ;)

৩৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: সামু পাগলার সাথে একমত-
বিষয়টি নিয়ে সিরিজ আকারে হলেও লিখতে পারেন

কোন সিজনে কোন ফল ও ফুলের গাছ লাগানো যায়
ফল ও ফুলের বীজ ও চারা কোথায় পাওয়া যায়
কিভাবে তা রোপন করা যায় এইভাবে এতে নিরুৎসাহিত মানুষগুলোর মাঝেও অনুপ্রেরণা জাগবে।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

দেখি ট্রাই করবো.....

৩৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার আহবান !
সারা দিলাম, চেষ্টা করবো।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি :)

সবুজে সবুজে ভরে উঠুক এ পৃথিবী....

৩৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩২

আখেনাটেন বলেছেন: তা বাছা, জীবনে কয়টা গাছ লাগাইচুন। :-B



আপনার এই পোস্ট পড়ে 'একটি গাছের জন্য হাহাকার' নামে উপন্যাস লিখতে মঞ্চাইচ্ছে।

আমরা সবাই গাছপ্রেমী হয়ে উঠি এই প্রত্যাশা।

অফটপিক: আমি কিন্তু নিজে হাতে বেশ কিছু বাগান করেছি।


০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কুটি কুটি ;)

লিকুন না B-))

আপনার গার্লফ্রেন্ড থুক্কু প্রত্যাশার সাথে একমত :D

অটঃ ভালু ভালু :)

৩৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি নিজ উদ্যোগে শুরু করেছি ।

যেখানেই ঘুরতে যাবো সেখানে পাঁচ টা গাছ লাগিয়ে আসব । এবার সময়ের অভাবে পারিনি ।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: That's the spirit boy :)

৩৭| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২

চাঙ্কু বলেছেন: ঠিক কইছো জেডা। আমিও চিন্তা করতেছি গাছের বাগান করুম। মেলা টেকা কামানো যাপে।
তবে ইয়ে মানে ...গাছগুলা গাঁজার গাছ B-)

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

৩৮| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮

ইয়াসিনুর রহমান ফাহিম বলেছেন: আমার নিজেরই বাগানের শখ। প্রিয়তে রাখলাম ভাই।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য কৃতজ্ঞতা অশেষ :)

৩৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৮

মুক্তা নীল বলেছেন: আপনার এই গাছ লাগানোর আহবান নতুন বছরের সেরা আহবান। প্রকৃতির সাথে
আপনার মনটাকে বিলিয়ে দিয়েছেন। আমার সত্যিই মন থেকে ভালো লেগেছে আপনার
এই ভালোলাগা ও পোস্টটি।
আমিও ছোট ছোট ফুলের গাছ রেখেছি বাসায়। আর ছাদের জন্য পরিকল্পনায় আছি।
ধন্যবাদ ভাই , শুভকামনা করছি।

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ :)

জীবনে সবুজের অবদান অনস্বীকার্য.....

৪০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯

নজসু বলেছেন:



যত কিছুই বলিনা কেন আপনার আহ্বান, প্রাণের দাবী।

গাছ লাগাই
পরিবেশ বাঁচাই।

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: একদম তাই...

৪১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ভালো লেগেছে

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৪২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৩৯

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: গাছ আমাদের পরম বন্ধু।আরব দেশে থাকি বিধাই জানি গাছ আমাদের কতোটা উপকারী বন্ধু।সবার মধ্যে গাছ লাগানোর সচেতনতা গড়ে তোলা প্রয়োজন।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৪৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: গাছ জীবন বাঁচায়, বেশি বেশি গাছ লাগানো দরকার।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: গাছ লাগান, পৃথিবী বাঁচান :)

৪৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৩

নষ্টজীবন® বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ আহ্বান রেখেছেন ভাই, আসলেই উচিৎ কাজ প্রতিটি মানুষের জন্য গাছ লাগানো।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: একমত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.