|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
সেদিন কি আসবে ? 
যেদিন পাখিটা খাঁচায় বদ্ধ না থেকে
উড়বে মুক্ত সুনীল আকাশে। 
যদি আসে সেদিন
আমি হবো মুক্ত বিহঙ্গ 
উড়ে যাবো পাখিটার সনে
অজানার পানে........
 ৩৪ টি
    	৩৪ টি    	 +৯/-০
    	+৯/-০  ২২ শে এপ্রিল, ২০১৯  দুপুর ২:০৮
২২ শে এপ্রিল, ২০১৯  দুপুর ২:০৮
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ মামা  
 
চেষ্টা করবো লেখার 
২|  ২২ শে এপ্রিল, ২০১৯  বিকাল ৩:০৩
২২ শে এপ্রিল, ২০১৯  বিকাল ৩:০৩
নজসু বলেছেন: 
অল্প কথায় অনেক কিছু বলা হয়ে গেলো যে। 
সত্যি বলছি- অসাধারণ!!
  ২২ শে এপ্রিল, ২০১৯  বিকাল ৩:০৪
২২ শে এপ্রিল, ২০১৯  বিকাল ৩:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ 
৩|  ২২ শে এপ্রিল, ২০১৯  বিকাল ৪:৪১
২২ শে এপ্রিল, ২০১৯  বিকাল ৪:৪১
ল বলেছেন: এটা তাহলে নিকটার উদ্দেশ্য --- হা হা
বেশ ভালো হয়েছে কিন্তু। 
শুভ কামনা
  ২২ শে এপ্রিল, ২০১৯  বিকাল ৪:৫২
২২ শে এপ্রিল, ২০১৯  বিকাল ৪:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: নিকের সাথে কবিতার যোগ আছে + নাই   
 
আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম  
 
সাথে থাকবেন 
৪|  ২২ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:০৯
২২ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:০৯
শায়মা বলেছেন: বুঝেছি তুমি সামুপাখির দুঃখে এই কবিতা লিখেছো ....
  ২২ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:৪২
২২ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:৪২
আর্কিওপটেরিক্স বলেছেন: আপু এজন্যই তুমি অনন্যা। বুদ্ধি বটে।  তারিফ করতেই হবে  
   
কবিতাটি সামুর এ দূর্দশার উপরে লেখা। কবে এ মেঘের ঘনঘটা কাটবে কে জানে ! 
তবে আমার নিকটাও কিন্তু পাখির নামই  
 
সবশেষে আমার ব্লগ খাঁচা থুক্কু বাড়িতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ  
৫|  ২২ শে এপ্রিল, ২০১৯  রাত ৯:০৩
২২ শে এপ্রিল, ২০১৯  রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
  ২২ শে এপ্রিল, ২০১৯  রাত ৯:০৫
২২ শে এপ্রিল, ২০১৯  রাত ৯:০৫
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই 
৬|  ২২ শে এপ্রিল, ২০১৯  রাত ৯:৫৫
২২ শে এপ্রিল, ২০১৯  রাত ৯:৫৫
স্বপ্নডানা১২৩ বলেছেন: ভাল্লাগছে
  ২২ শে এপ্রিল, ২০১৯  রাত ১০:০৩
২২ শে এপ্রিল, ২০১৯  রাত ১০:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু 
৭|  ২৩ শে এপ্রিল, ২০১৯  সকাল ৯:৩৪
২৩ শে এপ্রিল, ২০১৯  সকাল ৯:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সামুর সাথে তুলনীয় কবিতা ভাল হয়েছে।
  ২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৬:৫১
২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৬:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ 
৮|  ২৩ শে এপ্রিল, ২০১৯  সকাল ১১:১৫
২৩ শে এপ্রিল, ২০১৯  সকাল ১১:১৫
নীল আকাশ বলেছেন: হুম, কবিতা যেন রূপক মনে হচ্ছে। ছোট্ট কথায় প্রায় সবার মনে কথা ফুটিয়ে তুলেছেন, দারুন।   
খাঁচার ভিতর অচীন পাখি, আমি কেমনে তারে.............. 
শুভ কামনা রইল
  ২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৬:৫১
২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৬:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: কবে আসবে সুদিন?
দেখিব তারে নিজ চক্ষে। 
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ 
৯|  ২৩ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১২:৩৮
২৩ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১২:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
প্রেমিক মন নেবে প্রেমের পথে
সাধুর মন নেবে পরম ভাবনায়
এইতো লেখায়র সার্থকতা
সকল দিকেই যখন খাপ খায়  
     
 
++++
  ২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৩
২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৩
আর্কিওপটেরিক্স বলেছেন: একমত ভায়া,
ওয়েটিং ফর সুদিন, 
যবে সুদিন আয়া
মন নাচকে ওঠা 
১০|  ২৩ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১:১৫
২৩ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: ছোট্ট হলেও সুন্দর কবিতায় মনের কথন ভালো লাগলো। সহমত আপনার সঙ্গে, হয়তো একদিন পৌঁছে যাবোই যাবো ডট কমের  জগতে। মোহাম্মদ রফির গা টি, "পাখিটার বুকে যেন তীর মেরো না।" লিংকটি দিতেই পারতেন।
শুভকামনা জানবেন।
  ২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৫
২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: আসুন না পাখি হয়ে উড়াল দিই অজানায় 
ঐক্যমত্যের জন্য অসংখ্য ধন্যবাদ  
 
গানটান আর যোগ করলাম না।  
শুভকামনা অশেষ 
১১|  ২৩ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১:২৬
২৩ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ! সুন্দর !!
  ২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৬
২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৬
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ! ধন্যবাদ !!
১২|  ২৩ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১:৫৮
২৩ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১:৫৮
মনিরা সুলতানা বলেছেন: আসবে আসবে সে দিন
সবাই অপেক্ষায় সুমতি' র।
  ২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৯
২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৯
আর্কিওপটেরিক্স বলেছেন: অবশ্যই হবে সুমতি,
কাটিবে এ ঘনঘটা, 
অবসান হবে দুর্মতি। 
বৃষ্টির জল যেমন সব ধুয়েমুছে নিয়ে যায়, তেমনি একদিন সবই শেষ হবে।  উদিত হবে বিজয়ের সূর্যখানি।
১৩|  ২৩ শে এপ্রিল, ২০১৯  দুপুর ২:৫৫
২৩ শে এপ্রিল, ২০১৯  দুপুর ২:৫৫
কাওসার চৌধুরী বলেছেন: 
একদিন ঠিকই আগের মতো সামুতে সূর্য উঠবে। কেউ বলবে না এটা সানি লিওনের সূর্য স্নানের দৃশ্য। এই দৃষ্টতা দেখানোর সাহস কারো হবে না। সামু হোক রাহু মুক্ত, অপেক্ষায় আছি।
  ২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:০১
২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:০১
আর্কিওপটেরিক্স বলেছেন: সামু হোক রাহু মুক্ত, 
হোক সত্যের জয়, 
এটাই সবার প্রত্যয়। 
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ 
১৪|  ২৩ শে এপ্রিল, ২০১৯  বিকাল ৩:৩৭
২৩ শে এপ্রিল, ২০১৯  বিকাল ৩:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মুক্ত বিহঙ্গ কাল পড়ে শেষ করলাম। অ্যানি যেন মাইকেলের শেষ কথাটা শুনতে পেল- আমি লোকটা তেমন খারাপ ছিলাম না অ্যানি, কী? 
সত্যি বলতে কী, চোখের পানি ধরে রাখাটা কষ্টকর হয়ে গেল। যুদ্ধ, প্রেম আর আত্মত্যাগের অপূর্ব কাহিনীটা যতবারই পড়ি ততবারই নতুন নতুন উপলব্ধি জমা হয়। আর মাইকেলের আত্মত্যাগের কথাটা মনে হলেই ব্যথায় বুকটা টনটন করে ওঠে। মাসুদ রানা সিরিজের মুক্ত বিহঙ্গ বইটি পড়ে দেখতে পারেন, কথা দিচ্ছি খারাপ লাগবে না।  
সামুর আগের সুদিন ফিরে আসুক! প্রতীক্ষার চোখ কখনও ক্লান্ত হয় না।
  ২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:০৩
২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন: MR9 এর একটা চমৎকার বই মুক্ত বিহঙ্গ। পড়েছি কিনা মনে নেই। আচ্ছা পড়বো 
জয় হোক সামুর !
১৫|  ২৩ শে এপ্রিল, ২০১৯  বিকাল ৫:২২
২৩ শে এপ্রিল, ২০১৯  বিকাল ৫:২২
করুণাধারা বলেছেন: ভাবনার চমৎকার প্রকাশ।
  ২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:০৪
২৩ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: ভাবনাগুলি উড়ে বেড়ায় ঐ নীল আকাশে। 
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ 
১৬|  ২৩ শে এপ্রিল, ২০১৯  রাত ৯:০৮
২৩ শে এপ্রিল, ২০১৯  রাত ৯:০৮
সুমন কর বলেছেন: আরো একটু হলে......
  ২৩ শে এপ্রিল, ২০১৯  রাত ৯:৩৩
২৩ শে এপ্রিল, ২০১৯  রাত ৯:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো হতো তাই না?
১৭|  ১৩ ই মে, ২০১৯  রাত ৯:০২
১৩ ই মে, ২০১৯  রাত ৯:০২
কাশফিয়া মাহমুদ বলেছেন: অজানার পথে কি যাওয়া হয়েছিলো?
  ১৩ ই মে, ২০১৯  রাত ১০:২৮
১৩ ই মে, ২০১৯  রাত ১০:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনটাই তো অজানার পানে ছুটে চলা.........
আজো চলে সে পথচলা....
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০১৯  দুপুর ২:০৪
২২ শে এপ্রিল, ২০১৯  দুপুর ২:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দয়া করে আপনি অবিরত লেখুন । আপনার লেখার হাত ও মনও চিন্তা ভালো। শুভকামনা।