নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

অণুগল্পঃ সময়ের প্রতিশোধ

০১ লা মে, ২০১৯ বিকাল ৪:৩৯


২০ বছর আগে.....

মাকে রেখে এসে সুমনের মনটা আনন্দে ভরে গেল। অবশেষে বউ আর বাচ্চাকে নিয়ে শান্তিতে থাকা যাবে। বৃদ্ধরা বড়ই ওল্ড। তাদের সাথে সুমনের স্ট্যাটাসটা ঠিক যায় না। সুমনের স্ত্রী নীলাও তাতে খুশি। মনে মনে বলে উঠলো, "বিদেয় হলো আপদটা ! "


২০ বছর পর....

ওরা নাবিলের আচরণটা কিছুতেই মেনে নিতে পারছে না। "মা-বাবার সাথে এমনটা কেউ করে? " নীলা নাবিলকে প্রশ্ন করে। তবে নাবিল নির্বিকার। রেখে আসে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে। ২০ বছর আগের কথা তার অক্ষরে অক্ষরে মনে আছে !




এজন্যই বোধহয় বলা হয়, সময় প্রতিশোধ নিতে জানে.......

মন্তব্য ৩৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৯ বিকাল ৪:৫২

মুক্তা নীল বলেছেন:
প্রকৃতির প্রতিশোধ বড়ই নির্মম.....
এত ছোট কেন ?

০১ লা মে, ২০১৯ বিকাল ৪:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আরো ছোট করতে চেয়েছিলাম। ১০ লাইন মতো বাদ দিয়েছি। ন্যানোগল্প বলতে পারেন।

প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না.....

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

২| ০১ লা মে, ২০১৯ বিকাল ৫:০২

ভুয়া মফিজ বলেছেন: টিট ফর ট্যাট!

০২ রা মে, ২০১৯ রাত ৯:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: Yep :)

৩| ০১ লা মে, ২০১৯ বিকাল ৫:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক আছে আরো ছোট হলে ভালো হতো। ;)

০২ রা মে, ২০১৯ রাত ৯:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: একটা শব্দে হলে ভালো হতো ;)

৪| ০১ লা মে, ২০১৯ বিকাল ৫:১১

করুণাধারা বলেছেন: থিমটা পুরানো, কিন্তু গল্প বলার ভঙ্গিটা ভালো লাগলো..........

০২ রা মে, ২০১৯ রাত ৯:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

আপনার ব্লগে আমার কমেন্টগুলোর উত্তর চাই B-))

৫| ০১ লা মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

পবিত্র হোসাইন বলেছেন:
-একটু বড় করে লেখা যেত

০২ রা মে, ২০১৯ রাত ৯:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: এই লন সবচেয়ে ছোট্ট পাখি হামিংবার্ড B-))

৬| ০১ লা মে, ২০১৯ রাত ৮:০১

বলেছেন: চমৎকার, কিন্তু.............................।

০২ রা মে, ২০১৯ রাত ৯:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: কিন্তুটা রয়েই যাবে। আরো ছোট করতাম.......

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৭| ০১ লা মে, ২০১৯ রাত ৯:০০

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




ছোট্ট। গতানুগতিক থীম। তবে অনুগল্পের উপাদান ঠিক ঠিক আছে।







০২ রা মে, ২০১৯ রাত ৯:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আহমেদ জী এস,





মূল্যবান মতামতের জন্য কৃতজ্ঞতা জানবেন :)

৮| ০১ লা মে, ২০১৯ রাত ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

ছুডু অইলেও দারুন বোঝাইছেন ছার! :P

অতি পরিচিত সত্যকে অল্পকথায় ফুটিয়েছেন।
আহমেদ জিএস ভায়ার কথামতে অনুগল্পের উপাদান ঠিক ঠিক আছে। :)

+++

০২ রা মে, ২০১৯ রাত ৯:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু ছাত্তর :P

অণুগল্প তবে হলো :)

৯| ০১ লা মে, ২০১৯ রাত ১০:৪৭

লিযেন বলেছেন: নেনো গল্প................ :) :) :)

০২ রা মে, ২০১৯ রাত ৯:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: একদম তাই :)

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

১০| ০২ রা মে, ২০১৯ রাত ১২:১৬

মাহমুদুর রহমান বলেছেন: মানুষ তার ধ্বংস ডেকে আনে নিজ কর্মে।

০২ রা মে, ২০১৯ রাত ৯:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: কর্মই জীবন....

১১| ০২ রা মে, ২০১৯ সকাল ১০:২০

নীল আকাশ বলেছেন:

০২ রা মে, ২০১৯ রাত ৯:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: নির্মম বাস্তবতা :(

১২| ০২ রা মে, ২০১৯ দুপুর ১:৩০

রাকু হাসান বলেছেন:

প্রকৃতি তার শোধ নেবেই । সব জেনে শুনেও আমরা ভুল করছি । সঠিক মানবিক বুঝ দান করুক স্রষ্টা ।

০২ রা মে, ২০১৯ রাত ৯:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রকৃতির আক্রোশ মারাত্মক। তাই ভুল করা যাবে না।

পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা :)

১৩| ০২ রা মে, ২০১৯ বিকাল ৪:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ন্যানোগল্প ভালো লাগল।

০২ রা মে, ২০১৯ রাত ৯:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ন্যানো নয় বিগ থ্যাংকু B-)

১৪| ০২ রা মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

মনিরা সুলতানা বলেছেন: হুম বাস্তবতা।

০২ রা মে, ২০১৯ রাত ৯:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনের রং ক্ষণে ক্ষণে বদলায়। আজ রঙিন মনে হলেও কাল ধূসর হতে পারে।
নিয়তির খেলা বোঝা ভার। তাই সবার উচিত মানবিকতার চর্চা করা।

আমার ব্লগে আসা এবং কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

শুভকামনা রলো.....

১৫| ০২ রা মে, ২০১৯ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: নির্মম এবং সঠিক !!!!!!! :)

০২ রা মে, ২০১৯ রাত ৯:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনটা একটা অনিশ্চিত গল্প........

সময় পেলে আমার লেখা কিউটের ডিব্বা পোস্টটা পড়ো :)

আসার জন্য থ্যাংকু :)

০২ রা মে, ২০১৯ রাত ১১:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: কিউটের ডিব্বা প্রথম পার্টটা অবশ্যই পড়ো :)

১৬| ০৩ রা মে, ২০১৯ বিকাল ৩:৪৯

আখেনাটেন বলেছেন: সময় থাকতেই সাবধান হয়ে যাওয়া ভালো রে মনু!

এগুলো এখন হরহামেশা হচ্ছে। সমাজটা দ্রুতই পরিবর্তিত হয়ে যাচ্ছে।

০৩ রা মে, ২০১৯ বিকাল ৩:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: সমাজের পচনের নিদর্শন......

বাকি পোস্টগুলো পড়ার আমন্ত্রণ রলো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.