নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো কথা...

১৭ ই মে, ২০১৯ রাত ৯:১৬



বই হলো নৌকার মতো। ভাবনার সাগরে নিয়ে যায়। সাগরের গভীরতার মতোই বই জীবনের গভীরতা প্রকাশ করে। শত মস্তিষ্কের মিলন ঘটে বইয়ের মাধ্যমে। যদি আমি বই হতে পারতাম !

#
দিনদিন সবুজের সমারোহ কমে যাচ্ছে। সবুজ চোখের জন্য আরামদায়ক। কে জানে এজন্যই সলিমের চোখটা নষ্ট হয়ে গেল কিনা !

#
সব প্রথমই সুখের নয়। বেদনার ছোঁয়াও থাকতে পারে। তবে প্রথম মৃত্যু ?

#
বৃষ্টি থামবে কখন ! চারপাশে মরুভূমিতে বসে ভাবি।

#
আলো ছাড়া অন্ধকার অস্তিত্বহীন। বই ছাড়া জ্ঞান ?

#
গানের রাজ্যে হারিয়ে যাওয়া যায়। মনটা চায় গানের কলি হতে !

#
শিশুরা অনাবিল আনন্দের উৎস। আচ্ছা আমি কেন দিনদিন ছোট হই না !

#
সময়ের অভাবে হারিয়ে যায় কতকিছু। আমার লেখাটাও কি তবে হারিয়ে গেল ?

#
আচ্ছা আমরা কোনো কিছু করি কেন? সবই কি স্রেফ সময় কাটানো !

#
ওহে জীবন , তোকে আমার বাঁচিয়ে রাখতেই হবে !

#
পৃথিবীটা রঙের খেলা। আগেকার ছবিগুলো হতো সাদাকালো। তবে কি তখনকার মানুষের মনে পঙ্কিলতার অভাব ছিলো ?

#
সাদা জমিনে কালো ফসল। হয়ে যায় মনের খোরাক !

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৯ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের কোনকিছু তো বাদ পড়েনি, এটা কি শেষ পোষ্ট?

১৭ ই মে, ২০১৯ রাত ৯:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: নাহ ! Just wandering thoughts...

২| ১৭ ই মে, ২০১৯ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


গতবারের ২১ শে' মেলার শতকরা ৮০ ভাগ বই গার্বেজ ছিল; এর আগের বছর ছিল শতকরা ৯০ ভাগ; আপনি কোন বইযয়ের কথা বলছেন?

১৭ ই মে, ২০১৯ রাত ৯:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি কোনো বইয়ের কথা বলছি না। আপনি বোধহয় কোনো ব্লগারের বইয়ের নামের সাথে আমার কমেন্ট গুলিয়ে ফেলেছেন।

২০ ভাগ ভালো বই-ই যথেষ্ট !

৩| ১৭ ই মে, ২০১৯ রাত ৯:৩৯

বলেছেন: সাদা জমিনে কালো ফসল --- এটা কোন ফসল!!!

১৭ ই মে, ২০১৯ রাত ৯:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: সাদা জমিন - কাগজ
কালো ফসল - কালির লেখা

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৪| ১৭ ই মে, ২০১৯ রাত ১০:৩৬

সোনারবাংলা২০১৯ বলেছেন: আসলে ই এলোমেলো লেখা ।

১৭ ই মে, ২০১৯ রাত ১১:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

৫| ১৭ ই মে, ২০১৯ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।
দামী দামী কথা সব।

১৭ ই মে, ২০১৯ রাত ১১:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই :)

ভালো থাকবেন :)

৬| ১৮ ই মে, ২০১৯ রাত ১২:১০

মেঘ প্রিয় বালক বলেছেন: সাদা জমিন কালো ফসল,প্রিয় ব্লগার আপনার কল্পনার মেধাশক্তির প্রশংসা না করে পারলাম নাম। খুব তীক্ষ্ণ আপনার মেধা।

১৮ ই মে, ২০১৯ রাত ১২:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই :)

লেখালেখির চেষ্টা চলে আরকি !

ভালো থাকবেন :)

৭| ১৮ ই মে, ২০১৯ রাত ১২:৩৭

চাঙ্কু বলেছেন: বই হলো নৌকার মতো। ভাবনার সাগরে নিয়ে যায়। - সেইরাম ননাফসুসিত কথাতো!! এইরাম করেতো কোনদিন ভাবিনি!!

১৮ ই মে, ২০১৯ রাত ১২:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: এখন ভাবো B-))

৮| ১৮ ই মে, ২০১৯ ভোর ৪:৪৪

মাহমুদুর রহমান বলেছেন: সলিম কে?

১৮ ই মে, ২০১৯ সকাল ৭:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: কৃত্রিম চরিত্র। জাস্ট লেখার জন্য ব্যবহার করেছি।

৯| ১৮ ই মে, ২০১৯ সকাল ১০:৪৫

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,





বই হলো নৌকার মতো। ভাবনার সাগরে নিয়ে যায়। সাগরের গভীরতার মতোই বই জীবনের গভীরতা প্রকাশ করে। শত মস্তিষ্কের মিলন ঘটে বইয়ের মাধ্যমে। যদি আমি বই হতে পারতাম ! ----------------
...............বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয়।

দিনদিন সবুজের সমারোহ কমে যাচ্ছে। সবুজ চোখের জন্য আরামদায়ক। কে জানে এজন্যই সলিমের চোখটা নষ্ট হয়ে গেল কিনা ! ...................
...........আজকাল সব সলিম মিয়াদের চোখটাই নষ্ট কারন তারা সবুজ প্রকৃতি কখনও দেখেনি, দেখে আসছে হাতের স্ক্রীনে ষড়রিপুর ক্যালিডোষ্কোপিক অন্য ধরনের প্রকৃতি।


সব প্রথমই সুখের নয়। বেদনার ছোঁয়াও থাকতে পারে। তবে প্রথম মৃত্যু ? ............
..................জীবনের পথে পথে একাধিকবার মৃত্যু হয় মানুষের। তবে কোনও মৃত্যুই সুখকর নয়। তবে প্রথম ভালোবাসার মরনে আলাদা এক সুখ থাকে মনে হয়।


বৃষ্টি থামবে কখন ! চারপাশে মরুভূমিতে বসে ভাবি।.................
মরুভুমিতে বৃষ্টিই বা কি আর অবৃষ্টিই বা কি! সব জল তো শুকিয়েই যাবে, পড়ে থাকবে তপ্ত বালুরাশি।


শিশুরা অনাবিল আনন্দের উৎস। আচ্ছা আমি কেন দিনদিন ছোট হই না !..........
শিশুরা অমলিন- অপাপবিদ্ধ! দিন দিন আমাদের পাপের বোঝা বাড়ে, সেটা ঘাড়ে করে টানতে আমাদের যে ছোট হলে চলেনা!!!


সময়ের অভাবে হারিয়ে যায় কতকিছু। আমার লেখাটাও কি তবে হারিয়ে গেল ?...........
হারায় না কোনকিছুই। আড়ালে লুকিয়ে থাকে শুধু। খুঁজে নিতে হয় !


আচ্ছা আমরা কোনো কিছু করি কেন? সবই কি স্রেফ সময় কাটানো !
হা......হা.........হা... কিছু একটা করতে হয় বলেই আমরা কিছু করি। তার উপর আমরা বাঙালী, নাই কাজ খৈ ভাজ টাইপ! এইতো এলোমেলো কতোগুলি কথা বলে ফেললেন আর আমিও কিছু একটা করতে হবে বলেই এলোমেলো-আবোল-তাবোল কিছু জুড়ে দিলুম। স্রেফ কিছুটা সময় কাটিয়ে গেলুম।



ওহে জীবন , তোকে আমার বাঁচিয়ে রাখতেই হবে ! .............
কিন্তু জীবনটা যে - তুহু মম শ্যাম সমান !!!!!!!!!!!

পৃথিবীটা রঙের খেলা। আগেকার ছবিগুলো হতো সাদাকালো। তবে কি তখনকার মানুষের মনে পঙ্কিলতার অভাব ছিলো ?
তখন রঙিন ফিল্ম আবিষ্কার হয়নি ! ;)

[ এলোমেলো মন্তব্য ]

১৮ ই মে, ২০১৯ সকাল ১১:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আহমেদ জী এস,










বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয়।
এখানে আমিও বইয়ের মতো অনন্ত যৌবনা হতে চেয়েছি

আজকাল সব সলিম মিয়াদের চোখটাই নষ্ট কারন তারা সবুজ প্রকৃতি কখনও দেখেনি, দেখে আসছে হাতের স্ক্রীনে ষড়রিপুর ক্যালিডোষ্কোপিক অন্য ধরনের প্রকৃতি।
ঠিক ঠিক বুঝেছেন দেখছি ! সমাজের পচন ঘটছে এভাবে :(

প্রথম ভালোবাসার মরনে আলাদা এক সুখ থাকে মনে হয়।
সুন্দর কথা বলেছেন। পাওয়া - না পাওয়ার মাঝেই জীবন। না পাওয়াটাই কি তবে ইচ্ছার মৃত্যু !

মরুভুমিতে বৃষ্টিই বা কি আর অবৃষ্টিই বা কি! সব জল তো শুকিয়েই যাবে, পড়ে থাকবে তপ্ত বালুরাশি
যখন জীবন থাকে তখন মরুভূমির বুকে বৃষ্টির মতোই অনাবিল আনন্দের ফোয়ারা হয়। আর মৃত্যু ঘটলে সবকিছু মরুভূমির মতোই খাঁ খাঁ করে। তবে মরুঝড় বড়োই মারাত্মক

দিন দিন আমাদের পাপের বোঝা বাড়ে, সেটা ঘাড়ে করে টানতে আমাদের যে ছোট হলে চলেনা!!!
দারুণ বলেছেন :)

খুঁজে নিতে হয় !
খুঁজেই তো পোস্ট করলাম B-))

তার উপর আমরা বাঙালী, নাই কাজ খৈ ভাজ টাইপ!
বাঙালি এক অসাধারণ জাতি

কিন্তু জীবনটা যে - তুহু মম শ্যাম সমান !!!!!!!!!!!
মরণ রে তুহু মম শ্যাম সমান :D

তখন রঙিন ফিল্ম আবিষ্কার হয়নি ! ;)
আজকালকার পোলাপান যে ছবি দেখে :`>

[এলোমেলো প্রতিমন্তব্য ;) ]

১০| ১৮ ই মে, ২০১৯ দুপুর ২:১৭

পুলক ঢালী বলেছেন: মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ।
এই সূর্যকরে এই পুষ্পিত কাননে
জীবন্ত হৃদয় – মাঝে যদি স্থান পাই ।

এটা আমারই রচনা শুধু দুর্ভাগ্য যে রবীন্দ্রনাথ ঠাকুর আমার আগে জন্মেছিলেন। ;)

জী এস ভাই আর আপনার কাব্য প্রতিকাব্য বিশ্লেষনে সময় ক্ষেপন উপভোগ করলাম।
আপনিও কি ডাক্তার ????

১৮ ই মে, ২০১৯ দুপুর ২:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: আরে কবি ঢালী ভাইয়ের আগমন :P

রবীদার বিরুদ্ধে কপি পেস্ট করার অপরাধে মামলা করা হোক B-)

বিশ্লেষণটা কিন্তু সেই হইছে B-))

নাহ আমি ডাক্তার নই। ইন্জিনিয়ার :)

১১| ১৮ ই মে, ২০১৯ দুপুর ২:২৮

নীল আকাশ বলেছেন: Never tell your problems to every one। ৮০% do not care and rest 2০% are glad you have them।

১৮ ই মে, ২০১৯ দুপুর ২:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: In the end, I am the one solving issues :)

১২| ১৮ ই মে, ২০১৯ রাত ৮:০৫

মুক্তা নীল বলেছেন: হোক বড্ড এলোমেলো কথা তারপরও সবগুলো কথাই ভালো লেগেছে। কোনটা কোনটা ছেড়ে কোনটা বলি সবগুলোতেই ±++

১৮ ই মে, ২০১৯ রাত ৮:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লেগেছে জেনে প্রীত হলাম :)

ধন্যবাদ জানবেন :)

১৩| ১৮ ই মে, ২০১৯ রাত ৮:০৮

ব্লগার_প্রান্ত বলেছেন: মরুভুমিতে বসে বৃষ্টির কথা ভাবা! দারুন!

১৮ ই মে, ২০১৯ রাত ৮:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ইয়েপ ম্যান B-)

১৪| ১৮ ই মে, ২০১৯ রাত ১১:৫৬

কাশফিয়া মাহমুদ বলেছেন: মরুভূমিতে বৃষ্টি আহা...

১৯ শে মে, ২০১৯ সকাল ১০:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: যেকোনো বৃষ্টিই মনটা ভালো করে দেয় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.