নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন বাংলাদেশ !

১৮ ই মে, ২০১৯ রাত ১২:৫৫


ওয়েস্ট ইন্ডিজ এর সাথে রুদ্ধশ্বাস ফাইনালে জয়ী বাংলাদেশ। এটাই বাংলাদেশের প্রথম শিরোপা !

ছিঁড়বে ছিঁড়বে করেও শিকে টা ছিঁড়ছিলো না। শেষ বলেই হতো বিলীন স্বপ্নগুলো। এতগুলো ফাইনালে বাংলাদেশ খেলেছে তবুও একটাতেও জয় ছিলো না। শেষ বলে ফসকে যেত কাপ। কখনো একটি উইকেটের জন্য কখনোবা ২ টা রান করলেই হতো। তবে অদৃশ্য কোনো কারণ বা নিতান্তই ভাগ্য সুপ্রসন্ন না হওয়ার কারনে জেতাটা হতো না বোধহয় ।

তবে শিকে একদিন ছিঁড়তেই হতো। এটাই হলো বাংলাদেশ - আয়ারল্যান্ড - উইন্ডিজ সিরিজে। চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ ! ক্যাপ্টেন মাশরাফির হাতে উঠলো ফাইনালের ট্রফি !

এই তো শুরু হলো রূপকথা রচনার। সামনে আছে হাজারো চমক !

মন্তব্য ৩৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৯ রাত ১:১৮

বলেছেন: অভিনন্দন টিম বিডি

১৮ ই মে, ২০১৯ সকাল ৮:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: অসাধারণ খেলা !
বলে বলে টান টান উত্তেজনা !

অবশেষে জয়ী হলো বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ !

২| ১৮ ই মে, ২০১৯ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:


খেলার স্হান, এটা কি কাপের খেলা, টেষ্ট খেলা, কোন কিছুই নেই; এভাবে কি পোষ্ট দেয়া চলে?

১৮ ই মে, ২০১৯ সকাল ৭:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: চলে। আপনি যদি খেলাটা দেখতেন তাহলে বুঝতেন আমার অবস্থাটা। আনন্দে হাত কাপছিলো !

৩| ১৮ ই মে, ২০১৯ রাত ২:১২

ডঃ এম এ আলী বলেছেন: টাইগারদের প্রতি রইল প্রাণডালা অভিনন্দন ।

অনলাইনে খেলাটির স্কুর দেখছিলাম ।

শুভ সংবাদটি সকলের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

১৮ ই মে, ২০১৯ সকাল ৮:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ :)

৪| ১৮ ই মে, ২০১৯ রাত ৩:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
অভিনন্দন বাংলাদেশ!

তবে আজকাল বাংলাদেশের জয়ে অনেকেই খুশী হয় না।
কিছুদিন আগে বিড়বিড় করে প্রকাশ্যে বাংলাদেশের পরাজয় কামনা করতে দেখেছি। ব্লগের কথিত কবি সাহিত্যিকরাও আগে 'মাশরাফি মাই ক্যাপ্টেন' বলে গলা ফাটাতেন এরাও হিমশীতল!

লেজুড়বৃত্তি কোন পর্যায়ে পৌছলে দেশের এরুপ অধপতন!

১৮ ই মে, ২০১৯ সকাল ৭:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: ওদের কথা বাদ দিন ভাই !

আনন্দের দিনে এসব ভেবে কাজ নেই।

We just did it !

৫| ১৮ ই মে, ২০১৯ ভোর ৪:১৮

পথিক প্রত্যয় বলেছেন: অনেক উপভোগ করেছি। মাঝখানে পরপর কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় টেনশনে পড়ে গিয়েছিলাম । তবে মোসাদ্দেক এখন পর্যন্ত তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করেছে আজকের খেলায় ।

১৮ ই মে, ২০১৯ সকাল ৭:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আহা ! চমৎকার রকমের রুদ্ধশ্বাস ম্যাচ। বলে বলে উত্তেজনা !

৬| ১৮ ই মে, ২০১৯ ভোর ৪:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: এটা কোন পোষ্ট নয়।আরও দশ বারো লাইন বাড়িয়ে লিখুন।আপনাকে মনে রাখতে হবে যে এটা ব্লগ।

১৮ ই মে, ২০১৯ সকাল ৭:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: বিজয়ী হবার পরপরই পোস্টটা দিই। আনন্দে হাত কাপছিলো।

৭| ১৮ ই মে, ২০১৯ সকাল ৭:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: জয় বাংলা।
তবে আপনি বড্ড কৃপণ লোক।

১৮ ই মে, ২০১৯ সকাল ৭:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: আনন্দের আতিশয্যে এই পোস্ট। তাই ছোট।

৮| ১৮ ই মে, ২০১৯ সকাল ৭:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: আজকের ম্যাচটা সত্যি অসাধারণ ছিলো। সৌম্য ও মোসাদ্দেকের ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে দাগ কাটতে পেরেছে।

তবে ডিএলএস রোলে সংস্কার অপরিহার্য। আমার মনে হয়, এই পদ্ধতিতে ম্যাচ শেষ হলে প্রথমে ব্যাটিং করা দল এডভান্টেজ বেশি পায়। তাদের জেতার সম্ভাবনা বেশি থাকে।

১৮ ই মে, ২০১৯ সকাল ৭:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: সৌম্য আর মোসাদ্দেক জোশ খেলেছে :)

D L আজো সেই পুরাতন ফরম্যাটেই আছে। ম্যাচ শেষ হলে প্রথমে ব্যাটিং করা টিমই এডভান্টেজ পায়। কথাটি সঠিক বলেছেন। পরবর্তীতে খেলা দলের ক্ষেত্রে অস্বাভাবিক রান বা কম ওভার অপেক্ষা করে। যা জেতা হাজার গুণ টাফ।

১৮ ই মে, ২০১৯ সকাল ৭:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: তবে আমরা অসম্ভবের পাহাড় টপকেছি !

বাংলাদেশ !
বাংলাদেশ !
বাংলাদেশ !

৯| ১৮ ই মে, ২০১৯ সকাল ৮:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমরা অসম্ভবের পাহাড় টপকেছি ! - হ্যা। আমরা প্রমাণ করেছি আমরাও পারি। সামনে বিশ্বকাপ। আসরে অংশ নেওয়া দলগুলোর ভেতর কিছুটা হলেও আতংক ছড়িয়ে দিতে পেরেছি।

১৮ ই মে, ২০১৯ সকাল ৮:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আমাদের সেই পটেনশিয়ালিটি অনেক আগেই ছিলো। শুধু ব্যাটে বলে মিলছিলো না !

বিশ্বকাপে এবারো চমক দেখাবে বাংলাদেশ। সেই ফাইনাল জুজুটা যে আর নেই !

আতংক মানে ! আমরা তো অনেক আগে থেকেই আতংক। দেখেন না বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ম্যাচগুলো। ওরা তো জাস্ট শিডিউলেই চেঞ্জ করে না আবার অসদুপায় অবলম্বন করে। সেই ম্যাচটা । আলিম দার /:)

১০| ১৮ ই মে, ২০১৯ সকাল ১০:০০

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




এমন রূপকথার চমক যে মাঝেমাঝেই আমাদের হাতের কাছে এসেও চমকে ওঠেনা !!!!!!!!!!!!!!!!!!!!!

স্কোরবোর্ড, বোলার, বলের ধরন, নিজের দলের বাকীদের সামর্থ্য ইত্যাদি সব হিসেব করে করে একটু ঠান্ডা মাথায় স্নায়ূ ঠিক রেখে প্রত্যেকটি ক্রিকেটার যদি খেলেন, মনে হয় অনেক চমকই আমরা দেখাতে পারবো। নিজের সবটুকু সামর্থ্যের পাশাপাশি দলের অন্যদের সামর্থ্য হিসেব করেই ব্যাটে-বলে করা উচিত।

জয়তু বাংলাদেশ।

১৮ ই মে, ২০১৯ সকাল ১০:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: হাতের মুঠোয় এসেও যে ফসকে যেতো বিজয় !

মাথা ঠান্ডা রাখাটাই মেইন ফ্যাক্টর। প্রত্যেকটা ম্যাচেই মাহমুদুল্লাহ আর মুশফিক থাকলেও শেষটা হতো মলিন। ফিনিশিং টাচটা ঠিকঠাক হতো না। তবে কাল হয়েছে। যেকোনো লড়াইয়ে প্রতিপক্ষের সামর্থ্য বিবেচনা করেই এগোনো উচিত।

মোসাদ্দেক আর সৌম্য জোশ খেলেছে। আর মাশরাফি ! বেস্ট ক্যাপ্টেনের হাতে অবশেষে উঠলো শিরোপা।

বাংলাদেশের এই জয়ের ধারা বজায় থাকুক....

১১| ১৮ ই মে, ২০১৯ সকাল ১০:১০

শায়মা বলেছেন: অভিনন্দন অভিনন্দন :)

১৮ ই মে, ২০১৯ সকাল ১০:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আনন্দে মনটা নেচে উঠছে :)

আহা কি আনন্দ আকাশে বাতাসে :)

জয় বাংলাদেশের জয় !

১২| ১৮ ই মে, ২০১৯ দুপুর ১২:২৭

ভুয়া মফিজ বলেছেন: টেনশানে এক পর্যায়ে খেলা দেখাই বন্ধ করে দিয়েছিলাম। এই আনন্দটা আমাদের জন্য ডিউ হয়ে ছিল অনেকদিন ধরে! :)

১৮ ই মে, ২০১৯ দুপুর ১২:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: এত্তগুলা দিন ধরে ওয়েট করতেছিলাম..... অবশেষে B-))

জয় বাংলাদেশের জয় !

১৩| ১৮ ই মে, ২০১৯ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: পুরো দেশ আজ আনন্দিত।

১৮ ই মে, ২০১৯ দুপুর ১:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে :)

১৪| ১৮ ই মে, ২০১৯ দুপুর ২:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চেজ করাতে আমরা বরাবরই দুর্বল ছিলাম। কিন্তু এই টুর্নামেন্টে সবগুলো ম্যাচই আমরা চেজ করে জিতেছি। সাবাস টাইগাররা।

১৮ ই মে, ২০১৯ দুপুর ২:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: সেই জুজুটা আশাকরি গ্যাছে......

জয় বাংলাদেশের জয় !

নড়াইল এক্সপ্রেস রকস :)

১৫| ১৮ ই মে, ২০১৯ দুপুর ২:১২

নীল আকাশ বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টীম এবং আপনাকে, এও পোস্ট দেবার জন্য।

১৮ ই মে, ২০১৯ দুপুর ২:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

বহুল আকাঙ্ক্ষার জয় এটা !

১৬| ১৮ ই মে, ২০১৯ দুপুর ২:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অব্যাহত সাফল্য কামনা করছি।

১৮ ই মে, ২০১৯ দুপুর ২:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: সাফল্যের ধারা চলতে থাকুক !

জয় বাংলাদেশের জয় !

১৭| ১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
বাংলাদেশ ! বাংলাদেশ ! বাংলাদেশ ! :D


ইং-পাকিদের ম্যাচ যা দেখছি। বিশ্বকাপে কিন্তু ৩০০-৩৫০ রান হবে।

@টাইগার্স
লুঙ্গিটা শক্ত কইরা বাইন্ধো মনু...

১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: বাংলাদেশ ! :-/
বাংলাদেশ ! :-/
বাংলাদেশ ! :-/

ইং-পাকি ম্যাচে তো ৩৪০ উঠলো। ৩০০ -৩৫০ বিশ্বকাপে মাস্ট হবে। আরো বেশিরও দেখা পেতে পারি।

তোমারে দেইখা ভালো লাগলো B-))

১৮| ২১ শে মে, ২০১৯ দুপুর ২:৪৮

নজসু বলেছেন:


বাংলাদেশ আরও এগিয়ে যাওয়ার অপেক্ষায়….

২১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: এবারে বাংলাদেশ আরো এগিয়ে যাবে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.