![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুনীল আকাশে ভেসে চলা
মেঘের মতোই আমার স্বপ্নগুলো ভেসে চলে,
লক্ষ্যহীন, দিকভ্রান্ত হয়ে
অজানাতে।
সুনীল আকাশের মেঘের মতোই
গল্পগুলো নেমে আসে,
বৃষ্টির ন্যায় গাল বেয়ে
জলের অগুনতি ধারা হয়ে!
সুনীল আকাশের তারাগুলোর মতোই
স্বপ্নগুলো আমার,
অচেনা, অধরা থেকে যায় !
সুনীল আকাশের সূর্যের মতোই
জীবনে সূর্য ওঠে,
কখনোবা হারিয়ে যায় সে সূর্য
আঁধার নেমে আসে !
সুনীল আকাশের পাখিগুলোর মতোই
জীবন উড়ে চলে।
হঠাৎ করে,
একসময় হারিয়ে যায় !
সুনীল আকাশের চাঁদের মতোই
সুখগুলো আসে আর যায় !
তাই আমি আজ,
সুনীল আকাশের এই বিশালতায়
হারিয়ে যেতে চাই !
২৭ শে মে, ২০১৯ রাত ১০:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: হারিয়ে গেলাম
পাঠে কৃতজ্ঞতা
২| ২৭ শে মে, ২০১৯ সকাল ১০:১৬
নীলপরি বলেছেন: বাহ । ভালো লিখেছেন ।
শুভকামনা
২৭ শে মে, ২০১৯ রাত ১০:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু
৩| ২৭ শে মে, ২০১৯ সকাল ১০:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
সুনীল আকাশের সুনীলে
ফানা হয়ে যান ষৎ-নীলে
ভাল লাগা +++
২৭ শে মে, ২০১৯ রাত ১০:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: হতেই তো চাই ফানা
তবে নেইকো আমারা ডানা।
পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা প্রিয় কবি
শুভকামনা অশেষ.....
৪| ২৭ শে মে, ২০১৯ সকাল ১১:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ+
২৭ শে মে, ২০১৯ রাত ১০:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মুনতব্যে
৫| ২৭ শে মে, ২০১৯ সকাল ১১:২৪
মুক্তা নীল বলেছেন:
সুন্দর কবিতা লিখেছেন।
২৭ শে মে, ২০১৯ রাত ১০:৩৪
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা
শুভকামনা নিরন্তর ...
৬| ২৭ শে মে, ২০১৯ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: সুনীল আকশে হারিয়ে যাওয়া মানে তো মৃত্যু। এত তাড়াতাড়ি মৃত্যুর দরকার আছে কি?
২৭ শে মে, ২০১৯ রাত ১০:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: সুনীল আকাশে উড়োজাহাজ হারিয়ে গেলে তার ফলাফল তো মৃত্যুই !
কবিতায় আমি আকাশের মতো বিশাল মনের হতে চেয়েছি, যে কিনা শত স্বপ্নভঙ্গেও হার মানে না।
৭| ২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ! সুন্দর!!
২৭ শে মে, ২০১৯ রাত ১০:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ! অসংখ্য ধন্যবাদ !!
৮| ২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
অজানা তীর্থ বলেছেন: “জীবন আকাশ” নাম ও রাখা যায়। পুরো জীবনটা কে অল্প পরিসরে অনেক সুন্দর করে এঁকেছেন ভাইয়া।
২৭ শে মে, ২০১৯ রাত ১০:৪০
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর নামটার জন্য এত্তগুলা ধন্যবাদ। বাট নাম তো দিয়ে ফেলেছি। তাই এটাই থাক !
জীবন আর কই আঁকলাম, আঁকলাম আকাশকে
৯| ২৭ শে মে, ২০১৯ রাত ১০:৫৫
আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স ,
আকাশের নিজস্ব কোনও স্বপ্ন থাকেনা!
তেমন একখানা আস্ত মন থাকলেই সুনীল আকাশের ক্যানভাসে নিজস্ব স্বপ্নচিত্র আঁকা যায়। ভাঙা মন হলে, আকাশটা মাথায় কেন ভেঙে পড়েনা, এমনটা ইচ্ছে হয়।
মনখানা আপনার আস্তই আছে বোঝা গেলো! কোষমুক্ত তরবারীর মতো আপনার স্বপ্নরা, আকাশের রং বদলের সাথে সাথে বারেবারে চমক দিয়ে গেছে।
২৭ শে মে, ২০১৯ রাত ১১:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন: এখানে আমি আকাশকে এক বিশাল সত্তা হিসেবে ধরেছি। আকাশে এতগুলো ঘটনা ঘটে চলে, তবে নেই তার কোনো বিকার !
আস্ত মন তবে আছে আমার, কি বলেন
বিদ্যুৎ এর ঝলকানির ন্যায় স্বপ্নগুলো পরিবর্তিত হচ্ছে। ছোট বেলায় স্বপ্ন দেখতাম এক এখন আরেক, ভবিষ্যতে অন্যরকম।
সবশেষে চেয়েছি, আকাশের মতোই বিশাল মনের হতে। যার স্বপ্ন ভেঙে গেলেও কিছু আসে যায় না। অবিচল হয়ে দাড়িয়ে থাকে !
কবিতা হলো শব্দ নামক রঙের খেলা। যে খেলা ছাপ রেখে যায় জীবনের ক্যানভাসে।
১০| ২৭ শে মে, ২০১৯ রাত ১১:৫০
মেঘ প্রিয় বালক বলেছেন: আমিও হারিয়ে যেতে চাই ঐ আকাশে।
২৭ শে মে, ২০১৯ রাত ১১:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: আসুন তবে আমার সাথে !!!
১১| ২৮ শে মে, ২০১৯ রাত ১:০৩
দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
মাঝেমধ্যে ইচ্ছে করে এই ভেরিগেট পেরিয়ে একটু উন্মুক্তভাবে উড়ে বেড়ায় কিন্তু সেখানেও বাধা, বড় কষ্টে আছি ভাই!
২৮ শে মে, ২০১৯ সকাল ৯:৫৯
আর্কিওপটেরিক্স বলেছেন: আরে স্বয়ং পেপসোডেন্ট থুড়ি পেয়ারসিডেন্ট দেখি
আমি মশাই গরীব মানুষ, ৬০০০ হাজার টাকার বালিশে বসতে দিতে পারলাম না। আশাকরি কিছু মনে করবেন না
নষ্ট সময়ে সকলেই কষ্টে আছে। এয়ার এম্বুলেন্স নিয়ে চলে আসুন
১২| ২৮ শে মে, ২০১৯ সকাল ১০:১১
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার সুনীল আকাশের ব্যাপ্তিতে মুগ্ধ হলাম। ++ বেশ তো এখন থেকে কবিতাও চালিয়ে যান।
অফুরান শুভেচ্ছা রইল।
২৮ শে মে, ২০১৯ সকাল ১০:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: মুগ্ধতা প্রকাশের জন্য বৃষ্টির টুপটাপ ধ্বনির ন্যায় ভালোলাগা
কবিতাও চলে তো ! জাস্ট ড্রাফট থেকে কপি-পেস্ট।
শুভেচ্ছা বয়ে চলুক অবিরাম....
১৩| ২৮ শে মে, ২০১৯ সকাল ১০:৫৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আকরি টাকরি,
আমারে একটা কাজ করিয়া দিতে হইবো।
অনেককেই তো অনুসরণ করো। সামুর কয়জন ব্লগার ২০,০০০/১০,০০০ এর উপর কমেন্ট করেছে তার একটা লিস্ট করতে পারবে? সময় নিয়ে পোস্টে আকারেও দিতে পারো...
[অখাদ্য কবিতা]
পুনশ্চঃ আমার সায়মা জানুর পেজে পতিদিন আউল ফাউল কমেন্ট করস! রোজা শেষ হোক, তোরে আমি টপ টু বটম ছেচমু।।
২৮ শে মে, ২০১৯ সকাল ১১:২০
আর্কিওপটেরিক্স বলেছেন: নু_ মন্ডলই্যা,
রোজা শেষও হইবে না কমেন্ট ব্যান হইয় যাইবি
[নোংরা কমেন্ট ]
পুনশ্চঃ কোন এয়ারলাইনস এর টিকেট লাগবো কইয়া দে, কে করে ছেচবে দেখা যাইবো
২৮ শে মে, ২০১৯ সকাল ১১:২২
আর্কিওপটেরিক্স বলেছেন: আচ্ছা এখন জানু, তখন আপু ব্যাপারটা কি হে
তবে যাই বলিস আপু গুলো বড্ড সুন্দর
১৪| ২৮ শে মে, ২০১৯ দুপুর ১২:০৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এরা ঠিকমত পতিউত্তরও কত্তে পারে না। আসল কথার খবর নাই, আছে যত আউল ফাউল বিষয় নিয়ে।
২০,০০০টা এর উপর যারা কমেন্ট করেছে তাদের একটা লিস্ট দিতে হবে।(পারিবেনা এ কথাটি বলিও না আর।)
[এবার ব্যান হলে ভন্ডবাবা নামে আইডি খুলবো। আগে থেকে ট্রায়াল দি..
রোজার মাসে সংযত হও।.... পেজে ঘুরিয়া রোজা হালকা করিওনা বৎস।]
২৮ শে মে, ২০১৯ দুপুর ১২:০৯
আর্কিওপটেরিক্স বলেছেন: একমত। এরা ঠিক মতো কমেন্টও করতে পারে না। প্রতিউত্তররে লেহে পতিউত্তর।
লিস্টি দিয়া কি হবে শুনি, নুমন্ডল? (পারিব তাহা তুমি ভালোই জানো )
ভন্ডবাবা নামে আইডি খুলবা। ভালো তো, তা এড দিলা নাকি? ট্রায়াল দেওয়া ভালো। অনেক সময় সালোয়ার কামিজ বড়ো থাকে
[নিজে ঘোরো কিসব পেজে নাই তার ঠিক আবার আসছে লোকের রোজা হালকা নিয়া ]
১৫| ২৮ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৫
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাবলাম একটা ভালো কমেন্ট করবো, মন্ডল মিয়া আর আপনার কথা চালাচালিতে কবিত্বটাই চুপসে গেল! ধুর!
২৮ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৮
আর্কিওপটেরিক্স বলেছেন: কমেন্ট করে ফেল। গার্বেজ ঢাকার রাস্তায় অহরহ থাকে। কি আর করা। এজন্যই বোধহয় জুতো পরতে হয় ! (কমেন্ট ব্যান)
১৬| ২৮ শে মে, ২০১৯ বিকাল ৩:৫৪
জাহিদ অনিক বলেছেন: আপনি অনেক সুনীল আকাশে আছেন, পৃথিবীকে দেখতেছেন পাখির চোখে।
২৮ শে মে, ২০১৯ বিকাল ৪:০১
আর্কিওপটেরিক্স বলেছেন: কারেক্ট, ইউ আর এ ট্রু জিনিয়াস
১৭| ৩০ শে মে, ২০১৯ রাত ১২:১৫
সুমন কর বলেছেন: সুন্দর। বেশি দূরে হারিয়ে যাবেন না, খুঁজে পেতে অসুবিধা হবে।
৩০ শে মে, ২০১৯ সকাল ৮:৩৮
আর্কিওপটেরিক্স বলেছেন: হারিয়ে গিয়েছি এই তো জরুরি খবর
কোবতে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৯ সকাল ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: বেশতো হারিয়ে যান।