নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

সামুর SSL certificate সমস্যা সমাধান হয়েছে

৩০ শে মে, ২০১৯ রাত ৮:৩১


আপডেটঃ SSL renewed. আর কোনো সমস্যা হবে না :)


এটা সাইটের কোনো সমস্যা নয়। ব্লগ কতৃপক্ষকে মেইল করেছি। সাময়িক এ সমস্যা দ্রুতই কেটে যাবে বলে আমার বিশ্বাস। ব্লগ ব্যবহার করতে চাইলে Add exception বা Advanced এ ক্লিক করে Proceed এ গেলেই হবে। এটা ব্রাউজার ভেদে ভিন্ন। আরেকটা উপায় হলো এপ্রিল মাসের কোনো ডেট ডিভাইসে সেট করা। তাহলেই SSL কাজ করবে।তবে প্রক্সি বা টর বা ভিপিএন এ সমস্যা হতে পারে। Certificate রিনিউ হলেই এ সমস্যা মিটে যাবে।

অনলাইনে ব্লগারদের অবস্থাঃ

মন্তব্য ৪৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৯ রাত ৯:০৪

মুক্তা নীল বলেছেন:
তাই যেন হয়, ব্লগের এই অবস্থা দেখে সত্যিই ভীষণ খারাপ লাগছে ।

৩০ শে মে, ২০১৯ রাত ৯:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: Fixed...

২| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


এসএসল সমস্যা হয়েছিলো আজকে? ব্লগে তেমন কেহ নেই দেখছি!

৩০ শে মে, ২০১৯ রাত ১০:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: হ্যাঁ। জানা আপার সাথে কথা হয়েছে। এখন ফিক্সড।

৩| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:৩৭

জাহিদ অনিক বলেছেন: গুড ! সামু ব্যান থেকে কবে হবে মুক্ত ! :(

৩০ শে মে, ২০১৯ রাত ১০:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: কে জানে :(

৪| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


সম্প্রতি, একজন এ্যাকটিভ ব্লগার এসেছিলেন ব্লগে, নিকটা মনে আসছে না; "আমি একডজন ব্লগার বলছি" শিরোনামে সিরিজ লিখতেন; উনাকে দেখছি না কিছুদিন! ক্লান্ত হয়ে গেলেন নাকি!

৩০ শে মে, ২০১৯ রাত ১০:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: কি জানি ! মনে হয় পরীক্ষা-টরীক্ষা দিচ্ছেন।

৫| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: মন বলছে সমস্যা কেটে যাবে।

৩০ শে মে, ২০১৯ রাত ১০:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সমস্যা কেটে গেছে তো !

৬| ৩১ শে মে, ২০১৯ রাত ১২:১৩

বলেছেন: Thanks for update

৩১ শে মে, ২০১৯ রাত ১২:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: :)

৭| ৩১ শে মে, ২০১৯ রাত ১২:২২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোয়ার প্রোপিকের এই কি ছিরি হহে!!!????


আবার যে সমস্যা হবে না, বিশ্বাস করতে পারছি না।

গত ফেব্রুয়ারিতে এই সমস্যায় পড়েছিলাম, আজ আবার পড়লাম। ভবিষ্যতেও যে পড়বো না তার গ্যারান্টি নেই।



.....)/?+;/:-'"&//"&$$%;০
কপিপেস্টঃসেই স্কুলছাত্রী মা হলো
30/মে/2019, 20:05dailynayadiganta.com
বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশনকারী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সেই তরুণী একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকালে তার সন্তানটি ভূমিষ্ট হয়। গত ২৭ মে তাকে হাপাতালে ভর্তি করা হয়েছিলো। মেয়েটির নাম রাখা হয়েছে ফাতেমা। নবজাতকের পিতৃপরিচয় মেনে নিয়ে স্ত্রীর মর্যাদা দেয়ার জন্য জোর দাবি জানিয়েছে ফাতেমার প্রসূতি মা।জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামে বিয়ের প্রলোভনে দশম শ্রেণির এক ছাত্রীর সাথে শারিরীক সম্পর্ক গড়ে তুলে তারই প্রতিবেশী সিদ্দিক তালুকদারের ছেলে লুৎফর রহমান। এরপর মেয়েটি অন্তঃসত্ত্বা হলে সম্পর্ক অস্বীকার করে লুৎফর। এরপর স্ত্রীর মর্যাদার দাবিতে লুৎফরের বাড়িতে গত ১৭ মে থেকে অনশন শুরু করে মেয়েটি।বিষয়টি জানাজানি হলে দু’দিন পরে পুলিশ পৌছে মেয়েটিকে উদ্ধার করে লুৎফরের বিচারের আশ্বাস দেয়। এরপর বাড়ি ফিরে সে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলাও রুজু করা হয়।মেয়েটির বাবা মোশারফ হোসেন বলেন, আমি দিনমজুরি করে চারমেয়ে ও এক ছেলেকে নিয়ে কোনোরকম সংসার চালাই। মেয়েটি নবম শ্রেণিতে পড়ার সময় অভাবের তাড়নায় তাকে করিম জুট মিলে কাজ করতে পাঠাই। সেই সুবাদে লুৎফর তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তার সর্বনাশ করেছে। লুৎফরের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা নবজাতকের ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।তিনি জানান, লুৎফরের পরিবারের সদস্যরা হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করে শিশু ও তার মায়ের উপর নজর রাখছে। কখন কী করে এই ভয়ে রয়েছি আমরা।সদ্য ভূমিষ্ট শিশুটি মা জানায়, দীর্ঘ তিন বছর ধরে প্রেমের সম্পর্কের পর আমার গর্ভে সন্তান এসেছে। আমাকেস্ত্রীর মর্যাদা দেবে বলে ঘোরাচ্ছে। আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে লুৎফর। আমি আমার মেয়ের পিতৃপরিচয় ও নিজের স্ত্রীর মযার্দা নিয়ে সমাজে বাঁচতে চাই।ভাঙ্গা থানার এসআই আশুতোষ জানান, প্রেমের প্রলোভনে শারিরীক সম্পর্ক করার ঘটনায় আসামী লুৎফর তালুকদারের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাটি পুলিশ তদন্ত করে দেখছে। ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহমান বলেন, থানায় মামলা রুজুর পর থেকে আমরা লুৎফরকে গ্রেফতারের চেষ্টা করছি। এই ঘটনার ব্যাপারে কোর রকম ছাড় দেয়া হবে প্রশাসনের পক্ষ থেকে।

মূল সংবাদটি পড়ুন:D

৩১ শে মে, ২০১৯ রাত ১২:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: কেন ক্রাশ নাকি ;)

ভবিষ্যতেও এই সমস্যা হবে। অচিরেই এ নিয়ে বিস্তারিত পোস্ট দিবো B-))

ঘোড়ার ডিমের নিউজ X((

৮| ৩১ শে মে, ২০১৯ রাত ১২:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি এখনও সাধারন ভাবে সামুতে আসতে পারি না,
তাই ব্রাউজিং টাইমটা অনেক কমে গেছে ।
ইন্টারনেট স্লো থাকলে একেবারেই প্রবেশ করা যায় না ।
...........................................................................

৩১ শে মে, ২০১৯ রাত ১২:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: মোবাইল নাকি ডেস্কটপ ?

৯| ৩১ শে মে, ২০১৯ রাত ১২:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মোবাইলে তো হয়ই না ডেস্কটপে পারি
তবে অনেক সময় নেয় ওপেন হতে।

৩১ শে মে, ২০১৯ রাত ১:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: ডেস্কটপে টর নাকি?

১০| ৩১ শে মে, ২০১৯ রাত ১:২৫

ভুয়া মফিজ বলেছেন: মন্ডলবাড়ির পোলার মনে হয় মানসিক সমস্যা দেখা দিচ্ছে??? :((

৩১ শে মে, ২০১৯ রাত ১:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই তো দেখছি। মনে হয় বান্দরবানে বাঁদরামির ফল :D

১১| ৩১ শে মে, ২০১৯ রাত ৩:১২

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ,দেখি কাজ হয় কিনা।

৩১ শে মে, ২০১৯ সকাল ৯:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: এখন সমস্যা মিটে গেছে :)

১২| ৩১ শে মে, ২০১৯ ভোর ৪:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ডেক্টটপে সমস্যা হচ্ছিল না।
মোবাইলে সমস্যা, মানে ব্রাউজার বার বার সিকুরিটি এলার্ট দিচ্ছিল। ওপেনই করা যাচ্ছিলনা ওয়ার্নিং এর জালায়।
এখন ওকে।

৩১ শে মে, ২০১৯ সকাল ১০:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্রাউজার ভেদে সমস্যা হচ্ছিল। এখন ফিক্সড।

মোবাইলে ক্রোম বেশি জালাচ্ছিলো। ফায়ার ফক্স ওয়াজ ফাইন।

১৩| ৩১ শে মে, ২০১৯ সকাল ৯:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামু ব্যান হওয়ার পর থেকে আমি অপেরা ব্রাউজার ব্যবহার করে ভিপিএন প্রক্সি দিয়ে সামুতে ঢুকতাম। এতদিন কোন সমস্যা হয়নি। কিন্তু গতকাল হঠাৎ আর ঢুকতে পারি না। আজ এখন আবার ঢুকতে পারলাম। ব্যাপার কী একটু বলবেন?

ধন্যবাদ।

৩১ শে মে, ২০১৯ সকাল ১০:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: এটাও পোস্টের আলোচ্য সমস্যার কারনে হতে পারে। যা এখন ফিক্সড :)

এখন একটা ভিপিএন বা প্রক্সি বা টর বাদে সমাধান বের করছি। অচিরেই পোস্ট দিবো।

১৪| ৩১ শে মে, ২০১৯ সকাল ৯:৩৬

নীলপরি বলেছেন: আজও তো ব্লগার কম দেখছি । মনটা খারাপ লাগছে । আশা রাখি সব ঠিক হয়ে যাবে ।

৩১ শে মে, ২০১৯ সকাল ১০:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: SSL রিলেটেড সমস্যা ফিক্সড। দেখা যাক..

১৫| ৩১ শে মে, ২০১৯ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সমস্যা কেটে গেছে তো !


না সমস্যা কাটে নি।

৩১ শে মে, ২০১৯ দুপুর ২:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লকের কথা বলেছেন তো। কে জানে কবে কাটবে !

১৬| ৩১ শে মে, ২০১৯ দুপুর ১২:২০

শায়মা বলেছেন: আমার সামু হয়না কেনো!!!! :((

৩১ শে মে, ২০১৯ দুপুর ২:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: কেন সামুতে ঢুকতে কোনো সমস্যা নাকি আপুনি?

০১ লা জুন, ২০১৯ সকাল ১১:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার সর্বশেষ পোস্টটা দেখো আপু :)

১৭| ৩১ শে মে, ২০১৯ দুপুর ১২:৪৪

জুন বলেছেন: কাল দুপুরে কয়েকবার চেষ্টা করেও লগ হতে পারিনি।
নানারকম জুজুর ভয় দেখাচ্ছিলো :-&
আজ সকালে দেখি সমস্যা কেটে গেছে :)
তারপরও ব্লগারদের সংখ্যা কম দেখে মনটা খারাপ লাগছে।

৩১ শে মে, ২০১৯ দুপুর ২:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: কবে যে এ ব্লক দূর হবে !!!

সমস্যা যা ছিলো তা কালকেই শেষ হয়েছে।

১৮| ৩১ শে মে, ২০১৯ দুপুর ২:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক
সমস্যা কেটে গেলেই ভালু :)

৩১ শে মে, ২০১৯ দুপুর ২:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: বড়টা রয়েই গেছে :(

১৯| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: খুবই ভালো একটি খবর। অনেক ধন্যবাদ।

৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

২০| ৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: এখনো ভিপিএন ছাড়া প্রবেশ করা যায় না....... :(

৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আজকের পোস্টের পরে সব হবে B-))

২১| ০১ লা জুন, ২০১৯ রাত ১২:২৪

নাসির ইয়ামান বলেছেন: খুবই ভালো কথা!

০১ লা জুন, ২০১৯ সকাল ১১:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: :)

২২| ০১ লা জুন, ২০১৯ দুপুর ১২:০৪

মূর্খ বন মানুষ বলেছেন: ভিন্ন ভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ভিন্ন ভিন্ন আচরণ করছে সামুর সাথে। কোন নেট দিয়ে আমি ভিপিএন ছাড়া সরাসরি প্রবেশ করতে পারছি স্বাভাবিক সামুর মতো আবার অন্য নেট দিয়ে ঢুকতে গেলে বলছে "This webpage has been blocked"। আশাকরি সকল সমস্যা দ্রুত সামাধান হয়ে আবার ব্লগে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।

০১ লা জুন, ২০১৯ দুপুর ১২:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: এই পোস্টটা দেখুনঃ
সামু ব্যবহারের যত উপায়


আশাকরি উপকৃত হবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.