![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্যকে খোঁজে চাঁদ
আকাশে ওঠে ঝড়,
ধর্ষিত বিবেক আজ লুকিয়ে বেড়ায়
আইনের ফাঁকফোকরে !
চোখ থেকেও চক্ষু থাকে অবনত,
দুখে কম্পমান তবুও নেই কোনো ক্রন্দন।
চারিদিকে আজ নিস্তব্ধ সাহস
হারিয়ে যায় মায়ের কোলে।
জীবনের গান বাজে না আর
মৃত্যুর ছড়াছড়ি,
কুকুর আর বিড়ালে জড়াজড়ি।
মানুষ হয়েও হয় না মানুষ,
চেতনাকে বানিয়ে ফানুস
উড়িয়ে দেয় অন্ধকার আকাশে।
সময় হয়েছে জাগবার,
ঘুম তো অনেক হলো !
আনতে হবে ভোর,
আরেকটি বার, আবার !
২৮ শে জুন, ২০১৯ দুপুর ১:৫০
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ।
২| ২৭ শে জুন, ২০১৯ রাত ৮:৩৪
রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।
২৮ শে জুন, ২০১৯ দুপুর ১:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ।
৩| ২৭ শে জুন, ২০১৯ রাত ৮:৫০
ইব্রাহীম আই কে বলেছেন: হ্যাঁ, ঠিক বলেছেন। আবার জাগতে হবে, আমাদের।
২৮ শে জুন, ২০১৯ দুপুর ১:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
৪| ২৭ শে জুন, ২০১৯ রাত ৯:৪৪
হুদাই পাগলামি বলেছেন: জাগবো এবার,
২৮ শে জুন, ২০১৯ দুপুর ১:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: জাগতেই হবে !
৫| ২৭ শে জুন, ২০১৯ রাত ১১:১৩
আহা রুবন বলেছেন: আতঙ্ক নিয়ে ঘুম ভাল হয় না, ঠিক সময়ে ভাঙ্গেও না।
২৮ শে জুন, ২০১৯ দুপুর ১:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: ঘুমেরা গ্যাছে হারিয়ে।
৬| ২৭ শে জুন, ২০১৯ রাত ১১:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো আপনার কবিতাটি।++
উপরের নামটিও বেশ জম্পেশ হয়েছে।
শুভকামনা জানবেন।
২৮ শে জুন, ২০১৯ দুপুর ১:৫৩
আর্কিওপটেরিক্স বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
উপরের নামটি বলতে কবিতার শিরোনাম বুঝিয়েছেন নাকি??
শুভকামনা নিরন্তর
৭| ২৮ শে জুন, ২০১৯ রাত ১২:২৫
মাহমুদরেজা বলেছেন: চমৎকার আহ্ববান, ভালো লেগেছে কবিতাটি।
২৮ শে জুন, ২০১৯ দুপুর ১:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: আহ্বান বয়ে চলে
নষ্ট সময়ে,
কে কবে দিবে সাড়া
বিবেক আজ ছন্নছাড়া।
কবিতাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
৮| ২৮ শে জুন, ২০১৯ রাত ২:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: সময়ের সাথে তাল রেখে
অসাধারণ কথামালা সমৃদ্ধ কবিতা ।
পাঠে মুগ্ধ ।
শুভেচ্ছা রইল
২৮ শে জুন, ২০১৯ দুপুর ১:৫৬
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাদের ভালোলাগাটুকুই আমার প্রাপ্তি !!
শুভকামনা অশেষ।
৯| ২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০২
নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন ।
শুভকামনা
২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ আপু
শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৯ রাত ৮:২৬
ল বলেছেন: সময় হয়েছে জাগবার ------ দারুন