নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

বরষা

২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭


এসেছে বর্ষা বাংলার হৃদয় জুড়ে,
কালো মেঘেরা ডানা মেলে,
অম্বু ধারা নেমে আসে
এ ধরণী পরে...

সবুজ গাছের পাতায়
মুক্তোরা খেলা করে,
সূর্যের আলো এলে
জ্বলজ্বল করে।

নীল আকাশ হয়ে যায়
কালো, বেদনার রঙ,
তাইতো বুঝি কাঁদে আকাশ
বয় ঝড় আর বাতাস।

সকালের রিমঝিম বৃষ্টি
ভেজা মিষ্টি অনুভূতি,
খিচুড়ির সাথে মানুষের
মিলে বেশ
রয়ে যায় কিছু মুহূর্তের রেশ।

এই বৃষ্টি ঝরানো সৌন্দর্য
কেবল বর্ষাতেই মেলে,
পুকুরের জল বেড়ে
নানান মাছ মেলে।

তাই ভালোবাসি এ বর্ষা
যেমনটা বাসি প্রেয়সীকে,
হৃদয় দিয়ে
আজীবন, অনন্তকাল !


ছবিঃ ইন্টারনেট।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২০

ইব্‌রাহীম আই কে বলেছেন: বর্ষা কি চলেই আসছে
এতো ঘুমালাম কেন, আজকে?? :(

২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আষাঢ় মাস। সো বর্ষা ইজ অন !!

বেশি বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

২| ২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


মনে থাকার মতো হয়নি, সাধারণ

২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: রাজনৈতিক ব্লগারদের কবিতা মনে রাখার দরকার নাই।

সাধারণ তো হবেই। বর্ষার আসল কবিতা এখনো লিখতে বাকি !!

৩| ২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

শায়মা বলেছেন: কবিরা বর্ষা ভালোবাসে।

২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: তুমি বাসো না বুঝি B:-)

আমার তো খুবই প্রিয় ☺

তবে দেশে থাকলে B:-/

৪| ২৮ শে জুন, ২০১৯ রাত ৮:০৩

শায়মা বলেছেন: জানলা বা বারান্দা দিয়ে বরষা দেখিলে ঠিক আছে কিন্তু বৃষ্টিতে ভেঁজাভেঁজি!!! জীবনেও না!

২৮ শে জুন, ২০১৯ রাত ৮:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: ওমা কি বলো তুমি !!! মেয়েরা তো বৃষ্টিতে ভিজতে ভালোবাসে। তোমার ঠান্ডা লাগে বুঝি?

মেয়েদের সাথে বৃষ্টিতে ভেজার মজাই আলাদা :`>

৫| ২৮ শে জুন, ২০১৯ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, "মেয়েদের সাথে বৃষ্টিতে ভেজার মজাই আলাদা "

-কোন মেয়ে আপনার সাথে বৃষ্টিতে জিজতে যাবে কেন? আপনার স্ত্রী যেতে চাইবে না।

২৮ শে জুন, ২০১৯ রাত ৮:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: ও তাই নাকি!!!

জানলাম ;)

৬| ২৮ শে জুন, ২০১৯ রাত ৮:২৯

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,



বরষার কবিতায় ভরসা করে দুটি লাইন দিলুম গানের --
এলো বরষা যে, সহসা মনে তাই
রিমঝিম-ঝিম, রিমঝিম-ঝিম গান গেয়ে যাই...........

২২ শে জুলাই, ২০১৯ রাত ১২:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: দেরীতে প্রতি উত্তরের জন্য আন্তরিকভাবে দুঃখিত..

বরষার গান বরষার মতোই মনে দোলা দিয়ে যায় !

গান নিয়ে একটা পোস্ট করা দেখছি ফরজ হয়ে গেছে :D

৭| ২৮ শে জুন, ২০১৯ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ এই কবিতা পড়লে খুশি হতেন।

২২ শে জুলাই, ২০১৯ রাত ১২:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: কি জানি !!

৮| ২৮ শে জুন, ২০১৯ রাত ৯:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কথামালা, বর্ষার প্রেমে পড়া দারুণ মানসিক প্রকাশ।
শুভকামনা রইল

২২ শে জুলাই, ২০১৯ রাত ১২:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

শুভকামনা..

৯| ২৮ শে জুন, ২০১৯ রাত ৯:৪৮

মেঘ প্রিয় বালক বলেছেন: এসো বর্ষা এসো,শিক্ত করো আমায় তোমারি বর্ষনে। কবির মনে বর্ষার ভালবাসার কথামালা ভালো লেগেছে।

২২ শে জুলাই, ২০১৯ রাত ১২:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ :)

বরষা মনকে ভালো করে দিতে পারে।

১০| ২৮ শে জুন, ২০১৯ রাত ১০:৩৭

বলেছেন: বর্ষা আমার চোখের প্রিয় ঋতু -

২২ শে জুলাই, ২০১৯ রাত ১২:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: জেনে খুবই খুশি হলাম :)

১১| ২৯ শে জুন, ২০১৯ রাত ১২:৫০

কাওসার চৌধুরী বলেছেন:



এই বর্ষায় প্রিয়জনকে খুব মিস করে প্রেমিক/প্রেমিকারা। এজন্যই তো কতশত কবিতা লেখা হয়েছে এই বর্ষা আর বর্ষণ নিয়ে। তবে কতশত প্রেমে গলে বৃষ্টির সাথে মিশে সমুদ্রের সাথে মিশেছে এই বর্ষায় তার হিসাব কয়জনে রাখে।

২২ শে জুলাই, ২০১৯ রাত ১২:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: বর্ষায় কবিতা লেখার বন্যা বয়ে যায়। কবিদের কলম দিয়ে কবিতা, বৃষ্টির মতোই ঝরে পড়ে।

তবে আপনার শেষ কথাটাও সত্য !

১২| ২৯ শে জুন, ২০১৯ দুপুর ১২:৫৫

নীল আকাশ বলেছেন: আপনার সাথে হুট করেই খুব ভাল বন্ধুত্ব হয়েছিল। ফেসবুকে আমাকে ব্লগের অনেকের সাথে এ্যাড পাবেন। এরপর থেকে ব্লগে যোগাযোগ না হয়, আমাকে ব্লগে না পান, ঔখানেই কথা বলা হবে।
আপনার কাছে আমার অনেক কৃতজ্ঞতা রেখে গেলাম।
ধন্যবাদ।

২৯ শে জুন, ২০১৯ দুপুর ১:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগে যোগাযোগ না হওয়ার কি আছে? ব্লগ ছেড়ে চলে যাচ্ছেন নাকি?

একে তো ব্লগের এই দুঃসময় তারপর আপনার মতো একজন লেখক ব্লগ থেকে চলে গেলে ব্লগের জন্যই ক্ষতি !!

আপনার ইমেইলটা এখানে দিন। নতুন একটা খুলেও দিতে পারেন। ছদ্মনামে। ইমেইল দেখে আমি কমেন্টটা মুছে দেব।

বহুদিন যাবত ব্যান হয়ে আছেন শুনেছি। এ বিষয়ে আমার কিছুই বলার নেই। তবে বিপদে ডরে না বীর ! কথাটি মাথায় রাখবেন।


আর কৃতজ্ঞতা জানানোর জন্য বল্গে থাকাটাই উত্তম বোধহয় !

১৩| ২৯ শে জুন, ২০১৯ দুপুর ১:২৭

নীল আকাশ বলেছেন: সম্ভবত চলে যাব। ইমেইল এখানেই পরে দেব।।

২৯ শে জুন, ২০১৯ দুপুর ১:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সেটা আপনার ইচ্ছে। ব্যক্তিগত বিষয়ে কিছু বলবো না। শুভকামনা অশেষ...

১৪| ২৯ শে জুন, ২০১৯ দুপুর ১:৩২

রানার ব্লগ বলেছেন:


তোমায় দিলেম এক মুঠো বরষা
আপন হাতের মুঠয় পুরে

২২ শে জুলাই, ২০১৯ রাত ১২:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: বর্ষার উপহার গ্রহণ করা হলো B:-/

১৫| ২৯ শে জুন, ২০১৯ দুপুর ২:১০

করুণাধারা বলেছেন: রবি করে জ্বালাতন আছিল সবাই
বরষা ভরসা দিল আর ভয় নাই।

২২ শে জুলাই, ২০১৯ রাত ১২:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: দারুণ বলেছেন !!

পাঠে কৃতজ্ঞতা :)

১৬| ২৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৩৭

মুক্তা নীল বলেছেন:
ভাইয়্যু ,

কবিতাটা ভালো লিখেছেন +++
নীল আকাশ ভাইয়ের জন্য খারাপ লাগছে তো , তাই
আজকে আর কিছুই লিখতে পারলাম না।

২২ শে জুলাই, ২০১৯ রাত ১২:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ :)
এখন আশাকরি খারাপ লাগাটা কেটে গেছে !

১৭| ০২ রা মে, ২০২০ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: বাঙালি মাত্রই বর্ষায় কবি হয়ে উঠতে পারে। বাঙালির মনে ও মননে বর্ষার এ প্রভাব চিরন্তন।
কবিরা বর্ষা ভালোবাসে - ছোট্ট এ মন্তব্যটার জন্য শায়মা কে ধন্যবাদ। করুণাধারা এর মন্তব্যটাও ভাল লেগেছে।

০৬ ই মে, ২০২০ ভোর ৪:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: বর্ষা বাঙালিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। এখন তো আবার বর্ষাকাল। এবারে দেশে থাকায় বর্ষার রূপ-সুধা আহরণ করতে পারছি কিছুটা হলেও। তবুও মনটা আকাশের ঐ কালো মেঘটার মতোই বিষন্ন। জানি না মৃত্যুর সারি আর কতটা লম্বা হবে। প্রকৃতিই জীবনদায়িনী আবার হরণকারী।

সত্যি করতে বলতে গেলে, এই কবিতাটির কিছু অংশ মজা করে লিখেছি। কিছুটা দুষ্টুমি করে। সেগুলো কেটেছেটে আরেকটা পোস্ট দিবো। এটাকে একধরনের টেস্ট বলতে পারেন।

মন্তব্যের উত্তর দিতে দেরী করবার জন্য দুঃখিত। ভালো থাকুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.