| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আমি আমার মতো ছিলাম,
তারপর তুমি এলে,
ঝরে পড়া পাতার ন্যায়
আমিত্ব সরে গেল,
মিশে গেলে আমার মাঝে
হলে আমার জীবন।
তুমি ছিলে তোমার মতো,
লতানো লতা, সবুজ ;
তারপর আমি এলাম
বদলে গেল তোমার ভুবন।
রঙে রঙে নতুন রঙ,
স্রোতে স্রোতে নতুন জলধারা
বয়সের ঘড়ি টিকটিক করে,
একসময়...
সবকিছুই পড়ে রয়।
এভাবেই কি চলে জীবন?
পরিবর্তনের অনাবিল স্রোত?
হয়তোবা তাই !
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ঝর্ণার ধারার মতো আপন পথ খুঁজে নিয়েছে।
২|
২১ শে জুলাই, ২০১৯ সকাল ৭:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর অসাধারণ।
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ ![]()
৩|
২১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৮
আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই ![]()
৪|
২১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি সুন্দর! কি সুন্দর!! সকাল টা শুভ হোক।
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ সকাল
পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা ..
৫|
২১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন: জীবন মানেই পরিবর্তণ।
++++++++
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন: তাইতো মনে হয় !
পাঠে কৃতজ্ঞতা ![]()
৬|
২১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:১৮
কবীর বলেছেন:
কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা ছাড়া চাকরি স্থায়ী হয় না!!!
সাবধানে থাকবেন,এমন নয় যে প্রথম ভালোবাসাই সত্যিইকারের ভালোবাসা। ![]()
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪০
আর্কিওপটেরিক্স বলেছেন: অভিজ্ঞতাকে হ্যাক করা হইবে
সবখানেই ভালোবাসা ![]()
৭|
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে আর্কি
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪০
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ হয়েছে ছবি ![]()
৮|
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪১
আর্কিওপটেরিক্স বলেছেন: পাঠে কৃতজ্ঞতা ![]()
৯|
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৩
বিজন রয় বলেছেন: ’তারপর তুমি এলে,
ঝরে পড়া পাতার ন্যায়’
..... এখানে ঝরে পড়া পাতার ন্যায় বললেন কেন?
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৪
আর্কিওপটেরিক্স বলেছেন: কমার পরের অংশটুকুঃ
"ঝরে পড়া পাতার ন্যায় আমিত্ব সরে গেল "।
এখানে বাতাসে যেমন গাছের ঝরা পাতা সরে যায় তেমনি আমিত্ব সরে গেছে বুঝিয়েছি।
পাঠে অশেষ কৃতজ্ঞতা।
শুভকামনা নিরন্তর।
১০|
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৪
তারেক ফাহিম বলেছেন: অসাধারন হয়েছে ++
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৪
আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ ![]()
১১|
২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল ! ![]()
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন: ঠান্ডা গরম ডাজ নট ম্যাটার। একটা লাগলেই হলো ![]()
১২|
২১ শে জুলাই, ২০১৯ রাত ৮:১০
ডঃ এম এ আলী বলেছেন:
বাহ্ সুন্দর কবিতা
মনে পরে একটি বিখ্যাত গানের কথা
ইয়া টুনা , কেয়ারে টুনি ,
মেরা নাম আও
তেরা নাম যাও
আও যাও
কামনা করি টুনা টুনির জীবন সুন্দর হোক ।
৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৬
আর্কিওপটেরিক্স বলেছেন: গানটা সময় করে শুনবো !!
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রলো।
দেরীতে উত্তর দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত ।
১৩|
২১ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৮
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।
৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ![]()
১৪|
২১ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৬
খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা সুন্দর, ছবিটাও। আর জীবনের কথাগুলো মনে হয় "ঝর্নার ফোয়ারার মত আপন পথ খুঁজে নিয়েছে" কবিতায়।
৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:২০
আর্কিওপটেরিক্স বলেছেন: ছবির সাথে কবিতার মিল রাখার চেষ্টা করেছি। জীবনের গানই গাইতে চেয়েছি এখানে।
সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ
ব্লগার চাঁদগাজীকেও আমি এটাই বলেছি।
দেরীতে উত্তর দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত ।
১৫|
২১ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে । কিন্তু ছবিটা ভীষণ সুন্দর হয়েছে।
শুভকামনা জানবেন।
৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: ছবিটা বহু ভেবেচিন্তে যোগ করেছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ
দেরীতে উত্তর দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত ।
১৬|
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৫৩
মুক্তা নীল বলেছেন:
ভাইয়্যু ,
কবিতা ও ছবি দুটোই মনমুগ্ধকর। জীবনের জীবন পেয়েছে +++
৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:২২
আর্কিওপটেরিক্স বলেছেন: জীবন জীবন পেলেই আমার লেখা সার্থক !
মতামতের জন্য ধন্যবাদ৷ ![]()
১৭|
২৩ শে জুলাই, ২০১৯ রাত ১:৫৪
ল বলেছেন: বাহ বাহ ............পেলাস
৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:২২
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৯ ভোর ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
এই পদ্যটুকু লিখতে আপনাকে ভাবতে হয়েছে, শব্দ চয়ন করতে হয়েছে, নাকি এই লাইনগুলো ঝর্নার ফোয়ারার মত আপন পথ খুঁজে নিয়েছে?