নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

ইস্যু !!

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:৫০


দেশের ইস্যুগুলো খুব তাড়াতাড়ি পাতার উপরের শিশিরের ন্যায় মিলিয়ে যায়। টিস্যুর মতোই এটা ফুরিয়ে যায়। ফলে নতুন টিস্যুর বক্স আনা এবং আবারো হাত মোছা !!

এতশত ইস্যুর মাঝে মানবতা নামে যে একটা ইস্যু আছে তা মানুষ আজ ভুলতে চলেছে। এখন নতুন নতুন ট্রেন্ড, চ্যালেন্জের সমাহার। সবমিলিয়ে আলু-পটলের তরকারি। সময় কাটানোর শত শত মাধ্যমের ভীড়ে মানবতার কথা শোনার টাইম নেই।

সেলফির সাথে আছে লাইভ। কিছু করে বা করতে করতে আস্ফালন তথা আপ দেওয়া। লাইক, কমেন্ট আর দুটো শেয়ার দিয়ে রাতজাগা ঘুমটুকুকে সান্তনা দেওয়া। ওয়ালে দেওয়ালে আজ ঝড় ওঠে, দেওয়ালে হিসু করার কথা তবুও মানুষ ভোলে না। লেখাটির ওপরই কর্ম সম্পাদন।

আজ ওমুক কাজে মাথা লাগবে শুনে সকলে মাথা খোঁজবার ব্যর্থ প্রচেষ্টা চালায়। বাজার করতে গেলে পাশের লোকটার ব্যাগ দেখে সন্দেহ হয়, ওই তো মাথা। তবে রে মাথামোটা ! ওইটে তো গরু বা খাসির মাথাও হতে পারে। এতো কিছু দেখলে লাইক কমেন্টের বেড়াজাল ডিঙাবো কীভাবে? দেখেই মার মার !
ছেলে ধরা, মাথা কাটা, কুমড়ো চোর। দিন শেষে কেষ্টা ব্যাটাই ডাকাত হয়ে যায়।

মশা আজ জাতীয় ক্রাশ। পেপারে, ওয়ালে, গ্রামে সবখানে একখানা ছবি আছে। মশার সাইজ মাপ সবই ছেলে-বুড়ো -মড়ার মুখস্থ। এটা একদিনের সুন্দরী প্রতিযোগীতার ফল নয়। বহু সাধনা করে ঔষধ ছিটানোর ফল। রেজাল্ট মাশাল্লাহ ! গোল্ডেন সহ জিপিএ ডেথ ! অবশেষে ডেথ সার্টিফিকেট। আয় তবে সহ ফেসবুকার, মৃতর সাথে একটা সেলফি হয়ে যাক !!!

দেশের এই বহুবিধ উন্নতির কারনে মুখ দিয়ে লেখা... স্যরি কিবোর্ড দিয়ে লেখা বের হচ্ছে না। এত্তগুলা ছবি ভিডিও দেখতে দেখতেই ঘুমটা কড়া নাড়ে বিছানায়।তবে মশারি বাদে দেশে ঘুমুতে যাবো না। কখন দেখা যাবে আমার মৃত্যুর কথাটাও শত শত বস্তাপচা ইস্যুর নিচে গলা টেপা খাচ্ছে !

এই রে.... সুন্দরী মশা চুমু দেওয়ার জন্য আসছে। বাঁচাও বাঁচাও..... বহুকাল আগে কামড়ানো থুক্কু পড়া একটি কবিতা দিয়ে এই লেখাটিকে আইসিইউতে পাঠাই !


কাজের ছেলে
যোগিন্দ্রনাথ সরকার


দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।
পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল;
ভুল যদি হয়, মা তবে নিশ্চয়, ছিঁড়ে দেবে চুল।

দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।
বাহবা বাহবা – ভোলা ভুতো হাবা খেলিছে তো বেশ!
দেখিব খেলাতে, কে হারে কে জেতে, কেনা হলে শেষ।

দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
ডিম-ভরা বেল, দু’টা পাকা তেল, সরিষার কৈ।
ওই তো ওখানে ঘুরি ধরে টানে, ঘোষদের ননী;
আমি যদি পাই, তা হলে উড়াই আকাশে এখনি!

দাদখানি তেল, ডিম-ভরা বেল, দুটা পাকা দৈ,
সরিষার চাল, চিনি-পাতা ডাল, মুসুরির কৈ!
এসেছি দোকানে-কিনি এই খানে, যত কিছু পাই;
মা যাহা বলেছে, ঠিক মনে আছে, তাতে ভুল নাই!

দাদখানি বেল, মুসুরির তেল, সরিষার কৈ,
চিনি-পাতা চাল, দুটা পাকা ডাল, ডিম ভরা দৈ।





ওরে তোরা ইস্যু ফেল করিসনে !!!

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: কবিতাটা বেশ ভালো লাগলো।

০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতার কথাগুলো বর্তমান সময়ে অক্ষরে অক্ষরে মিলে যায়। বাজারের লিস্টির মতো একের পর এক ইস্যু এসে সবকিছু গোলমাল করে দেয়।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৫

ইসিয়াক বলেছেন: কবিতাটি আগে পড়েছি ।আবৃতি ও শুনেছি ।
এখন নিজের কাছে সেভ করে রাখলাম

০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর এবং শিক্ষনীয় কবিতা।

সেভ করে রেখেছেন জেনে ভালো লাগলো :)

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১২:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
গত মাসে লেখা - পড়ুন
view this link

০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ে কমেন্ট রেখে এলাম :)

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪২

অন্তরা রহমান বলেছেন: ইস্যুতে ফেসবুক যে পরিমান গরম হয় তাতে গ্যাস সাশ্রয় করে মোবাইলের উপর হাড়ি-কড়াই বসিয়ে রান্না করা যায়। =p~

০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: হা হা.. যা বলেছেন।

ফেসবুকের ফেইক নিউজ দেখে মানুষের মাথাও কম গরম হয় না। তাই মাথাতেই ডিম ভাজি করা যেতে পারে। :D

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৯

নীল আকাশ বলেছেন: ছড়াটা পড়ে মজা পেলুম। দেশে সব ইস্যু কয়েকদিন পরে পিসু হয়ে যায়।

০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ছড়াটা আসলেই মজার। কিন্তু শিক্ষনীয়ও বটে !

দেশে একেকটি ইস্যু অন্য ইস্যুর চাপা খেয়ে মরে যায়।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩২

সাইন বোর্ড বলেছেন: কোন কথা সরাসরি না বলে এই যে উপমা, রূপক বা উদাহরণ দিয়ে বলা - এটা সবাই পারেনা, আপনি খুব চমৎকারভাবে পারছেন দেখে বরাবরের ন্যায় এবারও খুব ভাল লাগল ।

০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

চেষ্টা করি আরকি !!

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৬

তারেক ফাহিম বলেছেন: দিনশেষে সবাই নিজেকে ভাইরাল করেতেই ব্যস্ত, মানবতা আজ ফেবু বন্দী!!!!!!!!

০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: একদম তাই !!!

মানবতা আজ ডিকশিনারির একটি শব্দ মাত্র।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

ভুয়া মফিজ বলেছেন: মানবতা কেতাবে আছে, বাস্তবে নাই। দেশে যখন যেটার হুজুগ আসে, সেটাই ভাইরাল। দেখলে মনে হবে, এ'ছাড়া আর কোন ইস্যু নাই। আপাততঃ ডেঙ্গু। পরেরটা কি হবে বলে মনে হয়?

কবিতাটা একসময়ে আমাদের পাঠ্যবইতে ছিল। কোন ক্লাশে ঠিকমতো মনে নাই, টু কিংবা থ্রি-তে বোধহয়।

০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: মানবতা আজ ডিকশিনারির একটি শব্দ মাত্র !!!

পরের ইস্যু কিভাবে বলিব! হিসুর ন্যায় বের হতেই থাকে যে :-P

কবিতাটি পাঠ্যবইয়ে ছিলো - কথা সত্য B-))

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১১:০৩

মুক্তা নীল বলেছেন:
ভাইয়্যু ,
যে যত যাই বলুক না কেন , সিরিয়াসলি ডেঙ্গু মারাত্মক একটা ইস্যু। লেখা তো খুব ভালো লিখেছেন আজকের লেখা এত বড় কেন ,কবিতাটও ভালো ।

অনেক ধন্যবাদ ।

০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আপু,

আসলে ডেঙ্গু আজ ভয়াবহ রূপ ধারণ করেছে। তাই এই কুট্টি লেখা :P

ধন্যবাদ স্কয়ারড :)

১০| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৪

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: সুন্দর এবং শিক্ষনীয় কবিতা।

সেভ করে রেখেছেন জেনে ভালো লাগলো
আবারো ধন্যবাদ । ভালো থাকবেন ।

০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: পুনরায় আসার জন্য কৃতজ্ঞতা :)

শুভেচ্ছা নিরন্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.