![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন্টু মামা এবারো নতুন জামা নিয়ে আসবে। মা একথাটা বলার পর করিমের আনন্দের সীমা ছিলো না। কমলাপুর বস্তির রহিম মিয়ার ছেলে করিম। স্কুলে পড়ার পাশাপাশি স্টেশনে বাদাম বিক্রি করে । মা এলাকায় ঝিয়ের কাজ করেন। রহিম মিয়া বহুকাল আগে গত হয়েছে।
বাবা মারা যাওয়ার পর এই মামাই করিমদের দেখাশোনা করে। খুলনায় কাজ করে। মামাটা কিভাবে খুলনায় গেল তা করিম জানে না। সবকথা জানতে নেই। মামা মাস শেষে টাকা পাঠায়। এই টাকাতেই করিমের পড়ালেখা হয়।
ঈদের আগের দিন। খুলনা রেলস্টেশন। ঢাকার ট্রেন রাত নয়টায়। লেট থাকার কারনে সেটা ১১টা হয়ে গেল। টিকিট কাটার সামর্থ্য মন্টুর নেই। তাই সে ট্রেনের ছাদে উঠলো। মানুষে গিজগিজ। এককোনায় বসে পড়লো। ছাদেও নিচের বগির মতোই পানীয়সহ নানান জিনিস ফেরি হয়। সে এক বোতল পানি কিনলো। দাম যতো তার থেকে কয়েকটাকা বেশি। দেশে কোনো উপলক্ষ পেলেই দাম হুহু করে বেড়ে যায়। কিন্তু জনগণ নিরুপায়।
রাত হওয়ায় রোদের ভয় নেই। তবে গভীর রাতে ছিনতাইয়ের ভয় শতগুণ। রাত ৩টায় মন্টুর পাশের জনকে এরকমই কয়েকজন ধরে। অতঃপর ধস্তাধস্তি। এরই কোনো এক মুহূর্তে মন্টু পড়ে যায় ছাদ থেকে। ট্রেনের ছাদেই পড়ে থাকে নতুন জামা। ঈদের সময় এমন বহু মানুষ ছাদ থেকে পড়ে চিরতরে হারিয়ে যায়। তবে এই সভ্য নামের সমাজে তার ছিটেফোঁটাই পত্রিকায় আসে।
মন্টু মামা ঈদের সকালে আসবে। প্রতিবারই এমন আসে। এটা করিমের মুখস্থ। তবে আজ যখন ঈদের নামাজ শেষ হয়ে গেল, তবুও মামা এলো না। করিমের ঈদের আনন্দ সেখানেই ধুলোয় মিশে গেল। সারাটা দিন মামার জন্য অপেক্ষায় রইলো। কিন্তু সব অপেক্ষার বোধহয় শেষ নেই !!
০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনের রং আকাশের মতোই পরিবর্তিত হয়।
২| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৪
তারেক_মাহমুদ বলেছেন: চলন্ত রেলগাড়ী থেকে মানুষ ফেলে দেওয়া কিংবা ঢিল ছুড়ার ঘটনা প্রায় শোনা যায়, সত্যি এমন গল্প মন খারাপ করে দেয়, অল্প কথায় মন্দ নয়।
০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
আর্কিওপটেরিক্স বলেছেন: যতটা শোনা যায় তার বেশিই শোনা যায় না।
এখানে গল্প হলেও বহু পরিবারে এটাই বাস্তব।
পাঠে কৃতজ্ঞতা
৩| ০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কষ্ট গল্প
০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
আর্কিওপটেরিক্স বলেছেন: জীবন নানন রঙের এক বাহন।
৪| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! আহারে !!
০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: জীবন অনেক সময় নিষ্ঠুর হয়ে যায়।
৫| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: ঢাকা ঈদের দুই তিন দিন আগে থেকে ছিনতাইকারী খুব বেড়ে যায়। যেসব জায়গা গুলোতে ছিনতাইকারী থাকে সেখানে পুলিশ চেকপোষ্ট থাকে না।
০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: এটা সেই আদ্যিকালের সমস্যা। সবকিছুর শেষে পুলিশ আসে।
৬| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৭
আনমোনা বলেছেন: কত করিম যে এই রকম অনন্তকাল অপেক্ষা করে।
০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
আর্কিওপটেরিক্স বলেছেন: কিছু অপেক্ষার প্রহর ভোর হলেও কাটে না।
পাঠে কৃতজ্ঞতা রলো
৭| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১:১৮
মুক্তা নীল বলেছেন:
প্রতিবছর মন্টুদের মতো কত লোক মারা যায়।
করিমের ঈদের আনন্দ একেবারে শেষ ।
০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
আর্কিওপটেরিক্স বলেছেন: এরকম ঘটনার ছিটেফোঁটাই পেপারে আসে। কত করিম নতুন জামার অপেক্ষায় রয়ে যায়...
পাঠে কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:১৩
ইসিয়াক বলেছেন: মাঝে মাঝে আকাশটাকে দেখলে মন ভালো হয়ে যায়
আবর কখনো কখনো আকাশকে দেখলে ,খুব একলা থাকতে ইচ্ছে করে কান্না পায়।