![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিনামূল্যে ব্যবহারযোগ্য জনপ্রিয় ওপেন সোর্স অফিস সফটওয়্যার LibreOffice এর সর্বশেষ মেজর আপডেট এসেছে। এই আপডেটে পূর্বের মারাত্মক কিছু নিরাপত্তা ত্রুটি ফিক্স করা হয়েছে। তাই লেটেস্ট ভার্সন LibreOffice 6.2.6/6.3.0 তে আপডেট করুন।
LibreOffice হলো মাইক্রোসফট অফিসের বিকল্প সফটওয়্যার। এটা The Document Foundation এর একটি সফটওয়্যার যা লিনাক্স, ম্যাক এবং উইন্ডোজের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। এতে মাইক্রোসফট অফিসের পুরোপুরি সুবিধা পাওয়া যায়। অনেক লিনাক্স ডিসট্রিবিউশানে ডিফল্ট অফিস সফটওয়্যার হিসেবে এটা থাকে।
নিরাপত্তা ত্রুটিঃ
Macro Virus অফিস ডকুমেন্টস এর মাধ্যমে ছড়ায় ।এটা মেলিসিয়াস অফিস ডকুমেন্ট খোলার সাথে সাথেই ভাইরাল কমান্ড রান করায়। ফলে কম্পিউটার হ্যাক হতে পারে। লেটেস্ট ভার্সনে এই ধরনের ত্রুটি ফিক্স করা হয়েছে।
ডাউনলোড লিংকঃ
https://www.libreoffice.org/download/download/
Official Security Advisory:
https://www.libreoffice.org/about-us/security/advisories/
Logo © The Document Foundation
১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশে আরামেই Microsoft Office Professional লেটেষ্ট ভার্শন ব্যাবহার করতাম।
এখানে এসে আর পারছিনা। ইউজ করতে চাইলে নাম-ধাম সহ এগ্রিমেন্ট চায়।
একবার দেনাদার বা খেলাপি হলে জেল ফাসি নেই, কিন্তু ক্রেডিড স্কোরে সমস্যা, পরবর্তি বাকি জীবন কিছু বাকিতে/কিস্তিতে কিনতে বেশী ইন্টারেষ্ট গুনতে হবে। তাই বাধ্যহয়ে ৪৭ডলার ছাড়তে হল।
১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: অনেক ওয়েবসাইটে আরো কম ডলারে পাওয়া যায়। যাই হোক , কিনেই ফেলেছেন তাহলে আর মাথাব্যথা নেই।
৩| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৫৫
রাকু হাসান বলেছেন:
একটি পোস্ট লিখছিলাম ,বিজয় ক্লাসিক দিয়ে সোটুনি এমজি ফন্টে । ভাবছি কপি করে এনে পোস্ট দিব । এখন দেখি কপি করলে কাজ করছে না ফন্ড পরিবর্তনে লেখাই আসছে না । এতক্ষণ বৃথা কষ্ট করলাম । কেমন লাগে ।
কোনো রাস্তা আছে নি ?
১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১:১২
আর্কিওপটেরিক্স বলেছেন: Converter ইউজ করুন। অনলাইনে পাবেন। আবার সফটওয়্যারও আছে।
৪| ১৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: ঠিক আছে।
অনেক ধন্যবাদ।
১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০১
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৫| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫০
ব্লগার_প্রান্ত বলেছেন: Yo..
১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৪
আর্কিওপটেরিক্স বলেছেন: Hi !!
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩৮
চাঁদগাজী বলেছেন:
ওকে, ধন্যবাদ