![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শৈশবের সবুজ ফড়িংটা কিভাবে উড়ে গেল সেটা কে-ই বা বলতে পারে ! হুহু করে প্রবাহিত বাতাসের তোড়ে কোথায় ভেসে গেল সাদা ঘুড়ি, মার্বেল আর পাটকাঠি? বলতে পারবে কোথায় সেই ছোট্টোটি? যে কিনা দৌড়াতো দিগ্বিদিক? সময়ের টানে কি বিলীন হয়ে গেল সে? না ... না.... না। সময় বদলাতে পারে জীবন বদলাতে পারে মন বদলাতে পারে তবুও কিছু জিনিস বদলায় না। পাথরের গায়ে আচঁড়ের ন্যায় অম্লান থাকে। মনের কোনায় সেই ছোট্টোটি উঁকি দিয়ে যায়। যদি পারতাম ফানুস হতে ! তাহলে আরেকটিবার উড়ে যেতাম স্বপ্নের শৈশবে ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন: পাঠের জন্য অসংখ্য ধন্যবাদ
শুভ সকাল।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: মানিক বন্দ্যোপাধ্যায় এর দিবারাত্রির কাব্য অনেকেরই পড়া। তারই বিশেষ একটা লাইন পড়ে মনে হয়েছিল - প্রচণ্ড বৃষ্টির এ রকম তুলনা কি করে কেউ ভাবতে পারে? চিন্তাই করতে পারি না!
মালতির খুব সরল মনের মেয়ে আনন্দ! আনন্দ সমুদ্রে প্রবল বৃষ্টি দেখে বলেছিল 'কি বৃষ্টি নেমেছে! সমুদ্রটা পর্যন্ত ভিজে যাবে' । যে সমুদ্র সীমাহীন জলের আধার - সেটা ভিজে যাবে !!!
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯
আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার একটা মন্তব্য করেছেন।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই স্বপ্নের শৈশব !!! কিন্তু শৈশব তো আর আসে না ফিরে ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯
আর্কিওপটেরিক্স বলেছেন: চলুন টাইম মেশিনটাকে হ্যাক করি
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭
রাকিব আর পি এম সি বলেছেন: শৈশব জীবনের সোনালীযুগ। তখন মনে হত কবে বড় হবো! আর এখন মনে হয় যদি আবার সেই শৈশব ফিরে পেতাম!
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০০
আর্কিওপটেরিক্স বলেছেন: যখন যা থাকে না তার অভাব বোধ হয়। এটাই বোধহয় অপ্রাপ্তির বেদনা
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা সেই যুগ হারিয়ে গেলো কত সহজেই
সুন্দর পোস্ট
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০১
আর্কিওপটেরিক্স বলেছেন: কোনো কিছুই চিরস্থায়ী নয়। হারিয়ে না গেলে গুরুত্ব বুঝতে কিভাবে???
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
জগতারন বলেছেন: সুন্দর অনুভূতি!
আমার কাছে কবিতার মতো মনে হইয়াছে!
অভিন্দন জানাইতেছি এমন সুন্দর অনুভূতি
এখানে পাঠক পাঠিকাদের সাথে অংশ দেওয়ার জন্য।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০২
আর্কিওপটেরিক্স বলেছেন: কিছুটা কবিতাই তো !
আপনাকেও ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫২
খায়রুল আহসান বলেছেন: খুবই সুন্দর একটি কবিতা হয়েছে এটা! গদ্য কবিতা। বাক্যগুলোকে একটার নীচে একটা সাজিয়ে লিখলে এটা কবিতারই অবয়ব পেত।
অতি চমৎকার একটি মন্তব্যের জন্য রাজীব নুর কে ধন্যবাদ!
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন: বাংলা নিয়ে নাড়াচাড়া করতে আমার ভালো লাগে। ঠিকই বলেছেন, এটা গদ্য কবিতার মতোই !
আমিও রাজীব ভাইকে একথাই বলেছি।
পাঠে অশেষ কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:০২
ইসিয়াক বলেছেন: অসম্ভব সুন্দর লেগেছে।
ছোটবেলার আকাশে ঘুরে বেড়ানো ঘুড়ি গুলো এখনো মনের আকাশে উড়ে বেড়ায় মাঝেমাঝে।
শুভসকাল