![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিস্তব্ধ রাতের কালোতে
আগুন গোলারা নেমে আসে,
একের পর এক, অবিরাম
যেন ভ্যান গগের স্টারি নাইট।
তখন, রাতজাগা শিল্পীর
ছেঁড়া ক্যানভাসে এক অর্ধসমাপ্ত ছবি ;
আংশিক আঁকা ভিটরুভিয়ান ম্যান,
মোনালিসারা শূন্যে মিলিয়ে যায়।
চারিদিকে ধ্বংসলীলা
চিৎকার শোনা যায়,
চিত্রিত হয় দ্য স্ক্রিম।
গুর্নিকার মতো লন্ডভন্ড থাকে
মানুষ, কুকুর,সভ্যতা।
সময়ও আত্মহত্যা করে ভ্যান গগের সাথে
রহস্য রহস্যই থেকে যায়।
লাস্ট স্যাপারে শেষ হয় যুদ্ধ
বিধ্বস্ত শহরে পড়ে থাকে এক মুঠো শূন্যতা।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: রহস্য সবখানেই বিদ্যমান। কিছু প্রকাশিত হয় বাকিগুলো অন্ধকারে রয়ে যায় !
আপনাকেও শুভকামনা !
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩১
শায়মা বলেছেন: শুন্যতা এক ভয়ংকর সময়......
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
আর্কিওপটেরিক্স বলেছেন: একাকিত্ব জুড়ে বসে !
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই !
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫০
শায়মা বলেছেন: তবে একাকীত্বেও মূল্য আছে। সৌন্দর্য্য আছে। ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইওর একাকীত্ব!
একাকীত্বে মানুষ অমর উপন্যাসও লিখতে পারে।
ব্যাস্ততায় জীবনের অনেক কিছুই হয়ে ওঠে না......
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: সবসময় একাকী থাকলে মনে একটা বিরূপ প্রভাব পড়ে। ইউটিলাইজেশন ডিপেন্ডেস অন পারসন।
অনেক লেখকই একাকী লেখালেখি করেন। তাই অমর উপন্যাস পেলেও আশ্চর্য হওয়া যাবে না।
ব্যস্ততার বেড়াজাল ডিঙ্গিয়ে ঘাস খেতে হবে
কিছু সময় নিভৃতে থাকা সব মানুষের দরকার। এতে নিজেকে গুছিয়ে নেওয়া যায় ।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: নিস্তব্ধ নিশিতে রহস্যময়ী শূন্যতা ভালো লাগলো।
প্রচেষ্টা অব্যাহত রাখুন। ++
শুভকামনা জানবেন।