নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

বেশি নয় শুধু একটি গাছ চাই

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১:২২



শত ব্যস্ততার মাঝে জানালার পাশে দাঁড়িয়ে থাকা বৃক্ষরাজির পানে কারই বা চোখ যায়।
কিংবা বহুতল ভবনের উচ্চতার সাথে বৃক্ষের পত্রপল্লব পেরে ওঠে না।
এমনটাই কি হওয়ার কথা ছিলো? কালের আবর্তে হারিয়ে যাবে সবুজের সমারোহ?

সভ্যতার যতই উন্নয়ন হয়েছে ততই কমেছে গাছের সংখ্যা। প্রতিনিয়ত বেড়ে চলা জনস্রোতের সাথে তাল মিলিয়ে লাগানো হচ্ছে না গাছ। ফলাফল ! সে তো অনুমেয় … চরম পরিবেশ বিপর্যয়।

আমার এই পোস্ট গাছের গুরুত্ব নিয়ে নয়। নয় জনসংখ্যা সমস্যা নিয়ে। গাছের উপকারিতার কথা আজ কারো অজানা নয়। কিন্তু শুধু অভাব গাছ লাগানোর। যান্ত্রিকতার সাথে মানুষও যন্ত্র হয়ে উঠছে।

তাই সকল ব্লগারদের প্রতি একটাই আহবান, একটি হলেও গাছ লাগান । আপনার পরিপার্শ্বের সবাইকে উৎসাহিত করুন বৃক্ষ রোপণে।


(রিপোস্ট)

মন্তব্য ১৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১:৩৯

ভুয়া মফিজ বলেছেন: আমি তো ইংল্যান্ডে থাকি, এইখানে লাগাইলে চলবো? ;)

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: মরুভূমিতে না লাগালেই হলো ;)

২| ০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৫:৪৫

ইসিয়াক বলেছেন: চমৎকার আহ্বান।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: কৃতজ্ঞতা :)

৩| ০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ৯:০২

শায়মা বলেছেন: ভাইয়া ছবিটা দেখে তো পুরাই সেই গান মনে পড়ে গেলো-

ঐ গাছের পাতায় রোদের ঝিকিমিকি ......

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ঐ গাছের পাতায় রোদের ঝিকিমিকি.......
এখন তেমন চোখে পড়ে না শায়মা দিদি.....
বলো এখন করবো কি?

৪| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: একটি গাছ লাগালে হবে না। সবার কম পক্ষে তিন করে গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, গাছের যন্ত নিতে হবে।
শেখ হাসিনা যুবলীগ, ছাত্রলীগ, আর কত কত লীগ আছে তাদের সবাইকে বলুক তোমরা সমস্ত বাংলাদেশে বিশ কোটি গাছ লাগাও।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: একটা দিয়ে শুরু হোক রাজীব ভাই ..... তিনটা কেন হাজারো গাছ লাগাতে হবে !

গাছের যত্ন নিতে হবে ! - সহমত।

এরকমটা বললে দেশটাই পাল্টে যেতো !

৫| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৭

বিজন রয় বলেছেন: গাছ লাগানোর দরকার আছে ঠিক, কিন্তু তার আগে সমাজ থেকে আগাছাগুলো উপড়ে ফেলা দরকার।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: বৃক্ষ রোপণ এবং আগাছা দমন একসাথে করতে হবে !

৬| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:১২

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স ,




আজকাল জানালা খুললে তার পাশে আর বৃক্ষরাজী কই, দেখা যায় তো আরেক বাড়ীর জানালা অথবা দেয়াল!

শুধু রিপোস্ট করেই থামবেন না , এমন পোস্ট করতে হবে বারেবারে।

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আছে আবার নেই। কোথায় আছি সেটার উপর ডিপেন্ড করে !

বারবার করতে চাই। তবুও যেন মনে হয় হাজারো ইস্যুর ভিড়ে এটা হারিয়ে যাচ্ছে !



৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১২:০৬

ইসমাঈল আযহার বলেছেন: আমার জানালা খুললে গাছ দেখা যায়, বরং শব্দদূষণ। এইজন্য জানালা খুলি না। সুন্দর আহ্বান।

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: দেশটা পঁচে গেছে।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৪

মাহের ইসলাম বলেছেন: গাছ লাগানোর জায়গা কই?

সবাই তো ঘরবাড়ী বানিয়ে ফেলছে।

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ইচ্ছে থাকলে ছাদেই লাগানো যায় !


সব জায়গায় ঘরবাড়ি হলে অক্সিজেন পাবো কোথায় ?

৯| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গাছ লাগান। গাছের যত্ন নিন।

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: নিজদের অস্তিত্ব রক্ষার্থেই গাছ লাগাতে হবে !

১০| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ এ জনকল্যাণমূলক পোস্টের জন্য। আপনার আহবানের সাথে কন্ঠ মেলাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.