নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

বাঁধ ভেঙেছে..... এবার?

০৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬


সামহোয়্যারইন ব্লগ, বাংলাদেশে বন্ধ ছিলো প্রায় ৮ মাস যেটা অনেক দীর্ঘ সময়। এই সময়ে বহু পাঠক, ব্লগার ব্লগটিতে আসার চেষ্টা করেছেন কিন্তু বেশিরভাগই বিফল হয়ে হয়তোবা ভেবেছিলেন ব্লগ বন্ধ হয়ে গেছে। বিকল্প ব্যবস্থা( ভিপিএন,টর,প্রক্সি ইত্যাদি) দ্বারা কিছু সংখ্যক মানুষ আসতে পেরেছেন। তবে হতাশায় নিমজ্জিত মানুষের সংখ্যাটাই বেশি !

সাধারণত কোনো কিছু বা কোনো কাজে এরকম দীর্ঘ বিরতি(আসলে মিথ্যা, কুৎসিত অপবাদ দিয়ে ব্লগ ব্লক করা হয়েছিল) তৈরী হলে স্বাভাবিকভাবেই একটা আকস্মিক নিরবতা চোখে পড়ে। ফলে ব্লগে সবাই যে আছেন বা ব্লগ পড়ছেন সেটা বলা যায় না। হয়তোবা এমন অনেকেই আছেন যারা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে দুঃখী হয়ে আছেন। এমতাবস্থায় আমাদের সকলের উচিত ব্লগের ব্যাপারে সবাইকে জানানো।

সাথে আরেকটি বিষয় যোগ করতে চাই। ব্লগ ব্লকের এই দীর্ঘ আট মাস জানা আপা এবং জাদিদ ভাই কতটুকু সংগ্রাম করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। এই আট মাসের কোনো এক সময়ে ব্লগ সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। এমনকি বিদেশ থেকেও ব্লগটি একসেস করা যাচ্ছিল না। এ সময়টাতে আমি জাদিদ ভাইয়ের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি। ব্লগটিকে পুনরায় সচল করতে ব্লগ কর্তৃপক্ষের তাৎক্ষণিক কাজ করার কারনেই কয়েকদিন পরেই সাইট আবার সচল হয়ে যায়। উল্লেখ্য, তখন ব্লগে সাইবার হামলার চেষ্টা করা হয়েছিল। একইভাবে ব্লগ, বাংলাদেশে আনব্লক করতে ব্লগ কর্তৃপক্ষের অক্লান্ত চেষ্টার কারনেই আমাদের প্রিয় এই ব্লগটি বাংলাদেশে আবার খুলে দেওয়া হয়। এক্ষেত্রে ব্লগের অন্যতম প্রতিষ্ঠাতা , সৈয়দা গুলশান ফেরদৌস জানা আপার সর্বাত্মক প্রচেষ্টার প্রতি সম্মান জানাই। তিনি শত প্রতিকূলতার মাঝেও সামহোয়্যারইন ব্লগকে অনন্য এক উচ্চতায় তুলে ধরেছেন, যা তাঁর বলিষ্ঠ আপোষহীন মনোভাবকেই প্রকাশ করে।

সবশেষে বলতে চাই, সামহোয়্যারইন ব্লগ বাংলা ভাষার প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় ব্লগই নয় এটা আমাদের ভালোবাসা। তাই ব্লগের সময়ে অসময়ে সদা সর্বদা আমাদের অর্থাৎ সাধারণ ব্লগারদের ব্লগের প্রতি আস্থা রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যেঃ ব্লগই ব্লগার, ব্লগারই ব্লগ

মন্তব্য ২২ টি রেটিং +৯/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: ইয়েস। রাইট।

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: :)

২| ০৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

নুরহোসেন নুর বলেছেন: চক্রান্তকারী দুষ্টরা পরাজিত হয়েছে,
আবার শুরু হয়েছে বাঁধ ভাঙ্গার আওয়াজ!
সামু চিরজিবী হোক।

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: যুগ যুগ ধরে সত্যের জয় হয়েছে.... হবে !

সামু চিরজীবি হোক !

৩| ০৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

কথার ফুলঝুরি! বলেছেন: জানা আপু ও জাদিদ ভাইয়াকে অনেক ধন্যবাদ সামুকে ফিরিয়ে আনার জন্য 8-|

এবং আপনাকেও অনেক ধন্যবাদ কারন আপনি ঐ দুঃসময়ে ব্লগে প্রবেশ করার বিকল্প পথ দেখিয়ে দিয়েছেন অনেককেই ।

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: তোমাকেও ধন্যবাদ আপু......

৪| ০৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

কিরমানী লিটন বলেছেন: এ আগুন ছড়িয়ে পড়ুক - সব খানে......

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমমমম

৫| ০৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সংশ্লিষ্টদের বিশেষ ভাবে ধন্যবাদ জানাই । এই ঋণ শোধ হবার নয়। চমৎকার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ।

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৬| ০৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামহোয়্যারইন ব্লগ বাংলা ভাষার প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় ব্লগই নয় এটা আমাদের ভালোবাসা। সঠিক !!

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমম

৭| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৯

সোহানী বলেছেন: জানা আপা আর জাদিদ ভাইয়ের সফল চেস্টার ফসল.........। সবসময়ই ধন্যবাদ এ দুই কর্ণধারকে।

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ আপু :)

৮| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৮

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




বাঁধ ভেঙেছে..... এবার? এবার লেখার,কথার, তর্কের, আনন্দের বাঁধ ভাঙা বানের জলে ভেসে যাবে সবাই। ভাসিয়ে নিয়ে যাবে "জানা"" কাভা"কেও ভালোবাসায়.............

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমমমম !!!!!

সুন্দর একখানা কমেন্টের জন্য থ্যাংস এ লট :)

৯| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৫

আখেনাটেন বলেছেন: আপনার এই পোস্ট দেখে মনে হচ্ছে আপনি শনিবারে কাতুকুতু দিলে মঙ্গলবারে টের পান। :P

এত লেইটে ট্রেন ধরতে আসলে হবেক। :P

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার আগের পোস্টগুলো দেখে আসুন। তাহলেই বুঝবেন ;)

১০| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪

নীল আকাশ বলেছেন: এর সাথে জড়িত সবাইকেই অভিনন্দন রইল।
ব্লগে আপনাকে এখন প্রায় দেখি না। খুব ব্যস্ত নাকি?

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: অনেকটাই বিজি !!!!

১১| ১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৮

নতুন নকিব বলেছেন:



কিছুটা দেরিতে দেয়া এই পোস্টের জন্য তবুও অভিনন্দন আপনাকে।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: এর আগেও একটা পোস্ট করেছি নকিব ভাই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.