![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন যাবত জানালার ধারে একটা বিড়াল দেখা যাচ্ছে। একমনে বসে থাকে। কেমন যেন ভাবুক ভাবুক বিড়াল। বিড়ালের মাথায় কি চলছে বোঝার চেষ্টা করি আমি। প্রতিদিনই। কিন্তু ব্যর্থ হই। মাঝে মাঝে আমার দিকে তাকায়। যেন... কোনো সমস্যা ?
বিড়াল মশাই, এমন মুড নিয়ে বসে আকাশের পানে চেয়ে থাকেন কিছুক্ষণ। তারপর সামনের দিকে। আমার জানালার সামনের দিকে অন্য বাড়ির জানালা। সেটা সাধারণত বন্ধই থাকে। বিড়ালকে সেই বন্ধ জানালার দিকে তাকাতে দেখি। ক্ষণিকের জন্য। তারপর আবার ঐ আকাশ। সকালটা দুপুরে গড়ানোর আগেই উনি হাওয়া। কোথায় যায়, কি খায় কে জানে !
আজ আরেকটি দিন। সেই জানালা, বিড়াল, আমার চোখ। এক লাইনে। বিড়ালের মতো আমার চোখও আকাশ, জানালা করলো। তারপর ? হুট করে পাশের বাড়ির জানালাটা খুলে গেল। কি দেখলাম???
সুন্দরী এক মেয়ের কোলে একটি বিড়াল ! বিড়ালটা দুচোখ ভরে দেখছে, আমিও । সৌন্দর্য দুচোখ ভরেই অবগাহন করতে হয় !
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৭
আর্কিওপটেরিক্স বলেছেন: তাও ভালো হাইপারমেট্রোপিয়া নয়
২| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০০
জুনায়েদ বি রাহমান বলেছেন: কাহিনী সত্য হইলে তো চিন্তার বিষয়। মোর বিড়াল ছানাটা কিছুদিন পূর্বে (২০ দিন হবে) মারা গেছে। মারা যাওয়ার পূর্বে এমন চুপচাপ, উদাস হয়ে গিয়েছিলো। খাওয়াদাওয়া, খেলাধুলাতেও আগ্রহ হারিয়ে ফেলেছিলো।
ভেট কইলো, বিড়ালটা ক্যান্সারজনিত কারণে মারা গেছে।
আপনারটা চুপচাপ সুন্দ্রী দেখে নাকি রোগটোগ বুঝা যাচ্ছে না। সুন্দ্রী দেখলে ভালো।
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৯
আর্কিওপটেরিক্স বলেছেন: রোগটোগ নয় মশাই... সবই অভিনয়। ব্যাটা পাকা অভিনেতা ..
সাথে সহঅভিনেতার কতিপয় লাভ
আপনার বিড়ালের জন্য দুঃখ পেলাম
৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৯
নুরহোসেন নুর বলেছেন: বিড়াল নিজের সঙ্গীর সাথে মাসীকেও ধরে এনেছে!!
জিনিয়াস বিড়াল আকাশ টেলিফোনে আড়ি পেতেছিলো সম্ভবত....
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১১
আর্কিওপটেরিক্স বলেছেন: মার্জারের সাথে মাসি ফ্রি
আকাশ নয় জানালা ফোন
৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: বিড়ালদের লাই দিবেন না।
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১২
আর্কিওপটেরিক্স বলেছেন: হুমমমম...
৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৬
বাকপ্রবাস বলেছেন: বিড়ালকে মাঝে মাঝে কবি মনে হয় এমন ভাবতে দেখলে
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন: হা হা হা.... নারী জাতির জন্য কত কবির সৃষ্টি হবে কে জানে !!!
যাইহোক বেশ বলেছেন। মহাকবি বিড়াল
৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: বিড়াল মামা ( মামী ও হতে পারে ) প্রেমে পড়েছে । সে তার প্রিয়তমার দেখা পেল অবশেষে ।
সাথে সাথে আপনার জন্য ও কিছু একটার সম্ভাবনা নিয়ে আসল মনে হয় ।
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন: বিড়াল মামা. ...
কিছু একটা...
৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৫
হাবিব বলেছেন: ভাগ্যবান কি আপনি নাকি বিড়াল?
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৬
আর্কিওপটেরিক্স বলেছেন: বুঝে নিন
৮| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৬
রূপম রিজওয়ান বলেছেন: দারুণ তো! সৌন্দর্যে অবগাহন চলতে থাকুক। বিড়াল মশাইকে আমার সালাম জানাবেন।আমারও দেখছি এমন একটা বিড়াল দরকার! দেখা যাক কী হয়!
++
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৭
আর্কিওপটেরিক্স বলেছেন: সালাম ইজ গিভেন... উইথ মিল্ক এন্ড ফিশ।
এনে ফেলুন.. বেশ কাজের
৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭
অধীতি বলেছেন: ব্যাটা বিড়াল বুড়ো হয়ে গেলে ভাম হয়ে যায়।তখন লোকে ভাম বিলাই বলে। বিড়াল ভাম হয়ে গেলে নিরব জায়গায় মুড নিয়ে বসে থাকে।
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৯
আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি !
তবে এটা বুড়ো নয়।
১০| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৫
আমি তুমি আমরা বলেছেন: ফিনিশিংটা ভাল লাগছে। চতুর্থ ভাল লাগা।
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮
মা.হাসান বলেছেন: আফসোস আমার মতো মাইওপিয়ার পেশেন্টদের জন্য