নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

ব্লগে ২ বছরঃ একটুকরো সময়

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৪০


গাছের ঝরা পাতার মতোই দিনপঞ্জির পাতাগুলো ঝরে যায়। হুট করেই সংখ্যাগুলো এক এক করে পা ফেলে। এই তো সেদিনের কথা। তবুও মনে হয় কতদিন ! আসলে সময়ের নিরিখে জীবন পরিমাপ করা রীতিমতো দুঃসাধ্য।

এই তো সেদিন একটা আইডি খুললাম। এরই মাধ্যমে যাত্রা শুরু হলো আর্কিওপটেরিক্সের। ব্লগার আর্কিওপটেরিক্স। কেমন একটা খটমটে নাম। যার অর্থ হলোঃ পৃথিবীর আদিমতম পাখি। কেন বেছে নিলাম এ নাম? উত্তরটি বেশ বড়সড়। সংক্ষেপে হলো এইঃ বাংলা শব্দের ব্যাপারে আমার আলাদা ভালোবাসা আছে। তেমনি ভালোবাসি বিচিত্র শব্দ। এই বিচিত্রতাই এই নামকরণের হেতু। একটু খোঁজখবর নিয়ে দেখলাম এই নামে কোনো আইডি নেই। তাই এটাই বেছে নিলাম। শুরুতে অন্য নাম ছিলো পরে মডারেটর সেটা চেঞ্জ করে দেন। এখন এই নামেই বেঁচে আছে আদিমতম পাখি।

ব্লগে বা এরকম সাইটে আমার পথচলা নতুন নয়। সারাবিশ্বের বহু ব্লগ, ফোরাম, বুলেটিন বোর্ড, ইমেজ বোর্ড, ডেভেলপার সাইট, ওপেন সোর্স কমিউনিটি ইত্যাদিতে আমার বহুদিনের পথচলা। এমনকি ডার্ক ওয়েব সাইট, রেস্ট্রিকটেড হ্যাকিং কমিউনিটিতেও আমার আনাগোনা ছিলো। বলা চলে পৃথিবীর সকল ধরনের সাইটে আমি ঘুরেছি। তাই যেকোনো সাইট একবার দেখলেই বুঝি কোথায় কি আছে, কি নেই।

এমনই ভাবে ঘোরাঘুরির মাধ্যমে সামুর সাথে পরিচয় এবং ভালোবাসা। যেটা মাত্র দুই বছরের পথচলায় আরো গাঢ় হয়েছে এবং ভবিষ্যতেও হবে। এই ছোট্ট পথচলায় আমার পরিসংখ্যান নিতান্তই ক্ষুদ্র। তবু আপনাদের জন্য সেটা লিখলামঃ

আমার মোট পোস্ট সংখ্যাঃ ১১২ টি।
আমার পোস্টে মন্তব্য সংখ্যাঃ ৪৪০০ টি।
আমার করা মন্তব্য সংখ্যাঃ ৭১৬৯ টি।
আমি অনুসরণ করছিঃ ৩৫০৮ জন ব্লগারকে।
আমাকে অনুসরণ করছেঃ ১২২ জন।
আমার ব্লগটি দেখা হয়েছেঃ ৩৬৯৫৭ বার।


২ বছরঃ সময়ের ক্ষুদ্র পরিসর

এই দুই বছরে বহু কিছুই ব্লগে দেখেছি। ফ্লাডিং, কাঁদা ছোড়াছুড়ি, মিথ্যে, বানোয়াট অভিযোগে ব্লগ বন্ধ করা সহ সবকিছুই। যখন দেশে ব্লগ বন্ধ ছিলো তখনো আমি নিয়মিত ছিলাম। এমনকি যখন হাতেগোনা কয়েকজন মাত্র অনলাইনে ছিলেন তখনো আমি ছিলাম। এরই মাঝে ব্লগ সারাবিশ্বে ডাউন হয়ে যায়। তখনো সামহোয়্যারইন ব্লগের সাথেই ছিলাম। যোগাযোগ ছিলো জানা আপা এবং জাদিদ ভাইয়ের সাথে।


সবশেষে কেন আমি সামহোয়্যারইন ব্লগ পছন্দ করি?

আমি মুক্ত চিন্তা, যুক্তিযুক্ত সমালোচনা, ওপেন সোর্স ইত্যাদি ভালোবাসি। এজন্যই মত প্রকাশের উন্মুক্ত মাধ্যম হিসেবে সামহোয়্যারইন ব্লগ আমার পছন্দের।

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:০০

সোহানী বলেছেন: শুভকামনা

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ আপু :)

২| ২৬ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। ব্লগের দুঃসময়ে ব্লগের সাথে থেকে আপনি তা' প্রমান করেছেন।

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: দেশের বাইরে থাকার কারনেই ব্লগে সময় কাটাতে পেরেছি। তাই এটা স্বাভাবিক ব্লগিংই ধরতে পারেন :)

৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩২

ইসিয়াক বলেছেন: শুভকামনা

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ কবি !

৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:০০

নজসু বলেছেন:



শুভকামনা ভ্রাতা।
দোয়া করি ব্লগীয় জীবন আজীবন অটুট থাক।

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ভ্রাতা :)

আশাকরি নিয়মিত হবেন ..

৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


২ বছরের ব্লগিং অভিজ্ঞতা, বেশ বড় ধরণের কিছু, অভিনন্দন রলো।

তবে আপনার ষ্টেইটমেন্ট, " বলা চলে পৃথিবীর সকল ধরণের সাইটে আমি ঘুরেছি। তাই যেকোন সাইট একবার ঘুরলে বুঝতে পারি, কো্থায় কি আছে কি নাই", আপনার সম্পর্কে খারাপ ধারণা দিচ্ছে! নিজে কি লিখছেন, কি বলছেন, সেটার উপর সেটার উপর আপনার ধারণা রাখার দরকার আছে!

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: শুরুতে আপনাকে জানাই ধন্যবাদ ... আপনি ব্লগের বটবৃক্ষের ন্যায়। সব সময় ব্লগের পাশে ছিলেন , আছেন, থাকবেন।

এবারে আসি,
আপনার কথার ব্যাপারে।

আমি কি বলছি সেটার ওপর আমার পূর্ণ ধারণা আছে। জানি না আপনি কি ভাবছেন। তবে ধরে নিলাম, নেগেটিভ কিছু। তাহলে বলবো, নেগেটিভই সই !


যাইহোক ..... কেন একথা বলেছি তা আমার ভবিষ্যৎ কোনো পোস্টেই পেয়ে যাবেন আশাকরি।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩০

কনফুসিয়াস বলেছেন: শুভ কামনা রইল। আশা করি পরবর্তী দিন গুলো আপনি ব্লগে থাকবেন এবং আমাদের মত নতুন ব্লগাদের জন্য আপনার অভিজ্ঞতা ভাগাভাগি করবেন।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য কৃতজ্ঞতা রইলো :)

অবশ্যই থাকবো ...

৭| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: দুই বছর অনেক সময়।

অভিনন্দন।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি কিন্তু বহুত পুরান ব্লগার ...


অসংখ্য ধন্যবাদ :)

৮| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬

হাবিব বলেছেন: অভিনন্দন রইলো। ব্লগ ডে-তে আসছেন তো?

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ স্যার :P

নাহ এবারো হচ্ছে না !

৯| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩০

বিজন রয় বলেছেন: অভিনন্দন!!
অবিরাম চলুক ব্লগিং।

শুভকামনা সবসময়ের।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও শুভকামনা প্রিয় কবি !

১০| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২

সাইন বোর্ড বলেছেন: আরো দীর্ঘ হোক পথ চলা...

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই যেন হয় !

১১| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুই বছরে আপনার অভিজ্ঞতার ভান্ডার বেশ বলিষ্ঠ ! সাদর সম্ভাষণ। শুভকামনা।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভকামনা .. ।

দুই বছর তো আঙুল দিয়েই গোণা যায়। তবুও কোনো সময়ই ছোট নয় !

১২| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৪

জুল ভার্ন বলেছেন: সুন্দর!!!

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ !!!!

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩

সাইফ নাদির বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইলো

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৩

আমি তুমি আমরা বলেছেন: দ্বিতীয় বর্ষপূর্তির অভিনন্দন :)

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :)

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৩

মনিরা সুলতানা বলেছেন: বাহ !বাহ !
বর্ষ পূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন ।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: বহুদিন পরে আমার ব্লগে আপনার পদার্পণ ! আসলেই কি এক বাঁধই তৈরী হয়েছিল ! হারিয়ে গিয়েছিল যোগাযোগের সুতোটুকু। যা বাঁধ ভাঙার মাধ্যমেই আবার স্থাপিত হয়েছে। এরই ফলস্বরূপ আপনার দেখা পাওয়া। আমার ব্লগ কুটিরে।

শুভেচ্ছার জন্য ভাপা পিঠার ধোঁয়া ছড়ানো ধন্যবাদ...

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৬

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে আরেয়ে বহুদিন পর ব্লগে এসে আমি নিজেই দিশেহারা; কতকত প্রিয় প্রিয় লেখা.....
ধন্যবাদ ধন্যবাদ ভাপা পিঠের মিষ্টি ধন্যবাদে।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: হিরে শত বছরেও ঔজ্জ্বল্য হারায় না। তেমনি সামহোয়্যারইন ব্লগ নামক হিরে আজীবন তার আলোকচ্ছটা ছড়িয়ে যাবে !

আসলেই বহু পুরানোদের দেখে মন খুশিতে নেচে ওঠে ! সাথে নবাগতদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ।


তোরা সব জয়ধ্বনী কর!
তোরা সব জয়ধ্বনী কর!
ঐ নতুনের কেতন ওরে কাল- বোশেখীর ঝড়।
তোরা সব জয়ধ্বনী কর!
তোরা সব জয়ধ্বনী কর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.