![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুরটা হয়েছিল একফোঁটা শিশির দিয়ে
তারপর সেটা জমতে জমতে
আকাশটাকে ভরিয়ে ফেললো।
সূর্যের ঘুম ভাঙার আগেই
আকাশ থেকে ঝরতে থাকলো
জলের ফোঁটা। পথঘাট ডুবিয়ে ফেললো
শীতের চাদরে। জলরঙা চাদরে ঢাকা পড়ে গেল
রাস্তার পুরোটুকু। দূরত্বটুকু বেড়ে গেল যেন !
ওপাশের দেখা পাওয়া ভার !
তারপর ? সূর্য জেগে উঠলো। ফোঁটাগুলোর মধ্যে দিয়ে
আসতে থাকলো আলোক বিন্দু।
গাছের গায়ে আলো-ছায়ার খেলা।
সাথে পাতায় পাতায় মুক্তোর মেলা।
সূর্য এবার উঠে দাঁড়ালো।
তাহলে কুয়াশা? হারিয়ে গেল।
নাকি ঘুমোতে গেল?
নাকি বলে গেল..... আবার দেখা হবে !!
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০২
আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতাই চলে এলো কমেন্ট এ !
কৃতজ্ঞতা ...
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫১
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু রাজীব ভাই
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৮
শের শায়রী বলেছেন: কুয়াশা বলে গেল - আমি আছি
তোমার দৃষ্টির আড়ালে, সুর্যের চাদরের অবগুন্ঠনে
কুয়াশা বলে, বাতাসে আওয়াজ তুলে
আমি আছি, আমাকে কি অনুভব কর?
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতাকে কবিতা দিয়েই প্রকাশ করলেন !! বেশ বেশ।
শুভকামনা নিরন্তর
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮
নার্গিস জামান বলেছেন: ভীষণ সুন্দর
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৫
শিখা রহমান বলেছেন: কবিতাটা ভালো লেগেছে। কোথাও শিশিরের ঘ্রাণ আর ভোরের সতেজতা টের পাওয়া যায়।
শুভকামনা প্রাচীন পক্ষী।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতার ক্যানভাসে প্রকৃতিকে আঁকার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। দেখা হবে কবিতায় !
শুভকামনা নিরন্তর
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বলে গেল আবার দেখা হবে
জন্মান্তরের চক্র যে অবিরাম
++++
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯
আর্কিওপটেরিক্স বলেছেন: যাক বাবা ! অবশেষে এলেন।
কমেন্টের মতোই আবার আসবেন এই আশা রইলো
৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: যাক বাবা ! অবশেষে এলেন
কি য়ে বলে অর্কি ভায়া!
আসিতো .. উত্ত না পেলে গোস্বা হয়
ঐযে দেখুন আলোকিত অন্ধকারের এখনো উত্তরই পাইনি হা হা হা
এই ভালবাসা বেঁচে থাকুক অনন্ত অন্তহীন
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: রোসো রোসো। রোয়াকে বসে তেলেভাজা শেষ করি আগে.. তারপর
উত্তর পাবেন নিশ্চয়ই .... ।
এই ভালবাসা বেঁচে থাকুক অনন্ত অন্তহীন - হুমমম। থাকবে
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৪৯
মুক্তা নীল বলেছেন:
কুয়াশার আদলে সূর্য ঢাকা পড়ে থাকে, কিন্তু
কুয়াশা কখনো হারায় না বারবার ফিরে ফিরে আসে
নতুন সূর্যের আড়ালে । সুন্দর কবিতা ।