নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

আপনার মেয়েকে আত্মরক্ষার কৌশল শেখান !

০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৩


ধর্ষণ শব্দটি এখন খবরের সাথে মিশে গেছে। প্রায় প্রতিনিয়ত ঘটে চলা এই ভয়াবহতম অপরাধের বিরুদ্ধে খুব কমই শোনা যায়। কোটা নিয়ে আন্দোলন হয় কিন্তু মায়ের জাতির জন্য আন্দোলন হয় না। তথাকথিত নারীবাদীর কথা বাদ দিলাম। চেতনা বেচে খাওয়া মানুষেরও খোঁজ নেই। যেন সব স্বাভাবিক ! কিন্তু না কিছুই স্বাভাবিক নয়। ঘোর এক অন্ধকারে ছেয়ে গেছে আকাশ।

ধর্ষণ কি, কেন হয় ইত্যাদি নিয়ে লিখছি না। জানি, এসব নিয়েই মানুষের মাথাব্যথা। ধর্ষিতা নারীকে দায়ী করতে তাদের বাধে না। আরে ব্যাটা, যে খুন হয় তাকে দায়ী করিস কোন দুঃখে? এখন বলবি ধর্ষণ খুন নয়। যৌন নির্যাতন মাত্র ! না সেটা বলার সুযোগ নেই। ধর্ষিতা নারীকে খুনই করা হয়। শারীরিক মানসিক উভয় দিক দিয়ে। জীবিত থেকেও সে যে মৃত ! তার পাশে কেউ দাঁড়ায় না। না সমাজ, না পরিবার, না প্রতিষ্ঠান। কিন্তু সে কি অপরাধী? না, না, না হাজারো বার বলবো "না !! "

দেশটাই এমন যে ! এই দেশে বীরাঙ্গনাদের সম্মান দেওয়া হয় না। আর ধর্ষিতা নারী? আরো পদপদে ধর্ষিত হয়। থানায়, সমাজে, আদালতে। ধর্ষণের শিকার মেয়ের বিয়ে হয় না। একঘরে হয়ে যায় পরিবার। আর অপরাধী? দাপিয়ে বেড়ায়। হুমকিধামকি দিতেও পিছপা হয় না। উচ্চপদে নারী থাকলেই হয় না, মানসিকতা দরকার !

যাইহোক, এত কথা লিখতে চাইনি। যে বিষয়ে লেখা সেটুকু বলি। আপনার মেয়েকে মার্শাল আর্ট, তায়কোয়ান্দো, জুডো, কারাতে শিখান। এতে সে নিজেই বিপদ মোকাবেলা করতে পারে। অন্তত কিছুটা হলেও। সাথে তথাকথিত রাতে বের হলে জাতীয় কথা আমি লিখবো না। রাতের বাংলাদেশ আমার যতটা, আমার মেয়েরও ততটা। নিরাপত্তা না দিতে পারাটা রাষ্ট্রের ব্যার্থতা !

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৮

বিজন রয় বলেছেন: বহুদূর....!!

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সবকিছুই দূরে।

২| ০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩০

জুল ভার্ন বলেছেন: আমি আপনার লেখায় আংশিক দ্বিমত করে বলছি - সেক্সিজম আক্রান্ত উচ্ছন্নে যাওয়া নতুন প্রজন্ম ক্রমশ কাস্টিজম, রেসিজম কে কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছে।

আজকাল ধর্ষণের বিরুদ্ধে অনেকেই রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে, ধর্ষিতাকে দোষারোপ না করে ধর্ষকের শাস্তির দাবিতে পথে নামছে,সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে সভা সেমিনার করছে।

ধর্ষণের ঘটনা ঘটলেই, সারা দেশ একজোট হয় অপরাধীর ফাঁসির দাবিতে। সে দাবি উচিত কি অনুচিত, সেই আলোচনা স্বতন্ত্র। কিন্তু এটা মেনে নিতে হবে্‌ যে শাস্তি দিয়ে অপরাধের প্রবণতা কমানো সম্ভব নয়। অপরাধ দমন করতে গেলে আগে অপরাধের বোধ তৈরি করতে হবে। মানুষকে জানাতে হবে ধর্ষণ কী কারণে অপরাধ অথবা সম্মতির গুরুত্ব কতটা। সমবেত ভাবে চিন্তাভাবনা না বদলালে, সেই ট্র্যাডিশন কিন্তু সমানে চলবে।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আসলে তেমন চেষ্টা আমার চোখে পড়েনি এখনো। আন্দোলন হতে পারে তবে ততটা জোরালো বলে মনে হয় না।

কাটিয়ে ওঠার চেষ্টা করছে - এটা একটা ভালো দিক। কিন্তু অনেক কিছুই বিজন রয়ের কমেন্টের মতো, বহুদূর !

আপনার মতামতের শেষের প্যারার সাথে ঐকমত্য পোষণ করছি। চিন্তা ভাবনার প্রতিফলন ঘটে কাজে। তাই নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে।

৩| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
#প্রসঙ্গঃ #অশ্লীলতা

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের পুরোটা আসেনি !

৪| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: #প্রসঙ্গঃ #অশ্লীলতা

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ঐ

৫| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: মেয়েরা মার্শাল আর্ট শিখলেই দেশ থেকে ধর্ষন কমে যাবে না।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার কথা সত্য ! আমাদের নৈতিকতার প্রসার ঘটাতে হবে ।

৬| ০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:



নতুন ভার্সনের মেয়ে জন্ম দিতে হবে।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: কত কি আর শুনবো মশাই !

৭| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৬

সাইন বোর্ড বলেছেন: ভাল বিষয়ের উপস্থাপনা, শেষ ভরসা এখন এটাই ।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: শেষ ভরসা নৈতিকতা।

৮| ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ১২:১২

করুণাধারা বলেছেন: আপনার মেয়েকে আত্মরক্ষার কৌশল শেখান খুব দরকারি কথা আর্কিওপটেরিক্স। আমার খুব ইচ্ছে ছিল মেয়েকে কারাতে শেখাবো, কিন্তু বাসার কাছাকাছি কোথাও কারাতে শেখানোর ব‍্যবস্থা ছিল না। তাই আর শেখানো হয়নি। আমার মনে হয়, দেশের যে অবস্থা এখন, উদ্যোগ নিয়ে প্রতিটি পাড়ায় মেয়েদের জন্য আত্মরক্ষার কৌশল শেখার কেন্দ্র করা দরকার।

দরকারী পোস্ট- লাইক।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার সাথে সহমত। প্রত্যেক এলাকায় এমনটা থাকা দরকার।

৯| ০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৬

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: অবশ্যই কারাতে শেখাব। আরেকটু বড় হোক।
সচেতনতা মূলক পোস্টের জন্য ধন্যবাদ ভ্রাতা।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১০| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: শেষের দুই লাইনের জন্যে +++++++++++

০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ১০ নং কমেন্টের জন্য ধন্যবাদ +++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.