নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

সাত একটি সংখ্যা

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৫


এক
এখন.... কেউ আর একটু হাতের ছোঁয়াকে
বোঝে না, বোঝে না একটুকরো কাগজের
দাম, যত অপেক্ষার প্রহর।
কোনো দুপুরের ছাদের কোণায়
মুহূর্তের চুমুর আকস্মিকতা বোঝে না,
বোঝে না চোখের সেই ভাষাটুকু।

দুই
দেখ সূর্য কত বড় ! কিন্তু তবুও সেটা মেঘের নিচে হারিয়ে যায়। তেমনি বৃহৎ সাফল্যও খড়কুটোর তলে চাপা থাকতে পারে।

তিন
একজন লিখতে চায়। তাকে কলম দেওয়া হলো। বললো, লিখবো কিসে? কাগজ চলে এলো। এবার বললো, কি লিখবো? শিক্ষা দেওয়া হলো। এখন বললো, "কিন্তু পেটে যে ক্ষুধা ! "। খাদ্য চলে এলো।

কোনোকাজই সহজ নয়। সবকিছুই একে-অপরের উপর নির্ভরশীল।

চার
প্রদীপের নিচে অন্ধকার বলে একটা কথা আছে। কিন্তু এখন নিচে উপরে সব এক। শুধু ধু ধু অন্ধকার !

পাঁচ
সবকিছুই হারিয়ে যাবে। পড়ে থাকবে একটুকরো অদৃশ্য ছায়া।

ছয়
একটা ছবি দাও না। প্লিজ !!
কেন দরকার ছবি? আমি কি তোমার মনের ভেতরে আঁকা নই ????

সাত
১ঃআপনার ছেলে কি পেয়েছে?
২ঃগোল্ডেন এ প্লাস
১ঃঅ। আমার ছেলে প্লাটিনাম এ প্লাস।

গোল্ডেন নয় প্লাটিনাম নয় খাঁটি মাটির মানুষ চাই !

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫০

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর অনুভব---------

০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ !

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৫

বিজন রয় বলেছেন: পাঁচও একটি সংখ্যা!

আপনার অনেক বুদ্ধি!!

০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি !!

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: ইয়েস। ভেরি গুড।

০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ !

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫

জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন।

০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ !

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪

নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর ,এক কথায় অসাধারণ

০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ !

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

সাইন বোর্ড বলেছেন: চমৎকার !

০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ !

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাত ভুবনের সাত সত্য

++++

০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সাত একটি বহুল আলোচিত সংখ্যা।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০

হাবিব বলেছেন: দারুণ ভাবনা

০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার পোস্টগুলো পড়ার ইচ্ছে আছে। পড়ার জন্য ধন্যবাদ !

৯| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০২

রূপম রিজওয়ান বলেছেন: এগুলো কি মাইক্রো-ফিকশন টাইপের কিছু??

০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: বলতে পারো পিচ্চু...

১০| ০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১২

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: অল্পকথায় গভীর অর্থ,
ধন্যবাদ সুন্দর একটি যযাতির জন্য

০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ !

১১| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ২:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ok

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.