![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে অনলাইনে গণিত অলিম্পিয়াডের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু কারিগরি ত্রুটির কারনে সেটা স্থগিত করা হয়েছে। আমার পরিবারের সবাই বরাবরই নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং করছে। আমি নিজেও বিভিন্ন অলিম্পিয়াড এবং কনটেস্টে অংশ নিয়েছি। এরই ধারাবাহিকতায় আমার কিছু রিলেটিভের ছেলেমেয়েরা উক্ত অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য একাউন্ট খোলে।
সেখানে প্রথমে কয়েকটি মক অলিম্পিয়াড হয়। এরপর চূড়ান্ত অনলাইন পরীক্ষার কথা ছিলো আজ। হাজারো ছেলেমেয়েরা অপেক্ষায় ছিলো পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের টেকনোলজি বলে কথা ! এখানে একটা রেজাল্ট দেখতে যেয়ে সার্ভার সারাদিন ডাউন থাকে। তাই বলে গণিত অলিম্পিয়াডে এমনটা আশা করিনি। বেশি আশা করাটা আসলেই ভালো নয় !
ঠিক মোক্ষম সময়েই সার্ভার ডাউন হয়ে যায়। আমার কিছু রিলেটিভ আমাকে ফোনও দিয়েছিলো। বাচ্চাদের বোঝাতে হয়েছিল লগ-ইন করা এবং রিফ্রেশ করা। যাই হোক, আসল কাজটাই হলো না।
বিগত বছরগুলোতে গণিত এবং নানান অলিম্পিয়াড হয়েছে অফলাইনে, অর্থাৎ কোনো না কোনো প্রতিষ্ঠানে। এবারেই অনলাইনের কনসেপ্ট আনা হয়েছে।
এতে যা যা হলোঃ
১। গ্রামের বাচ্চাদের মেধা যাচাইয়ের ব্যাপারটি কমে গেল ।
২। অনেক টাকা বেঁচে গেল। (টাকা তো স্পনসর দেয় !!!!)
৩। ক্লাস ফোরের সব বাচ্চা একাউন্ট খোলা এবং লগইন করা শিখে গেল !!!!
৪।কোনো নোটিফিকেশন ছিলো না। নিজ গরজে করতে হবে !
৫। সাইটের লিংকে সমস্যা আছে।
৬। আমার ছাত্রের পরীক্ষা আমি দিমু। কেউ কিছু বলবে ???
০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৯
আর্কিওপটেরিক্স বলেছেন: সবশেষে অলিম্পিয়াড ভালো মতো হয় নি ! অনলাইনে অনেকেই অংশগ্রহণ করতে পারেনি। তবুও তাদের নির্বাচিত করা হয়েছে। শেষে তো করোনার কারনে অলিম্পিয়াডই বন্ধ করে দেওয়া হলো।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৩৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: বোঝা গেলো আপনি গনিত অলিম্পিয়াড সম্পর্কে যেমন খবর রাখেন না; কেন এটা হঠাৎ অনলাইনে হলো সেটার সম্পর্কেও কোন খবর রাখেন না।
যাই হোক, বর্তমানে খবর না রেখে লেখা লেখি করাটা অন্যতম স্টাইল। আপনিও সেটার ভিতরেই।
০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১১
আর্কিওপটেরিক্স বলেছেন: আমি কিসের খবর রাখি, সেটা আমার মধ্যেই থাক !
অনলাইনে অলিম্পিয়াড ভালো হয়েছে তাহলে ! পরীক্ষা না দিয়েই নির্বাচিত হয়েছে অনেকে। এটা বেশ ভালো দিক, তাই না !
মতামতের জন্য ধন্যবাদ !
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৬
তামান্না তাবাসসুম বলেছেন: দুঃখজনক।
০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১২
আর্কিওপটেরিক্স বলেছেন: হতাশাজনক !
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: মন্দের চেয়ে ভালো দিক বেশি।