নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

ঘাপটি মেরে থাকা পুরোনো ব্লগাররা আসুন! আড্ডা হয়ে যাক!

২৭ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২৪


নাফিস ইফতেখার, চিকন মিয়ার মাইনাচ, শাহানার বিড়ালকে মনে পড়ে? কিংবা অতিথি হয়ে ব্লগে আসার সেইদিনগুলি অথবা এক পোস্টের বিপরীতে শত রকমের পোস্ট, হাহাপগে, খিকজ সহ নানান বুলির তোড়। মনে পড়ে শাহবাগের দিনগুলো কিংবা এক কাল্পনিক মেয়ের জন্য তহবিল সংগ্রহ? নাকি মনে পড়ে না, মনের পোস্টেও একটা মাইনাচ দিয়ে চলে যাবেন? তাহলে কিন্তু আমি পুত্তুম পিলাচ দিবো না!

আসুন না.... একটু আড্ডা হয়ে যাক। পুপা, নুপা( নতুন পাপী) এর সাথে পরিচয় ঘটুক।


বিঃদ্রঃ আমি কিন্তু নুপা B-))

মন্তব্য ১১৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (১১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আর্কিওপটেরিক্স ধন্যবাদ আপনাকে এই দূর্যোগেও
আড্ডা দেবার সাহসের বাণী উচ্চারেনের জন্য। কিন্তু
আমার মনে হয় সুশীল ব্লগারেরা আড্ডায় এখন ভয়
পায়। ব্লগে ইদানিং কাদা ছোঁড়াছুড়ি হচ্ছে যাচ্ছে তা্ই
ভাবে। ব্যক্তিগত আক্রমন, অশ্লীল বাক্যবানে জর্জরিত
বিপক্ষের ব্লগাররা। দেখুন এই পোস্টটি এযাবৎ ৩৭ জন
ব্লগার উকিঝুকি মারলেও কেই সাহস করেনি আড্ডা দিতে।
আমি প্রথম আসলাম দেখি সম্মান রক্ষা করতে পারি কিনা!!

২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি কেমন আছেন ?
১ম মন্তব্যকারী হিসেবে চা দিতে পারলাম না :P। ( রোজার দিন)

দেখা যাক ক্যাচাল কেমন হয় B-))

২| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আর্কিওপটেরিক্স আড্ডা মারার কথা বলে
নিজেই হাওয়া হয়ে গেলেন?
মনে্ হয় গিন্নি ঝাড়ি দিছে
বাসন মাজা শেষ হয় নি বলে!! =p~

২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: হা হা হা =p~

৩| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৫

জাহিদ অনিক বলেছেন: ভয়ে ভয়ে আসলাম। আড্ডা দিতে পারব কি না জানি না। উপস্থিতি জানান দিয়ে গেলুম।

২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: ভয় কিসের ?

প্রেজেন্ট দিয়ে দিলুম ;)

৪| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৮

নতুন বলেছেন: আ্ড্ডার চেয়ে ক্যাচাল ভালো জমবে। :)

লক ডাউনে সবাই কেমন আছেন।

২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগার নূরুও ক্যাচালের কথা বলেছেন। দেখা যাক কি আছে সামনে!

আমি ভালোই আছি। দেশে এখন।

আপনার কি অবস্থা ?

৫| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসবে।

২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: এই তো আপনি এলেন।

কেমন আছেন ? মালয়েশিয়ার অবস্থা এখন কেমন?

৬| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমাকে কোন ক্যাটাগরীতে ফেলবেন? পুরানো নাকি নতুন? হারিয়ে যাওয়া নাকি চলমান?

২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: কঠিন প্রশ্ন!

পুরোনো এবং চলমান হিসেবেই ধরবো। (যদিও লাস্ট পোস্ট কবে সেটার জন্য আপনার ব্লগে ঢু মারতে হবে ;) )

২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: লাস্ট পোস্ট ১৭ই মার্চ। আপনার ব্লগের বয়স কিন্তু নয় বছর হতে চলেছে। নয় বছরের শুভেচ্ছা!

৭| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৯

সোনালি কাবিন বলেছেন: আমি পুপা :P

২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ভাই :P

৮| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৪

নতুন বলেছেন: চলতেছে ।

কামলা বন্ধ তাই বাসাতেই আছি। মেয়েকে স্কুলে দিয়েছি তার অনলাইনে ক্লাস হয়, তার সাথে বসি।

রোজা, মুভি দেখা, ঘুম....

এখানে লকডাউন কমিয়েছে ২৪ ঘন্টা থেকে এখন সকাল ৬টা থেকে রাত ১০টা পযন্ত খোলা। ব্যবসা প্রতিস্ঠান খোলার আয়োজন চলছে।

আমাদের কামলাও চালু হবে আস্তে আস্তে।

২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি বই পড়ে পড়ে বিশাল জ্ঞানী হতে চললাম এই লকডাউনে :D

বাপবেটি তাহলে এই সময়ে একই স্কুলে পড়ছেন :P। মজা করলাম।
দেশের শিক্ষার জন্য দুঃখ হয়। দেশের বেশিরভাগ এলাকায় ৪জি নেই। অনেক এলাকায় ২জিও টেনেটুনে আসে! ক্লাস কি কথাই নাকি শোনা যায় না।

কাজ শুুর হলেও ভয়টা থেকেই যাবে। সাবধানে থাকুন!

৯| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ !! কাভা ভাইকেও জালে আবদ্ধ করলেন।
তার উপস্থিতি আমাদের প্রাণে আসার সঞ্চার
ঘটালো। সম্ভবত ওরা (!!) দূরে থাকবে !!

২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: জানি না কাদের কথা বলছেন। তবে দেখা যাক!

১০| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: আড্ডা দিতে পারি না।
চুপ করে থাতেই আমার বেশি ভালো লাগে।

২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশি চুপ করে থাকাটা ভালো নয়, রাজীব ভাই !

বাসার সবাই কেমন আছে?

১১| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাঝখানে আপনি অনেকদিন নেই, অনিয়মিত হয়ে পড়েছিলেন।

যাক এখন অবসরে আড্ডা জমুক, অবশ্য ব্লগে ক্যাচাল জমে উঠেছে।

ভাল থাকুন।

২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: মাঝখানেও ছিলাম। তবে কোনো পোস্ট করিনি।

ক্যাচালের অপেক্ষায় রইলাম B-)

শুভকামনা :)

১২| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৮

জাফরুল মবীন বলেছেন: চমৎকার আহবান এবং আয়োজন!

২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: আসার জন্য ধন্যবাদ। আশাকরি ভালো আছেন।

আপনি কিন্তু পুরোনো ব্লগার। আপনার পুরোনো পোস্টগুলো কি আবার আনা যায় না? ভেবে দেখার অনুরোধ রইলো :)

১৩| ২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

নূর আলম হিরণ বলেছেন: কি নিয়ে আড্ডা হবে?

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আড্ডার কোনো সুনির্দিষ্ট বিষয় নেই :)

১৪| ২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৩

এলে বেলে বলেছেন: এখানে এত আনন্দ কিসের.... হা হা হা

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সবার মুখে কথার বন্যা বইছে .. ..

১৫| ২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২০

সোহানী বলেছেন: কাল্পনিক_ভালোবাসার দেয়া উত্তরে তাইলে আমি চলমানের পর্যায়ে পড়ি। তাই তো!!

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: তুমি তো এই সেদিন, মানে ১২ বছর ৩ মাস আগে রেজিষ্ট্রেশন করেছো :P

চলমান.. .. তাহলে তো তাই!

১৬| ২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩০

ইসিয়াক বলেছেন: আমি আসবো?

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সব্বাই এলাউড :)


সুতরাং চলে আসুন।

১৭| ২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স ,




আপনি দেখি ট্রামের ভাই!
এইতো!!!!!! সরকারী হুশিয়ারী সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব আবেদন অগ্রাহ্য করলেন! আড্ডা দিতে বললেন .... :) পিপি আছে তো ? :P
লক খুলুক, ঘাপটি মারা বক সবাই আস্তে আস্তে হাজির হবেন। তবে যে মাচার ছবি দিয়েছেন সেখানে সব্বাই উঠলে "পপাৎ জলতল" হবে যে!!!!!! :(( এই ক'দিন খেয়ে দেয়ে সবাই নাদুস নুদুস হয়েছে না !

আসলেই ----- সেই যে মোদের (আমার) নানা রংয়ের দিনগুলি........................

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ট্রামের ভাই :D ( খুবই বিখ্যাত (!) একজনের ভাই বানিয়েছেন )

পিপি আছে মানে! ল্যাপটপে রয়েছে পিপিপিপি। চারটা পি :P

লকের কারনেই মাচার মেরামত কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। লক খুলে গেলেই, আমি, আপনি কেন স্বয়ং চিকন মিয়াও হারিয়ে যাবে না :)


পুরানো সেই দিনের কথা...

নতুন দিন কিন্তু আছে!

১৮| ২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

কাবিল বলেছেন: আমি নতুন না পুরাতন???

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: পুপা B-))

১৯| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৬

পদ্মপুকুর বলেছেন: আমার কি অবস্থান হে?

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: নিঃসন্দেহে সর্বসাধারণের সর্বসম্মতিক্রমে পুপা :D

২০| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪০

নেওয়াজ আলি বলেছেন: আসুন , লিখুন , জানুন এবং জানান । আপনার ফিরে আসার অপেক্ষায় ।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: এই তো এলাম... ..উড়ে

২১| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৩

ভুয়া মফিজ বলেছেন: নতুন-পুরান চেনার একটা উপায় থাকা দরকার, যেমন এতো বছর ধরে নতুন, এতো বছর ব্লগিং করলেই পুরান.....নয়তো অনেকেই আমার মতো কনফিউজড হবে। :(

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: ঠিকই বলেছেন। এত বছর ধরে মফিজ ভাই ভুয়াই রয়ে গেলেন। কনফিউশান স্বাভাবিক!

২২| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: এই ব্লগের সিকিউরিটি কেমন ভাই?
আর আমাদের পাঠ্য বইয়ে অবজেক্ট ওরিয়েন্টেড ভাষার আলোচনা আছে, ইহার সর্ট ফর্ম জানতাম না :)

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালোই তো ছিলো, তোমার মতে কেমন?

OOP এর ভূমিকাটুকু লেখা আছে তাহলে। ভালো।

২৩| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমি তো ঘাপটি মেরেই আছি। আমার থাকা আর না থাকায় কোনো ভেদাভেদ নাই।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~

ঘাপটি মেরে থাকাকে লক ডাউনে আটকে পড়া হিসেবেও ধরা যায়!

আপনি কিন্তু কয়েকদিন আগেই একটা পোস্ট করেছেন ;)

২৪| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৩

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি নুব মানুষ। বাট ধারণা করি সিকিউরিটি মিডিয়াম লেভেলের

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: সবাই তো প্রথমে নুবই থাকে। তারপর ধীরে ধীরে প্রো হয়।
মিডিয়াম মনে হওয়ার কারণ?

২৫| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৮

নতুন বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: নতুন-পুরান চেনার একটা উপায় থাকা দরকার, যেমন এতো বছর ধরে নতুন, এতো বছর ব্লগিং করলেই পুরান.....নয়তো অনেকেই আমার মতো কনফিউজড হবে। :(

সেই কনফিউসন আমার কাছে আসতে পারবেনা।

ব্লগার তুমি নতুন না পুরান ---- নামেই পরিচয় =p~

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~

২৬| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১১

ডার্ক ম্যান বলেছেন: B-) =p~ #:-S :`>

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: কি হয়েছে ভায়া? এত্ত লজ্জা কেন B-))

২৭| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: আমি সব সময় চুপ করেই থাকি। শুধু দেখি আর শুনি।

বাসার সবাই ভালো আছে। দোয়া করবেন।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই :)

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: ২৮ নং কমেন্টটা দেখুন রাজীব ভাই!

২৮| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৩

নতুন বলেছেন: @ রাজিব নুর ভাই <<< আমি গত ফ্রেবুয়ারী ঢাকায় ছিলাম ৭ দিনের মতন। পুরান ঢাকায় ছিলাম, মতিঝিল আর বারডেমে গিয়েছি কয়েক বার আর রমনাপাকে ১ দিন। ভাবছিলাম রাজীব নুর ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে। তবে উনাকে রাস্তায় পাইলাম না।

২৯| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৭

ডার্ক ম্যান বলেছেন: লজ্জা পায় নি তবে কোন শব্দ পাচ্ছিলাম না ।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

৩০| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৫

মনিরা সুলতানা বলেছেন: আমি চপা B-))

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: চপা অর্থ কি???

আগের কমেন্টটা দ্বিতীয়বার পড়ে কেমন যেন লাগলো তাই মুছে দিয়ে এটা লিখলাম।

আছেন কেমন?

৩১| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৫

মনিরা সুলতানা বলেছেন: চলমান পাপী :-/

ভালোই আছি , আপনার খবর কি ?

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ :D

আমি তো আবার চরম :`> বানিয়ে দিচ্ছিলাম।

ভালো আছি :)

শুভকামনা...

৩২| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৮

চাঙ্কু বলেছেন: হাজিরা দিয়ে গেলাম!

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: হাজিরা খাতায় রোল নম্বর ৩২ এর পাশে P দেওয়া হলো :P

৩৩| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০০

মনিরা সুলতানা বলেছেন: লেখক বলেছেন: =p~ :D

আমি তো আবার চরম :`< বানিয়ে দিচ্ছিলাম।


=p~ =p~ =p~

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: হা হা হা.....

৩৪| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৭

মা.হাসান বলেছেন: ঘরে ঘরে তো বাসন মাজার সাথে সাথে এখন ঘর ঝাড়ু দেয়ার দায়িত্বও পালন করতে হচ্ছে। এর পরেও ব্যাটাছেলে গুলান এত আড্ডার সময় পায় কি ভাবে? মডুইবা কোন মিথ্যা কথা বলে ছুটি নিলো?

যা হোক, লক ডাউনে নাকি ফেয়ার অ্যান্ড লাভলীর শেয়ারের দাম একদম পইড়া গ্যাছে। যা আছে বেইচা দ্যান, আদা কিনা রাখেন।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আহা... দেশে তো সব খুলতে শুরু করেছে। আজকাল পরশু আরো বেরোবো।


শেয়ারের দাম বাড়ার অপেক্ষায় আছি।

৩৫| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: ব্লগে কিছু বাগ আছে। সেগুলো ঠিক না করাই প্রমাণ করে ফান্ড এবং ডেভেলপার নেই। আর এই সাইবার সিকিউরিটির প্রথম শর্ত আপডেটেট থাকা, এখানেও হয়তো সমস্যা আছে।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: কি কি বাগ?

৩৬| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১:০১

নূর আলম হিরণ বলেছেন: মন্তব্য গুলো পড়লাম, আড্ডা ঠিক এখনো জমে উঠেনি।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: হুম। লকডাউনের কারনে সবাই খুবই ব্যস্ত :D

৩৭| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ২:৪৯

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: ঠিকই বলেছেন। এত বছর ধরে মফিজ ভাই ভুয়াই রয়ে গেলেন। কনফিউশান স্বাভাবিক! ভুয়া তো দেখি আপনিও কম না। কনফিউশান দুর করার কোন স্পেসিফিক গাইডলাইনই তো দিলেন না, হুদাই একটা পোষ্ট দিছেন!! :(

আবারও জিগাইলাম......কয় বছরে পুরান হয়? এইবার উত্তর না দিতে পারলে আপনে প্রশ্নফাস জেনারেশানের সদস্য!! =p~

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রশ্নফাঁস জেনারেশনের ব্লগে যেতে আমার ব্লগের লিংকে শেষ থেকে দ্বিতীয় c টিকে z দ্বারা রিপ্লেস করুন। ধন্যবাদ ;)

৩৮| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি নুব মানুষ প্রো কোশচেন কেন করেন? :-B

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: পুরান জিনিস । সলভিং মেথড সহ সবকিছুই পাঠানো হইয়াছে অনেকদিন আগে। তবুও এটা খুঁজে বের করার জন্য ধন্যবাদ, প্রান্ত!

৩৯| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৫৩

সুপারডুপার বলেছেন: পুপা ও নুপার সাথে দেখা করতে এসে চপা অপার সাথেও দেখা হয়ে গেলো । অনেক ভালো লাগলো। সাথে জমজমাট একটা আড্ডা ও দেখলাম। সামুতে নতুন ব্লগার, বেশিক্ষন থাকা ঠিক হবে না। সবাই আবার মাইন্ড করতে পারে। ;)

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: শুরুতে তো চপা মানে কি বুঝতেই পারিনি। তারপর, চপা আপা নিজেই রহস্য উদ্ধার করে দিলেন :D

আহা.. আমিও তো নুপা, থাকুন না ;)

৪০| ২৮ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:২৬

আনমোনা বলেছেন: এহ্, আমারে বিপদে ফেলবে নাকি, পুরানো আনমোনাকে খবর দিয়ে!

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: তোমার তো কোনো খোঁজখবরই ছিলো না!

যাইহোক, আশাকরি ভালো আছো।

পুরান আনমোনা এই পোস্ট দেখবে না ;)

৪১| ২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৩২

রাফা বলেছেন: কোন থিসিসের সাবজেক্ট খুজতেছেন মনে হয়! সাবধান করোনার কিন্তু কোন বাছ বিচার নাই পাইলেই কট ! ;)

স্যোসাল ডিসটেন্স নয় ফিজিক্যাল ডিসটেন্স জরুরী।কাজেই আড্ডা চলুক নতুন পুরাতন সবাইকে নিয়েই।

ধন্যবাদ,আর্কিওপটেরিক্স।

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: একটা সাবজেক্ট নিয়েই হযবরল আবার আরেকটা খুঁজতে গেলে করোনা নিশ্চিত ;)


হুম। একদমই ঠিক বলেছেন। সোশাল নয় ফিজিক্যাল ডিস্টেন্স মানে হবে। আমি তো ওয়ারলেস কিবোর্ড আর মাউথ ব্যবহার করছি। তাহলে সেফ, কি বলেন :P

সবার অংশগ্রহণে উজ্জীবিত হোক ব্লগ এটাই আশা।


আপনাকেও ধন্যবাদ,রাফা। ( আমার নামটা আবার শর্ট করা যায় না B-)) )

৪২| ২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: নতুন-পুরাতনের মাঝে সেতুবন্ধনের একটা সুযোগ দেবে এই আড্ডা। ভাল উদ্যোগ।

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন-পুরাতনের মাঝে সেতুবন্ধনের একটা সুযোগ দেবে এই আড্ডা - চমৎকারভাবে সারকথাটি বলেছেন। আশাকরি, সবাই অংশগ্রহণ করবে।

ভালো থাকুন :)

৪৩| ২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৭

নতুন নকিব বলেছেন:



ফিরে আসুন পুরনোরা। সুন্দর পোস্টে +++

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: আমারও সেটাই আশা।

ভালো থাকুন :)

৪৪| ২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:১৩

অন্তরন্তর বলেছেন: উপস্থিত। যে পুরাতন ব্লগারদের নাম নিয়েছেন তারা এখন আর আসেন না। তাদের আড্ডাতে ডেকে একটা ভাল কাজ করেছেন সবাই চাঙ্কু জেডার আড্ডা পোস্টের মত আর একটি পোস্ট পেল। এখন কথা হল সবাইকে ডেকে বসার জন্য যে মাচা রেখেছেন তা অবশ্যই ভেঙে পরবে। আগে বসার নিশ্চয়তা চাই তারপর ইউ নো চা নাস্তা তো আছেই। তারপর করোনা ভেকেসনের আড্ডা চলুক, চলতেই থাকুক। শুভ কামনা।

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: চাঙ্কু জেডার আহ্বানে অনেকেই সাড়া দিয়েছেন। আশাকরি, এখানেও তেমনটা পাবো।

আপনার প্রেজপন্ট দেওয়া হলো। ডবল প্রেজেন্ট।

মাচাটা আপাততঃ রিপেয়ার এ। চা নাস্তা জায়গায় এখন ইফতারটাই করুন :)


শুভকামনা রইলো

৪৫| ২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২০

সাদা মনের মানুষ বলেছেন: রোল নং ৪৬, সেহরী ইফতারি কোন কিছু আছে নাকি?।

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ইফতারি আছে। তবে ছবি দিলাম না। আগামীকাল আবার, রোজা করতে হবে না :P

৪৬| ২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫২

নীল আকাশ বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমাকে কোন ক্যাটাগরীতে ফেলবেন? পুরানো নাকি নতুন? হারিয়ে যাওয়া নাকি চলমান? আপনি যদি চলমান না হন তাহলে সারা ব্লগেরই খবর আছে।
মা.হাসান ভাইয়ের সাথে আমিও একমত। সবাই এখন বাসায় দৌড়ের উপর আছে। সময় কই?

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি যদি চলমান না হন তাহলে সারা ব্লগেরই খবর আছে। - হা হা! একদম ঠিক!

সময় বের করতে হবে।

আশাকরি ভালো আছেন।

৪৭| ২৮ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঘটনাকিতা?

'পুবা' থেকে কি ওয়াকআউট করলেন নিকি? :P
আরেহ বুঝলেন না? আড্ডাঘর থেকে ;)

নতুন আড্ডাঘরে পুরাতনের আহবান ..বেশ বেশ..
চলমান ছাড়া দুএকজন উঁকি ঝুঁকি দিচ্ছে মনে হয় :)

অতিকায় ডাউনোসর লোপ পাইয়াছে, তেলাপোকা টিকিয়া আছে...
আমরা চলমান গ্রুপ টিকিয়া থাকিবার দলে..
ঝড়, ঝঞ্জা, ব্লক, নিষেধাজ্ঞা সকল ক্ষনে ভিপিএন, টর, প্রক্সি...
কত পথ তবু সামু থেকে বিরতি নাই!!!!

মনিরাপুর মতো চপাতেই স্বস্তি B-)

বিষয় হলে মনে হয় আড্ডা জমতো। একই বিষয়ে বহুজনের মতে জমজমাট হয়ে উঠতো!
হিজ হিজ হুজ হুজে .. জমছেনা খুব একটা

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: পুরান বাড়ি থেকে ওয়াকআউট করিনি । তবে এই পোস্টকে বেটা টেস্ট বলতে পারেন।

নতুন- পুরান সবাইকে চাই। অতিকায় ডাইনোসর লোপ পেলেও আর্কিওপটেরিক্স লোপ পাই নাই B-)

আরেকজন চপা পেলাম। চলমান ... B-))


বিষয় দিইনি। আবার দিসি। কিভাবে? আপনিই বলুন :)

৪৮| ২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৩

মিরোরডডল বলেছেন: গান কোথায় !! গান ছাড়া আড্ডা জমবে ?
সে কি !! কার সাথে আড্ডা হবে কেউতো নেই :|

বাই দা ওয়ে আমি নুপা :)

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: গান আসিবে।

আমার সাথেই আড্ডা চলুক :)

আরো একজন নুপা কে পেলেন আর্কিও :)

আশাকরি, ভালো আছেন ।

৪৯| ২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৬

মৌরি হক দোলা বলেছেন: PRESENT

কেমন আছেন ভাইয়া?

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো আছি :)

তুমি কেমন আছো?

৫০| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৪

জুন বলেছেন: কবে আমাদের কথা কইবেন :-* সামুর বারান্দায় দশ বচ্ছর হয়া গেল নাদের আলী, আর কবে আমরা পুরান হমু :-/

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: আর বছর দশেক যাক, তারপর জুনাপুকে পুরান বলা হবে .... :P

ব্লগের লেডি বতুতা সবসময়ই পুরান ও চলমান।

৫১| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:০৭

রাফা বলেছেন: হোয়াই নট ! আপনাকেও কাট-ছাট করে সর্ট ভার্সান করা যায়।ফিট আর হেড রাইখা বডি কেটে ফেললেই হলো,

লাইক -আ-ক্স....আর ইউ হ্যাপি নাও :D :D সার্জারিটা কেমন হইলো ? ;)

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: বিশাল সার্জারী করেছেন দেখছি! মাথাটা থাকলেও ডানা কাটা পড়েছে :(( আপনাকে আরেকটু গবেষণা করতে হবে।

আপনার নামটা কি আগে থেকেই সার্জারী করা :D

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: এভোয়েড রাফা নামে দেশে একটা ব্যন্ড আছে। জানেন নাকি?

৫২| ২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:২১

জাহিদ অনিক বলেছেন: বাপ রে! এত মন্তব্য পাইসেন!!!!

লেখক বলেছেন: ভয় কিসের ?
আর বইলেন না, সম্প্রতি ফোনেটিক থেকে প্রভাতে সুইচ করেছি। একটু সময় লাগবে

০১ লা মে, ২০২০ রাত ৩:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: Clickbait ;)

বুঝলাম ভয়ের কারন।

৫৩| ২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫২

মৌরি হক দোলা বলেছেন: আলহামদুলিল্লাহ :)

৫৪| ২৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৭

মিরোরডডল বলেছেন: আমি আর্কিও না বলি, আরও একটু ছোট করে রিক্স বলে ডাকবো ... কেমন ? :)

০১ লা মে, ২০২০ রাত ৩:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ওক্কে :)

৫৫| ০২ রা মে, ২০২০ বিকাল ৪:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আমার কিছু জিনিস বুঝতে সমস্যা হচ্ছে,
অনলাইনে কোথায় প্রোগ্রামিং রিলেটেড সমস্যা নিয়ে গেলে ভালো হয়?
আপনিতো সমসময় ব্লগে থাকেন না।
ভালো থাকুন

০৩ রা মে, ২০২০ সকাল ৭:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সব সমস্যার সমাধানের জন্য রয়েছে গুগল, গুগল এবং গুগল। সার্চ ইঞ্জিনকে নিজের গফ বানাও।

গুগল করলেই এই প্রশ্নের উত্তর পেয়ে যেতে । নিচের লিংকে আমি যেগুলোর কথা বলবো ভেবেছিলাম, সেগুলো তো আছেই সাথে আরো এক্সট্রা আছে। ( এটা একবারমাত্র গুগল সার্চের ফল। তাহলে ভাবো দশবার করলে কি হবে :D )
https://www.hongkiat.com/blog/programming-questions-websites/

আর চমৎকার একটা অনলাইন IDE আছে। দেখতে পারো।
এটাঃ https://repl.it/

৫৬| ২২ শে মে, ২০২০ রাত ১:০৭

শায়মা বলেছেন: এসেছি!!! এসেছি!!!

২২ শে মে, ২০২০ রাত ২:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: হু.... এত্তোদিন পরে এলেন :P

৫৭| ২২ শে মে, ২০২০ রাত ১:১৬

ডার্ক ম্যান বলেছেন: আপনি নিজেই ঘাপটি মেরে গেলেন

২২ শে মে, ২০২০ রাত ২:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: আছি তো B-))

৫৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২১

রোবোট বলেছেন: )

৫৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৪

রোবোট বলেছেন: :)
পুরানো দিনের কথা মনে পড়ে, তবে আমি নতুন ব্লগার । B-)

৬০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৩

কালো যাদুকর বলেছেন: আসলাম । আমি কোন দলে, পুপা, চপা, নপা...
বাসায় থাকতে থাকতে হাতে পায়ে হাতে পায়ে খিল ধরে গেছে, ঘিলুও জট পাকায় গেছে। দেখি আড্ডা দিলে জট ছাড়ে কিনা...
এতদিন কোন চিপায় ছিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.