![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবির কলমে এ আজ কেমন স্থবিরতা!
স্থানুবৎ চক্ষুগোলক কেন ঘুমায়
মহাকাশ কোটরে?
কেন রাস্তার ইজেলে সুনসান রাতের অন্ধত্ব
মেলে ধরে আজন্ম রহস্য?
কেন জীবন প্রদীপ আজ বিপর্যস্ত, শতছিন্ন
আক্রান্ত, পরাজিত, বিচ্ছিন্ন?
এক শতক্ষুদ্র ক্ষুদ্রাতিক্ষুদ্র
জড়বৎ কণার ভয়?
যার জীবনের অস্তিত্ব?
এই আছে এই নেই!
এ কি পাপ, অভিশাপ?
বর, উপহার?
প্রকৃতির প্রতিশোধ?
মানুষ্য সৃষ্ট?
ক্রোধ লালসা কামনা?
উত্তর? সমাধান?
অজানা, দূর্বোধ্য, লুক্কায়িত এখনো!
২১ শে জুন, ২০২০ দুপুর ১:৫৪
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ। কিসের ট্রেনিং এর কথা বলছিলেন যেন? বিস্তারিত বলুন।
২| ২০ শে জুন, ২০২০ দুপুর ১:২৯
সাইন বোর্ড বলেছেন: প্রশ্ন অনেক, কিন্ত উত্তর হয়ত কারোই জানা নাই ।
মহামারি করোনাকাল, এখন অনেক প্রশ্নের উত্তরই আমরা খুঁজে পাচ্ছি না ।
২১ শে জুন, ২০২০ দুপুর ১:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: দেখা যাক উত্তর কতদিন লুকিয়ে থাকে!
৩| ২০ শে জুন, ২০২০ দুপুর ২:০২
নেওয়াজ আলি বলেছেন: ভালোই হয়েছে।
২১ শে জুন, ২০২০ দুপুর ১:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ
৪| ২০ শে জুন, ২০২০ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
ভাষা সহজ ।
২১ শে জুন, ২০২০ দুপুর ১:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই
৫| ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৮
জাফরুল মবীন বলেছেন: হায়! করোনা!
কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম কবি।
২১ শে জুন, ২০২০ দুপুর ১:৫৭
আর্কিওপটেরিক্স বলেছেন: সত্যি! হায় করোনা!
কবে যে এই দূর্যোগের ঘনঘটা কেটে যাবে!
পড়ার জন্য ধন্যবাদ
৬| ২২ শে জুন, ২০২০ বিকাল ৫:২৬
ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো লিখেছেন আর্কি ভাই।
আমার একটু সাহায্য দরকার, একারণে এই কমেন্টটি করা।
একবার একটি নিউজ এ খুবই হইচই হয়েছিলো, যে একজন প্রেগনেন্ট মহিলার বাচ্চা গর্ভাবস্থায় মারা যায়। অ্যালগরিদম বুঝতে পেরেছিলো মহিলাটি সন্তানসম্ভবা, তাই আ্যলগো মহিলাকে বেবি ক্লথ আর ফুড এর অ্যাড দেখাতো। কিন্তু শিশুটি মারা যাওয়ার পর তারাতো সেটি জানতো না, তাই তারা বেবি ক্লথ আর ফুড এর অ্যাড মহিলাকে দেখিয়েই যেতো। এতে উক্ত মহিলা অনেক ডিপ্রেশনে পড়ে যায়, আমার সঠিক মনে নেই, ঘটনাটি। এখন যদি আপনি আমাকে ঐ স্টোরির লিংকটা দিতে পারেন, তবে বেশ উপকার হতো
অগ্রিম ধন্যবাদ ভাইয়া
২২ শে জুন, ২০২০ বিকাল ৫:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন: এটা নিয়ে আমি পোস্ট দিয়েছিলাম। দাঁড়াও, পোস্টের লিংকটা খুঁজে দিচ্ছি।
২২ শে জুন, ২০২০ বিকাল ৫:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: view this link
৭| ২২ শে জুন, ২০২০ বিকাল ৫:৩২
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই আমি তো আপনার পোষ্ট খুজতেছি, পাইতেছি না
থ্যাংকস ভাই
২২ শে জুন, ২০২০ বিকাল ৫:৩২
আর্কিওপটেরিক্স বলেছেন:
৮| ২৩ শে জুন, ২০২০ রাত ১০:৫১
খায়রুল আহসান বলেছেন: প্রথম স্তবকটা খুব সুন্দর হয়েছে। কবিতায় ভাল লাগা + +
উত্তরের জন্য অপেক্ষা করুন, উত্তর পেয়ে যাবেন।
২৪ শে জুন, ২০২০ সকাল ১০:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ কয়েকদিন ধরেই লাইনগুলো মাথায় ঘুরছিল, কিন্তু লিখে ফেলার ফুরসত পাচ্ছিলাম না। অতঃপর, সময় পেতেই কাগজের বুকে এঁকে ফেললাম৷
কবিতাটি পড়ে মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। উত্তর পেতে আজ সমগ্র বিশ্ব মরিয়া। আশাকরি, আপনার কথামতো অপেক্ষার ফল মিষ্টি হবে!
ভালো থাকুন, সুস্থ থাকুন
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০২০ সকাল ৯:২১
বিজন রয় বলেছেন: কবিতা পোস্ট করার জন্য প্রথমে ধন্যবাদ জানিয়ে গেলাম।